Past Tense কাকে বলে কত প্রকার ও কি কি Past Tense এর উদাহরণ
আজ এই কনটেন্টের মাধ্যমে আমরা শিখতে পারব Past Tense কাকে বলে কত প্রকার ও কি কি এবং সেই সাথে Past Tense এর উদাহরণ গুলো বিশ্লেষনের মাধ্যমে এই Tense এর উপর একটি পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।
Past Tense কাকে বলে কত প্রকার ও কি কি
অতীতকালে ঘটে যাওয়া কাজগুলো যেই Tense টেন্স এর মাধ্যমে লেখা হয় তাকে বলা হয় Past Tense পাস্ট টেন্স। আপনি এখন যা করছেন বা যে অবস্থায় আছেন সেটা হলো আপনার বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। কিন্তু এই সময়ের পূর্বে আপনি যা কিছু করেছেন তা সবই অতীতকাল বা Past Tense. অতীতকালে যেই ধরনের কাজগুলো সংঘটিত হয় তাদেরকে কাজের ধরন অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়ে থাকে। তাই পাস্ট টেন্স মূলত চার প্রকার। এগুলো হলোঃ
- Past Indefinite Tense = সাধারণ অতীতকাল।
- Past Continuous Tense = ঘটমান অতীতকাল।
- Past Perfect Tense = পুরাঘটিত অতীতকাল।
- Past Perfect Continuous Tense = পাস্ট পারফেক্ট কন্টিনোস্টেন্স।
Past Tense এর উদাহরণঃ
Past Tense এর উদাহরণ গুলো মন দিয়ে পড়লে ফাস্ট টেন্স এর ধারণাটি কিছুটা উপলব্ধি করতে পারবেন। তাহলে চলুন কিছু উদাহরণ দেখা যাকঃ
- আমি খেয়েছি। = I ate.
- সে হেঁটেছিল। = He walked.
- আমি একটা পাকা কলা খাচ্ছিলাম। = I was eating a ripe banana.
- তারা একটি দুঃখের গান গাইছিল। = They were singing a sad song.
- আমি আগেই খেয়ে ফেলেছিলাম। = I had already eaten.
- সে চলে গিয়েছিল। = She had left.
উপরে উল্লেখিত পাস্ট টেন্স এর যে শ্রেণীবিভাগ আমরা দেখেছি নিম্নে তার বিস্তারিত আলোচনা এখন আমরা দেখব।
Past Indefinite Tense কাকে বলে (সাধারণ অতীতকাল) (The Simple Past, Past Simple, or Past Indefinite)
অতীত কালের সম্পাদিত সাধারণ কাজ গুলো যে Tense এ লেখা হয় তাকে Past Indefinite Tense বলে। অতীতে কোন একটি কাজ ঘটেছিল কিন্তু তার ফলাফল এখন আর বিদ্যমান নেই এরকম কাজগুলো সাধারণত Past Indefinite Tense এ লেখা হয়।
Past Indefinite Tense এর বাংলা রুপঃ
Past Indefinite Tense এর বাংলা রুপগুলো হোল- করেছিলাম, কুরিয়াছিলাম, করেছিলে, করিয়াছিলে, করিয়াছিলি, করিয়াছিল, করেছিলি, করিয়াছিলেন, করেছিল, করিতাম, করতাম, করতে, করিতে, করতি, করিতি, করিতেন, করত, করতেন ইত্যাদি।
Past Tense কাকে বলে কত প্রকার ও কি কি |
Past Indefinite Tense Structure:
Past Indefinite Tense মুলত Affirmative, Negative, Interrogative Sentences হয়। এই তিন ধরণের বাক্যের Structure নিচে উল্লেখ করা হোলঃ
Affirmative Sentences বা ইতিবাচক বাক্যের ক্ষেত্রে Structure:
Subject + Past Simple Verb (regular verb form) + Object
Example:
She "visited" the museum yesterday.
Negative Sentences বা নেতিবাচক বাক্যের ক্ষেত্রে Structure:
Subject + Did not (didn't) + Base Form of the Verb + Object
Example:
He "didn't visit" the museum yesterday.
Interrogative Sentences বা জিজ্ঞাসামূলক বাক্যের ক্ষেত্রে Structure:
Did + Subject + Base Form of the Verb + Object + ?
Example:
"Did she visit" the museum yesterday?
Past Indefinite Tense Examples
Past Indefinite Tense কিছু উদাহরণ নিচে দেওয়া হল যেগুলো পড়লে আপনার শিক্ষাটা আরো ভালো ভাবে হবে।
- আমি গত গ্রীষ্মে প্যারিসে গিয়েছিলাম। = I visited Paris last summer.
- তিনি নতুন রেস্টুরেন্টে একটি সুস্বাদু খাবার খেয়েছেন। = She ate a delicious meal at the new restaurant.
- গতরাতে তারা একটি সিনেমা দেখেছে। = They watched a movie last night.
- তিনি সারা সপ্তাহান্তে পরীক্ষার জন্য পড়াশোনা করেছেন। = He studied for the exam all weekend.
- আমরা 2019 সালে নিউইয়র্ক ভ্রমণ করেছি। = We traveled to New York in 2019.
- কোম্পানিটি গত বছর একটি নতুন পণ্য লঞ্চ করেছে। = The company launched a new product last year.
- আমার বোন 2020 সালে কলেজ থেকে স্নাতক হয়েছে। = My sister graduated from college in 2020.
- আমি লন্ডনে দুই বছর ছিলাম। = I lived in London for two years.
- কনসার্টে গিটার বাজিয়েছেন তিনি। = He played the guitar at the concert.
- রাতের খাবারের আগে সে তার বাড়ির কাজ শেষ করে ফেলেছে। = She finished her homework before dinner.
Past Indefinite Tense-এর ব্যবহার
Past Indefinite Tense যে সকল ক্ষেত্রে ব্যবহার হয়ে থেকে তা নিচে উল্লেখ করা হোলঃ
Completed Actions in the Past - অতীতে সম্পন্ন হওয়া কাজ বোঝাতে:
I visited London last summer.
Labib finished his work at 5 PM.
Actions in a Sequence - অতীতের একটি ক্রমানুসারে কর্মের ক্ষেত্রে:
Moli woke up, brushed her teeth, and had breakfast.
They arrived at the airport, checked in, and boarded the plane.
Habits or Routines in the Past - অতীতের অভ্যাস বা রুটিন মূলক কাজের ক্ষেত্রে:
Mr Hafiz always walked to school when he was a child.
We often went to the park on weekends.
Past Facts or General Truths - অতীত ঘটনা বা সাধারণ সত্য প্রকাশ করতে:
When people die, they rot.
The Titanic sank in 1912.
Narrative Past - বর্ণনামূলক অতীত প্রকাশ করতে:
Once upon a time, there lived a wise old man in a small village.
The story began with a young boy who discovered a hidden treasure.
Reported Speech - পরোক্ষ উক্তি প্রকাশ করতে:
He said he loved the city.
Past Continuous Tense কাকে বলে (ঘটমান অতীতকাল)
যে Tense এর সাহায্যে অতীত কালে চলমান বা গতিশীল কাজগুলোকে লেখা হয় তাকে Past Continuous Tense বলে। এক্ষেত্রে সময়টা হবে অতীত আর কাগজটি হবে গতিশীল।
Past Continuous Tense Structure
Past Continuous Tense মুলত তিন ধরণের হয়। যথা- Affirmative, Negative, Interrogative Sentences. এই তিন ধরণের বাক্যের Structure নিচে উল্লেখ করা হোলঃ
Affirmative Form এর বাক্যের Structure হবেঃ
Subject + was/were + present participle (-ing form of the verb)
- সে যখন ডাকল তখন আমি পড়াশোনা করছিলাম। = I was studying when she called.
- তারা পার্কে ফুটবল খেলছিল। = They were playing soccer in the park.
- তিনি 7 টায় রাতের খাবার রান্না করছিল। = She was cooking dinner at 7 o'clock.
Negative Form এর বাক্যের Structure হবেঃ
Subject + was/were not + present participle
- আমি তখন টিভি দেখছিলাম না। = I was not watching TV at that time.
- মিটিং চলাকালীন তিনি গান শুনছিলেন না। = He wasn't listening to music during the meeting.
- তারা ম্যারাথনে দৌড়াচ্ছিল না। = They were not running in the marathon.
Interrogative Form এর বাক্যের Structure হবেঃ
Was/Were + subject + present participle?
- ঝড় শুরু হওয়ার সময় আপনি কি ঘুমিয়ে ছিলেন? = Were you sleeping when the storm began?
- সে কি গভীর রাতে কাজ করছিল? = Was she working late last night?
Past Continuous Tense Examples
- Past Continuous Tense এর কিছু উদাহরণ নিচে আলোচনা করা হল যেগুলো আপানর সহায়ক হবে বলে আমি মনে করি।
- বৃষ্টি শুরু হলে তারা বাস্কেটবল খেলছিল। = They were playing basketball when it started raining.
- তিনি যখন টিভি দেখছিলেন তখন তিনি রাতের খাবার রান্না করছিলেন। = She was cooking dinner while he was watching TV.
- সারারাত কম্পিউটারে কাজ করছিলেন। = He was working on his computer all night.
- আমরা সৈকতে ড্রাইভ করছিলাম যখন গাড়িটি ভেঙে গেল। = We were driving to the beach when the car broke down.
- বাচ্চারা বাগানে খেলছিল ৪টা বাজে। = The children were playing in the garden at 4 o'clock.
- ফায়ার অ্যালার্ম বেজে উঠলে শিক্ষক পাঠ ব্যাখ্যা করছিলেন। = The teacher was explaining the lesson when the fire alarm went off.
- আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে একটি বই পড়ছিলাম। = I was reading a book while waiting for my friend.
- ক্যাম্প ফায়ারের চারপাশে তারা গান গাইছিল। = They were singing songs around the campfire.
- বিদ্যুৎ চলে গেলে তিনি পিয়ানো অনুশীলন করছিলেন। = She was practicing the piano when the electricity went out.
Past Continuous Tense-এর ব্যবহার:
Past Continuous Tense অতীতে একটি নির্দিষ্ট সময়ে চলমান ছিল এমন ক্রিয়া বা ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয়। নিম্নে Past Continuous Tense-এর কিছু সাধারণ ব্যবহার আলোচনা করা হোলঃ
Actions in Progress in the Past - অতীতে কাজ চলছে এমন অর্থে:
- They were playing soccer at 3 o'clock yesterday.
Interrupted Actions - বাধাপ্রাপ্ত মুহুর্তের কর্ম এমন অর্থে:
- He was watching a movie when his friend called.
Simultaneous Actions - যুগপত কর্ম প্রকাশ করতে:
- While she was reading a book, he was playing the guitar.
Background Actions in Narratives - ন্যারেটিভস-এ ব্যাকগ্রাউন্ড অ্যাকশন বোঝাতে:"
- While John was driving to work, he was listening to the radio.
Expressions of Time - সময়ের অভিব্যক্তি প্রকাশ করতে:
- Last night at this time, Kamal was watching Movie.
- At 5 PM, He was having lunch.
Politeness or Softening Speech - ভদ্রতা বা কোমল বক্তৃতা প্রদানের ক্ষেত্রে:
- Hasib was hoping to ask me a question.
Past Perfect Tense কাকে বলে (পুরাঘটিত অতীতকাল)
অতীত কালের পুরাঘটিত কাজ যে Tense এর সাহায্যে লেখা হয় তাকে The Past Perfect Tense বলে। তবে অতীতকালে যদি দুটি কাজ সম্পাদন করা হয় তাহলে যে কাজটি আগে ঘটে সেতা The Past Perfect Tense এ লেখা হয়। অর্থাৎ দুটি পুরাতন কাজের মধ্যে যেটা বেশি পুরাতন সেটা হবে The Past Perfect Tense এর নিয়মে।
Past Perfect Tense Structure
Past Perfect Tense এর Structure গুলো নিচে উল্লেখ করা হল-
Affirmative Form এর Structure:
Subject + had + verb এর past participle
Negative Form এর Structure:
Subject + had not (hadn't) + verb এর past participle
Interrogative Form এর Structure:
Had + subject + verb এর past participle + ?
Past Perfect Tense Examples
Past Perfect Tense বিভিন্ন Form এর উদাহরণ নিচে আলোচনা করা হল।
Affirmative Form এর উদাহরণ:
- She had already eaten dinner before the movie started.
- She had finished her book before bedtime.
- By the time they arrived, I had already cooked dinner.
- He had studied Spanish for five years before traveling to Mexico.
- The team had won five consecutive games before their first loss.
- Sarah had completed her assignment before the deadline.
- The company had launched a new product last year.
- I had read the entire series of books before the movie adaptation was released.
- They had visited all the major tourist attractions in the city by the end of the week.
- The cake had been baked and was ready to be frosted.
- I had never seen such a beautiful sunset in my life.
Negative Form এর উদাহরণ:
- They hadn't met each other before the party.
- She had not finished her book before bedtime.
- By the time they arrived, I realized I hadn't cooked dinner yet.
- He admitted that he hadn't studied Spanish for long before traveling to Mexico.
- The team's winning streak ended because they had not won their last game.
- Sarah was worried because she had not completed her assignment before the deadline.
- The company faced financial difficulties because they hadn't launched any new products last year.
- I was surprised to learn that I had not read the entire series of books before the movie adaptation was released.
- They couldn't enjoy their trip because they hadn't visited all the major tourist attractions in the city.
- The cake was not ready because it hadn't been baked yet.
- I was disappointed because I had never seen such a beautiful sunset in my life.
Interrogative Form এর উদাহরণ:
- Had she finished her book before bedtime?
- Had you already cooked dinner by the time they arrived?
- Had he studied Spanish for a long time before traveling to Mexico?
- Had the team won their last game before their winning streak ended?
- Had Sarah completed her assignment before the deadline?
- Had the company launched any new products last year?
- Had you read the entire series of books before the movie adaptation was released?
- Had they visited all the major tourist attractions in the city by the end of the week?
- Had the cake been baked and was ready to be frosted?
- Had you ever seen such a beautiful sunset in your life?
Past Perfect Continuous Tense কাকে বলে
অতীতে একটি নির্দিষ্ট সময় থেকে বা একটি নির্দিষ্ট সময় ধরে কোন কাজ চলতে থাকলে সেই বাক্য যে Tense এর মাধ্যমে লেখা হয় তাকে Past Perfect Continuous Tense বা Past Perfect Progressive Tense বলে। এক্ষেত্রে অতীতের দুটি কাজের মধ্যে আগে সংঘটিত কাজটি কতটা সময় ধরে চলছিল এরূপ বুঝালে সেক্ষেত্রে verb এর Past Perfect Continuous Tense হয়।
Past Perfect Continuous Tense Structure
Affirmative Form এর বাক্যের Structure:
Subject + had been + present participle (-ing form of the verb) + time expression (সময়ের অভিব্যক্তি)
Negative Form এর বাক্যের Structure:
Subject + had not (hadn't) been + present participle + time expression (সময়ের অভিব্যক্তি)
Interrogative Form এর বাক্যের Structure:
Had + subject + been + present participle + time expression? (সময়ের অভিব্যক্তি)
Past Perfect Continuous Tense Examples
Past Perfect Continuous Tense এর কিছু উদাহরণ নিচে আলোচনা করা হোলঃ
Affirmative বাক্যের উদাহরণ:
- By the time she arrived at the party, we had been dancing for hours.
- He was out of breath because he had been running a marathon.
- Before the storm hit, we had been swimming in the lake.
- She was exhausted because she had been working on the project all night.
- They looked sunburned because they had been lying on the beach all day.
Negative বাক্যের উদাহরণ:
- They were surprised because they hadn't been watching the news.
- I wasn't hungry because I hadn't been eating much throughout the day.
- She was well-rested because she hadn't been worrying about the problem.
- He had a lot of energy because he hadn't been sitting idle.
Interrogative বাক্যের উদাহরণ:
- Had you been practicing the piano before the concert?
- Had she been studying English for years before she traveled to the United States?
- Had the team been training for the tournament before they heard about the cancellation?
- Had he been working at that company for a decade before he retired?
উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমরা শিখতে পারলাম Past Tense কাকে বলে কত প্রকার ও কি কি? এবং সেই সাথে বেশ কিছু Past Tense এর উদাহরণ শিখলাম। যে উদাহরণ গুলো অনুশীলনের মাধ্যমে আমাদের শিক্ষাটা প্রকৃত শিক্ষায় রূপ নিবে বলে আমি বিশ্বাস করি।