বাংলায় ২য় অধ্যায় Minna No Nihongo N5 Bangla Version Lesson 2
শুরু করছি বাংলায় জাপানি ভাষা শেখার জন্য Minna No Nihongo N5 বইয়ের ২য় অধ্যায় অর্থাৎ Minna No Nihongo N5 Bangla Version Lesson 2. পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে প্রথমে এই অধ্যায়ের ভোকাবুলারি এবং তার পরে বাক্য গঠনের জন্য গ্রামার অংশ উদাহরণের সাহায্যে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক।
পেজ সূচিপত্র: বাংলায় ২য় অধ্যায় Minna No Nihongo N5 Bangla Version Lesson 2
- 2য় অধ্যায়ের Vocabulary
- Rule 01: これ / それ / あれ + は + noun + です এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
- Rule 02: この N / その N / あの N এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
- Rule 03: そうです (Sōdesu) দ্বারা বাক্য গঠন প্রক্রিয়া
- Rule 04: S1 か + S2 か এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
- Rule 05: N₁ + の + N2 এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
- Rule 06: そうですか দ্বারা বাক্য গঠন প্রক্রিয়া
2য় অধ্যায়ের Vocabulary
জাপানি শব্দ | ইংরেজি উচ্চারণ | ইংরেজি অর্থ | বাংলা অর্থ |
---|---|---|---|
これ | Kore | this (thing here) | এটা (বক্তার কাছের জিনিস) |
それ | sore | that (thing near you) | ওটা (শ্রতার কাছের জিনিস) |
あれ | are | that (thing over there) | ঐটা (বক্তা এবং শ্রতা উভয় থেকে দূরে) |
この | kono | this, there | এই |
その | sono | that, near you | ওই |
あの | ano | over there | ঐ |
ほん | hon | book | বই |
じしょ | jisho | dictionary | অভিধান |
ざっし | zasshi | magazine | ম্যগাজিন |
しんぶん | shinbun | newspaper | খবরের কাগজ |
ノート | noto | notebook | নোটবুক |
てちょう | te cho | pocket notebook | পকেট নোটবুক |
めいし | meishi | visiting card | ভিজিটিং কার্ড |
カード | kado | card | কার্ড |
テレホンカド | terehonkado | telephone card | টেলিফোন কার্ড |
えんぴつ | enpitsu | pencil | পেন্সিল |
ボールペン | borupen | ballpoint pen | বলপেন |
シャープペンシル | shapupenshiru | mechanical pencil | শার্প পেন্সিল |
かぎ | kagi | key | চাবি |
とけい | to kei | watch, clock | ঘড়ি |
かさ | kasa | umbrella | ছাতা |
かばん | kaban | bag, briefcase | ব্যাগ |
テープレコダ | teporekoda | tape tecorder | টেপ রেকর্ডার |
テレビ | terebi | television | টেলিভিশন |
ラジオ | Rajio | radio | রেডিও |
カメラ | kamera | camera | ক্যামেরা |
コンピュータ | konpyuta | computer | কম্পিউটার |
じどうしゃ | ji dō sha | automobile, car | গাড়ি |
つくえ | tsuku e | desk | ডেস্ক / টেবিল |
いす | isu | chair | চেয়ার |
チョコレート | chokorēto | chocolate | চকলেট |
コーヒー | kōhi | coffee | কফি |
えいご | Ei go | The English language | ইংরেজি ভাষা |
にほんご | ni hon go | The Japanese language | জাপানি ভাষা |
ご | go | language | ভাষা |
なん | nan | what | কি |
そう | so | so | তাই |
ちがいます。 | chigaimasu. | No, it isn't. | না সেটা নয়। |
そうですか。 | Sodesu ka. | I see. / Is that so? | তাই নাকি |
あのう | anou | well | ভাল (কিছু বলার পূর্বে দ্বিধাবোধ করা) |
どうぞ | dōzo | Please Here you are | অনুগ্রহপূর্বক নিন |
どうも | dōmo | Well, thanks | ধন্যবাদ |
どうもありがとうございます | dōmo arigatō gozaimasu | Thank you very much | অসংখ্য ধন্যবাদ |
これからおせわになります | korekara o sewa ni narimasu | Thank you in advance for your kindness | এখন থেকে আপনার অনুগ্রহ কামনা করছি |
こちらこそよろしく | kochira koso yoroshiku | I am pleased to meet you | আমিও আপনার সহযোগিতা কামনা করছি |
এখন আমরা গ্রামারের নিয়ম গুলো ভালোভাবে শিখবো।
Rule 01: これ / それ / あれ + は + noun + です এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
これ / それ / あれ এদের অর্থ হল যথাক্রমে এটা / ওটা / ঐটা। এই তিনটি মূলত বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন কোন বস্তু, যেই বক্তা কথা বলছে তার অর্থাৎ বক্তার কাছে থাকে তখন これ (Kore), যখন বস্তুটি বক্তার থেকে একটু দুরে অর্থাৎ শ্রোতার কাছে তখন それ (Sore) এবং বস্তুটি যখন বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দুরে তখন あれ (are) ব্যবহৃত হয়।
আরো পড়ুনঃ খুব সহজে জাপানি ভাষা শেখার পদ্ধতি বা ধাপসমূহ
উদাহরণঃ
1. これはなんですか。
これ = Kore, は = wa, なん = nan, です = desu, か。= ka.
What is this? = এটা কি? (বক্তার কাছে)
2. それはほんです。
それ = Sore, は = wa, ほん = hon, です。 = desu.
That's a book. = ওটা বই। (শ্রোতার কাছে)
3. あれはえんぴつです。
あれ = are, は = wa, えんぴつ = enpitsu, です。 = desu.
That's a pencil. = ঐটা পেন্সিল। (উভয়ের কাছ থেকে দুরে)
Rule 02: この N / その N / あの N এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
この (Kono) / その (Sono) / あの (ano) এদের অর্থ হল যথাক্রমে এই / ওই / ঐ। এই তিনটি মুলত বস্তু এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। この / その / あの এই তিনটিও বক্তার কাছে, শ্রোতার কাছে এবং বক্তা ও স্রোতা উভয়ের কাছ থেকে দুরে এমন বুঝায়। この / その / あの দিয়ে কোন প্রশ্ন শুরু করলে অবশ্যই この / その / あの এর পরে noun হবে।
উদাহরণঃ
1. このほんはわたしのものです。
This book is mine. = এই বইটি আমার (বক্তার কাছে この)
2. そのかばんはだれのですか。
Whose bag is that? = ওই ব্যাগটি কার? (স্রোতার কাছে その )
3. あのかばんはわたしのものです。
That bag is mine. = ঐ ব্যাগটি আমার (উভয়ের কাছ থেকে দূরে あの)
Rule 03: そうです (Sōdesu) দ্বারা বাক্য গঠন প্রক্রিয়া
そうです এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। কেউ কোন প্রশ্ন করলে এবং প্রশ্নের উত্তর যদি ইতিবাচক হয় তবে সেই ক্ষেত্রে そうです দিয়ে প্রশ্নের উত্তর করা হয়ে থাকে।
আরো পড়ুনঃ বাংলা টু জাপানি ভাষা শিখুন - জাপানি ভাষা শেখার সহজ উপায়
উদাহরণঃ
1. それはテレホンカードですか。
Is it a telephone card? = এটা কি টেলিফোন কার্ড ?
Answer: はい、そうです。
Yes, (it is) = হ্যাঁ, (এটি তাই)
2. あれはえんぴつですか。
Is that a pencil? = ঐটা কি পেন্সিল ?
Answer: はい、そうです。
Yes, (it is) = হ্যাঁ, (এটি তাই)
বিঃদ্রঃ যদি কেহ কোন প্রশ্ন করে এবং প্রশ্নের উত্তর যদি negative বা নেতিবাচক হয় তবে সেই ক্ষেত্রে ちがいます (Chigaimasu) অথবা そうじゃありません (Sō jaarimasen) দিয়ে প্রশ্নের উত্তর দেয়া যায়।
উদাহরণঃ
1. それはテレホンカードですか。
Is it a telephone card? = এটা কি টেলিফোন কার্ড ?
Answer: いいえ、そうじゃありません。
no (it's not) = না (এটা না )
2.あれはほんですか。
Is that a book? = ঐটা কি বই?
Answer: いいえ、 ちがいます。
No, it's different. = না, এটা আলাদা।
Rule 04: S1 か + S2 か এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
আমরা জানি か দিয়ে প্রশ্ন করা হয়। যখন আমরা একসাথে একাধিক কোন প্রশ্ন করি যেমন এটা বি বই নাকি ডিকশোনারি তখন বইয়ের পরেও か এবং ডিকশোনারির পরেও か হবে।
উদাহরণঃ
1. これはほんですか、 じしょですか。
Is it a book or a dictionary? = এটা কি বই নাকি ডিকশোনারি?
2. これは 「9」 ですか、 「7」 ですか。
Is it "9" or "7"? = এটি কি "৯" না "৭" ?
Rule 05: N₁ + の + N2 এই নিয়মে বাক্য গঠন প্রক্রিয়া
উদাহরণঃ
1. これはわたしのほんです。
This is my book. = এটা আমার বই।
2. これはコンピュータの本(ほん) です。
It is a book on computer. = এটি কম্পিউটারে একটি বই।
3. あれはだれの かばんですか。
Whose bag is it? = এটা কার ব্যাগ?
Rule 06: そうですか দ্বারা বাক্য গঠন প্রক্রিয়া
উদাহরণঃ
1. これはわたしのうちです。
This is my home. = এটা হল আমার বাড়ি।
2. そうですか。
Is that so? = তাই নাকি।
তাহলে ধারাবাহিক ভাবে অনুশীলন করতে থাকুন আর শিখতে থাকুন।