বাংলায় Minna No Nihongo N5 Lesson 4 Vocabulary and Grammar

আজ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন বাংলায় Minna No Nihongo N5 Lesson 4 Vocabulary and Grammar সম্পর্কে বিস্তারিত ভাবে। ধারাবাহিক আলোচনার ৪র্থ অধ্যায়ের আলোচনা শুরু করার আগে পুর্বের আলোচনা গুলো পড়ে আসার জন্য অনুরোধ করছি। এতে আপনার এই অধ্যায়ের বিষয় বস্তু বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক।

পেজ সূচিপত্র: বাংলায় Minna No Nihongo N5 Lesson 4 Vocabulary and Grammar


Minna No Nihongo N5 Lesson 4 Vocabulary and Grammar

Minna No Nihongo N5 Lesson 4 Vocabulary

জাপানি শব্দ ইংরেজি উচ্চারণ ইংরেজি অর্থ বাংলা অর্থ
おきます Okimasu get up, wake up ঘুম থেকে ওঠা
ねます ne masu sleep ঘুমানো
はたらきます hatarakimasu work কাজ করা
やすみます ya sumimasu take a rest বিশ্রাম নেওয়া
べんきょうします ben kyō shimasu study পড়াশোনা করা
おわります owarimasu finish শেষ করা
デパート depāto department store ডিপার্টমেন্টল স্টোর
ぎんこう gin ko bank ব্যাংক
ゆうびんきよく yu bin kyoku post office ডাকঘর
としょかん to sho kan library লাইব্রেরী
びじゅつかん Bijutsukan art museum শিল্প যাদুঘর
でんわぱんごう denwa ban gou telephone number টেলিফোন নাম্বার
なんばん Nanban what number কি / কত সংখ্যা
いま ima now এখন
ji o'clock টা বাজে (ঘন্টা)
ふん(ぷん) fun (pun) minute মিনিট
はん nan half অর্ধেক
なんじ naji what time কয়টা বাজে
なんぷん nan-pun what minute কয় মিনিট
ごぜん gozen A.M. morning A.M. সকাল
ごご gogo P.M. afternoon P.M. বিকাল
あさ asa morning সকাল
ひる hiru daytime দুপুর
ばん ban night রাত
よる yoru evening সন্ধ্যা
おととい ototoi the day before yesterday গত পরশু
きのう kinō yesterday গতকাল
きょう kyō today আজ
あした ashita tomorrow আগামীকাল
あさって asatte the day after tomorrow আগামী পরশু
けさ kesa this morning আজ সকাল
こんばん kon ban tonight আজ রাত
そちら sochira over there সেখানে
やすみ Yasumi holiday ছুটি
ひるやすみ Hiru yasumimai lunchtime দুপুরের বিরতি
まいあさ mai a sa every morning প্রতিদিন সকাল
まいばん maiban every night প্রতিদিন রাত
まいにち mai ni chi everyday প্রতিদিন
たいへんですね taihendesu ne Isn't it hard? বেশ কষ্ট তাইনা?
ばんごう Ban go u an'nai Number নম্বর
げつようび getsu yō bi Monday সোমবার
かようび kayō bi Tuesday মঙ্গলবার
すいようび sui yō bi Wednesday বুধবার
もくようび mo ku yō bi Thursday বৃহস্পতিবার
きんようび kin-yō bi Friday শুক্রবার
どようび do yō bi Saturday শনিবার
にちようび ni chi yō bi Sunday রবিবার
なんようび nan-yō bi What day of the week কি বার?
から kara from থেকে
まで ma-de to পর্যন্ত
to and এবং
ニューヨク Nyuyōku New York নিউ ইয়র্ক
ペキン Pekin Rondon Beijing বেইজিং
ロンドン Rondon London লন্ডন
バンコク Bankoku Bangkok ব্যাংকক
ロサンゼルス Rosanzerusu e Los Angeles লস এঞ্জেলেস

Minna No Nihongo N5 Lesson 4 Grammar

Minna No Nihongo N5 Lesson 4 এ যেসকল Grammar রয়েছে তা নিচে আলোচনা করা হোলঃ

Rule 1: いま + じ + ふん + です

সময় প্রকাশ করার জন্য এই রূপটি ব্যবহৃত হয়। じ অর্থ ঘন্টা (সময়) এবং ふん অর্থ মিনিট। ふん এবং ぷん উভয়ের অর্থই হচ্ছে মিনিট। ২, ৫, ৭ ও ৯ মিনিট এর ক্ষেত্রে ふん এবং ১, ৩ ৪, ৬, ৮ ও ১০ এর ক্ষেত্রে ぷん ব্যবহৃত হয়।

১, ৬, ৮ ও ১০ এই মিনিট গুলোর উচ্চারন কিছুটা ভিন্ন হয়। নিচে উচ্চারন গুলো দেওয়া হল:

১ মিনিট いつぷん Ippun ইপ্পুন
৬ মিনিট ろっぷん Roppun রোপ্পুন
৮ মিনিট はつぷん Happun হাপ্পুন
১০ মিনিট じっぷん Juppun জুপ্পুন

Minna No Nihongo N5 Lesson 4 এর নিয়ম দুই

Rule 2: Vます Vません Vました Vませんでした

সাধারনত কোন Sentence- এ ます থাকলে আমরা ধরে নেই যে এটি verb হিসেবে কাজ করে এবং এটি বর্তমান ও ভবিষৎ নির্দেশ করে। অর্থাৎ যখন বাক্যটি অভ্যাসগত জিনিস বা সত্যকে প্রকাশ করে তখন ます ব্যবহৃত হয়।

নেগেটিভ বা নেতিবাচক ফর্ম এবং অতীত কালের ফর্মগুলি নীচে দেওয়া হল:

বর্তমান / ভবিষ্যত অতীত
হাঁ-সূচক / হাঁবোধক (おき)ます (おき)ました
নাবোধক / নেতিবাচক (おき) ません (おき) まぜんでした

উদাহরণঃ

あさ6-じにおきます。 (Present positive)
আমি প্রতিদিন ভোর ছয়টায় উঠি।

あすのあさ6じにおきます。 (Future positive)
আমি আগামীকাল সকাল ছয়টায় উঠব।

おのうべんきょうしましたか (Past positive)
তুমি কি গতকাল পড়াশোনা করেছিলে?

はい、そうしました。
হ্যা, আমি করেছিলাম।

আরো পড়ুনঃ বাংলায় ১ম অধ্যায় Minna No Nihongo N5 Lesson 1 in Bangla Free

わたしはパンをたべました。 (Past positive)
আমি রুটি খেয়েছিলাম।

わたしはパンをたべませんでした。 (Past negative)
আমি রুটি খাইনি।

Rule 3: N (time) に + Verb

に একটি particle আর এই particle টি নির্দিষ্ট দিন, তারিখ, সময়, মাস, বছর এর পরে বসে। এক্ষেত্রে প্রথমে সময় যুক্ত N তারপর に particle এবং শেষে একটি Verb বসে।

উদাহরণঃ

わたしは まいにち 6 じにおきます。
আমি প্রতিদিন ভোর ছয়টায় ঘুম থেকে উঠি।

わたしは7月に日本にいきます。
আমি জুলাই মাসে জাপান যাব।

Rule 4: N1 から N2 まで

সাধারনত から এর অর্থ হোল 'থেকে' এবং まで এর অর্থ হোল 'সমাপ্তির সময় বা পর্যন্ত'। অর্থাৎ কোন কাজ শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এরূপ বুঝায়। ধরাযাক বলা হল আমি প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পড়াশোনা করি, সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আমি কলেজে থাকি ইত্যাদি এই ধরনের বাক্যে গঠনে এই নিয়মটি ব্যবহৃত হয়ে থাকে।

উদাহরণঃ

わたしは5じから7じまべんきょうします。
আমি ৫টা থেকে ৭টা পর্যন্ত পড়াশোনা করি।

আরো পড়ুনঃ বাংলায় ২য় অধ্যায় Minna No Nihongo N5 Bangla Version Lesson 2

とうきょうから おおさかまでいくらですか?
টোকিও থেকে ওসাকা কত দূরে?

Rule 5: Noun1 + と + Noun2

と এর অর্থ হচ্ছে 'এবং' তাছাড়া কোন কোন সময় と এর অর্থ 'সাথেও' হয়। একাধিক বাক্যেকে যুক্ত করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন- আমি এবং আমার বন্ধুরা মিলে গত সপ্তাহে পিকনিকে গিয়েছিলাম, শনিবার এবং রবিাবর ছুটির দিন ইত্যাদি এই ধরনের বাক্যে গঠনে এই নিয়মটি ব্যবহৃত হয়ে থাকে।

উদাহরণঃ

ぎんこうのやすみ は どようび と にちようび です。
শনিবার এবং রবিবার ব্যাংক বন্ধ / ব্যাংকের ছুটি শনি ও রবিবার।

Rule 6: ね এর ব্যবহার

এটি অর্থাৎ ね বক্তার কথার সাথে অনুভূতি প্রকাশ করতে এটি বাক্যের শেষে যুক্ত থাকে। এটি কোন কিছু নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়।

উদাহরণঃ

まいにち 10 じごろまで べんきょうします。
আমি প্রতিদিন রাত দশটা নাগাদ পড়াশোনা করি

たいへんですね。
এটা খুব কঠিন / বেশ কষ্ট তাই না?

イソマイローさんのてんわばんごうは 871の6813です。
ইসমাইল সানের ফোন নম্বরটি 813 এর 6813.

Final Words

উপরের বর্নিত আলোচনা মনোযোগ সহকারে অধ্যায়নের মাধ্যমে আশা করি একজন শিক্ষার্থী Minna No Nihongo N5 Lesson 4 এর Vocabulary এবং Grammar ভালো ভাবে বুঝে নিজে নিজে অনুশীলন করতে পারবেন।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url