Tense কাকে বলে কত প্রকার ও কি কি - ১২ টি Tense এর গঠন
আজকের এই কনটেন্টের মাধ্যমে আমরা সহজে শিখতে পারবো Tense কাকে বলে কত প্রকার ও কি কি? সেই সাথে ১২ টি Tense এর গঠন এমনভাবে শিখবো যেন জীবনে আর কখনো ভুল না হয়। অনেকেই সঠিক নিয়মে ১২ টি Tense এর গঠন না শেখার করণে বারবার ভুলে জান।
এই একটি Content ই আপনার নির্ভুলভাবে Tense এর গঠন শেখার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। কারণ এখানে এমনভাবে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে যেগুলো যে কোন পর্যায়ে মানুষ অধ্যায়নের মাধ্যমে খুব সহজে Tense কাকে বলে কত প্রকার ও কি কি তা শিখতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক।
Tense কাকে বলে - What is Tense (Tense Meaning in Bengali)
Tense = ক্রিয়ার কাল। অর্থাৎ একটি কাজ কখন করা হচ্ছে বা সংগঠিত হচ্ছে তার সময়কেই ক্রিয়ার কাল বা Tense বলে। যেমন, রাতে আপনি কি করেন? রাতে আপনি ঘুমান। এখানে খেয়াল করুন, ঘুমানোর কাজটা আপনি রাতে করছেন তাই না? তাহলে ঘুমানোর কাজটা একটি নির্দিষ্ট সময় হচ্ছে আর একটি কাজ হওয়া বা করার সময়কেই মূলত Tense বলে। চলুন ধীরে ধীরে বিস্তারিত আলোচনার দিকে যাই।
Tense কত প্রকার ও কি কি?
একটু ভাবুনতো এখন আপনি কি করছেন? আপনি এই লেখাটি পড়ছেন তাই না? এই লেখাটি পড়ার আগে আপনি কি করতেছিলেন এবং পড়ার পরেই বা কি করবেন?
আপনি এই লেখাটি পড়ছেন অর্থাৎ এটা আপনার কাছে বর্তমান, আর এই লেখাটি পড়ার আগে যা করেছেন তা আপনার কাছে অতীত এবং এই লেখাটি পড়ার পরে যা করবেন তা আপনার কাছে ভবিষ্যৎ তাই না?
তাহলে আমরা শিখলাম Tense মূলত তিন প্রকার।ত।যথাঃ
- বর্তমান কাল বা Present Tense
- অতীত কাল বা Past Tense
- ভবিষ্যৎ কাল বা Future Tense
একটি উদাহরণ দিলে কেমন হয়? মনে করুন এখন রাত ৯ টা। এখন আপনি আমার এই লেখাটি পড়ছেন। এই লেখাটি পড়ার আগে আপনি রাতের খাবার খেয়েছেন এবং এই লেখাটি পড়ার পরে আপনি ঘুমাতে যাবেন।
তাহলে আপনি এখন পড়ছেন তাই এটা বর্তমান কাল বা Present Tense, কিছু সময় আগে যেহেতু খাবার খেয়েছেন তাই সেটা আপনার কাছে এখন অতীত কাল বা Past Tense এবং পড়া শেষে ঘুমাবেন সেটা যেহেতু সামনে আছে তাই সেটা হবে আপনার কাছে এখনকার জন্য ভবিষ্যৎ বা Future Tense.
তাহলে আমার কি শিখলাম? শিখলাম মানুষ সবসময় বর্তমানে দাঁড়িয়ে থাকে বা অবস্থান করে। তার পিছনে থাকে অতীত আর সামনে থাকে ভবিষ্যৎ।
Tense কাকে বলে কত প্রকার ও কি কি |
Present Tense এর শ্রেণীবিভাগ
Present Tense কে যে চার ভাগে ভাগ করা হয় তা হলোঃ
- Present indefinite tense
- Present continuous tense
- Present perfect tense
- Present perfect continuous tense
Past Tense এর শ্রেণীবিভাগ
Past Tense কে যে চার ভাগে ভাগ করা হয় তা হলোঃ
- Past indefinite tense
- Past continuous tense
- Past perfect tense
- Past perfect continuous tense
Future Tense এর শ্রেণীভিবাগ
Future Tense কে যে চার ভাগে ভাগ করা হয় তা হলোঃ
- Future indefinite tense
- Future continuous tense
- Future perfect tense
- Future perfect continuous tense
১২ টি Tense এর গঠন - 12 tense structure
একটু আগেই বলেছি Tense মূলত তিন প্রকার, কিন্তু এখানে বলছি ১২ টি Tense এর গঠনের কথা। জি Tense কে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো ১. বর্তমান কাল বা Present Tense ২. অতীত কাল বা Past Tense এবং ৩. ভবিষ্যৎ কাল বা Future Tense
এই তিনটির প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়। তাহলে মোট Tense এর সংখা দাঁড়াল (3*4=12) 12 টি।নিচে সংক্ষেপে ১২ টি Tense এর গঠন অর্থাৎ 12 tense structure পর্যায়ক্রমে সাজিয়ে উপস্থাপন করা হলঃ
- Present Indefinite Tense Structure = Subject + Verb (s/es) + Object
- Present Continuous Tense Structure = Subject + am/is/are + (V+ing) + Object
- Present Perfect Tense Structure = Subject + have/has + V(past participle) + Object
- Present Perfect Continuous Tense Structure = 1. Subject + have/has + been + V(ing) + Object + since + point in time. OR 2. Subject + have/has + been + V(ing) + Object + for + period in time
- Past Indefinite Tense Structure = Subject + V(past) + Object
- Past Continuous Tense Structure = Subject + was/were + V(ing) + Object
- Past Perfect Tense Structure = Subject + had + V(past participle) + Object
- Past Perfect Continuous Tense Structure = Subject + had been + V(ing) + Object
- Future Indefinite Tense Structure = Subject + shall/will + V(present) + Object
- Future Continuous Tense Structure = Subject + shall/will + be + V(ing) + Object
- Future Perfect Tense Structure = Subject + shall/will + V(Past Participle) + Object
- Future Perfect Continuous Tense Structure = Subject + shall/will + have + been + V(ing) + Object
তাহলে আমরা উপরিউক্ত আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম Tense কাকে বলে কত প্রকার ও কি কি? এবং সেই সাথে ১২ টি Tense এর গঠন শিখলাম। প্রত্যেকটি Tense এর বিস্তারিত আলোচনা আমারা শিখবো প্রত্যেকটি Tense এর উপর লিখিত পৃথক পৃথক Content এ যাদের লিংক এই অদ্যয়ে দেওয়া থাকবে।