সহজে Present Tense কাকে বলে - What Is Present Tense Bangla

আজ এই কনটেন্টের মাধ্যমে আমার শিখতে পারবো Present Tense কাকে বলে অর্থাৎ What Is Present Tense Bangla Discussion. Present Tense এর বিভিন্ন শ্রেণীবিভাগ বিস্তারিত উদাহরণের সাহায্যে আলোচনা করা হয়েছে যা একজন শিক্ষার্থীর জন্য যথেষ্ট সহায়ক হবে বলে আমি মনে করি।

Present Tense কাকে বলে - Present Tense Bangla

যে Tense এর সাহায্যে বর্তমান কালের বিভিন্ন কাজ প্রকাশ করা হয় তাকে Present Tense বলে। Tense এর শ্রেনীবিভাগের প্রথমটি হল Present Tense. এই Tense বর্তমানের কোন ঘটনা, কাজ, বা অবস্থা কে নির্দেশ করে।একটি উদাহরণ দিলে বিষয়টি আরো সহজ হবে। যেমন আপনি বললেন - "আমি খাচ্ছি" = I am eating - এই বাক্যে আপনি খাচ্ছেন সেটা বোঝাচ্ছে। এবং সেই খাওয়ার কাজটি এখনি হচ্ছে, তাই এই বাক্যটি Present Tense এর।

Types of present tense

Present Tense কে চার ভাগে ভাগ করা হয়। যেমনঃ

  1. Simple Present Tense বা Present Indefinite Tense = সাধারণ বর্তমান কাল
  2. Present Continuous Tense = চলমান বর্তমান কাল
  3. Present Perfect Tense = পুরাঘটিত বর্তমান কাল
  4. Present Perfect Continuous Tense = প্রেসেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে

Present Tense এর উদাহরণ - Present Tense Examples

নিচে Present Tense এর উদাহরণ হিসাবে কিছু বাক্য উল্লেখ করা হলোঃ

1. আমি বই পড়ি। = I read books.

- এখানে "পড়ি" ক্রিয়াটির প্রেসেন্ট ফর্ম, যা বর্তমান সময়ের ঘটনা বা ক্রিয়া বোঝায়।

2. তিনি বাঙালি। = He is Bengali.

- "বাঙালি" সত্যতা নির্দেশ করে এবং বর্তমান সময়ের নির্দেশ করে।

3. তুমি বিশ্বাস করো। = You believe.

- "বিশ্বাস করো" বর্তমান সময়ের ঘটনা নির্দেশ করে।

4. সে আমাদের সঙ্গে আসে। = She comes with us.

- "আসে" ক্রিয়াটি বর্তমান সময়ের ঘটনা বা ক্রিয়া নির্দেশ করে।

5. আমরা কাজ করি। = We work.

- "কাজ করি" বর্তমান সময়ের ঘটনা বা ক্রিয়া কে নির্দেশ করে।

6. তিনি দোকানে যায়। = He goes to the shop.

- "যায়" ক্রিয়াটি বর্তমান সময়ের ঘটনা নির্দেশ করে।

7. তুমি খাও। = You eat.

- "খাও" ক্রিয়াটি বর্তমান সময়ের ঘটনা বা ক্রিয়া বোঝায়।

8. সে কোন কাজ করে না। = She does not work.

- "করে না" ক্রিয়াটি বর্তমান সময়ের ঘটনা বা ক্রিয়াকে বোঝায়, যা একটি নেতিবাচক বাক্য।

9. আমরা সাধারণভাবে বাড়িতে ফিরি। = We usually return home.

- "ফিরি" সত্যতা নির্দেশ করে এবং বর্তমান সময়ের সাথে সম্পূর্ণ বর্ণনা দেয়।

10. এটি সত্য। = It is true.

- "সত্য" সত্যতা নির্দেশ করে এবং বর্তমান সময়ের সম্পর্কে জানায়।


Present Tense কাকে বলে
Present Tense কাকে বলে

Present Indefinite Tense কাকে বলে

যে Tense এর সাহায্যে চিরন্তন সত্য, সচরাচর হয়, অভ্যসগত কাজ, ঐতিহাসিকভাবে সত্য, বা নিকট ভবিষ্যৎ প্রকাশ পায় তাকে Present Indefinite Tense বলে। একটি উদাহরণ যদি এভাবে বলা যায় একজন ছাত্র প্রতিদিন পড়ালেখা করে।

তাহলে যদি বলা যায় "সে বই পড়ে" = He reads a book) - এখানে, "পড়ে" শব্দটি Present Indefinite Tense-এ ব্যবহৃত হয়েছে কারণ একজন ছাত্রের কাজি তো পড়া তাই না?

Present Indefinite Tense Structure

Present Indefinite Tense এর স্ট্রাকচার নিম্নে উল্লেখ করা হলো:

Positive বা ইতিবাচক বা ধনাত্মক বাক্য গঠনের ক্ষেত্রে Structure:

Subject + Verb + Object

উদাহরণ:

- তিনি বই পড়ে। = He reads a book.

- আমি ফুটবল খেলি। = I play football.

Negative বা নেতিবাচক বা ঋণাত্মক বাক্য গঠনের ক্ষেত্রে Structure:

Subject + Do/Does + Not + Verb + Object

উদাহরণ:

তিনি বই পড়ে না। = He does not read a book.

আমি ফুটবল খেলি না। = I do not play football.

Interrogative ba প্রশ্নবাচক বাক্য গঠনের ক্ষেত্রে Structure:

Do/Does + Subject + Verb + Object + ?

উদাহরণ:

তিনি কি বই পড়ে? = Does he read a book?

আপনি কি ফুটবল খেলেন? = Do you play football?

Present Indefinite Tense চেনার উপায়

যখন কোন বাক্য দ্বারা নিম্নোক্ত বিষয় গুলো বোঝাবে তখান সেই বাক্যকে Present Indefinite Tense বলে নির্দেশ করতে হবে।

  • বাক্যটি দ্বারা চিরন্তন সত্য ঘটনা প্রকাশ পাবে।
  • যে কাজগুলো মানুষ সচরাচর করে থাকে বা যে কাজগুলো সচরাচর হয়ে থাকে।
  • মানুষের অভ্যসগত কাজগুলো।
  • ঐতিহাসিকভাবে সত্য বিষয় বা ঘটনা গুলো।
  • এমন কাজ বা বিষয় যেটা নিকট ভবিষ্যৎ এ করা হবে বা ঘটবে।

present indefinite tense এর ব্যবহার

Present Indefinite Tense এর ব্যবহার নিম্নলিখিত ক্ষেত্রে হয়ে থাকেঃ

1. কোন নির্দিষ্ট সময় নির্দেশ করা হয় না অর্থাৎ যে কাজ গুলো সচরাচর করা হয় এমন ঘটনা নির্দেশ করতে:

- তিনি বই পড়ে। = He reads a book.

- আমি কলম দ্বারা লেখি। = I write with a pen.

2. চিরন্তন সত্য ঘটনা প্রকাশ করতে:

- সূর্য পূর্ব দিকে উদিত হয়। = The sun rises in the east.

- মেঘ বদলে যায়। = Clouds change.

3. অভ্যসগত কাজ বোঝানোর ক্ষেত্রে:

- সবাই দুপুরের খাবার খায়। = Everyone eats lunch in the afternoon.


এই উদাহরণগুলি দ্বারা আমার বুঝতে পারলাম যে Present Indefinite Tense সাধারণত চিরন্তন সত্য ঘটনা, যে কাজগুলো সচরাচর হয়ে থাকে, অভ্যসগত কাজ, ঐতিহাসিকভাবে সত্য বিষয়, নিকট ভবিষ্যৎ এ করা হবে বা ঘটবে এমন কাজ প্রকাশের জন্য ব্যবহার করা হয়।

Present Continuous Tense কাকে বলে

যে Tense দ্বারা বর্তমানে করা হচ্ছে বা চলছে এমন কাজকে নির্দেশ কয়া হয় তাকে Present Continuous Tense বলে। উদাহরণ হিসাবে যদি বলি আপনি এখন পড়ছেন। দেখুন তো আপনার এই পড়ার কাজটি গতিশীল কিনা? অবশ্যই গতিশীল। তাই এই কাজের সময় বা Tense হবে Present Continuous Tense.

Present Continuous Tense ব্যবহারের উদাহরণ:

Present Continuous Tense এর বেশকিছু উদাহরন নিচে দেওয়া হলঃ

  • আমি এখানে বই পড়ছি। = I am reading a book here.
  • তারা খেতে যাচ্ছে। = They are going to eat.
  • মেঘ এখনো বৃষ্টি শুরু করেনি। = The clouds haven't started raining yet.
  • তারা এখনও প্রবৃদ্ধির প্রক্ষেপণ ঘোষণা করেনি। = They haven't announced the growth projection yet.
  • আমি এই সময় ব্যবসায় কাজ করছি এবং প্রতিদিন সময় মাত্র ২ ঘণ্টা ঘুমাতে পারি। = I am currently working in business and can only sleep for 2 hours a day.
  • তারা এই সময় ফুটবল খেলছে। = They are playing football right now.
  • আমি এই মুহূর্তে অফিসে কাজ করছি। = I am working at the office at this moment.

Present Continuous Tense চেনার উপায়

Present Continuous Tense চেনার উপায় গুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হোল Present Continuous Tense এর verb গুলি base form of the verb হয় এবং মুল verb এর সাথে "ing" যোগ করা হয়। যেমনঃ

  • আমি একটি ঐতিহাসিক বই পড়ছি। = I am reading a historical book.
  • সে গিটার বাজাচ্ছে।= She is playing the guitar.
  • তারা পরীক্ষার জন্য অধ্যয়ন করছে।= They are studying for the exam.
  • তুমি এখানে বসে আছ। = You are sitting here.
  • তার মাঝে আমি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। = I can see that it's raining outside.
  • আমরা এই মুহূর্তে একটি নতুন প্রকল্পে কাজ করছি। = We are currently working on a new project.
  • তার বড় বোন আমরা খাবার প্যাক করছে। = Her older sister is packing the food.
  • তাদের সাথে এই সময় আমি চলছি। = I am going with them right now.
  • তোমরা এই সময় বাড়ি ফিরছো। = You are coming home at this moment.

Present Continuous Tense এর ব্যবহার

Present Continuous Tense ব্যবহার করা হয় সাধারণত বর্তমানকালে কোন একটি কাজ চলমান অর্থাৎ ঘুরছে এরকম বোঝানোর ক্ষেত্রে। যে কাজগুলো বর্তমান সময়ে রানিং রয়েছে সে সকল বাক্যগুলোকে Present Continuous Tense এর আওতায় লেখা হয়। যেমনঃ

  • আমি তাদের সাথে এই সময় যাচ্ছি। = I am going with them right now.
  • তুমি এই সময় বাড়ি ফিরছো। = You are coming home at this moment.
  • আমরা এই সময় একটি নতুন প্রকল্পে কাজ করছি। = We are currently working on a new project.
  • তার বড় বোন এই সময় খাবার প্যাক করছে। = Her older sister is packing the food.
  • তোমরা কী বলছো? = What are you saying?
  • সে কী করছে? = What is she doing?

Present Perfect Tense কাকে বলে

Present Perfect Tense বলতে বোঝায় পুরাঘটিত বর্তমান কাল কে। এমন কিছু কাজ আছে যেগুলো এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান রয়েছে।
যেমন, যখন বৃষ্টি হয় সে বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই কিন্তু বৃষ্টির পানিতে ভেজা মাঠঘাট শুকিয়ে যায় না। সে মাটঘাট শুকাতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। তাহলে বৃষ্টি হওয়াটা একটি পোড়া ঘটিত বর্তমান কালের সুস্পষ্ট উদাহরণ। যেমনঃ

  • তারা এখনো এই বইটি পড়নি। = They haven't read this book yet.
  • আমি এই বইটি পূর্বে পড়েছি। = I have read this book before.
  • তারা এই সময় সবাই খেয়েছে। = They have all eaten by now.

Present Perfect Tense Structure

Present Perfect Tense এর বিভিন্ন Structure গুলো নিচে আলোচনা করা হোল।

Positive বাক্য গঠনের ক্ষেত্রে Structure:

Subject + have/has + verb এর past participle + বাক্যের বাকি অংশ।

যেমনঃ

আমি বর্তমান পারফেক্ট কাল ব্যবহার করেছি। = I have used the present perfect tense.

তারা বইটি পড়েছে। = They have read the book.

Negative বাক্য গঠনের ক্ষেত্রে Structure:

Subject + have/has + not + verb এর past participle + বাক্যের বাকি অংশ।

যেমনঃ

আমি বর্তমান পারফেক্ট কাল ব্যবহার করিনি। = I have not used the present perfect tense.

তারা এই বইটি পড়েনি। = They have not read this book.

Question মূলক বাক্য গঠনের ক্ষেত্রে Structure:

Have/Has + subject + verb এর past participle + বাক্যের বাকি অংশ।

যেমনঃ

আপনি বর্তমান পারফেক্ট টেন্স ব্যবহার করেছেন? = Have you used the present perfect tense?

তারা এই বইটি পড়েছে? = Have they read this book?

Present Perfect Tense চেনার উপায়

যে কাজ গুলো করা হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান রয়েছে সেই কাজ গুলোই Present Perfect Tense এর নিয়মে লিখতে হবে। ধরুন আপনি সবে মাত্র ভাত খেয়েছেন এবং হাত ধোয়ার কাজ শেষ করেছেন।
এখানে মুল কাজ যদি ভাত খাওয়া কে বিবেচনা করি তাহলে ভাবুনতো আপনার কি খাওয়ার পরপরি আবার খেতে হবে? নাকি সবে মাত্র খাওয়া ভাতের কার্জকারিতা পরবর্তি কিছু সময় পর্যন্ত থাকবে? এটাই হোল কাজ শেষ হওয়ার পরে তার ফলাফল বিদ্যমান থাকা।

Present Perfect Tense এর বাংলা উদাহরণ

Present Perfect Tense এর কিছু উদাহরণ নিচে দেওয়া হল।

  • আপনি আমাদের স্কুলে পৌঁছেছেন। = You have reached our school.
  • আমি আমার জীবনে 10 টি বই পড়েছি। = I have read 10 books in my life.
  • আপনার কখনও প্যারিসে যাওয়া হয়েছে? = Have you ever been to Paris?
  • এই ছুরিটা আমি রেখেছি। = I have kept this knife.
  • তারা তাদের নতুন গাড়িটি কিনেছে। = They have bought their new car.

Present Perfect Tense এর ব্যবহার

একটু আগেই আমরা জেনেছি যে যে কাজগুলো সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার কার্যকারিতা বা ফলাফল এখনো বিদ্যমান রয়েছে সে সকল ক্ষেত্রে এই Present Perfect Tense এর ব্যবহার করা হয়। যেমন যে কোন গাড়ি চালানোর জন্য জ্বালানি তেলের প্রয়োজন হয়। একজন গাড়ির চালক যখন তেল ভরেন গাড়ির মধ্যে, তখনই কিন্তু তেলটা শেষ হয়ে যায় না।
গাড়িটি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলার পরেই কে বলতেন শেষ হয়ে যায়। এই তেলটি ধীরে ধীরে শেষ হয়, দূরত্ব অতিক্রমের সাথে সাথে। তাই তেল ভরার কার্যকারিতা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যমান থাকে। আশা করি বুঝতে পেরেছেন।

Present Perfect Continuous Tense কাকে বলে

অতীত কালে কোন কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এরূপ বোঝানোর ক্ষেত্রে যে টেন্স ব্যবহার করা হয় তাকে ওকে Present Perfect Continuous Tense বলে। এই টেন্স এর বৈশিষ্ট্য হলো 1. অতীতকালে শুরু হয়েছে এবং 2. এখনো চলছে

যেমনঃ

  • আমি এই সময় দুই ঘণ্টা ধরে পড়ছি। = I have been studying for two hours now.
  • তারা এখন দুই ঘন্টা ধরে ক্লাসে বসে আছে। = They have been sitting in class for two hours now.
  • আমরা সময়কে বোঝার চেষ্টা করেছি। = We have been trying to understand the time.
  • আপনি কতক্ষণ দেরি করছেন? = How long have you been running late?

Present Perfect Continuous Tense Structure

Present Perfect Continuous Tense এর Structure গুলো নিচে আলোচনা করা হোলঃ

Positive বাক্যের ক্ষেত্রে Structure হবেঃ

Subject + have/has + been + present participle (verb+ing) + বাক্যের বাকি অংশ।

Negative বাক্যের ক্ষেত্রে Structure হবেঃ

Subject + have/has + not + been + present participle (verb+ing) + বাক্যের বাকি অংশ।

Question বাক্যের ক্ষেত্রে Structure হবেঃ

Have/Has + subject + been + present participle (verb+ing) + বাক্যের বাকি অংশ ?

Present Perfect Continuous Tense এর বাংলা উদাহরণ

Present Perfect Continuous Tense এর কিছু বাংলা উদাহরণ নিচে দেওয়া হলঃ

  • তারা প্রতিদিন বই পড়ছে। = They have been reading books every day.
  • আমি দুই বছর ধরে বাংলা শিখছি। = I have been learning Bengali for two years.
  • ছুটির দিনে ঘর সাজিয়েছেন তিনি। = She has been decorating the house during the holidays.
  • তারা শুরু থেকেই এই প্রকল্পটি দেখছেন। = They have been watching this project from the beginning.
  • আমি একটি বই পড়ছি, এবং আপনি এটি দেখতে পারেন। = I have been reading a book, and you can see it.

Present Perfect Continuous Tense চেনার উপায়

Present Perfect Continuous Tense চেনার উপায় হোল আলোচ্য কাজটি অতীতে শুরু হবে এবং বর্তমানেও গতিশীল থাকবে। অর্থাৎ কাজটি অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতে থাকবে। মনে করুন আপনি এই আর্টিকেলটি ১০ মিনিট ধরে পড়ছেন। তাহলে কাজটি শুরু করেছেন কখন?
নিশ্চয় ১০ মিনিট আগে তাই না? তাহলে দেখুন কাজটি কিন্তু অতীতে তথা ১০ মিনিট অতীতে / আগে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। এমন সকল বাক্যকেই Present Perfect Continuous Tense এর নিয়মে লেখা হয় এবং এই ধারনা থেকেই এই Tense চিনতে হয়।

Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে অতীতে কাজটি শুরু হয়ে একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। একটি নির্দিষ্ট সময় থেকে বা ধরে কাজটি চলতে থাকবে। কাজটির শুরুর মাথা থাকবে অতীতে আরে গতিশীল মাথা থাকবে বর্তমানে।

উপরিউক্ত আলোচনার মাধ্যমে আশাকরি আপনি Present Tense কাকে বলে তা বুঝতে পেরেছেন। Study Liker ওয়েবসাইটের সাথেই থাকুন আর শিখতে থাকুন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url