About Us

স্টাডি লাইকার ডটকম ওয়েবসাইটটি মূলত জ্ঞান অর্জনের এক মহা সমুদ্র। দিন দিন এই সাইটের আলোচনার পরিধি বেরেই চলেছে। একজন মানুষ জন্মের পর থেকে শুরু করে জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত জ্ঞান অর্জন করতে হয়।

তবে বয়সের বিন্নতায় জ্ঞান অর্জনের বিষয়বস্তুর পরিবর্তন ঘটে। ছাত্র জীবনে প্রয়োজন বিভিন্ন বিষয়ের পরালেখা সম্পর্কিত আলোচনা যা এই ওয়েবসাইটটিতে রয়েছে।

শিক্ষা জীবন শেষ করে প্রয়োজন চাকরির প্রস্তুতি মূলাক আলোচনা এবং সেই সাথে দরকার বিভিন্ন চাকরির সার্কুলার সম্পর্কিত তথ্য সেটাও এই ওয়েবসাইটটিতে রয়েছে।

তাছাড়া আধুনিক সভ্য সমাজে চলতে হলে, চলমান বিশ্বের সাথে নিজেকে আপডেট রাখতে যেসকল বিষয়ের তথ্যের প্রয়োজন, প্রায় তার গুরুত্বপুর্ন বিষয়গুলো এখানে আলোচনা করা হয়।

তাই স্টাডি লাইকার ওয়েবসাইটে প্রায় সকল বয়স ও সকল শ্রেণীর মানুষের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।তাই ওয়েবসাইটটির সাথে সম্পর্ক রেখে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে সফল শিক্ষাজীবন ও আপডেটেড বৈশ্বিক জীবন গরেতোলার আহ্বান জানাচ্ছি।

Scroll to Top