বাংলায় Minna No Nihongo N5 Lesson 5 Vocabulary and Grammar
জাপানি ভাষা শিখতে ইচ্ছুক বন্দুরা আজ এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পাড়বেন বাংলায় Minna No Nihongo N5 Lesson 5 Vocabulary এবং Grammar বিভিন্ন উদাহরণের মাধ্যমে। আগের অধ্যায় গুলো পড়া না হলে অনুরোদ কোরবো আগের lesson গুলো পড়ে নিতে, তাহলে এই অধ্যায় পড়তে সুবিদা হবে। তাহলে চলুন শুরু করা যাক।
এখানে একটি বিষয় না বললেই নয়, তাহলে আপনারা যারা প্রথম থেকে শুরু করেননি অর্থাৎ সরাসরি এই কনটেন্টটি পড়ছেন তাদের জন্য বলব আপনারা প্রথমে আগের আলোচনা গুলো অনুগ্রহ করে পড়ে আসুন তাহলে এই আলোচনাটি বুঝতে সুবিধা হবে।
পেজ সূচিপত্র: বাংলায় Minna No Nihongo N5 Lesson 5 Vocabulary and Grammar
Minna No Nihongo N5 Lesson 5 Vocabulary
Minna No Nihongo N5 Lesson 5 Vocabulary গুলো নিচের টেবিলের মাধ্যমে আলোচনা করা হোলঃ
জাপানি শব্দ | ইংরেজি উচ্চারণ | ইংরেজি অর্থ | বাংলা অর্থ |
---|---|---|---|
いきます | Ikimasu | go | যাওয়া |
きます | kimasu | come | আসা |
かえります | ka erimasu | return | ফিরে আসা |
がっこう | gakkō | school | বিদ্যালয় |
スーパ | sūpā | supermarket | সুপার মার্কেট |
えき | eki | station | রেলওয়ে স্টেশন |
ひこうき | hikouki | airplane | বিমান |
ふね | fu ne | ship | জাহাজ |
でんしゃ | den sha | electric train | বৈদ্যুতিক ট্রেন |
ちかてつ | Chika Tetsu | subway | পাতাল রেল |
しんかんせ ん | Shin kansen | the Shinkansen, the bullet train | শিনকানসেন, বুলেট ট্রেন |
バス | Basu | bus | বাস |
タクシ | takushi | taxi | ট্যাক্সি |
じてんしゃ | jiten sha | bicycle | সাইকেল |
あるいてい きます | aru ite ikimasu | on foot | পায়ে হাঁটা |
ひと | hito | people | মানুষ |
ともだち | tomodachi | friend | বন্ধু |
かれ | kare | he, boyfriend | সে, বয়ফ্রেন্ড (পুরুষের ক্ষেত্রে) |
かのじょ | ka noji ~yo | she, girlfriend | সে, গার্লফ্রেন্ড (মহিলার ক্ষেত্রে) |
かぞく | ka zo ku | family | পরিবার |
ひとりで | hitori de | alone, by oneself | একা, নিজেই |
せんしゅう | senshu | last week | গত সপ্তাহ |
こんしゅう | Kon shu | this week | এই সপ্তাহ |
らいしゅう | ra ishu | next week | আগামী সপ্তাহ |
せんげつ | Sengetsu | last month | গত মাস |
らいげつ | rai-getsu | next month | আগামী মাস |
こんげつ | Kon-getsuki | this month | এই মাস |
きょねん | yonen | last year | গত বছর |
ことし | kotoshi | this year | এই বছর |
らいねん | rai nen | next year | আগামী বছর |
がつ | gatsu | -th month | মাস |
なんがつ | nan gatsu | what month | কোন মাস |
いちにち | ichi ni chi | -th day, -days | কত দিন |
なんにち | nan ni chi | which day of the month. how many days | কত তারিখ / কত দিন |
いつ | itsu | when | কখন |
たんじょう び | tanjō bi | birthday | জন্মদিন |
ふつう | futsu | local train | লোকাল ট্রেন |
きゅうこう | Kyukō | Faster train | দ্রুতগামী ট্রেন |
とっきゅう | tokkyu | express train | বিশেষ দ্রুতগামী ট্রেন |
つぎの | tsugi no | next | পরবর্তী |
ありがとう ございまし た | arigatōgozaima shita | Thank you | ধন্যবাদ |
どういたし まして | dō itashimashite | You're welcome | আপনাকে স্বাগত |
ばんせん | Ban sen | platform | নাম্বার প্ল্যাটফর্ম |
ついたち | tsuitachi | the first day of the month | ১ তারিখ / ১ দিন |
ふつか | futsu ka | the second, two days | ২ তারিখ / ২ দিন |
みっか | mikka | the third day, three days | ৩ তারিখ / ৩ দিন |
よっか | yokka | fourth, four days | ৪ তারিখ / ৪ দিন |
いつか | itsuka | fifth, five days | ৫ তারিখ / ৫ দিন |
むいか | mui ka | sixth, six days | ৬ তারিখ / ৬ দিন |
なのか | na no ka | seventh, seven days | ৭ তারিখ / ৭ দিন |
ようか | yō ka | eighth, eight days | ৮ তারিখ / ৮ দি |
ここのか | koko no ka | ninth, nine days | ৯ তারিখ / ৯ দিন |
とおか | to oka~ | tenth, ten days | ১০ তারিখ / ১০ দিন |
じゅうよっ | ji yokka | fourteenth, fourteen days | ১৪ তারিখ / ১৪ দিন |
はつか | hatsu ka | twentieth, twenty days | ২০ তারিখ / ২০ দিন |
にじゅうよ っか | ni ju yokka | twenty- fourth, twenty-four days | ২৪ তারিখ / ২৪ দিন |
Minna No Nihongo N5 Lesson 5 Grammar
Minna No Nihongo N5 Lesson 5 এর Grammar গুলো নিচে আলোচনা করা হলোঃ
Rule 1: N (place) へ + いきます/きます / かえりま
へ একটি particle এর উচ্চারন মূলত "হে"। কিন্তু এটি যখন particle হিসেবে বসবে তখন এর উচ্চারন হবে "এ" (え)। সাধারনত কোন স্থানে যাওয়া / আসা বা ফিরে আসার ক্ষেত্রে স্থানের পরে へ particle টি বসে।
উদাহরণঃ
きょうとへいきます。
আমি কিয়োতো যাব ।
にほん へ きます。
আমি জাপানে আসছি।
うちへかえります。
আমি বাসায় / বাড়ি যাব ।
Rule 2: どこ[へ] もいきません / いき ませんでした
এখানে যেহেতু যাওয়া / আসা শব্দ দুটি আছে সেহেতু へ particle টি ব্যবহৃত হয়েছে। এরকম も particle যুক্ত না বোধক বাক্যে へ particle টি optional হিসেবে ব্যবহৃত হয়। も particle বসিয়ে verb টিকে নাবোধক করে দিলে বাক্যে টি নাবোধক হয়ে যায় ।
উদাহরণঃ
আপনাকে যদি কেহ জিজ্ঞেস করে
どこ へ いきませんか。
কোথায় যাচ্ছ?
উত্তর-১: どこ [へ] もいきません。
আমি কোথাও যাই না
উত্তর-২: どこもいきません。
আমি কোথাও যাই না
বিঃদ্রঃ- এখানে দুই ভাবেই উত্তর দেওয়া যায় তবে উত্তর-২ এর মত দেওয়াই উত্তম।
Rule 3: N (vehicle) で + いきます/きます / かえります
সাধারনত কোন যানবাহনের ক্ষেত্রে で particle টি ব্যবহৃত হয়। অর্থাৎ কোন যানবাহন বা পরিবহণে কোথাও যাওয়া / আসার ক্ষেত্রে উক্ত যানবাহন বা পরিবহণের পরে で particle টি ব্যবহার করতে হয়।
উদাহরণঃ
でんしゃでいきます。
আমি ট্রেনে যাচ্ছি।
せんせい は バスで オフィス へ いき ます。
শিক্ষক বাসে করে অফিসে যাচ্ছে।
বিঃদ্রঃ- পায়ে হেঁটে কোথাও যাওয়া / আসার ক্ষেত্রে で particle ব্যবহার না হয়ে তখন て অর্থাৎ あるいて ব্যবহৃত হয়ে থাকে।
উদাহরণঃ
えきからあるいて かえりました。 স্টেশন থেকে বাসায় হেঁটে আসলাম
Rule 4: N (person/animal) + と + Verb
সাধারনত と অর্থ 'সাথে'। এখানে মানুষ, ব্যক্তি বা পরিবার অথবা কোন প্রাণীর সাথে বলতে と ব্যবহার করা হয়।
উদাহরণঃ
わたしはかぞくとにほんへいきました。
আমি পরিবারের সাথে জাপানে গিয়েছিলাম।
বিঃদ্রঃ- যদি একা একা কোথাও যাওয়া / আসার বুঝায় তবে ক্ষেত্রে と ব্যবহার হয় না।
উদাহরণঃ
わたしはひとりでとうきょうへいきます。
আমি একা একা টোকিও যাই।
Rule 5: いつ এর ব্যবহার
いつ অর্থ 'কখন'। যদি কখন দিয়ে কোন প্রশ্ন করা হয় তবে তখন এটি ব্যবহার করতে হয়। ধরা যাক বলা হল আপনি কখন যাবেন, কখন খাবেন, কখন আসবেন ইত্যাদি ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।
উদাহরণঃ
いつにほんへきましたか。
আপনি কখন জাপান এসেছেন?
いつ ひろしま へいきますか。
আপনি কখন হিরোশিমা যাবেন?
あなたのたんじょうびはいつですか。
তোমার জন্মদিন কবে?
Rule 6: ょ এর ব্যবহার
আপনাকে যদি কেহ প্রশ্ন বা কিছু জিজ্ঞেস করে এবং আপনি তার প্রশ্নের উত্তর সঠিক ভাবে জানেন সেই ক্ষেত্রে উত্তরের শেষে ょ অর্থাৎ এটি তখন বহার করা হয়।
উদাহরণঃ
この でんしゃ はとうきょう へきますか。
এই ট্রেনটি কি টোকিও যাবে?
いいえ、いきません。 つぎの、ふつうですよ。
না যাবে না, পরের লোকাল ট্রেনটি যাবে।
বিঃদ্রঃ- আপনি একদম নিশ্চিত যে পরের লোকাল ট্রেনটি যাবে তাই শেষে ょ যুক্ত হয়েছে।
আরো পড়ুনঃ বাংলায় ১ম অধ্যায় Minna No Nihongo N5 Lesson 1 in Bangla Free
আরো পড়ুনঃ বাংলায় ২য় অধ্যায় Minna No Nihongo N5 Bangla Version Lesson 2
আরো পড়ুনঃ বাংলায় Minna No Nihongo N5 Lesson 3 Free Vocabulary and Grammar
আরো পড়ুনঃ বাংলায় Minna No Nihongo N5 Lesson 4 Vocabulary and Grammar
Final words
উপরের Minna No Nihongo N5 Lesson 5 Vocabulary এবং Grammar এর উদাহরণগুলো ভালোবাবে পড়ে যথাযথ অনুশীলনের মাধ্যমে জাপানি ভাষা শেখার চেষ্টা করুন।