Article কাকে বলে কত প্রকার ও কী কী - Article Rules Bangla
আজ এই কনটেন্টের মাধ্যমে আমারা শিখতে পাড়ব Article কাকে বলে কত প্রকার ও কী কী এবং সেই সাথে Article Rules Bangla বিস্তারিতভাবে। আলোচনা করা হয়েছে খুব সহজ পদ্ধতিতে উদাহরণের মাধ্যমে।
ইংরেজি ভাষায় Article এর গুরুত্ব অপরিসীম। কারণ Noun এর নির্দিষ্টতা বা অ নির্দিষ্টতা বোঝানোর ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচটি বাক্যে ব্যবহার করা হয়ে থাকে। তাই ইংরেজি ভাষা ভালোভাবে শিখতে হলে অবশ্যই আপনাকে আর্টিকেল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে।
তানা হলে আপনি ইংরেজি ভাষায় ভালোভাবে লিখতে, পড়তে বা বুঝতে পারবেন না। তাই Article সম্পর্কে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে চাইলে আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং Article সম্পর্কে একটি ভালো শিক্ষা অর্জন করুন।
সুচিপত্রঃ Article কাকে বলে কত প্রকার ও কী কী - Article Rules Bangla
- Article কাকে বলে কত প্রকার ও কী কী - Article Meaning in Bengali
- Types of Articles - Article কত প্রকার
- Indefinite Article
- Use of Indefinite Articles With Examples
- Origin of 'a' and 'an' article
- Article a এর ব্যবহার এবং Article an এর ব্যবহার - Use of an Article
- Article Rules Bangla
- Article A এবং An ব্যবহারের ব্যতিক্রম নিয়মগুলো
- Definite Article কাকে বলে
- Origin of 'The' article
- Article The এর ব্যবহার - The কখন বসে
- সংক্ষেপে Article কাকে বলে কত প্রকার ও কী কী
- Final Words
Article কাকে বলে কত প্রকার ও কী কী |
Article কাকে বলে কত প্রকার ও কী কী - Article Meaning in Bengali
Article মূলত adjective এবং এই adjective এর কাজ হোল Noun এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করা। ইংরেজি grammar এর আলোচনায় A, An, The কেই Article বলে।
Types of Articles - Article কত প্রকার
ইংরেজি গ্রামারে Article কে দুই ভাগে ভাগ করা হয়। যথাঃ
- Indefinite Article
- Definite Article
এদের সম্পর্কে নিজে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।
Indefinite Article
ইংরেজিতে A এবং An কে Indefinite Article বলে। Indefinite Articles সম্পর্কে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে Indefinite শব্দটির বাংলা প্রতিশব্দ কি? Indefinite শব্দটির বাংলা প্রতিশব্দ হলো (Indefinite = অনির্দিষ্ট) অনির্দিষ্ট। তাই কোন Noun কে যখন অনির্দিষ্টভাবে নির্দেশ করার জন্য যে Articles ব্যবহার করা হয় তাদেরকে বলা হবে Indefinite Articles.
যে Articles (A এবং An) কোন Noun এর সামনে বসে ওই Noun কে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকে Indefinite Article বলে।
Use of Indefinite Articles With Examples
কেবলমাত্র কোন Noun কে অনির্দিষ্টভাবে নির্দেশ করার জন্যই মূলত A এবং An ব্যবহার করা হয়ে থাকে। এই A এবং An এর ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিতভাবে বুঝতে হলে অনির্দিষ্টতা সম্পর্কে বুঝতে হবে। ধরুন আপনি একজন মানুষকে বলেন 'আমি কিছু লিখতে চাই, তাই আমার একটি কলম দরকার' এই টাকা নাও এবং আমার জন্য একটি কলম এনে দাও'।
আরো পড়ুনঃ Tense কাকে বলে কত প্রকার ও কি কি - ১২ টি Tense এর গঠন
তাহলে ভাবুন তো সেই লোকটি আপনার কাছ থেকে টাকা নিয়ে দোকানে গিয়ে কোন কলমটি আনবে সেক্ষেত্রে কি আপনি কোন নির্দেশনা দিয়েছেন? দেননি তাই না? তাহলে ওই লোকটি দোকানে গিয়ে যেকোনো কোম্পানির, যেকোনো একটি কলম নিয়ে এসে আপনাকে দিবে তাই না?
এটাই হল অনির্দিষ্টতা। যেখানে সুস্পষ্ট কোন নির্দেশনা থাকে না। নির্দিষ্টতা সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে জানব Definite Article এর আলোচনার মধ্যে।
Origin of 'a' and 'an' article
Article 'a' এবং 'an'এর সৃষ্টি মূলত one থেকে। অর্থাৎ one = a. এবং one = an. এই 'a' এবং 'an' আর্টিকেলটি দ্বারা মূলত এক সংখ্যাকে নির্দেশ করা হয়। যেমন একটি এমন অর্থ প্রকাশ করার জন্যই মূলত এই article গুলো ব্যবহার করা হয়। এই আর্টিকেলের ব্যবহার নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Article a এর ব্যবহার এবং Article an এর ব্যবহার - Use of an Article
Article a এর ব্যবহার গুলো নিচে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো।
Article Rules Bangla
Article Rules Bangla-01. কোন ইংরেজি word এর প্রথম অক্ষর যদি consonant হয় তাহলে ওই word এর আগে Article a এর ব্যবহার করা হয়। যেমনঃ
You see a bird. = আপনি একটি পাখি দেখেন।
This is a pencil. = এটা একটি কাঠপেন্সিল।
Give me a stick. = আমাকে একটা লাঠি দাও।
I need a pen. = আমার একটা কলম দরকার।
I saw a cat in the garden. = বাগানে একটা বিড়াল দেখলাম।
She wants to buy a car. = সে একটি গাড়ি কিনতে চায়।
He is a doctor. = সে একজন ডাক্তার।
There's a book on the table. = টেবিলে একটা বই আছে।
I need a new phone. = আমার একটা নতুন ফোন দরকার।
He's eating a banana for lunch. = সে দুপুরের খাবারের জন্য কলা খাচ্ছে।
I'm looking for a job. = আমি চাকরি খুঁজছি।
আরো পড়ুনঃ Adjective কাকে বলে কত প্রকার ও কী কী - Adjective চেনার উপায়
Article Rules Bangla-02. যে Noun গুলো গননা করা যায় তাদেরকে Singular countable noun বলে। আসেই সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর সামনে a অথবা an ব্যবহার করা হয়। (a ব্যবহার করা হবে, নাকি an ব্যবহার করা হবে তা মূলত নির্ভর করে এক নাম্বার নিয়ম অনুসারে)। যেমন:
She lives in a flat. = সে একটি ফ্ল্যাটে থাকে।
She is an excellent teacher. = তিনি একজন চমৎকার শিক্ষক।
I need an umbrella because it's raining. = আমার একটা ছাতা দরকার কারণ বৃষ্টি হচ্ছে।
He is an honorable man. = তিনি একজন সম্মানিত মানুষ।
She has an interesting story to tell. = তার বলার জন্য একটি আকর্ষণীয় গল্প আছে।
I'll have an orange juice, please. = আমি একটি কমলার রস খাব, প্লিজ।
He's an MBA graduate. = সে একজন এমবিএ গ্র্যাজুয়েট।
I saw an octopus while snorkeling. = স্নরকেলিং করার সময় আমি একটি অক্টোপাস দেখেছি।
She's an extraordinary artist. = তিনি একজন অসাধারণ শিল্পী।
He's an honest individual. = তিনি একজন সৎ ব্যক্তি।
Article Rules Bangla-03. যদি কোন সিঙ্গুলার নাউন (Singular Noun) দ্বারা একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয়, তাহলে সিঙ্গুলার নাউন এর আগে A অথবা An আর্টিকেলটি ব্যবহার করা হয়। যেমন:
- A man must be honest.
- Baby needs milk.
Article Rules Bangla-04. Half শব্দটি যখন কোন পুর্ন সংখ্যার পরে বসে তখন সেই Half শব্দটির আগে 'a' article টি ব্যবহার করা হয়।যেমন-
- Two and a half kilograms.
- I need a half-holiday.
- You need a half-share.
Article Rules Bangla-05. যে সকল বিবৃতি দ্বারা পরিমাণ (quantity) নির্দেশ করা হয় সেক্ষেত্রে a বা an ব্যবহার করা হয়। যেমন:
- a lot of = প্রচুর পরিমাণে
- a grate many = অনেক
- a grate deal of = প্রচুর বা অনেক
Article Rules Bangla-06. অনুপাত = ration, দর = price, গতিবেগ = speed ইত্যাদি প্রকাশ করতেও a বা an ব্যবহার করা হয়ে থাকে। যেমন:
- Rice sells 75 taka a kilo. = চাল বিক্রি হয় ৭৫ টাকা কেজি। (a kilo = per kilo)
- The bike runs 125 kilometers an hour. = বাইকটি ঘন্টায় 125 কিলোমিটার চলে।
- Give the patient this tablet 4 times in a day. = রোগীকে এই ট্যাবলেটটি দিনে 4 বার দিন।
Article Rules Bangla-07. বিস্ময় সূচক বাক্য গঠনের ক্ষেত্রে singular countable noun এর আগে a বা an ব্যবহার করা হয়। যেমন:
What a clever you are! = কি চালাক তুমি!
How beautiful a tower. = কত সুন্দর একটা টাওয়ার।
What a blessing! = আমার একটি আশির্বাদ!
You are an amazing poet! = তুমি একটি অদ্ভুত কবি!
She has seen an incredible exhibition! = সে একটি আলোচ্য প্রদর্শনী দেখেছে!
This is astonishing! = এটি একটি অবাককর!
He has an extraordinary discovery! = তার কাছে একটি অসাধারণ আবিষ্কার আছে!
Article A এবং An ব্যবহারের ব্যতিক্রম নিয়মগুলো
Rule-01. O এর উচ্চারণ যখন 'ওয়া' বা 'wa' এর মত হয় তখন শব্দটির শুরু vowel দিয়ে হলেও সেক্ষেত্রে Article an ব্যবহার না করে বরং Article 'a' ব্যবহার করা হয়ে থাকে। যেমন:
- I saw a one eyed women. = আমি এক চোখা মহিলাকে দেখেছি।
- She was a once-famous writer. = তিনি ছিলেন এক সময়ের বিখ্যাত লেখিকা।
Rule-02. ইংরেজি শব্দের প্রথমে 'u' বা 'eu' অথবা 'ew' থাকে এবং তাদের উচ্চারণ যদি ' ইউ' বা 'ew' এর মত হয় তাহলে শব্দটির প্রথম অক্ষর vowel দিয়ে শুরু হলেও প্রয়োজনীয় Article 'an' না বসে Article 'a' ব্যবহার করা হয়। যেমন:
- She is a university student. = সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
- She is a European. = তিনি একজন ইউরোপীয়।
- The cow is a useful domestic animal. = গরু একটি দরকারী গৃহপালিত পশু।
Rule-03. ইংরেজি শব্দের প্রথমে 'u' বা 'eu' অথবা 'ew' থাকে এবং তাদের উচ্চারণ যদি ' u' বা 'আ' এর মত হয় তাহলে শব্দটির সামনে Article 'an' ব্যবহার করা হয়। যেমন:
- He is an unknown man here. = তিনি এখানে একজন অচেনা মানুষ।
- I saw an ugly bird on the tree. = গাছে একটা কুৎসিত পাখি দেখলাম।
Rule-04. ইংরেজি শব্দের প্রথম অক্ষর h (এইচ) হলে, এবং সেই h এরপরে কোন vowel থাকলে যদি h এর উচ্চারণ না হয় অর্থাৎ vowel এর উচ্চারণ প্রাধান্য পায় সেক্ষেত্রে শব্দটি consonant দিয়ে শুরু হলেও Article 'a' না বসে Article 'an' বসবে। যেমন:
- She walked for an hour. = সে এক ঘণ্টা হাঁটল।
- She is an honest woman. = তিনি একজন সৎ মহিলা।
- The blind king left an heir. = অন্ধ রাজা একজন উত্তরাধিকারী রেখে গেলেন।
Rule-05. কিন্তু ইংরেজি ওয়ার্ড এর প্রথম অক্ষরটি যদি h থাকে এবং সেই h যদি উচ্চারণ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল A ব্যবহার করতে হবে। যেমন:
- I have a horse. = আমার একটা ঘোড়া আছে।
- She is working in a hotel. = সে একটি হোটেলে কাজ করে।
Rule-06. শব্দের সংক্ষিপ্ত রূপ বা Abbreviation এর প্রথম অক্ষরটি যদি consonant হয় কিন্তু সেই consonant এর উচ্চারণ যদি vowel sound হয় তাহলে সেক্ষেত্রে Article 'a' ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে Article 'an' ব্যবহার করতে হবে। যেমন:
He is an M. A.
My friend is an M. B. B. S.
He is an L. L. B.
She is an M. P.
You are an S. P.
Rule-06. শব্দের সংক্ষিপ্ত রূপ বা Abbreviation এর প্রথম অক্ষরটি যদি consonant হয় কিন্তু সেই consonant এর উচ্চারণ যদি vowel sound না হয় বরং তা consonant এর মতই হয় তাহলে সেক্ষেত্রে Article 'an' ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে Article 'a' ব্যবহার করতে হবে। যেমন:
- He is a B. A.
- She is a B. Sc.
- My friend is a B. Com.
Definite Article কাকে বলে
ইংরেজি গ্রামারের আলোচনায় 'The' কে Definite Article বলে। Definite Article সম্পর্কে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে Definite শব্দের বাংলা প্রতিশব্দ কি? Definite শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে (Definite = সুনির্দিষ্ট) সুনির্দিষ্ট। তাই কোন Noun কে যখন নির্দিষ্টভাবে নির্দেশ করার প্রয়োজন হয় এবং তার জন্য যে Article ব্যবহার করা হয়ে থাকে সেই Article কে বলা হবে Definite Article.
সুতরাং যে Article (The) কোন Noun এর সামনে বসে ওই Noun কে নির্দিষ্টভাবে চিহ্নিত করে তাকে Definite Article বলে।
Origin of 'The' article
Article the এর উৎপত্তি হয়েছে মূলত That থেকে। অর্থাৎ That = The বাংলায় এর অর্থ দাঁড়ায় টি, টা, খানা, খানি। যেমনঃ মানুষটি = The man. এখানে মানুষের সাথে 'টি' অংশটি যোগ করার জন্যই মূলত তার সামনে Article the ব্যবহার করা হয়েছে।
Article The এর ব্যবহার - The কখন বসে
ইংরেজি বাক্য লেখার সময় যেখানে যেখানে Articles The ব্যবহার করা হয় সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Rule-1. কোন নির্দিষ্ট ব্যক্তি বস্তু প্রাণী বুঝাতে কমন নাউন এর আগে Articles The ব্যবহার করা হয়। যেমন:
- Yesterday she bought a pen today she has given the pen to me. = গতকাল সে একটি কলম কিনেছিল আজ সে কলমটি আমাকে দিয়েছে।
উপরের উদাহরণে প্রথমে যে কলমটির কথা বলা হয়েছে সেটি ছিল অনির্দিষ্ট। কিন্তু দ্বিতীয়বার যখন ঐ কলমটির কথা বলা হচ্ছে তখন সেটি যেহেতু পূর্বেই কেনা হয়েছে তাই এখন সেটা সুনির্দিষ্ট হয়ে গিয়েছে। আর আমরা জানি সুনির্দিষ্ট কোন মাউনের পূর্বে Articles The ব্যবহার করতে হয়।
Rule-2. পৃথিবীতে এমন কিছু বস্তু বা বস্তু সমষ্টি রয়েছে যেগুলো একটিমাত্রই রয়েছে অর্থাৎ অদ্বিতীয়। এমন সব অতুলনীয় বা অদ্বিতীয় কোন বস্তু বা বস্তু সমষ্টির নামের পূর্বে The Article একটি ব্যবহার করা হয়। যেমন:
- The earth
- The sky
- The moon
Rule-3. কোন Phrase বা Clause ব্যবহারের ফলে কোন নাউন Noun যখন নির্দিষ্ট হয়ে যায় তখন সেই নাউন এর পূর্বে The article টি ব্যবহার করা হয়। যেমন:
- The shirt that i bought was green. = আমি যে শার্টটি কিনেছিলাম তা সবুজ ছিল।
- The girl in red is very beautiful. = লাল পোশাখ পরিহিত মেয়েটি খুব সুন্দরী।
- I saw the dog without a tail. = লেজবিহীন কুকুর দেখলাম।
Rule-4. নৈকট্য বা পরিচিতির কারণে যদি কোন কিছু নির্দিষ্টতা লাভ করে সেক্ষেত্রে Articles The ব্যবহার করা হয়। যেমন:
- He is in the garden. = সে বাগানে আছে। (এখানে যে বাগানটির কথা উল্লেখ করা হয়েছে তা পূর্ব পরিচিত।)
- The doctor came today. = আজ ডাক্তার এসেছেন। (এখানে যে ডাক্তারের কথা বলা হয়েছে তিনি নিয়মিত আসেন। তাই পূর্ব পরিচিত বা নির্দিষ্ট।)
Rule-4. Ordinal numeral adjective ও superlative degree এর আগে Articles The ব্যবহার করা হয়। যেমন:
- He is the first boy. = সে প্রথম ছেলে।.(Ordinal numeral adjective)
- She is the best girl in the class. = সে ক্লাসের সেরা মেয়ে। (Superlative degree)
Rule-5. একই জাতীয় সবগুলো বস্তু বা বিষয়কে বোঝাতে তথা জাতি বোঝাতে singular common noun এর আগে The article টি ব্যবহার করা হয়। যেমন:
- The cow is a very useful domestic animal. = গরু খুবই উপকারী গৃহপালিত পশু। (all cow)
- The cat likes to drink milk. = বিড়াল দুধ খেতে পছন্দ করে। (all cat)
Rule-6. The + Adjective আকারেও The Article টি ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে একই শ্রেণীর সকল ব্যক্তিকে (বস্তুকে নয়) বুঝানো হয়ে থাকে। এবং এই ইংরেজি বাক্যে যে verb টি ব্যবহার করা হয়ে থাকে তা মূলত Plural হয়ে থাকে। যেমন:
- The rich are not always happy. = ধনীরা সবসময় সুখী হয় না।
- The poor suffer much in the world. = পৃথিবীতে গরীবরা অনেক কষ্ট পায়।
Rule-7. নদী, সমুদ্র, দ্বীপপুঞ্জ, পর্বতশ্রেণী, দেশের নাম, মরুভূমি, অঞ্চল ইত্যাদি proper noun এর আগে The আর্টিকেলটি বসে। যেমন:
The Atlantic (মহাসাগর)
The Padma (নদী)
The Himalayas (পর্বত শ্রেণী)
The Sahara (মরুভূমি)
The Andamans (দ্বীপপুঞ্জ)
Rule-7. যদি কখনো Noun + of + Noun এভাবে কোন নামের সৃষ্টি হয় তথা নাউন গঠন করা হয় তখন তার আগে The Article ব্যবহার করা হয়। যেমন:
The Bay of Bengal = বঙ্গোপসাগর
The Gulf of Mexico = মেক্সিকো উপসাগর
The Bay of Biscay = বিস্কে উপসাগর
Rule-7. কখনো যদি Adjective + Noun এভাবে কোন Noun গঠিত হয় তখন সেই নাউন এর আগে The Article বসে। যেমন:
- The Arabian ocean = আরব মহাসাগর
- The Caribbean sea = ক্যারিবিয়ান সমুদ্র
Rule-8. ইংরেজি বাক্যে ব্যবহৃত Possessive adjective এরপরে শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের নাম থাকলে তার সামনে The Article ব্যবহার করা হয়। এখানে The Article টি ব্যবহার করা হয় মূলত Possessive adjective (his, her, my, your ইত্যাদি) এর পরিবর্তে। যেমন:
Pull him here by the ear. = তাকে এখানে কান ধরে টানুন।
She has a cap on the head. = তার মাথায় টুপি আছে।
The dog bites her in the leg. = কুকুরটি তার পায়ে কামড় দেয়।
Rule-9. "যত........ তত" এভাবে ব্যবহার করে যে শব্দ সমস্ত তৈরি করা হয় এবং তা যদি সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস করাকে বোঝায় সেক্ষেত্রে comparative adjective দুটির আগে Article The ব্যবহার করা হয়। যেমন:
- The more women gets, the more she wants. = নারী যত বেশি পায়, তত বেশি সে চায়।
- The sooner, the better. = যত আগে তত ভালো।
Rule-10. ইংরেজি বাক্যে Tow কথাটি উল্লেখ থাকলে এবং তা দ্বারা দুটি বিষয়বস্তুর মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়া বোঝালে প্রথম টির adjective এর আগে the ব্যবহার করতে হয়। যেমন:
- Laboni is the more beautiful of the two girls. = দুই মেয়ের মধ্যে লাবনীই বেশি সুন্দরী।
- Monir is the more talent of the two students. = দুই শিক্ষার্থীর মধ্যে মনিরের বেশি মেধাবী।
Rule-11. ইংরেজি বাক্যের Proper Noun এর পরে যদি কোন গুণবাচক শব্দ যুক্ত হয় তাহলে সেই গুণবাচক শব্দের পূর্বে the আর্টিকেলটি ব্যবহার করতে হয়। যেমন:
- Omar the great was a noble Caliph in Islam. = ওমর ইসলামের একজন মহান খলিফা ছিলেন।
- Ivan the great is a strong ruler. = ইভান দ্য গ্রেট একজন শক্তিশালী শাসক।
Rule-11. মাসের তারিখ লেখার সময় সেই তারিখের আগে The আর্টিকেলটি ব্যবহার করতে হয়। যেমন:
- You will come on the 11th of this month. = আপনি এই মাসের 11 তারিখে আসবেন।
- We will go to market the 3rd of this month. = আমরা চলতি মাসের ৩ তারিখ বাজারে যাব।
Rule-11. Proper Noun এর আগে সাধারণত the বসে না কিন্তু যে বিষয়গুলোড় সামনে the ব্যবহার করা হয় সেগুলো হলো:
কোন ধর্মীয় জনগোষ্ঠী বা রাষ্ট্রীয় জনগোষ্ঠী, ধর্মগ্রন্থ, লেখক এর নাম সহ গ্রন্থের নাম, সিনেমা গৃহ, প্রসিদ্ধ স্থানের নাম, হোটেল, সংবাদপত্রের নাম, স্টিমার, ট্রেনের নাম, জাহাজ, দিকের নাম, ঋতুর নাম, প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার নাম ইত্যাদি। যেমন:
- The Quran is a holy book for Muslim. = কুরআন হোল মুসলমানদের জন্য একটি পবিত্র গ্রন্থ।
- The Sonar Tari of Rabindranath Thakur is one of the most popular poetry. = রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী একটি জনপ্রিয় কবিতা।
Rule-11. Common Noun কে Abstract Noun বানাতে Common Noun এর আগে Article The বসে। যেমন:
- The mother in her arose at the sight of the ill child. = অসুস্থ ছেলেটিকে দেখে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো।
- Check the beast in you. = আপনার মধ্যে পশুত্ব পরীক্ষা করুন।
সংক্ষেপে Article কাকে বলে কত প্রকার ও কী কী
যে Word ইংরেজি বাক্যে কোন Noun এর সামনে বসে সেই Noun এর সংখ্যা, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে Article বলে। ইংরেজি ভাষায় Article বলতে সাধারণত A, An, The কে বোঝায়। তাই আমরা বলতে পারি A, An, The কে Article বলে।
Article প্রধানত দুই ধরনের Indefinite Article এবং Definite Article. এদের মধ্যে Indefinite Article এর মধ্যে রয়েছে 'a' এবং 'an' অন্যদিকে Definite Article এর মধ্যে রয়েছে 'the'. মূলত অনির্দিষ্টভাবে কোন Noun কে নির্দেশ করতে a অথবা an ব্যবহার করা হয় আর নির্দিষ্টভাবে কোন Noun কে নির্দেশ করতে the ব্যবহার করা হয়।
Final Words
উপরিউক্ত Article কাকে বলে কত প্রকার ও কী কী আলোচনার প্রেক্ষিতে আমরা দেখলাম যে ইংরেজি ভাষায় যে শব্দগুলো কোন Noun এর সামনে বসে এর সম্পর্কে একটি নির্দিষ্টতা বা অনির্দিষ্টতার ধারণা প্রকাশ করে সেই শব্দগুলোকেই Article হিসাবে বিবেচনা করা হয়।
ইংরেজিতে a, an এবং the কে Article বলে। উপরের আলোচনাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করলে আমি বিশ্বাস করি যে কোন পাঠক Article সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবেন। আরেকটি বিষয় অধিক অনুশীলনের মাধ্যমে যে কোন শিক্ষাই কঠিন থেকে সহজে পরিণত হয়।