সহজে Future Tense কাকে বলে - Future Tense এর গঠন ও উদাহরণ

আজ এই আলোচনার মাধ্যমে আমরা শিখতে পারব Future Tense কাকে বলে? Future Tense  এর গঠন এবং Future Tense উদাহরণ সহ বিস্তারিত বিষয় সমূহ।

Future Tense কাকে বলে - Future Tense in Bengali

কোন কাজ যদি ভবিষ্যতে করা হবে বা সংগঠিত হয় তাহলে সেই বাক্যকে Future Tense এ লেখা হয়। অর্থাৎ যে Tense এর মাধ্যমে ভবিষ্যতে সংগঠিত হওয়া কাজ গুলো লেখা হয় তাকে Future Tense বলে।

Future Tense এর গঠন

Future Tense এর গঠন বলতে বোঝায় মুলত Future Tense কে যে চার ভাগে ভাগ করা হয় তাদের গঠন। প্রত্যেকটি ভাগের গঠন সম্পর্কিত আলোচনা নিচে করা হবে।

Future Tense এর উদাহরণ

Future Tense এর বিস্তারিত আলোচনা করার আগেই Future Tense এর কিছু উদাহরণ আলোচনা করা হলোঃ

  • আমি কাল দোকানে যাবো। = I will go to the store tomorrow.
  • আগামী সপ্তাহান্তে সে তার দাদীর সাথে দেখা করতে যাবে। = She will go to visit her grandmother next weekend.
  • তারা আজ রাতে একটি সিনেমা দেখতে যাবে। = They will go to watch a movie tonight.
  • ট্রেন আসবে বিকেল ৩:০০ টায়। = The train will arrive at 3:00 PM.
  • আমরা আগামী গ্রীষ্মে ইউরোপ ভ্রমণ করব। = We will travel to Europe next summer.
  • রাতের খাবারের আগে সে তার বাড়ির কাজ শেষ করবে। = He will finish his homework before dinner.
  • পরের বছর এই সময়ের মধ্যে, আমি কলেজ থেকে স্নাতক হয়ে যাব। = By this time next year, I will have graduated from college.
  • কোম্পানিটি আগামী মাসে একটি নতুন পণ্য চালু করার পরিকল্পনা করছে। = The company is planning to launch a new product in the coming months.
  • আগামীকাল, আমি স্থানীয় আশ্রয়ে স্বেচ্ছাসেবক হব। = Tomorrow, I will be volunteering at the local shelter.

Future Tense এর শ্রেণীবিভাগ

অন্যান্য Tense গুলোর ন্যায় Future Tense কেও চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হোলঃ

  1. Future Indefinite tense
  2. Future Continuous Tense
  3. Future Perfect Tense
  4. Future Perfect Continuous Tense

নিচে এদের প্রত্যেকটির বিস্তারিত আলোচনা করা হোল।

Future Tense কাকে বলে
Future Tense কাকে বলে

Future Indefinite Tense কাকে বলে

অন্যান্য Tense এর যেমন Indefinite এর ধারণা, Future Tenser এর Indefinite ধারণাও ঠিক একই। ভবিষ্যতে কোন একটি কাজ করা হবে বা সংঘঠিত হবে বুঝালে সেক্ষেত্রে বাক্যটি Future Indefinite Tense (সাধারণ ভবিষ্যৎ কাল) এ লিখতে হয়।

Future Indefinite Tense Structure

Future Indefinite Tense এর বিভিন্ন Form এর গঠন গুল হলঃ

Positive Form এর ক্ষেত্রে Structure হবে:

Subject + will/shall + base form of the verb + (object)

Example:

She will travel to Paris next month.


Negative Form এর ক্ষেত্রে Structure হবে:

Subject + will not (won't) / shall not (shan't) + base form of the verb + (object)

Example:

They won't attend the meeting tomorrow.

Question Form এর ক্ষেত্রে Structure হবে:

(Will/Shall) + subject + base form of the verb + (object)?

Example:

Will you join us for dinner tonight?

Future Indefinite Tense Examples

Future Indefinite Tense উপরে উল্লেখিত উদাহরণ ছাড়াও আরোকিছু উদাহরণ নিচে আলোচনা করা হলঃ

Positive Form এর উদাহরণ:

  • I will visit my grandmother next weekend.
  • He will go to the cox's bazar beach for his vacation.
  • She will graduate from college in June.
  • He will buy a new car next year.

Negative Form এর উদাহরণ:

  • She won't attend the conference next week.
  • They won't play in the park if it rains.
  • He won't forget your birthday.
  • The restaurant won't be open on Monday.
  • I won't travel to Europe this summer.

Question Form এর উদাহরণ:

  • Will you join us for dinner tonight?
  • Will they arrive on time for the meeting?
  • Will she come to the party tomorrow?
  • Will he pass the exam?
  • Will it be sunny this weekend?

Future Continuous Tense কাকে বলে (ঘটমান ভবিষ্যৎ কাল)

ভবিষ্যতে কোন একটি কাজ চলতে থাকবে এমন ধারণা যে Tense এর সাহায্যে লেখা হয় তাকে Future Continuous Tense বলে। অর্থাৎ কাজটি হবে ভবিষ্যতে কিন্তু কাজটি চলতে থাকবে বা গতিশীল এরুপ বিষয় Future Continuous Tense এ হবে।

Future Continuous Tense Structure

Future Continuous Tense এর বিভিন্ন টাইপের Structure গুল নিচে আলোচনা করা হলঃ

Positive Form এর জন্য Structure হবে:

Subject + will/shall + be + present participle (base form of the verb + -ing) + (object)

Example:

You will be studying for the exam tomorrow morning.

Negative Form এর জন্য Structure হবে:

Subject + will not (won't) / shall not (shan't) + be + present participle (base form of the verb + -ing) + (object)

Example:

She won't be working late tonight.

Question Form এর জন্য Structure হবে:

(Will/Shall) + subject + be + present participle (base form of the verb + -ing) + (object)?

Example:

Will they be watching the game on TV this weekend?

Future Continuous Tense Examples

উপরে উল্লেখিত কিছু উদাহরণ ছারাও নিচে কিছু উদাহরণ আলোচনা করা হল।

Positive Form এর উদাহরণ:

  • I will be studying for my final exams tomorrow evening.
  • She will be working on the project all day next Friday.
  • They will be having dinner at that fancy restaurant tonight.
  • He will be playing basketball with his friends at 4 PM.
  • We will be traveling to the mountains during the summer.

Negative Form এর উদাহরণ:

  • She won't be participating in the marathon next month.
  • They won't be working late in the office this week.
  • He won't be watching TV during his study hours.
  • We won't be using the car tomorrow.

Question Form এর উদাহরণ:

  • Will you be working late tonight?
  • Will she be singing at the concert on Sunday?
  • Will they be cooking dinner when we arrive?
  • Will he be swimming in the pool at this time tomorrow?
  • Will it be raining during the picnic?

Future Perfect Tense কাকে বলে (পুরাঘটিত ভবিষ্যৎ কাল)

কোন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভবিষ্যতকালে কোন একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ বুঝানোর ক্ষেত্রে যে Tense ব্যবহার করা হয় তাকে Future Perfect Tense বলে। এক্ষেত্রে সময়টি হবে ভবিষ্যৎ কাল আর কাজটি হবে পুরাঘটিত।

Future Perfect Tense Structure

Future Perfect Tense এর বিভিন্ন রূপের Structure গুল নিচে আলোচনা করা হল।

Positive Form এর জন্য Structure হবে:

Subject + will/shall + have + past participle of the verb + (object)

Example:

By next year, she will have completed her master's degree.

Negative Form এর জন্য Structure হবে:

Subject + will not (won't) / shall not (shan't) + have + past participle of the verb + (object)

Example:

They won't have finished their project by the end of the month.


Question Form এর জন্য Structure হবে:

(Will/Shall) + subject + have + past participle of the verb + (object)?

Example:

Will you have written the report by Friday?

Future Perfect Tense Examples

উপরে উল্লেখিত কিছু Future Perfect Tense এর উদাহরণ ছারাও নিচে কিছু বিভাগ অনুযায়ী উদাহরণ আলোচনা করা হল।

Positive Form এর উদাহরণ:

  • By the end of the year, he will have saved enough money for a down payment on a house.
  • She will have finished writing her novel by the time the publishing deadline arrives.
  • They will have completed their road trip across the country in three weeks.
  • By next summer, we will have been married for ten years.
  • The chef will have prepared a delicious meal for the guests by 7 PM.

Negative Form এর উদাহরণ:

  • They won't have fixed the roof before the rainy season begins.
  • I won't have completed the online course by the time the certificate is issued.
  • She won't have learned to play the piano before the recital.
  • He won't have returned the borrowed books to the library by the due date.
  • The construction won't have started on the new building next month.

Question Form এর উদাহরণ:

  • Will they have finished remodeling their house by the end of the summer?
  • Will she have submitted her research paper by the conference deadline?
  • Will he have found a new job by the time his current contract expires?
  • Will it have stopped raining by the time we get to the park?

Future Perfect Continuous Tense কাকে বলে

ভবিষ্যতে একটি কাজ ঘটার আগে আরেকটি কাজ চলতে থাকবে এমন ধারনার জন্য যে Tense ব্যবহার করা হয় তাকে Future Perfect Continuous Tense বলে। মনে করুন এখন বাজে সকাল ৮টা, আপনার পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। আপনি একটি বই নিয়ে পরীক্ষার হলে গিয়েছেন এবং পরীক্ষা শুরু হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত পড়তে থাকবেন।

এখানে আপনি যে পড়তেই থাকবেন সেই ধারণাকেই মুলত Future Perfect Continuous Tense এ লেখা হয়।

Future Perfect Continuous Tense Structure

Future Perfect Continuous Tense এর বিভিন্ন রূপের Structure গুল নিচে উল্লেখ করে হোল।

Positive Form এর Structure হবে:

Subject + will have been + present participle (base form of the verb + -ing) + for + a period of time + (object)

Example:

By 2030, You will have been working at this factory for 15 years.


Negative Form এর Structure হবে:

Subject + will not (won't) + have been + present participle (base form of the verb + -ing) + for + a period of time + (object)

Example:

They won't have been studying all night before the exam.

Question Form এর Structure হবে:

(Will) + subject + have been + present participle (base form of the verb + ing) + for + a period of time + (object)?

Example:

Will she have been traveling for two weeks by the time she returns?

Future Perfect Continuous Tense Examples

বিভিন্ন Form অনুযায়ী নিচে কিছু উদাহরণ দেওয়ে হোল যেগুলো আনুশিলন করলে আপনার শেখার পুর্নতা পাবে।

Positive Form এর উদাহরণ:

  • By the end of this month, they will have been renovating their house for six months.
  • In three months, she will have been studying French for a year.
  • By the time he arrives, the cake will have been baking for 30 minutes.

Negative Form এর উদাহরণ:

  • They won't have been gardening all day when you visit.
  • I won't have been waiting for you for hours by the time you arrive.
  • By the end of the week, she won't have been exercising regularly.
  • They won't have been hiking in the mountains for a week.
  • I won't have been playing the piano for hours when you come over.

Question Form এর উদাহরণ:

  • Will you have been learning Spanish for six months by the time you travel to Spain?
  • Will they have been swimming in the pool for an hour by the time I get there?
  • Will she have been writing her thesis for a year when she defends it?
  • Will the team have been practicing for two hours by the time the game starts?
  • Will it have been raining for a while when we decide to go outside?

আলোচনার এপর্যায়ে আমার শিখতে পারলাম Future Tense কাকে বলে, Future Tense এর গঠন ও উদাহরণ সহ নানা খুটিনাটি বিষয়। বেশি বেশি অনুশীলন করুন তাহলে ভালোভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url