খুব সহজে জাপানি ভাষা শেখার পদ্ধতি বা ধাপসমূহ
আজকের আলোচনায় আমরা জানতে পারবো খুব সহজে জাপানি ভাষা শেখার পদ্ধতি বা ধাপসমূহ। পৃথীবিতে যে কয়েকটি কঠিন ভাষা রয়েছে তার মধ্যে জাপানি ভাষা অন্যতম। তবে তার মানে এই নয় যে জাপানি ভাষা শেখা সম্ভব নয় বা খুবই কষ্ট স্বাধ্যবিষয়।
শুরুতে কিছুটা কঠিন মনে হলেও আপনি যখন জাপানি বর্ণমালা অর্থাৎ প্রথমে হিরাগানা এবং পরে কাতাকানা আয়ত্ব করতে পারবেন, তখন অনেকটাই সহজ হয়ে যাবে। N5 লেভেলটি কমপ্লিট করার জন্য আপনাকে নম্ন লিখিত কয়েকটি স্টেপ ফলো করতে হবে।
পেজ সূচিপত্র: খুব সহজে জাপানি ভাষা শেখার পদ্ধতি বা ধাপসমূহ
জাপানি ভাষা শেখার স্টেপ সমূহ
স্টেপ-1: জাপানি ভাষা শিখতে হলে প্রথমেই জাপানি বর্ণমালা অর্থাৎ প্রথমে হিরাগানা এবং পরে কাতাকানা শিখতে হবে। এক্ষেত্রে হিরাগানা এবং কাতাকানা বর্ণমালা গুলো সম্পূর্ন মুখস্থ করতে হবে এবং বার বার লিখতে হবে। লেখার ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করা ভাল কারন একটি অক্ষর শেখার জন্য বারবার লিখতে হয় এবং মুছতে হয়।
স্টেপ-2: হিরাগানা এবং কাতাকানা শেখার পরে বার বার না দেখে লিখতে হবে। পরবর্তিতে দুটি বা তিনটি অক্ষর দিয়ে শব্দ তৈরী করতে হবে। এছাড়াও বেশি বেশি রিডিং পড়তে হবে। যে যত বেশি স্মুথলি রিডিং পড়তে পারবে তার কাছে ততই সহজ হবে। রিডিং পড়ার জন্য টেক্সট বই কিংবা অনলাইন থেকে সাহায্য নেয়া যেতে পারে।
স্টেপ-3: N5 লেভেলটিতে মোট ২৫টি অধ্যায় আছে। এ পর্যায়ে প্রথম অধ্যায় থেকে শব্দার্থ পড়া শুরু করতে হবে সাথে সাথে মুখস্থও রাখতে হবে। এক একটি জাপানি শব্দ দিয়ে ছোট ছোট সেন্টেস বা বাক্যে তৈরী করতে হবে।
স্টেপ-4: শব্দার্থের সাথে সাথে প্রথম অধ্যায়ের গ্রামার খুব ভাল করে এবং বুঝে বুঝে পড়তে হবে এবং বেশি বেশি প্রাকটিস করতে হবে। এভাবে পর্যায়ক্রমে সমস্ত অধ্যায়ের গ্রামার পড়তে হবে। গ্রামারের সাথে সাথে জাপানিজ গণনাও শিখতে হবে যেমন 1, 2, 3, 4, 5, এবং এর সাথে সপ্তাহ ও মাসের নাম মুখস্থ করতে হবে।
স্টেপ-5: গ্রামার এবং শব্দার্থের সাথে কানজি শিখতে হবে। কানজি মুখস্থ করার কিছু নেই তবে দেখে দেখে চিনতে হবে বা বুঝতে হবে কোনটি কিসের কানজি। কানজি শেখার জন্য অবশ্যই বেশি বেশি লিখে প্রাকটিস করতে হবে। প্রতিদিন ৩ থেকে ৫ টি কানজি শিখতে পারলে ভাল। সম্ভব না হলে মিনিমাম ২টি করে শিখতে হবে।
স্টেপ-6: এই পর্যায়ে যখন বর্ণমালা, শব্দার্থ, গ্রামার আপনার আয়ত্বে চলে আসবে অর্থাৎ আপনার কাছে যখন জাপানি ভাষা পড়তে, বলতে সহজ মনে হবে তখন লিসেনিং প্রাকটিস করা শুরু করেতে হবে। লিসেনিং এর ক্ষেত্রে YouTube -এ দেওয়া বিভিন্ন লিংক থেকে প্রাকটিস করতে পারেন।
জাপানি বর্ণমালার পরিচয়
সাধারনত প্রতিটি ভাষারই নিজস্ব বর্ণমালা রয়েছে। তেমনি জাপানি ভাষায়ও বর্ণমালা রয়েছে। জাপানি বর্ণমালা সাধারনত তিন ধরণের হয়ে থাকে। আর সে গুলো হল - হীরাগানা, কাতাকানা এবং কানজি (চীনা অক্ষর) মিশ্র উপায়ে ব্যবহৃত হয়। একটি বাক্য গঠনে হীরাগানা এবং কানজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কাতাকানা বেশিরভাগ বিদেশী শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
আরো পড়ুনঃ বাংলা টু জাপানি ভাষা শিখুন - জাপানি ভাষা শেখার সহজ উপায়
সাধারনত অন্যান্য ভাষা থেকে জাপানি ভাষা কিছুটা ভিন্ন ধরনের। অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ কোন লেভেল শিখতে বা ফলো করতে হয়না কিন্তু জাপানি ভাষা শিখতে হলে লেভেল বাই লেভেল শিখতে হয়।
জাপানি ভাষায় মোট 5 টি লেভেল রয়েছে। লেভেল গুলো হচ্ছে যথাক্রমে N1, N2, N3, N4 এবং N5. এই পাঁচটি লেভেল এর মধ্যে N5 হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি লেভেল ।
অর্থাৎ আপনি যদি জাপানি ভাষা শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে N5 লেভেল শিখতে হবে বা N5 থেকে শুরু করতে হবে এবং পর্যায়ক্রমে N4, N3, N2, N1 শিখতে হবে।
হীরাগানা সম্পর্কে বর্ণনা
হীরাগানা বর্ণমালার একটি সেট। প্রতিটি বর্ণ একটি বর্ণের শব্দের প্রতিনিধিত্ব করে। জাপানিজরা তাদের যাবতীয় লেখার ক্ষেত্রে হিরাগানা বর্ণমালা ব্যবহার করে থাকে বিদেশী শব্দ ব্যতীত। হিরাগানার 46 টি মৌলিক বর্ণ/অক্ষর এবং এদের অনেকগুলি যুক্ত ফর্ম রয়েছে।
হীরাগানা বর্ণমালার নমুনা:
あ い う え お か き く け こ さ し す そ そ が ぐ ぐ げ ご ぱ ぴ ぷ ぺ
কাতাকানা সম্পর্কে বর্ণনা
কাতাকানা বর্ণমালার আরও একটি সেট। কাতাকানা এবং হীরাগানা বর্ণমালা হুবহু একই ধরণের শব্দের প্রতিনিধিত্ব করে। কাতাকানার 46 টি মৌলিক বর্ণ/অক্ষর এবং এদেরও যুক্ত ফর্ম রয়েছে। আধুনিক যুগে, কাতাকানা বেশিরভাগ বিদেশী শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
কাতাকানা বর্ণমালার নমুনা:
ア イ ウ エ オ カ キ ク ケ コ サ シ ス セ ソ ガ ギ グ ゲ ゴ パ ピ プ ペ ポ
কানজি সম্পর্কে বর্ণনা
কানজি চীন থেকে এসেছিল। জাপানি ভাষার সাথে মানানসই উচ্চারণ এবং ব্যবহার পরিবর্তন করা হয়েছে। প্রতিটি কানজি প্রতীকটির এক বা একাধিক পঠন এবং অর্থের উপায় রয়েছে।
জাপানি ভাষা বাংলা অনুবাদ Japanese to Bangla Or Bangla to Japanese
বাংলা ভাষা থেকে জাপানি ভাষায় কোন বাক্য বা শব্দকে ট্রান্সলেট করতে হলে অবশ্যই আপনাকে বাংলা ভাষাটা ভালোভাবে জানতে হবে সেই সাথে জাপানি ভাষার বর্ণ, শব্দ, গ্রামার এবং বাক্য গঠন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এ সকল বিষয়ে আপনার যদি ভালো একটি ধারণা থাকে তাহলে আপনি খুব সহজেই Bangla to Japanese বা Japanese to Bangla ট্রান্সলেট করতে পারবেন । তবে সব ক্ষেত্রেই আপনাকে প্রথমে ভাষা দুটি ভালোভাবে আয়ত্ত করতে হবে।
আমরা বাংলা ভাষাভাষীর মানুষ পড়ালেখা করলেও আমরা বাংলা ভাষায় ভাবের আদান প্রদান করতে পারি আবার পড়ালেখা না জানলেও আমরা ভাবের আদান প্রদান করতে পারি। কিন্তু বাংলা ভাষারও একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেটা জানা আবশ্যক, যদি আপনি বিভিন্ন ভাষা শিখতে চান।
কারণ বাংলা ভাষাটা আপনার ভালোভাবে জানা থাকলে অন্য ভাষাটা শিখার ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন। তাছাড়া বাংলা থেকে জাপানি ভাষায় ট্রান্সলেট করার জন্য আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন।
কিন্তু সে ক্ষেত্রে গুগল আপনাকে সঠিক রেজাল্ট দিচ্ছে কিনা তা বোঝার জন্য আপনাকে জাপানি ভাষার বর্ণ, শব্দ এবং গ্রামার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে না হলে আপনি বুঝতে পারবেন না যে সঠিক রেজাল্টটি আপনাকে দেখানো হচ্ছে কিনা।
জাপানি ভাষা শেখার সহজ উপায় গুলো কি কি
বাংলা ভাষায় সম্পূর্ণ মিন্না নো নিহংগো (Minna no Nihongo) বইটি ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক ভাবে এখানে আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি জাপানি ভাষা শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটে আলোচিত সকল অধ্যায়ের শব্দের অর্থ, গ্রামার অংশ, এবং তারপরের সকল আলোচ্য বিষয় বাংলা ভাষার মাধ্যমে সহজ সাবলীলভাবে আলোচনা করা হয়েছে সেগুলো মনোযোগ সহকারে, বুঝে বুঝে অধ্যয়ন করুন।
তাহলে চলুন শুরু করা যাক জাপানি ভাষা শেখার ধারাবাহিক আলোচনা।