Meyeder Islamic Name Bangla মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023
Meyeder Islamic Name Bangla অর্থাৎ মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ব্যাখ্যা সম্পর্কে একটি ধারণা থাকা প্রয়োজন। অনেক সময় মেয়ে বাচ্চাদের নাম রাখার দায়িত্ব অনেককেই পালন করতে হয়। সেই সময় প্রয়োজন হয় তাৎপর্যপূর্ণ ইসলামিক নাম মেয়েদের অর্থসহ জানার।
কন্যা সন্তান মহান আল্লাহ তায়ালার এক রহমতের নিদর্শন। একটি মুসলিম পরিবারে যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তার একটি সুন্দর নাম নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। নাম নির্ধারণের গুরুত্বপূর্ণ কাজটি করতে প্রায়ই আমাদেরকে বিভিন্ন দ্বিধার মধ্যে পড়তে হয় নামের অর্থ নিয়ে।
আজ এই কনটেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো বাছাই করা তাৎপর্যপূর্ণ মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023 সালের নতুন সংযোজন সহ। এখানে বিভিন্ন অক্ষরের উপর ভিত্তি করে নামগুলোকে সাজানো হয়েছে। যা আপনার ছোট্ট সোনামনির নাম নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে বলে আশা করি। তাহলে চলুন শুরু করা যাক।
মেয়েদের ইসলামিক নাম এর তাৎপর্য
একটি নাম জন্ম থেকে শুরু করে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত ব্যবহার হতে থাকে। তাই একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা মানুষের নামের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারব। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষকে তার নাম ধরে মহান আল্লাহ তা'আলা ডাক দিবেন। তাহলে ভাবুন তো নাম্বার কেমন হওয়া উচিত যে নামটা মহান রব্বুল আলামীন মানুষকে ডাকার ক্ষেত্রে ব্যবহার করবেন।
একটি মেয়ে সন্তানের নাম যদি ইসলামিক হয় সেই নামের অর্থের উপর ভিত্তি করে তার মন মানসিকতা ধীরে ধীরে গড়ে ওঠে। আর যদি নাম হয় উদ্ভট প্রকৃতির তাহলে সেই সকল মেয়ে শিশুদের মন-মানসিকতা ও চিন্তাধারা ভিন্ন রকমের হয়ে থাকে। তাই মেয়েদের নাম অবশ্যই ইসলামিক হওয়া খুবই জরুরী। আশা করি মেয়েদের ইসলামিক নাম এর তাৎপর্য সম্পর্কে বুঝতে পেরেছেন।
মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম
অনেক সময় নবজাতক শিশুদের সুন্দর সুন্দর নাম রাখা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু জ্ঞানকাণ্ডহীন মানুষ সে নামটি বিকৃতি করে অন্যভাবে ডাকতে শুরু করে। যেটা খুবই খারাপ অভ্যাস।
একটি মেয়ে শিশুর জন্ম গ্রহণের পরে একটি ছাগল দিয়ে তার আকিকা করতে হবে এবং তার একটি সুন্দর নাম রাখতে হবে। যে নামটি হবে ইসলামিক তাৎপর্যপূর্ণ। এবং সবাইকে মেয়েদের ইসলামিক পূর্ণাঙ্গ নাম ব্যবহার করে তাদের সাথে কথোপকথন করতে হবে। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আদব। তাহলে আমরা অবশ্যই বিষয়টি মনে রাখব ইনশাআল্লাহ।
ইসলামিক মেয়েদের নাম
ইসলামিক মেয়ে বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে মেয়েগুলো তাদের চলাফেরা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম ইসলামের বিধি মোতাবেক সম্পাদন করে থাকে তাদেরকে। আর ইসলামিক মেয়েদের নাম অবশ্যই ইসলামিক বিধান অনুযায়ী হয়ে থাকবে তাই না। এটাই হওয়া উচিত।
একটি মেয়ে যদি ইসলামিক জীবন যাপন করে এবং তার নাম যদি হয়ে থাকে ইসলামের সাথে সম্পর্কহীন তাহলে বিষয়টি খুবই বেমানান হয়ে পড়ে। তাই ইসলামিক মেয়েদের নাম ইসলামের সাথে প্রাসঙ্গিক হওয়ায় যুক্তিযুক্ত।
মেয়েদের আধুনিক নাম
বর্তমান সময়ে মেয়েদের আধুনিক নাম বলতে এই সমাজ এবং সমাজের কিছু মানুষ যেটা বুঝে থাকেন সেটা কতটা যুক্তিসঙ্গত তা আপনি নিজেই বুঝতে পারবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের নাম এবং রাসুলের কন্যাদের নাম এবং কোরআন হাদিস বর্ণিত সুন্দর সুন্দর নাম গুলোর চেয়ে আর ভালো কি বা নাম হতে পারে?
বর্তমান সময়ে যারা এই সকল নামের বাহিরে বিভিন্ন ধরনের নাম তাদের আদরের ছোট্ট সোনামণিদের নাম রাখার ক্ষেত্রে ব্যবহার করছেন তাদের সেই দিনটির কথা ভেবে বিবেচনা করা দরকার যে আমার মেয়ের এই নামটি তাকে পুনরুত্থানের জন্য ডাকতে ব্যবহার করা হবে। আশা করি এমন চিন্তা করলে কোরআন হাদিসের আলোকেই অনেক সুন্দর সুন্দর নাম খুঁজে পাবেন। শুধুমাত্র সদিচ্ছার প্রয়োজন।
তাই আপনি যদি একটি মেয়ে সন্তানের নাম রাখার জন্য নাম বাছাই করতে চান তাহলে Meyeder Islamic Name Bangla অর্থাৎ মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023 তালিকা থেকে এক বা একাধিক নাম বাছাই করে তার ভিতর থেকে সর্বোত্তম নামটি নির্ধারণ করতে পারেন।
বিদেশি মেয়েদের নাম
বিভিন্ন দেশের মানুষের নাম ওই দেশের যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি, রীতিনীতি ইত্যাদি দ্বারা নির্ধারণ হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের নাম বিভিন্ন রকম হয়ে থাকে। এবং সেই ভিন্নতা যেমন দেশ বেঁধে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে তেমনি ধর্ম এবং গোত্র বেদেও ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তাই বিদেশি মেয়েদের নাম সেই দেশের অন্যান্য মেয়েদের নামের মতোই হবে। যে নামগুলি হয়তো অন্য দেশের মানুষের কাছে অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত মনে হতে পারে। কিন্তু এটাই প্রচলিত নিয়ম।
ধরন একটি ইংরেজ মেয়ের নাম হবে সাধারণত ইংরেজি ওয়ার্ডে যে নামটি সুন্দর শোনা যায় তাই না? আবার আরবি ভাষাভাষী যে দেশে ব্যবহার করা হয় সে দেশের মেয়েদের নাম হবে আরবি ভাষায়। এবং আরবি ভাষায় যে ধরনের নাম গুলো সুন্দর শোনা যায় বা অর্থ বহন করে সে দেশের মেয়েদের নাম হবে তেমনি। ভাই বিভিন্ন দেশের মেয়েদের নাম বিভিন্ন রকম হয়ে থাকে।
বাংলাদেশি মেয়েদের নাম
বাংলাদেশি মেয়েদের নাম কেমন হবে বা কেমন হয়ে থাকে সে ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। আমরা বাংলা ভাষাভাষের মানুষ। বাংলায় কথা বলি, বাংলায় মনের ভাব প্রকাশ করি এবং বাংলা শব্দ ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি তাই না?
তাই বাংলাদেশের মানুষ সাধারণত কোরআন হাদিসের আলোকে বাংলা শব্দ দ্বারা যে সকল নাম সুন্দর অর্থ বহন করে সে সকল নামেই তাদের সন্তানদের নাম নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তাই বাংলাদেশি মেয়েদের নাম কোরআন হাদিসের আলোকে সুন্দর অর্থ বহনকারী একটি বাংলা নাম হয়ে থাকবে।
কোরআন থেকে মেয়েদের নাম
পবিত্র আল-কুরআন মহান রাব্বুল আলামিনের একটি পবিত্র গ্রন্থ। সেই গ্রন্থে যা রয়েছে তা সবই মহান রব্বুল আলামীনের পবিত্র বাণী। সেই পবিত্র আল কুরআনেও নাম নির্ধারণের যথেষ্ট সহায়তা মূলক আলোচনা রয়েছে।
সেই আলোচনার প্রেক্ষিতে আপনি আপনার কন্যা সন্তানের নাম নির্ধারণ করতে পারবেন। চাইলে কোন বিজ্ঞ ইসলামিক চিন্তাবিদ এবং গবেষকের কাছে গিয়ে কোরআন থেকে মেয়েদের নাম নির্ধারণের ক্ষেত্রে সহায়তা নিতে পারেন।
হাদিস অনুযায়ী মেয়েদের নাম
পবিত্র হাদিস হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বাণী। সেই পবিত্র হাদিস থেকেও আপনি আপনার মেয়ে সন্তানের নাম নির্ধারণের জন্য দিকনির্দেশনা পেতে পারেন।
তাই নিজে সহিহ হাদিস পড়ুন প্রয়োজন হলে কোন বিজ্ঞ ইসলামিক ব্যক্তির কাছে গিয়ে হাদিসের আলোকে আপনার ছোট্ট সোনামনির নাম নির্ধারণের জন্য সহায়তা নিতে পারেন। যেভাবেই নাম নির্ধারণ করুন না কেন মূল লক্ষ্য থাকবে সেটা যেন অবশ্যই ইসলামিক অর্থপূর্ণ হয়।
নবীজির মেয়েদের নাম
নবীজির 4 জন মেয়েদের নাম গুলো হল যথাক্রমেঃ
- 1. জয়নাব (Zainab):
জয়নাব নামের অর্থ হচ্ছে একটি সুগন্ধি ফুল। জয়নাব নামের পূর্ণ নাম হল জয়নব বিনতে মুহাম্মদ। তিনি ছিলেন রাসূল (সাঃ) ও খাদিজা কোবরা (রাঃ) এর জ্যেষ্ঠ কন্যা। তিনি জন্ম গ্রহণ করেন মা খাদিজা (রাঃ) বিবাহের ৫ম বছরের মধ্যে এবং তিনি মৃত্যুবরণ করেন ৮ম হিজরিতে ৩০ বছর বয়সে।
- 2. রুকাইয়াহ (Ruqayyh বা Ruqayyah):
রুকাইয়াহ নামের অর্থ হল উন্নতশীলা। রুকাইয়াহ নামের পূর্ণ নাম হচ্ছে রুকাইয়া বিনতে মুহাম্মদ। তিনি জন্ম গ্রহণ করেন রাসূল (সাঃ) এর নবুয়ত লাভের ৭ বছর আগে। তিনি মক্কায় জন্ম গ্রহণ করেন । তিনি ছিলেন মুহাম্মদ (সাঃ) এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কোবরা (রাঃ) এর মেয়ে।
- 3. উম্মে কুলসুম (Umme Kulsum):
উম্মে কুলসুম নামের অর্থ হচ্ছে স্বাস্থ্যবানের মা। উম্মে কুলসুম নামের পুর্ন নাম হল উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ। উম্মে কুলসুমের মক্কাতে জন্ম হয়। তিনি রাসূল (সাঃ) নবুয়ত লাভের ছয় বছর পূর্বে জন্ম গ্রহণ করেন।
- 4. ফাতিমাহ (Fatimah):
ফাতিমাহ নামের অর্থ হল দুধ ছাড়ানো শিশুর মা। ফাতিমাহ নামের পুর্ন নাম হল সৈয়দা ফাতিমাহ বিনতে মুহাম্মদ। তিনি ছিলেন মুহাম্মদ (সাঃ) ও রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজার কন্যা। তিনি ইমাম হাসান ও ইমাম হুসেনের মা।
চলুন মেয়েদের ইসলামিক নাম এর তাৎপর্য সম্পর্কে একজন বিশিষ্ট ইসলামিক হুজুরের কথা শোনা যাক।
অ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
বাংলা বর্ণমালার প্রথম অক্ষর অ দিয়ে মেয়েদের ইসলামিক নাম গুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম গুলো হল।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
অজেদা | Ajeda | সংবেদনশীল বা প্রাপ্ত |
অনীশা | Anisha | খুব ভাল বন্ধু বা রহস্যময় |
অসিলা | Asila | মাধ্যম বা উপায় |
অহিদা | Ahida | অনুপমা বা অদ্বিতীয় |
অনিন্দিতা | Anindita | সুন্দরী |
অজিফা | Ajifa | ভাতা বা মজুরী |
আ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | A দিয়ে মেয়েদের ইসলামিক নাম
বাংলা বর্ণমালার আ দিয়ে যে সকল Meyeder Islamic Name Bangla পাওয়া যায় তা নিচে আলোচনা করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
আইদা | Aida | বাড়ি ফিরে আসার পুরস্কার |
আইদাহ | Aidah | সাক্ষাৎকারিনী |
আকলিমা | Aklima | দেশ |
আকিলা | Akila | বুদ্ধিমতি |
আক্তার | Aktar | ভাগ্যবান |
উপরে উল্লেখিত নামগুলো ছাড়াও আ দিয়ে আরও যে সকল মেয়েদের ইসলামিক নাম অর্থসহ পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো।
আতকিয়া ফাওজিয়া Atkia Fawzia - ধার্মিক সফল; আতকিয়া ফাখেরা Atqiya Fakhera - ধার্মিক মর্যাদাবান; আতকিয়া ফান্নানা Atkia Fannana - ধার্মিক শিল্পী; আতকিয়া ফাবলীহা Atqiya Fabliha - ধার্মিক অত্যন্ত ভাল; আতকিয়া ফারজানা Atkia Farzana - ধার্মিক বিদূষী; আতকিয়া ফারিহা Atkia Fariha - ধার্মিক সুখী; আতকিয়া ফাহমিদা Atkia Fahmida - ধার্মিক বুদ্ধিমতি
আতকিয়া বাশীরাহ Atkia Bashirah - ধার্মিক সুসংবাদ; আতকিয়া বাসিমা Atkia Basima - ধার্মিক হাস্যোজ্জ্বল; আতকিয়া বিলকিস Atkia Bilkis - ধার্মিক রানী; আতকিয়া বুশরা Atkia Bushra - ধার্মিক শুভ নিদর্শন; আতকিয়া মাদেহা Atqiya Madeha - ধার্মিক প্রশংকারিনী; আতকিয়া মায়মুনা Atkia Maymuna - ধার্মিক ভাগ্যবতী; আতকিয়া মালিহা Atkia Maliha - ধার্মিক রূপসী; আতকিয়া মাসুমা Atkia Masuma - ধার্মিক নিষ্পাপ; আতকিয়া মাহমুদা Atkia Mahmuda - ধার্মিক প্রশংসিতা
আতকিয়া মুকাররামা Atqiya Mukarrama - ধার্মিক সম্মানিত; আতকিয়া মুনাওয়ারা Atqiya Munawara - ধার্মিক দীপ্তিমান; আতকিয়া মুরশিদা Atkia Murshida - ধার্মিক প্রশংসিতা; আতকিয়া মোমেনা Atkia Momena - ধার্মিক বিশ্বাসী; আতকিয়া লাবিবা Atkia labiba - ধার্মিক জ্ঞানী; আতকিয়া সাঈদা Atkia Saeedah - ধার্মিক পুণ্যবতী
আতকিয়া সাদিয়া Atkia Sadia - ধার্মিক সৌভাগ্যবতী; আতকিয়া সাদিয়া Atkia Sadia - ধার্মিক সৌভাগ্যবতী।; আতকিয়া সামিহা Atkiya Samiha - ধার্মিক দানশীলা; আতকিয়া সাহেবী Atqiya Sahibi - ধার্মিক বান্ধবী; আতকিয়া হামিদা Atkia Hamida - ধার্মিক প্রশংসাকারিনী; আতকিয়া হামিনা Atkia Hamina - ধার্মিক বান্ধবী; আতকিয়া আজিজাহ Atqiya Azizah - ধার্মিক সম্মানিত; আতকিয়া আতিয়া Atkia Atiya - ধার্মিক দানশীল; আতকিয়া আদিবা Atkia Adiba - ধার্মিক শিষ্টাচারী;
আতকিয়া আদিলা Atkia Adila - ধার্মিক ন্যায় বিচারক; আতকিয়া আনজুম Atqiya Anjum - ধার্মিক তারা; আতকিয়া আনতারা Atkia Antara - ধার্মিক বীরাঙ্গনা; আতকিয়া আনিকা Atkia Anika - ধার্মিক রূপসী; আতকিয়া আনিসা Atkia Anisa - ধার্মিক কুমারী; আতকিয়া আবিদা Atkia Abida - ধার্মিক ইবাদতকারিনী; আতকিয়া আমিনা Atkia Amina - ধার্মিক বিশ্বাসী; আতকিয়া আসিমা Atkia Asima - ধার্মিক কুমারী; আতকিয়া আয়মান Atqiya Ayman - ধার্মিক শুভ; আতকিয়া আয়েশা Atkia Ayesha - ধার্মিক সমৃদ্ধিশালী;
আতকিয়া গালিবা Atkia Galiba - ধার্মিক বিজয়ীনি; আতকিয়া জামিলা Atkia Jamila - ধার্মিক রূপসী; আতকিয়া জালিলাহ Atqiya Jalilah - ধার্মিক মহতী; আতকিয়া ফাইজা Atkia Faiza - ধার্মিক বিজয়ীনি; আতকিয়া ফাইরুজ Atkia Fairuz - ধার্মিক সমৃদ্ধিশালী; আতকিয়া ফাওজিয়া Atkia Fawzia - ধার্মিক সফল; আতকিয়া ফাখেরা Atqiya Fakhera - ধার্মিক মর্যাদাবান; আতকিয়া ফান্নানা Atkia Fannana - ধার্মিক শিল্পী; আতকিয়া ফাবলীহা Atqiya Fabliha - ধার্মিক অত্যন্ত ভাল;
আরো কিছু আ দিয়ে ইসলামিক নাম মেয়েদের অর্থসহ হল-
আতকিয়া ফারজানা - বাংলা অর্থ: ধার্মিক বিদূষী; আতকিয়া ফারিহা - বাংলা অর্থ: ধার্মিক সুখী; আতকিয়া ফাহমিদা - বাংলা অর্থ: ধার্মিক বুদ্ধিমতি; আতকিয়া বাসিমা - বাংলা অর্থ: ধার্মিক হাস্যোজ্জ্বল; আতকিয়া বিলকিস - বাংলা অর্থ: ধার্মিক রানী; আতকিয়া বুশরা - বাংলা অর্থ: ধার্মিক শুভ নিদর্শন; আতকিয়া মাদেহা - বাংলা অর্থ: ধার্মিক প্রশংকারিনী; আতকিয়া মালিহা - বাংলা অর্থ: ধার্মিক রূপসী; আতকিয়া মাসুমা - বাংলা অর্থ: ধার্মিক নিষ্পাপ
আতকিয়া মাহমুদা - বাংলা অর্থ: ধার্মিক প্রশংসিতা; আতকিয়া মায়মুনা - বাংলা অর্থ: ধার্মিক ভাগ্যবতী; আতকিয়া মুকাররামা - বাংলা অর্থ: ধার্মিক সম্মানিত; আতকিয়া মুনাওয়ারা - বাংলা অর্থ: ধার্মিক দীপ্তিমান; আতকিয়া মুরশিদা - বাংলা অর্থ: ধার্মিক প্রশংসিতা; আতকিয়া মোমেনা - বাংলা অর্থ: ধার্মিক বিশ্বাসী; আতকিয়া লাবিবা - বাংলা অর্থ: ধার্মিক জ্ঞানী; আতকিয়া সাঈদা - বাংলা অর্থ: ধার্মিক পুণ্যবতী; আতকিয়া সাদিয়া - বাংলা অর্থ: ধার্মিক সৌভাগ্যবতী
আতকিয়া সামিহা - বাংলা অর্থ: ধার্মিক দানশীলা; আতকিয়া সাহেবী - বাংলা অর্থ: ধার্মিক বান্ধবী; আতকিয়া হামিদা - বাংলা অর্থ: ধার্মিক প্রশংসাকারিনী; আতকিয়া হামিনা - বাংলা অর্থ: ধার্মিক বান্ধবী; আতিকা - বাংলা অর্থ: সুন্দরি; আতিকা - বাংলা অর্থ: সুন্দরী; আতিকা - বাংলা অর্থ: সুন্দরি।; আতিকা - বাংলা অর্থ: সুন্দরী ; আতিকা তাসাওয়াল - বাংলা অর্থ: সুন্দর সমতা; আতিকা তাসাওয়াল - বাংলা অর্থ: সুন্দর সমতা; আতিয় - বাংলা অর্থ: আগমনকারীণী
আতিয়া - বাংলা অর্থ: উপহার; আতিয়া - বাংলা অর্থ: আগমনকারিণী; আতিয়া আকিলা - বাংলা অর্থ: ধার্মিক বুদ্ধমতী; আতিয়া আজিজা - বাংলা অর্থ: দানশীল সম্মানিত; আতিয়া আদিবা - বাংলা অর্থ: দালশীল শিষ্টাচারী; আতিয়া আনিসা - বাংলা অর্থ: দালশীলা কুমারী; আতিয়া আফিফা - বাংলা অর্থ: দানশীল সাধবী বান্ধবী; আতিয়া আফিয়া - বাংলা অর্থ: দানশীল পূর্নবতী; আতিয়া আফিয়া - বাংলা অর্থ: ধার্মিক পুণ্যবতী; আতিয়া আয়েশা - বাংলা অর্থ: দানশীল সমৃদ্ধিশালী
আতিয়া ইবনাত - বাংলা অর্থ: দানশীল কন্যা; আতিয়া উলফা - বাংলা অর্থ: সুন্দর উপহার; আতিয়া ওয়াসিমা - বাংলা অর্থ: দানশীল সুন্দরী; আতিয়া তাহিরা - বাংলা অর্থ: দানশীল সতী; আতিয়া ফিরুজ - বাংলা অর্থ: দানশীল সমৃদ্ধিশীলা; আতিয়া ফিরুজ - বাংলা অর্থ: দানশীল সমৃদ্ধিশীলা; আতিয়া বিলকিস - বাংলা অর্থ: দানশীল রানী; আতিয়া মাসুদা - বাংলা অর্থ: দানশীল সৌভাগ্যবতী; আতিয়া মাহমুদা - বাংলা অর্থ: দানশীল প্রসংসিতা
আতিয়া যয়নব - বাংলা অর্থ: দানশীল রূপসী; আতিয়া রাশীদা - বাংলা অর্থ: দানশীল বিদূষী; আতিয়া শাকেরা - বাংলা অর্থ: দানশীল কৃতজ্ঞ; আতিয়া শাহানা - বাংলা অর্থ: দানশীল রাজকুমারী; আতিয়া সানজিদা - বাংলা অর্থ: দানশীল বিবেচক; আতিয়া সাহেবী - বাংলা অর্থ: দানশীল রূপসী; আতিয়া সাহেবী - বাংলা অর্থ: দানশীল রূপসী; আতিয়া হামিদা - বাংলা অর্থ: দানশীল প্রশংসাকারিনী; আতিয়া হামিনা - বাংলা অর্থ: দানশীল বান্ধবী
আতিয় - বাংলা অর্থ: আগমনকারীণী; আতিয়া আকিলা - বাংলা অর্থ: ধার্মিক বুদ্ধমতী; আতিয়া আজিজা - বাংলা অর্থ: দানশীল সম্মানিত; আতিয়া আদিবা - বাংলা অর্থ: দালশীল শিষ্টাচারী; আতিয়া আনিসা - বাংলা অর্থ: দালশীলা কুমারী; আতিয়া আফিফা - বাংলা অর্থ: দানশীল সাধবী বান্ধবী; আতিয়া আফিয়া - বাংলা অর্থ: দানশীল পূর্নবতী; আতিয়া আফিয়া - বাংলা অর্থ: ধার্মিক পুণ্যবতী; আতিয়া আয়েশা - বাংলা অর্থ: দানশীল সমৃদ্ধিশালী
আতিয়া ইবনাত - বাংলা অর্থ: দানশীল কন্যা; আতিয়া উলফা - বাংলা অর্থ: সুন্দর উপহার; আতিয়া ওয়াসিমা - বাংলা অর্থ: দানশীল সুন্দরী; আতিয়া তাহিরা - বাংলা অর্থ: দানশীল সতী; আতিয়া ফিরুজ - বাংলা অর্থ: দানশীল সমৃদ্ধিশীলা; আতিয়া বিলকিস - বাংলা অর্থ: দানশীল রানী; আতিয়া মাসুদা - বাংলা অর্থ: দানশীল সৌভাগ্যবতী; আতিয়া মাহমুদা - বাংলা অর্থ: দানশীল প্রসংসিতা; আতিয়া যয়নব - বাংলা অর্থ: দানশীল রূপসী
আতিয়া রাশীদা - বাংলা অর্থ: দানশীল বিদূষী; আতিয়া শাকেরা - বাংলা অর্থ: দানশীল কৃতজ্ঞ; আতিয়া শাহানা - বাংলা অর্থ: দানশীল রাজকুমারী; আতিয়া সানজিদা - বাংলা অর্থ: দানশীল বিবেচক; আতিয়া সাহেবী - বাংলা অর্থ: দানশীল রূপসী; আতিয়া হামিদা - বাংলা অর্থ: দানশীল প্রশংসাকারিনী; আতিয়া হামিনা - বাংলা অর্থ: দানশীল বান্ধবী; আতেরা - বাংলা অর্থ: সুগন্ধী; আদওয়া - বাংলা অর্থ: আলো; আদওয়া - বাংলা অর্থ: আলো।
আদওয়া - বাংলা অর্থ: আলো; আদিবা - বাংলা অর্থ: লেখিকা; আদিবা - বাংলা অর্থ: লেখিকা; আদিলা - বাংলা অর্থ: যে সবার প্রতি সমান; আদীবা - বাংলা অর্থ: মহিলা; আদীবা - বাংলা অর্থ: মহিলা সাহিত্যিক; আনওয়ার - বাংলা অর্থ: জ্যোতিকাল; আনওয়ার - বাংলা অর্থ: জ্যোতিকাল; আনওয়ার - বাংলা অর্থ: জ্যোতিকাল; আনজুম - বাংলা অর্থ: তারা; আনজুম - বাংলা অর্থ: তারা; আনতারা - বাংলা অর্থ: বীরাঈনা
আনতারা আজিজাহ - বাংলা অর্থ: বীরাঙ্গনা সম্মানিতা; আনতারা আনিকা - বাংলা অর্থ: বীরাঙ্গনা সুন্দরী; আনতারা আনিসা - বাংলা অর্থ: বীরাঙ্গনা কুমারী; আনতারা আসীমা - বাংলা অর্থ: বীরাঙ্গনা সতীনারী; আনতারা খালিদা - বাংলা অর্থ: বীরাঙ্গনা অমর; আনতারা ফায়রুজ - বাংলা অর্থ: বীরাঙ্গনা সমৃদ্ধিশালী; আনতারা ফাহমিদা - বাংলা অর্থ: বীরাঙ্গনা বুদ্ধিমতী; আনতারা বিলকিস - বাংলা অর্থ: বীরাঙ্গনা রানী; আনতারা মালিহা - বাংলা অর্থ: বীরাঙ্গনা রূপসী
আনতারা মাসুদা - বাংলা অর্থ: বীরাঙ্গনা সৌভাগ্যবতী; আনতারা মুকাররামা - বাংলা অর্থ: বীরাঙ্গনা সম্মানীতা; আনতারা মুরশিদা - বাংলা অর্থ: বীরাঙ্গনা পথ প্রদর্শিকা; আনতারা রাইদাহ - বাংলা অর্থ: বীরাঙ্গনা নেত্রী; আনতারা রাইসা - বাংলা অর্থ: বীরাঙ্গনা রানী; আনতারা রাশিদা - বাংলা অর্থ: বীরাঙ্গনা বিদূষী; আনতারা লাবিবা - বাংলা অর্থ: বীরাঙ্গনা জ্ঞানী; আনতারা শাকেরা - বাংলা অর্থ: বীরাঙ্গনা কৃতজ্ঞ; আনতারা শাহানা - বাংলা অর্থ: বীরাঙ্গনা রাজকুমারী
আনতারা সাবিহা - বাংলা অর্থ: বীরাঙ্গনা রূপসী; আনতারা সামিহা - বাংলা অর্থ: বীরাঙ্গনা দানশালী; আনতারা হামিদা - বাংলা অর্থ: বীরাঙ্গনা প্রশংসাকারিনী; আনতারা হোমায়রা - বাংলা অর্থ: বীরাঙ্গনা সুন্দরী; আনবার উলফাত - বাংলা অর্থ: সুগন্ধী উপহার; আনিকা - বাংলা অর্থ: রুপসী; আনিকা - বাংলা অর্থ: রূপসী; আনিফা - বাংলা অর্থ: রূপসী; আনিসা - বাংলা অর্থ: কুমারী; আনিসা - বাংলা অর্থ: বন্ধু সুলভ; আনিসা - বাংলা অর্থ: কুমারী; আনিসা গওহর - বাংলা অর্থ: সুন্দর মুক্তা; আনিসা তাবাসসুম - বাংলা অর্থ: সুন্দর হাসি; আনিসা তাহসিন - বাংলা অর্থ: সুন্দর উত্তম
আনিসা নাওয়ার - বাংলা অর্থ: সুন্দর ফুল; আনিসা বুশরা - বাংলা অর্থ: সুন্দর শুভনিদর্শন; আনিসা রায়হানা - বাংলা অর্থ: সুন্দর সুগন্ধী ফুল।; আনিসা শামা - বাংলা অর্থ: সুন্দর মোমবাতি; আনিসা শার্মিলা - বাংলা অর্থ: সুন্দর লজ্জাবতী; আফনান - বাংলা অর্থ: গাছের শাখা-প্রশাখা; আফনান - বাংলা অর্থ: গাছের শাখা-প্রশাখা; আফয়া নাওয়ার - বাংলা অর্থ: পুণ্যবতী ফুল; আফরা - বাংলা অর্থ: সাদা।; আফরা আনজুম - বাংলা অর্থ: সাদা তারা; আফরা আনিকা - বাংলা অর্থ: সাদা রূপসী; আফরা আবরেশমী - বাংলা অর্থ: সাদা সিল্ক; আফরা আসিয়া - বাংলা অর্থ: সাদা স্তম্ভ
আফরা আসিয়া - বাংলা অর্থ: সাদা স্তম্ভ; আফরা ইবনাত - বাংলা অর্থ: সাদা কন্যা; আফরা ইয়াসমিন - বাংলা অর্থ: সাদা জেসমিন ফুল; আফরা ইয়াসমিন - বাংলা অর্থ: সাদা জেসমিন ফুল; আফরা ওয়াসিমা - বাংলা অর্থ: সাদা রূপসী; আফরা ওয়াসিমা - বাংলা অর্থ: সাদা রূপসী; আফরা গওহর - বাংলা অর্থ: সাদা মুক্তা; আফরা নাওয়ার - বাংলা অর্থ: সাদা ফুল; আফরা নাওয়ার - বাংলা অর্থ: সাদা ফুল; আফরা বশীরা - বাংলা অর্থ: সাদা উজ্জ্বল
আফরা রুমালী - বাংলা অর্থ: সাদা কবুতর; আফরা সাইয়ারা - বাংলা অর্থ: সাদা তারা; আফরা সাইয়ারা - বাংলা অর্থ: সাদা তারা; আফরিন - বাংলা অর্থ: ভাগ্যবান; আফরোজা - বাংলা অর্থ: জ্ঞানী; আফরোজা - বাংলা অর্থ: জ্ঞানী; আফসানা - বাংলা অর্থ: উপকথা; আফাফ - বাংলা অর্থ: একটি সহজ এবং শুদ্ধ মেয়ে; আফিফা - বাংলা অর্থ: সাধ্বী; আফিফা সাহেবী - বাংলা অর্থ: সাধবী বান্ধবী; আফিয়া - বাংলা অর্থ: পুণ্যবতী; আফিয়া আকিলা - বাংলা অর্থ: পুণ্যবতী বুদ্ধিমতী; আফিয়া আজিজাহ - বাংলা অর্থ: পুণ্যবতী সম্মানিত; আফিয়া আদিবা - বাংলা অর্থ: পুণ্যবতী শিষ্টাচারী
আফিয়া আদিলাহ - বাংলা অর্থ: পুণ্যবতী ন্যায়বিচারক; আফিয়া আনজুম - বাংলা অর্থ: পুণ্যবতী তারা; আফিয়া আনতারা - বাংলা অর্থ: পুণ্যবতী বীরাঙ্গনা; আফিয়া আনিসা - বাংলা অর্থ: পুণ্যবতী কুমারী; আফিয়া আফিফা - বাংলা অর্থ: পুণ্যবতী সাধ্বী আফিয়া; আফিয়া আবিদা - বাংলা অর্থ: পুণ্যবতী ইবাদতকারিনী; আফিয়া আমিনা - বাংলা অর্থ: পুণ্যবতী বিশ্বাসী; আফিয়া আয়মান - বাংলা অর্থ: পুণ্যবতী শুভ; আফিয়া আসিমা - বাংলা অর্থ: পুণ্যবতী সতী নারী
আফিয়া ইবনাত - বাংলা অর্থ: পুণ্যবতী কন্যা; আফিয়া জাহিন - বাংলা অর্থ: পুণ্যবতী বিচক্ষন; আফিয়া নাওয়ার - বাংলা অর্থ: পুণ্যবতী ফুল; আফিয়া ফাহমিদা - বাংলা অর্থ: পুণ্যবতী বুদ্ধিমতী; আফিয়া বিলকিস - বাংলা অর্থ: পুণ্যবতী রানী; আফিয়া মাজেদা - বাংলা অর্থ: পুণ্যবতী মহতি; আফিয়া মালিহা - বাংলা অর্থ: পুণ্যবতী রূপসী; আফিয়া মাসুমা - বাংলা অর্থ: পুণ্যবতী নিস্পাপ; আফিয়া মাহমুদা - বাংলা অর্থ: পুণ্যবতী প্রশংসিতা; আফিয়া মুকারামী - বাংলা অর্থ: পুণ্যবতী সম্মানিতা
আফিয়া মুতাহারা - বাংলা অর্থ: পুণ্যবতী পবিত্র; আফিয়া মুনাওয়ারা - বাংলা অর্থ: পুণ্যবতী দিপ্তীমান; আফিয়া মুবাশশিরা - বাংলা অর্থ: পুণ্যবতী সুসংবাদ বহনকারী; আফিয়া মুরশিদা - বাংলা অর্থ: পুণ্যবতী পথ প্রদর্শিকা; আফিয়া যয়নাব - বাংলা অর্থ: পুণ্যবতী রূপসী; আফিয়া শাহানা - বাংলা অর্থ: পুণ্যবতী রাজকুমারী; আফিয়া সাইয়ারা - বাংলা অর্থ: পুণ্যবতী তারা; আফিয়া সাহেবী অর পুণ্যবতী বান্ধবী; আফিয়া হামিদা - বাংলা অর্থ: পুণ্যবতী প্রশংসাকারিনী
আফিয়া হুমায়রা - বাংলা অর্থ: পুণ্যবতী রূপসী; আফিয়া আকিলা - বাংলা অর্থ: পুণ্যবতী বুদ্ধিমতী; আফিয়া আজিজাহ - বাংলা অর্থ: পুণ্যবতী সম্মানিত; আফিয়া আদিবা - বাংলা অর্থ: পুণ্যবতী শিষ্টাচারী; আফিয়া আদিলাহ - বাংলা অর্থ: পুণ্যবতী ন্যায়বিচারক; আফিয়া আনজুম - বাংলা অর্থ: পুণ্যবতী তারা; আফিয়া আনতারা - বাংলা অর্থ: পুণ্যবতী বীরাঙ্গনা; আফিয়া আনিসা - বাংলা অর্থ: পুণ্যবতী কুমারী; আফিয়া আফিফা - বাংলা অর্থ: পুণ্যবতী সাধ্বী আফিয়া
আফিয়া আবিদা - বাংলা অর্থ: পুণ্যবতী ইবাদতকারিনী; আফিয়া আমিনা - বাংলা অর্থ: পুণ্যবতী বিশ্বাসী; আফিয়া আসিমা - বাংলা অর্থ: পুণ্যবতী সতী নারী; আফিয়া আয়মান - বাংলা অর্থ: পুণ্যবতী শুভ; আফিয়া ইবনাত - বাংলা অর্থ: পুণ্যবতী কন্যা; আফিয়া নাওয়ার - বাংলা অর্থ: পুণ্যবতী ফুল; আফিয়া ফাহমিদা - বাংলা অর্থ: পুণ্যবতী বুদ্ধিমতী; আফিয়া বিলকিস - বাংলা অর্থ: পুণ্যবতী রানী; আফিয়া মাজেদা - বাংলা অর্থ: পুণ্যবতী মহতি
আফিয়া মালিহা - বাংলা অর্থ: পুণ্যবতী রূপসী; আফিয়া মাসুমা - বাংলা অর্থ: পুণ্যবতী নিষ্পাপ; আফিয়া মাহমুদা - বাংলা অর্থ: পুণ্যবতী প্রশংসিতা; আফিয়া মুকারামী - বাংলা অর্থ: পুণ্যবতী সম্মানিতা; আফিয়া মুতাহারা - বাংলা অর্থ: পুণ্যবতী পবিত্র; আফিয়া মুনাওয়ারা - বাংলা অর্থ: পুণ্যবতী দিপ্তীমান; আফিয়া মুবাশশিরা - বাংলা অর্থ: পুণ্যবতী সুসংবাদ বহনকারী; আফিয়া মুরশিদা - বাংলা অর্থ: পুণ্যবতী পথ প্রদর্শিকা
আফিয়া সাইয়ারা - বাংলা অর্থ: পুণ্যবতী তারা; আফিয়া সাহেবী অর পুণ্যবতী বান্ধবী; আফিয়া হামিদা - বাংলা অর্থ: পুণ্যবতী প্রশংসাকারিনী; আফিয়া হুমায়রা - বাংলা অর্থ: পুণ্যবতী রূপসী; আফ্রা - বাংলা অর্থ: জীবনের রঙ এবং পৃথিবী মা; আবিদা - বাংলা অর্থ: কুমারী ইবাদতকারিনী; আবিদা ঈশ্বরের অনুগত উপাসক; আবির - বাংলা অর্থ: একটি মাতাল করা সুবাস; আব্লা - বাংলা অর্থ: সম্পূর্ণরূপে গঠিত একটি মহিলা
আমতুল্লা - বাংলা অর্থ: ঈশ্বরের প্রিয় সেবিকা; আমাল - বাংলা অর্থ: বিশ্বের আশা যে বহন করে আনে; আমিনা - বাংলা অর্থ: নিরাপদ; আমিনাহ - বাংলা অর্থ: বিশ্বাসী; আমীনা - বাংলা অর্থ: আমানত রক্ষাকারণী; আমীরা - বাংলা অর্থ: উপাসনা ও উর্ধ্বতন কেউ; আমীরাতুন নিসা - বাংলা অর্থ: নারীজাতির নেত্রী; আযহা উজ্জল আজিজা - বাংলা অর্থ: সম্মানিতা; আয়মান - বাংলা অর্থ: শুভ; আয়মান উলফাত - বাংলা অর্থ: শুভ উপহার
আয়মানা - বাংলা অর্থ: শুভ; আয়েশা - বাংলা অর্থ: সমৃদ্ধিশালী; আরজা - বাংলা অর্থ: এক; আরজু - বাংলা অর্থ: আকাঙ্ক্ষা; আরফা - বাংলা অর্থ: বিজয়ী নির্দিষ্ট করে; আরমানী - বাংলা অর্থ: আশাবাদী; আরিফা - বাংলা অর্থ: প্রবল বাতাস; আরীকাহ - বাংলা অর্থ: কেদারা; আরো - বাংলা অর্থ: সুগন্ধী; আলিমা - বাংলা অর্থ: বুদ্ধিমান নারী; আলিয়া - বাংলা অর্থ: উচ্চমর্যাদা সম্পন্না; আলেয়া - বাংলা অর্থ: মহত্ব; উদারতা; মাননীয়; আশরাফী - বাংলা অর্থ: সম্মানিত
আশেয়া - বাংলা অর্থ: সমৃদ্ধিশীল; আশেয়া - বাংলা অর্থ: সমৃদ্ধিশীল; আসমা - বাংলা অর্থ: অতুলনীয়; আসমা আকিলা - বাংলা অর্থ: অতুলনীয় বুদ্ধিমতী; আসমা আতিকা - বাংলা অর্থ: অতুলনীয় সুন্দরী; আসমা আতিকা - বাংলা অর্থ: অতুলনীয় সুন্দরী; আসমা আতিয়া - বাংলা অর্থ: অতুলনীয় দানশীল; আসমা আতেরা - বাংলা অর্থ: অতুলনীয় সুগন্ধী; আসমা আতেরা - বাংলা অর্থ: অতুলনীয় সুগন্ধী; আসমা আনিকা - বাংলা অর্থ: অতুলনীয় রূপসী
আসমা আনিসা - বাংলা অর্থ: অতুলনীয় কুমারী; আসমা আফিয়া - বাংলা অর্থ: অতুলনীয় পুণ্যবতী; আসমা আরো - বাংলা অর্থ: অতুলনীয় সুগন্ধী; আসমা উলফাত - বাংলা অর্থ: অতুলনীয় উপহার; আসমা উলফাত - বাংলা অর্থ: অতুলনীয় উপহার; আসমা গওহার - বাংলা অর্থ: অতুলনীয় মুক্তা; আসমা তাবাসসুম - বাংলা অর্থ: অতুলনীয় হাসি; আসমা নাওয়ার - বাংলা অর্থ: অতুলনীয় ফুল; আসমা মালিহা - বাংলা অর্থ: অতুলনীয় রূপসী
আসমা মাসুদা - বাংলা অর্থ: অতুলনীয় সৌভাগ্যবতী; আসমা রায়হানা - বাংলা অর্থ: অতুলনীয় সুগন্ধী ফুল; আসমা রায়হানা - বাংলা অর্থ: অতুলনীয় সুগন্ধী ফুল; আসমা সাদিয়া - বাংলা অর্থ: অতুলনীয় সৌভাগ্যবতী; আসমা সাবিহা - বাংলা অর্থ: অতুলনীয় রূপসী; আসমা সাহানা - বাংলা অর্থ: অতুলনীয় রাজকুমারী; আসমা সাহেবী - বাংলা অর্থ: অতুলনীয় বান্ধবী; আসমা হোমায়রা - বাংলা অর্থ: অতুলনীয় সুন্দরী; আসমাহ - বাংলা অর্থ: সত্যবাদীনী; আসিফা - বাংলা অর্থ: শক্তিশালী; আসিফা - বাংলা অর্থ: শক্তিশালী ; আসিয়া - বাংলা অর্থ: শান্তি স্থাপনকারী; আসিলা - বাংলা অর্থ: নিখুঁত
আসিলা - বাংলা অর্থ: নিখুঁত ; আসিয়া - বাংলা অর্থ: শান্তি স্থাপনকারী; আসীলা - বাংলা অর্থ: চিকন; আহলাম - বাংলা অর্থ: স্বপ্ন; আহ্লাম - বাংলা অর্থ: একটি স্বপ্রতিভ এবং চালাক মহিলা; আয়মান - বাংলা অর্থ: শুভ; আয়মান উলফাত - বাংলা অর্থ: শুভ উপহার; আয়িশা - বাংলা অর্থ: জীবন যাপন কারীনী; আয়েশা - বাংলা অর্থ: পুণ্যবতী সমৃদ্ধি শালী; আয়েশা - বাংলা অর্থ: ভাববাদীর স্ত্রী; যে উন্নয়নশীল; আয়েশা - বাংলা অর্থ: সমৃদ্ধিশালী
ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ - I or E দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ই দিয়ে যে সকল মেয়েদের নামের তালিকা অর্থসহ পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
ইকমান | Ikman | এক আত্মা |
ইজদিহার | Ijdihar | উন্নতশীল; সমৃদ্ধা |
ইজরা | Ezra | সাহায্যকারিণী; উদার হৃদয় |
ই বর্ণ ব্যবহার করে আরো কিছু Meyeder Islamic Name Bangla হলো-
ইনসিয়া - বাংলা অর্থ: যে সকলের কাছে স্মরণীয় হয়ে থাকে; ইনায়া -যে সবার ভাল মঙ্গল সম্পর্কে উদ্বিগ্ন; ই-নিকা - বাংলা অর্থ: প্রত্যাশা পূরণ; উত্তর-পূর্ব কোণের অন্তর্গত; ইনিভির - বাংলা অর্থ: বুদ্ধিমতী; মেহবৎসল; ইন্তিজার -ইন্তেজারের সঙ্গে বিভ্রান্ত হবেন না; এই শব্দ বিজয় বোঝায়; ইফতিখারুন্নিসা - বাংলা অর্থ: নারী সমাজের গৌরব; ইফতিখারুন্নিসা - বাংলা অর্থ: নারীসমাজের গৌরব; ইফফাত - বাংলা অর্থ: পবিত্রা নারী
ইফফাত ওয়াসীমাত - বাংলা অর্থ: সতী সুন্দরী; ইফফাত কারিমা - বাংলা অর্থ: সতী দয়াবতী; ইফফাত তাইয়িবা - বাংলা অর্থ: সতী পবিত্রা; ইফফাত ফাহমীদা - বাংলা অর্থ: সতী বুদ্ধিমতী; ইফফাত মুকাররামাহ - বাংলা অর্থ: সতী সম্মানিতা; ইফফাত যাকিয়া - বাংলা অর্থ: পবিত্ৰা বুদ্ধিমতী; ইফফাত সানজিদা - বাংলা অর্থ: সতী চিন্তাশীলা; ইফফাত হাসিনা - বাংলা অর্থ: সতী সুন্দরী; ইফাত - বাংলা অর্থ: উত্তম / বাছাই করা; ইফাত হাবীবা - বাংলা অর্থ: সতী প্রিয়া
ইবতিসাম - বাংলা অর্থ: হাসি; সকলের মুখে হাসি ফুটিয়ে তোলে যে; ইবতেহাজ - বাংলা অর্থ: পুলক; আনন্দ; ইবশার - বাংলা অর্থ: সুসংবাদ প্রাপ্ত হওয়া; ইবা - বাংলা অর্থ: শ্রদ্ধা; সম্মান; গর্ব; ইবাবল্লী - বাংলা অর্থ: সুখী রমণী; ইব্বানি - বাংলা অর্থ: কুহেলী; কুয়াশা; ইমান - বাংলা অর্থ: আস্থা; বিশ্বাস; ইমান -বিশ্বাস রাখার পূর্ণ; ইমানী - বাংলা অর্থ: ভরসাযোগ্য; সৎ; বিশ্বাসযোগ্য; ইমিনা - বাংলা অর্থ: সৎ; সম্ভ্রান্ত মহিলা; ইয়াকীনাহ - বাংলা অর্থ: নিশ্চয়তা | দৃঢ়বিশ্বাস; ইয়াকূত - বাংলা অর্থ: মূল্যবান পাথর; ইয়াসমিন - বাংলা অর্থ: ফুলের নাম / জেছমিন; ইয়াসমীন জামীলা - বাংলা অর্থ: সুগন্ধিফুল সুন্দর
ইয়াসমীন যারীন - বাংলা অর্থ: সানোলী জেসমীন ফুল; ইয়াসীরাহ - বাংলা অর্থ: আরাম / স্বাচ্ছন্দ; ইয়ুমনা - বাংলা অর্থ: আশীষ / সৌভাগ্য; ইয়ামামা -বনের মধ্যে থাকা চঞ্চল প্রকৃতির ঘুঘু; ইয়ামীনা -একটি মহিলা যাকে সঠিক পথে আনা হয়েছে; ইয়ারা -একটি প্রজাপতির মতো সুন্দর এবং নমনীয়; ইরতিজা - বাংলা অর্থ: অনুমতি; ইরফানা - বাংলা অর্থ: বিশ্বাসী; ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম তালিকা; ইরাম - বাংলা অর্থ: স্বর্গ; স্বর্গের দরজা; ইলহাম - বাংলা অর্থ: যে নারী তার চারপাশের সকলের জন্য এক; ইলহাম -তার চারপাশে সবার জন্য অনুপ্রেরণা একটি মেয়ে
ইলিজা - বাংলা অর্থ: বহুমূল্য; সবচেয়ে আলাদা; মূল্যবান; ইল্মীরিয়া - বাংলা অর্থ: মহিয়সী; মহামান্বিতা; প্রতাপশালিনী; ইশতিমাম - বাংলা অর্থ: ঘ্রাণ নেয়া; ইশফাক - বাংলা অর্থ: করুণা; ইশফাকুন নেসা - বাংলা অর্থ: মাতৃ / জাতির দয়া; ইশরত - বাংলা অর্থ: অন্তরঙ্গতা / বন্ধুত্বপূর্ণ সম্পর্ক; ইশরাত - বাংলা অর্থ: উত্তম আচরণ; ইশরাত জামীলা - বাংলা অর্থ: সদ্ব্যবহার সুন্দরী; ইশরাত সালেহা - বাংলা অর্থ: উত্তম আচরণ পুণ্যবতী; ইশাআত - বাংলা অর্থ: আলোক রশ্মির বিকিরণ; ইশাত - বাংলা অর্থ: বসবাস; ইশানা - বাংলা অর্থ: সমৃদ্ধশালিনী; ইসতিনামাহ - বাংলা অর্থ: আরাম করা
ইসমত - বাংলা অর্থ: প্রতিরোধ / সাধুতা / সতী; ইসমত সাবিহা - বাংলা অর্থ: সতী সুন্দর; ইসমাত - বাংলা অর্থ: বিশুদ্ধতা; পূণ্যবতী; ইসমাত আফিয়া - বাংলা অর্থ: পূর্ণবতী; ইসমাত আফিয়া - বাংলা অর্থ: সতী / পুণ্যবতী; ইসমাত আফিয়া - বাংলা অর্থ: পূর্ণবতী; ইসমাত আবিয়াত - বাংলা অর্থ: সতী সুন্দরী স্ত্রীলোক; ইসমাত বেগম - বাংলা অর্থ: সতী-সাধ্বী মহিলা; ইসমাত মাকসুরাহ - বাংলা অর্থ: সতী পর্দানিশীন স্ত্রীলোক; ইসমাত মাহমুদা - বাংলা অর্থ: সতী প্রশংসিতা; ইসরা - বাংলা অর্থ: নৈশ যাত্রা; ইহীনা - বাংলা অর্থ: আবেগ; উৎসাহ শক্তি
ঈ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
ঈ দিয়ে যে সকল মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ পাওয়া যায় তা নিচে তালিকায় উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
ঈফাত | Ifat | উত্তম বা বাছাই করা |
ঈশরাত | Ishrat | উত্তম আচরণ |
ঈসমাত মাকসুরাহ | Ismat Maksurah | পর্দানিশীল মহিলা; সতী |
উ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ - W or U দিয়ে মেয়েদের ইসলামিক নাম
যে সকল Meyeder Islamic Name Bangla উ বর্ণটি দ্বারা শুরু হয়েছে সে সকল নাম গুলো নিজে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
উক্তি | Ukti | বাণী ; কথা |
উগ্বাদ | Ugbad | গোলাপ ফুল |
উগ্রতেজসা | Ugrotejsa | শক্তি; এনার্জি; শক্তি |
উ বর্ণটি দ্বারা শুরু হওয়া আরো কিছু Meyeder Islamic Name Bangla হলো-
উজ্জীবনী - বাংলা অর্থ: আশাবাদী; জীবনে পূর্ণ; উজ্জীয়ো - বাংলা অর্থ: ভগবানের শক্তি; উজ্জ্বলতা - বাংলা অর্থ: বৈভব; দীপ্তিমান; সৌন্দর্য; উজ্জ্বলরূপা - বাংলা অর্থ: একজন পবিত্র ও ধর্মবতী নারী; উজ্জ্বলা - বাংলা অর্থ: উজ্জ্বল; যার থেকে জ্যোতি বেরোয়; উঞ্জালী - বাংলা অর্থ: আশীর্বাদ; উডেলা - বাংলা অর্থ: সম্পন্ন; ধনী; ধনবান; উৎকলা - বাংলা অর্থ: উৎকল অর্থাৎ উড়িষ্যার সাথে সম্বন্ধিত; উৎকলিকা - বাংলা অর্থ: একটি তরঙ্গ; কৌতূহল
কুঁড়ি; উৎকলীনা - বাংলা অর্থ: ভব্য; চমৎকার; উৎকাশনা - বাংলা অর্থ: প্রভাবশালী; উৎপত্তি - বাংলা অর্থ: সৃষ্টি; রচনা; নির্মাণ; উৎপন্না - বাংলা অর্থ: উৎপন্ন হওয়া; এক একাদশীর নাম; উৎপলা - বাংলা অর্থ: পদ্ম ফুল; একটি নদীর নাম; উৎপলিনী - বাংলা অর্থ: পদ্ম ফুলে পূর্ণ পুকুর; উৎপালা - বাংলা অর্থ: কমল; পদ্ম; উৎপোলাক্ষী - বাংলা অর্থ: যার চোখ পদ্মের মতো; দেবী লক্ষ্মী; উৎলিকা - বাংলা অর্থ: স্রোত; জলের স্রোতের সঙ্গে এগিয়ে আসে যে
উৎসা - বাংলা অর্থ: বসন্ত ঋতু; উৎসুকা - বাংলা অর্থ: কিহু জান্র ইচ্ছা আছে যার; উতাইকা - বাংলা অর্থ: উদারতা; ধার্মিকতা; পূণ্য; উতারা - বাংলা অর্থ: উচ্চতর; উত্তর; একটি তারা; রাজা বিরটের কন্যা; উত্তমজ্যোতি - বাংলা অর্থ: দিব্য আলো; উত্তমপ্রীত - বাংলা অর্থ: ঈশ্বরের ভক্তিতে পূর্ণ; উত্তমলীনা - বাংলা অর্থ: পরমাত্মার প্রেমে ডুবে থাকে যে; উত্তরা - বাংলা অর্থ: উত্তর দিক; উচ্চতর; উত্তরিকা - বাংলা অর্থ: কিছু দেওয়া; প্রদান করা
উত্তরীকা - বাংলা অর্থ: নদী পার করা; উথমা - বাংলা অর্থ: অসাধারণ; বিশেষ; উথমী - বাংলা অর্থ: যে বিশ্বাসযোগ্য; উথামী - বাংলা অর্থ: সৎ; সত্য; কপটহীন; উথীশ - বাংলা অর্থ: সত্যবাদী; সৎ; উদন্তিকা - বাংলা অর্থ: সমাধান; সন্তুষ্টি; উদয়জোত -বাড়তে থাকা আলো; উদয়তি - বাংলা অর্থ: উপরে ওঠা; উত্থান; উদয়শ্রী - বাংলা অর্থ: সূর্যোদয়; উদয়া - বাংলা অর্থ: সূর্যের উদয় হওয়া; উদরঙ্গা - বাংলা অর্থ: যার শরীর সুন্দর
উদারমতি - বাংলা অর্থ: বুদ্ধিমান; উদার; উদিতা - বাংলা অর্থ: যার উদয় হয়েছে; উদিশা - বাংলা অর্থ: নতুন ভোরের প্রথম আলো; উদীচী - বাংলা অর্থ: যে সমৃদ্ধির সাথে উন্নতি লাভ করে; উদীতী - বাংলা অর্থ: উদিত হচ্ছে যে; উন্নতি; ওঠা; বৃদ্ধি; উদীপ্তি - বাংলা অর্থ: আলো থেকে বেরিয়ে আসে যে; উদুলা - বাংলা অর্থ: উচিত; ন্যায়; উদেষ্ণা - বাংলা অর্থ: সূর্যরশ্মি; উদ্গীতা - বাংলা অর্থ: একটি মন্ত্র; ভগবান শিবের নাম; উদ্বিতা - বাংলা অর্থ: পদ্ম ফুলে ভরা দীঘি
উদ্বুদ্ধা - বাংলা অর্থ: জাগরিত; প্রবুদ্ধ; উদ্ভবী -সৃষ্টি; প্রতিষ্ঠার সাথে উন্নতি করে যে; উদ্ভুতি - বাংলা অর্থ: অস্তিত্ব; যা আসতে চলেছে; উদ্যতি - বাংলা অর্থ: উঁচু; ক্ষমতা; উধয়রনী - বাংলা অর্থ: সম্রাজ্ঞী; যে রাণী সবসময় সফল হয়; উনজা - বাংলা অর্থ: একমাত্র; যার মতো কেউ নেই; উনশিকা - বাংলা অর্থ: দেবী দুর্গার আর এক নাম; উনাইজি - বাংলা অর্থ: সৌন্দর্য এবং নমনীয়তায়; উনিতা - বাংলা অর্থ: এক; অখণ্ডতা; উনীসা - বাংলা অর্থ: অমায়িক
বন্ধুত্বপূর্ণ; উনৈসা - বাংলা অর্থ: প্রিয়; আদরের পাত্রী; উন্নতা - বাংলা অর্থ: বেশি ভাল; শ্রেষ্ঠ; উন্নয়া - বাংলা অর্থ: যার স্রোত আছে; রাত; উন্নিকা - বাংলা অর্থ: স্রোত; তরঙ্গ; উন্নী - বাংলা অর্থ: নেতৃত্ব; বিনয়ী; উন্মুক্তি - বাংলা অর্থ: মুক্তি; উদ্ধার; উন্মেষা - বাংলা অর্থ: লক্ষ্য; উদ্দেশ্য; উপকীরণ - বাংলা অর্থ: মহিমা; স্তুতি; উপকোষা - বাংলা অর্থ: ধন; নিধি; উপদা - বাংলা অর্থ: উপহার; উদার; উপধৃতি - বাংলা অর্থ: আলোর ছটা; উপমা - বাংলা অর্থ: প্রশংসা
সবথেকে ভালো; উপমিতি - বাংলা অর্থ: জ্ঞান; উপলা - বাংলা অর্থ: পাথর; গহনা; একটি রত্ন; উপশ্রুতি - বাংলা অর্থ: দেবদূত; উপাজ্ঞা - বাংলা অর্থ: আনন্দ; প্রসন্নতা; উপাধি - বাংলা অর্থ: স্তর; পদবী; উপনাম; উপাসনা - বাংলা অর্থ: পূজা; অর্চনা; উপাস্তি - বাংলা অর্থ: পূজা করা; শ্রদ্ধা; উবাব - বাংলা অর্থ: তরঙ্গ; ভারী বৃষ্টি; উবায়া - বাংলা অর্থ: সুন্দর; উবিকা - বাংলা অর্থ: বৃদ্ধি; বিকাশ; প্রগতি; উমতি - বাংলা অর্থ: যে অন্যদের সাহায্য করে
উমনিয়া - বাংলা অর্থ: আশা; ইচ্ছা; অভিনব; উমরাহ - বাংলা অর্থ: গৌণ তীর্থযাত্রা; উমা - বাংলা অর্থ: দেবী পার্বতী; অনন্ত জ্ঞান; আলো; শান্তি; উমাইরা - বাংলা অর্থ: ওমরাহ করতে; উমাঙ্গী - বাংলা অর্থ: আনন্দ; খুশী; উমামা - বাংলা অর্থ: তিনশো উট; উমায়ের - বাংলা অর্থ: দীর্ঘায়ু বৃক্ষ; উমায়জা - বাংলা অর্থ: সুন্দর; উজ্জ্বল; যার হৃদয় কোমল; উমায়রা - বাংলা অর্থ: দীর্ঘ আয়ু যার; উমায়া - বাংলা অর্থ: দেবী পার্বতীর নাম
উমারাণী - বাংলা অর্থ: রাণীদের রাণী; মহারাণী; উমালক্ষ্মী - বাংলা অর্থ: দেবী পার্বতীর নাম; উমিকা - বাংলা অর্থ: দেবী পার্বতী; উমীকা - বাংলা অর্থ: সুন্দর নারী; উমৈমা - বাংলা অর্থ: সুন্দর; যার মুখ খুব সুন্দর; উম্মিদ -অপ্রত্যাশিত আশার জন্য আরেকটি শব্দ; উম্মুল হানা - বাংলা অর্থ: সুখ এবং শান্তির উৎস; উম্মে আইমান - বাংলা অর্থ: আশীর্বাদ; উম্রিয়া - বাংলা অর্থ: উপহার; উম্লোচা - বাংলা অর্থ: অপ্সরা; উযরাত - বাংলা অর্থ: কুমারীত্ব
সতীত্ব; বিশুদ্ধতা; উযাইয - বাংলা অর্থ: শক্তি; সম্মান; উযাইযা - বাংলা অর্থ: পরাক্রমশালী; শক্তিশালী; উরা - বাংলা অর্থ: হৃদয়; পৃথিবী; উরাইদা - বাংলা অর্থ: ছোট ফুল; উরাইফা - বাংলা অর্থ: ভাল গন্ধ; উরুদ - বাংলা অর্থ: ফুল; গোলাপ; উরুষা - বাংলা অর্থ: উদার; ক্ষমা; পর্যাপ্তভাব; উরূষা - বাংলা অর্থ: বধূ; খুশী; উর্ণা - বাংলা অর্থ: যাকে বেছে নেওয়া হয়েছে; আবরণ; আচ্ছাদন; উর্বরা - বাংলা অর্থ: এক অপ্সরা; পৃথিবীর এক নাম; উর্বর
উর্বশী - বাংলা অর্থ: স্বর্গের অপ্সরা; খুব সুন্দর নারী; উর্বিজয়া - বাংলা অর্থ: গঙ্গা নদীর এক নাম; উর্বী - বাংলা অর্থ: নদী; পৃথিবী; স্বর্গ এবং পৃথিবী একযোগে; উর্ভী - বাংলা অর্থ: রাজকুমারী; উর্শিতা - বাংলা অর্থ: দৃঢ়; মজবুত; উলানী - বাংলা অর্থ: সুখ; প্রসন্নতা; উলিমা - বাংলা অর্থ: চতুর; বুদ্ধিমান; উলুপী - বাংলা অর্থ: মহাভারতে অর্জুনের চার স্ত্রীর মধ্যে একজন; উল্কা - বাংলা অর্থ: আগুন; প্রদীপ; মহাজাগতিক বস্তু; প্রতিভাশালী
উল্ফাহ - বাংলা অর্থ: সদ্ভাব; অন্তরঙ্গতা; প্রেম; উল্বিয়ত - বাংলা অর্থ: গৌরব; প্রতিষ্ঠা; উল্লসিতা - বাংলা অর্থ: আনন্দিত; হর্ষ; আশায় পূর্ণ; উল্লাসিতা - বাংলা অর্থ: মত্ত; খুশী; সুখ; উশসী - বাংলা অর্থ: ভোর বা সকাল; উশিকা - বাংলা অর্থ: দেবী পার্বতীর একটি নাম; উশিজা - বাংলা অর্থ: যে অলস নয়; সুখকর; ইচ্ছুক; উশী - বাংলা অর্থ: ইচ্ছা; মনস্কামনা; উষতা - বাংলা অর্থ: রশ্মি; সবসময় সুখ; উষানা - বাংলা অর্থ: ইচ্ছুক
উষ্ণা - বাংলা অর্থ: সুন্দর নারী; উষ্তা - বাংলা অর্থ: সবসময় খুশী; আলো; উসমানা - বাংলা অর্থ: শিশু সাপ; উসরী - বাংলা অর্থ: একটি নদী; উসোয়া - বাংলা অর্থ: প্রেম; সাদা পায়রার মতো সুন্দর যে; উস্টীন্যা - বাংলা অর্থ: উচিত; সত্য; উস্রা - বাংলা অর্থ: প্রথম রশ্মি; সূর্যোদয়; পৃথিবী; উহাইবা - বাংলা অর্থ: উপহার/দান
ঊ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
ঊ বর্ণ দিয়ে যে সকল Meyeder Islamic Name Bangla শুরু হয়েছে সেগুলো হল-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
ঊজূরী | Uzuri | সৌন্দর্য |
ঊনী | Uni | যে সাথে থাকে |
ঊন্যা | Unya | তার, স্রোতযুক্ত, তরঙ্গময় |
ঊবাহ | Uhab | এক ফুল |
এ- ঐ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
এ এবং ঐ বর্ণগুলি দ্বারা যে সকল Meyeder Islamic Name Bangla নাম শুরু হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো।
এনা এর বাংলা অর্থ- প্রদীপ্ত, মাধুর্যমন্ডিত; এরিশা এর বাংলা অর্থ- বক্তৃতা বা ভাষণ; এশা এর বাংলা অর্থ- পবিত্র, সমৃদ্ধ জীবন; ঐশিতা এর বাংলা অর্থ- পবিত্র জল, নদী, যমুনা; এরিনা এর বাংলা অর্থ- রঙ্গভূমি, কর্মক্ষেত্র, শান্তি; এলিনা এর বাংলা অর্থ- উন্নত চরিত্রের নারী, বুদ্ধিদীপ্ত, দয়ালু, শুদ্ধ; ঐশানী এর বাংলা অর্থ- সাহসী, পবিত্র
ও দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ - O দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ও বর্ণটি দ্বারা যে সকল Meyeder Islamic Name Bangla পাওয়া যায় সেগুলো হল-
ওয়াজদিয়া - বাংলা অর্থ: আবেগময়ী / প্রেমময়ী; ওমায়রা - বাংলা অর্থ: বাংলা অর্থ: সাহস এবং শক্তির রঙ, লাল; ওয়াকীলা - বাংলা অর্থ: প্রতিনিধি; ওয়াজীহা - বাংলা অর্থ: সুন্দরী; ওয়াজিয়া - বাংলা অর্থ: সুন্দরী; ওয়াজীহা শাকেরা - বাংলা অর্থ: সম্ভ্রান্ত কৃতজ্ঞতা প্রকাশকারিণী; ওয়াজীহা মুবাশশিরাহ - বাংলা অর্থ: সম্ভ্রান্ত সুসংবাদ বহন কারিণী; ওয়াদীফা - বাংলা অর্থ: সবুজঘন বাগান; ওয়াজেদাহ - বাংলা অর্থ: সংবেদনশীল
ওয়াদীয়াত খালিসা - বাংলা অর্থ: কোমলমতী উত্তম স্ত্রীলোক; ওয়াদীয়াত - বাংলা অর্থ: কোমলমতি / আমানত; ওয়াফিয়া আত্বিয়া - বাংলা অর্থ: অনুগতা দানশীলা; ওয়াফা - বাংলা অর্থ: অনুরক্ত; ওয়াফিয়া সাদিকা - বাংলা অর্থ: অনুগতা সত্যবাদিনী; ওয়াফিয়া তায়িবা - বাংলা অর্থ: অনুগতা পবিত্রা; ওয়াফিয়াহ - বাংলা অর্থ: অনুগত / যথেষ্ট; ওয়াফিয়া সানজিদা - বাংলা অর্থ: অনুগতা সহযোগিনী; ওয়াফীয়া জিন্নাত - বাংলা অর্থ: অনুগতা সম্রান্ত স্ত্রীলোক
ওয়াফীকা - বাংলা অর্থ: সামঞ্জস্য; ওয়ামিয়া - বাংলা অর্থ: বৃষ্টি; ওয়াফীয়া মুকারামা - বাংলা অর্থ: অনুগতা সম্মানিতা; ওয়ালীজা - বাংলা অর্থ: বাংলা অর্থ – প্রকৃত বন্ধু; ওয়ারিসা - বাংলা অর্থ: উত্তরাধিকারিনী; ওয়ালীয়া - বাংলা অর্থ: বান্ধবী / হিতকারী; ওয়ালীদা - বাংলা অর্থ: বালিকা; ওয়াসামা - বাংলা অর্থ: চমৎকার; ওয়াশিজাত - বাংলা অর্থ: পরস্পরের আত্মীয়তা; ওয়াসিফা - বাংলা অর্থ: প্রশংসাকারিণী; ওয়াসিজা - বাংলা অর্থ: উপদেশ দাতা
ওয়াসিলা - বাংলা অর্থ: সাক্ষাৎ কারিণী; ওয়াসিফা আনিকা - বাংলা অর্থ: গুনবতী রূপসী; ওয়াসীমা - বাংলা অর্থ: সুন্দরী / লাবণ্যময়ী; ওয়াসীকা - বাংলা অর্থ: প্রমাণ / বিশ্বাস, প্রত্যয়পত্র; ওয়াসীমা তায়্যেবা - বাংলা অর্থ: সুন্দরী পবিত্রা; ওয়াসীমা জিন্নাত - বাংলা অর্থ: সুন্দরী সম্রান্ত স্ত্রীলোক; ওয়াস্বীকা - বাংলা অর্থ: বিশ্বাসী
ওয়াসীমা মাকসূরা - বাংলা অর্থ: সুন্দরী পর্দানশীন স্ত্রীলোক; ওয়াহফুন - বাংলা অর্থ: ঘন কালো কেশ; ওয়াহফাত - বাংলা অর্থ: আওয়াজ / কালো পাথর; ওয়াহীদা - বাংলা অর্থ: একক / চিরণ; ওয়াহিদা - বাংলা অর্থ: এক / একলা / একাকী; ওরাত - বাংলা অর্থ: গোলাপী; ওরদাহ কাসিমাত - বাংলা অর্থ: গোলাপী চেহারা
ক দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | K দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ক বর্ণটি দ্বারা যে সকল Meyeder Islamic Name Bangla শুরু হয়েছে সে নামগুলোর তালিকা নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
করিনা | Korina | সঙ্গিনী |
কুহল | Kuhl | সুরমা |
কানিজ মাহফুজা | Kanji mahfuza | অনুগতা সুরক্ষিতা |
কারিমা দিলশাদ | Karma Dilshad | উচ্চমনা মনোহাবিরনী |
কুলছুম | Kulsum | দানশীলা |
করিনা হায়াত | Qorina Hayat | জীবন সঙ্গিনী |
কাওকাব হাসনা | Kaukab hasna | চমৎকার তারকা |
ক বর্ণটি দ্বারা শুরু হওয়া Meyeder Islamic Name Bangla আরো কিছু উদাহরণ হল-
করিনা হায়াত Qarina Hayat বাংলা অর্থ: জীবন সঙ্গিনী; করিনা Qarina বাংলা অর্থ: সঙ্গিনী; করিবা Qariba বাংলা অর্থ: নিকটবর্তী; ঘনিষ্ঠ; করিরা Qarira বাংলা অর্থ: আনন্দিতা; কাওকাব হাসনা Kaukab hasna বাংলা অর্থ: চমৎকার তারকা; কাওকাব Kaukab বাংলা অর্থ: তারকা; কাওছার Kawsar বাংলা অর্থ: জান্নাতের ঝরনা; কাওয়াবাত Kawkabat বাংলা অর্থ: সন্ধ্যা তাঁরা; কাজেমা Kazema বাংলা অর্থ: ক্রোধ সম্বরণকারিণী
কাতরুন Qatrun বাংলা অর্থ: মহত্ত্ব; কাতেমা Katima বাংলা অর্থ: যে নারী অপরের দোষ গোপন রাখে; কাত্বরুন্নাদা Quatrun nada বাংলা অর্থ: মহত্ত্বের বিন্দু; কাদিমা Qadema বাংলা অর্থ: অগ্রসর; আগত; কাদিরা কিছু অর্জন করতে সক্ষম এমন একজন মহিলা; কাদিরা Qudera বাংলা অর্থ: শক্তশালো; কাদীরা Qadira বাংলা অর্থ: শক্তিশালী; সমর্থ; কানিজ Kanij বাংলা অর্থ: অনুগতা; কানিজ ফাতিমা Kanji Fatimah বাংলা অর্থ: অনুগতা নিষ্পাপ শণ্ড
কানিজ মাহফুজা Kanji mahfuza বাংলা অর্থ: অনুগতা সুরক্ষিতা; কানিজ Kanji বাংলা অর্থ: অনুগতা; কাবশা Kabsha বাংলা অর্থ: দুম্বা; কামরা Qamra বাংলা অর্থ: জোৎস্না; শুভ্র; কামরুন Kamrun বাংলা অর্থ: ভাগ্য; কামরুন্নিসা Qamrun Nisa বাংলা অর্থ: মহিলাদের চাঁদ; কামারুন Kamrun বাংলা অর্থ: চাঁদ; কামেলা Kamela বাংলা অর্থ: পরিপূর্ণ; পূর্নাঙ্গ; কায়েদা Kayada বাংলা অর্থ: নেত্রী; প্রধান; লিডার; কারিমা Karima বাংলা অর্থ: একটি মেয়ে যে অত্যন্ত উদার
কারিমা দিলশাদ Karma Dilshad বাংলা অর্থ: উচ্চমনা মনোহাবিরনী; কারীনা Qarina বাংলা অর্থ: সঙ্গিনী স্ত্রী; কারীমা Karima বাংলা অর্থ: দানশীলা; উচ্চমনা; কালিমা মুশতারী Kalim Moshtr বাংলা অর্থ: কথোপকথন কারি বৃহস্পতি গ্রহ; কালিমা Kalmia বাংলা অর্থ: কথোপকথন কারিনী; কালিমাতুনমুন্নিসা Kalimatun Nisa বাংলা অর্থ: কথোপকথন কারি রমণী; কালিলা Kalila বাংলা অর্থ: সব সবচেয়ে প্রিয় একজন
কাসি মাতুত তায়্যিবাহ Quasima tut Taiyabj বাংলা অর্থ: পবিত্র চেহারা; কাসিদা মুকাররামা Quasida Mukarrama বাংলা অর্থ: সংবাদ বহনকারিনী সম্মানিত; কাসিমাত Qasimat বাংলা অর্থ: সৌন্দর্য; চেহারা; কাসিমাতুন নাযীফাহ Quasimatun Naziah বাংলা অর্থ: পরিচ্ছন্ন চেহারা; কাসীদা Qasida বাংলা অর্থ: গীত; কবিতা; কাসীবা Kaseba বাংলা অর্থ: উপার্জনকারী; কায়েদা Qaieeda বাংলা অর্থ: নেত্রী; প্রধান; লিডার
কিনানা Kinana বাংলা অর্থ: সাহাবির নাম; কিসমত গালিবা Qismat Galiba বাংলা অর্থ: ভাগ্য বিজয়ীনি; কিসমাত Kismot বাংলা অর্থ: ভায়; অংশ; ভাগ; কুতরুন্নাদা Quatru8n nada বাংলা অর্থ: সুগন্ধময়কাঠের টুকরো; কুদওয়া Qudwa – বাংলা অর্থ – আদর্শ; কুদরত Qudrat বাংলা অর্থ: শক্তি; ক্ষমতা; কুবরা মারজানা Kubrab Marjana বাংলা অর্থ: বড়মুক্তা
বৃহৎ প্রবাল; কুবরা Kubra বাংলা অর্থ: বৃহৎ; বড়; কুররাতুল আইন Qurratulain বাংলা অর্থ: নয়নমনি; কুরুন্নাদা Kurunnada বাংলা অর্থ: সুগন্ধময়কাঠের টুকরো; কুলছুম বেগম Kulsum beegom বাংলা অর্থ: দানশীলা মহিলা; কুলছুম Kulsum বাংলা অর্থ: দানশীলা; কুহল Kuhl বাংলা অর্থ: সুরমা; ক্বিসমাত Qismat বাংলা অর্থ: ভায়; অংশ; ভাগ
খ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
খ বর্ণটি দ্বারা শুরু হওয়া Meyeder Islamic Name Bangla নাম গুলো হল-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
খাতীবা মাজীদা | Khatiba Majida | বাগ্মী |
খীফাত আনজুম | Khifat Anjum | হালকা তাঁরা |
খানেছা দিলরুবা | Khanecha Dilruba | বিশুদ্ধ প্রেমিকা |
খালেদা মাহফুজা | Khaleda Mahfuza | চির সংরক্ষিত |
খাতীবা | Khatiba | বাগ্মী |
খালীলা | Khalila | সথী বা বান্ধবী |
খানসা | Khansa | খাঁদানাক বা সাহাবীয়ার নাম |
খাওয়ালা | Khawala | খেদমতগার বা সাহবীয়ার নাম |
খালেছা | Khalesha | সরল বা বিশুদ্ধা |
খাদেমা | Khadema | সেবিকা |
খুরশিদা জাহান | Khursida Jahan | সুর্য রশ্মিনী পৃথিবী |
খাদেমা হুসনা | Khadema Husna | পূণ্যবতী সেবিকা |
গ দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা
গ বর্ণদারা শুরু হওয়া Meyeder Islamic Name Bangla নামগুলো নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
গওহর | Gowhor | মুক্তা |
গফিফাহ | Gofifah | সবুজ বর্ণের ঘাস |
গরিজাহ | Garijah | অভ্যাস |
গরিফা | Garifa | ঘন বাগান |
গাওসিয়া | Gaussian | সাহায্য প্রার্থনা |
গাজালা | Ghazala | হরিণ ছানা; উদীয়মান সূর্য |
গাজালা সুবাহ | Ghazala Subah | প্রভাতে উদীয়মান সূর্য |
গাজীয়া | Ghazia | যোদ্ধা; জেহাদের বিজয়িনী |
গানিয়া নার্গিস | Gania Nargis | কমনীয় ফুল |
গানিয়াহ | Ganiyah | সুন্দরী; সুশ্রী |
চ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
চ বর্ণটি দ্বারা যে সকল Meyeder Islamic Name Bangla নাম শুরু হয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
চকিতা | Chakita | নিমেষ বা ক্ষণকালমাত্র |
চকোরী | Chokori | জ্যোৎস্না পান করে যে পাখি |
চঞ্চরী | Chanchari | ভ্রমরী |
চন্দনা | Chandana | এক রকমরে পাখি বা চন্দন গাছ |
চন্দ্রিকা | Chandrika | জ্যোৎস্না |
চন্দ্রিমা | Chondrima | চন্দ্র |
চম্পা | Champa | এক রকমের ফুল |
চাঁদনী | Chandni | চন্দ্রালোকিত বা চাঁদের আলো |
ছ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
যে সকল নামের শুরুতে ছ বর্ণটি রয়েছে সেগুলো হল-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
ছাফওয়া | Chafwa | সারাংশ |
ছাবীহা | Chabiha | প্রভাব |
ছবুরা | chobura | সহনশীল |
ছানীয়া | Chania | দ্বতীয়া |
জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | J দিয়ে মেয়েদের ইসলামিক নাম
জ বর্ণটি দ্বারা যে সকল Meyeder Islamic Name Bangla নাম পাওয়া যায় তার নিচে তালিকার মাধ্যমে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
জফিরা | Zafira | উটের পিঠের ওপর |
জমিমা | Zamima | ভাগ্য |
জমিলা খাতুন | Jamila Khatun | সুন্দরী মহিলা |
জয়নব | Zainab | সুদর্শনী |
জ ধরা শুরু হওয়া আরও কিছু Meyeder Islamic Name Bangla হল-
জহুরা হামীদা এর অর্থ- প্রকাশ্য প্রশংসাকারিণী; জহুরুন্নিসা এর অর্থ- প্রকাশিত মহিলা; জাইনা এর অর্থ- একটি সুন্দর শরীরযুক্ত মহিলার জন্য একটি সহজ নাম; জাইনাব এর অর্থ- নবীর স্ত্রীকে উল্লেখ করে; জাইফা এর অর্থ- অতিথিনী; জাওহারা এর অর্থ- হীরা বা মূল্যবান পাথর; জাকিয়া এর অর্থ- পবিত্র; জাঙা এর অর্থ- একটি মেয়ে যাকে আল্লাহ নিজে দিয়েছেন; জাদওয়াহ এর অর্থ- উপহার; জাদিদাহ এর অর্থ- নতুন; জাফনাহ এর অর্থ- দানশীলা
জাফনূন= জগতের সৌন্দর্য; জাফেরা এর অর্থ- সাহায্যকারিণী; জাবিয়া এর অর্থ- হরিণ ; জাবিয়া এর অর্থ- হরিণ ; জাবিরা এর অর্থ- রাজি হওয়া; জাবীন দিবা এর অর্থ- সোনালী ললাট বা সানোর কপাল; জাবীন লায়লা এর অর্থ- শ্যামলা কপাল; জামিলা এর অর্থ- সম্পূর্ণ মেয়েলি অনুগ্রহযুক্ত একটি মহিলা; জামিলা এর অর্থ- সুন্দরী; জামিলা মােহসিন এর অর্থ- সুন্দরী আকর্ষণীয়া; জামিলা মুবাশশিরা এর অর্থ- সুন্দরী সুসংবাদবহন কারিণী
জামিলাতুন সাদিয়াহ এর অর্থ- সত্যকর্মী সত্যবাদিনী বা রূপসী সৌভাগ্যশালিনী; জামীমা এর অর্থ- একধরণের লতার নাম; জামীলা ওয়াহিদা এর অর্থ- সুন্দরী তুলনাহীন; জামীলা তায়্যিবা এর অর্থ- সুন্দরী পবিত্রা; জামীলা নাওয়ার এর অর্থ- সুন্দরী সতী সাধ্বী স্ত্রীলাক; জামীলা নাওয়ার এর অর্থ- সুন্দরী সতী সাধ্বী স্ত্রীলোক; জামেরা এর অর্থ- কৃশকায়া বা পাতলা; জায়না এর অর্থ- সাহায্যকারী; জারা এর অর্থ- একটি ফুলের মতো প্রকৃতির
জারিন এর অর্থ- স্বর্ণ বা স্বর্ণের তৈরি বা সানোলী বা সুবর্ণ; জারিন তাসনিম এর অর্থ- সুবর্ণ ঝর্ণা; জালসান এর অর্থ- বাগান; জালসান এর অর্থ- বাগান; জালিলা এর অর্থ- একটি মেয়ে যে তার জীবনে অসাধারণ কাজ প্রকাশ করে; জালীসা এর অর্থ- সাহায্যকারী বা স্বজন; জালীসা সানজিদা এর অর্থ- বান্ধবী সহযোগিনী; জালীসাতুন সাদিকা এর অর্থ- চোখের পাতা; জায়রা এর অর্থ- একটি গোলাপের চমৎকার প্রকৃতি; জেবা এর অর্থ- যথার্থ
জেবা আতকিয়া এর অর্থ- যথার্থ ধার্মিক; জেবা ওয়াসীমা এর অর্থ- যথার্থ সুন্দর; জেবা তাহসিন এর অর্থ- যথার্থ সুন্দর; জেবা তাহিরা এর অর্থ- যথার্থ সতী; জেবা মায়মুনা এর অর্থ- যথার্থ ভাগ্যবতী; জেবা মালিয়াত এর অর্থ- যথার্থ সম্পদ; জেবা মালিহা এর অর্থ- যথার্থ রূপসী; জেবা মাসুমা এর অর্থ- যথার্থ নিস্পাপ; জেবা মুতাহরা এর অর্থ- যথার্থ পবিত্র; জেবা মুনওয়ারা এর অর্থ- যথার্থ দীপ্তিমাপ; জেবা রাইসা এর অর্থ- যথার্থ রানী
জেবা রানা এর অর্থ- যথার্থ কমনীয়; জেবা রামিসা এর অর্থ- যথার্থ নিরাপদ; জেবা রাহাত এর অর্থ- যথার্থ শান্তি; জেবা রেজওয়ান এর অর্থ- যথার্থ সন্তোষ; জেবা শাহানা এর অর্থ- যথার্থ রাজকুমারী; জেবা সাজিদা এর অর্থ- যথার্থ ধার্মিক; জেবা সাবিহা এর অর্থ- যথার্থ রূপসী; জেবা সামিহা এর অর্থ- যথার্থ দানশীল
জেরিন এর অর্থ- সানোলী বা সুবর্ণ বা স্বর্ণ বা স্বর্ণের তৈরি; জেসমিন এর অর্থ- ফুলের নাম; জেসি বা জেসিকা বা জেলা এর অর্থ- জুই বা নবমালিকা; জোয়া এর অর্থ- সত্যিকরে জীবিত; জোহরা এর অর্থ- সুন্দর; জোহা এর অর্থ- প্রতীক্ষা করা বা প্রত্যাশা বা অনুসন্ধান করা; জ্যোৎস্না বা জোস্না এর অর্থ- চাঁদের আলো
ট দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ট বর্ণটি দ্বারা শুরু হওয়া মেয়েদের ইসলামিক নাম গুলো হল-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
টিনা | Tina | ছোট; মাটি; নিযুক্ত |
টিংকু | Tinku | শান্তি; সাফল্য |
টিয়াশা | Tiasha | রূপা; সম্পদ |
টিয়া | Tia | একটি পাখি |
ট দিয়ে শুরু হওয়া আরো কিছু Meyeder Islamic Name Bangla নাম হলো-
টনিরিকা এর অর্থ- একটি ফুল; সোনা; টনিস্কা এর অর্থ- সোনার মতো; টরা এর অর্থ- পাহাড়; টাকিয়া এর অর্থ- উপাসক; সঠিক পথে চলে যে; টাকুল এর অর্থ- বুদ্ধিমান; টানসিন এর অর্থ- স্তুতি; সৌন্দর্যায়ন; টানিকা এর অর্থ- অপ্সরা; দড়ি; টিউলিপ এর অর্থ- একটি ফুল; পুষ্প; টিনা এর অর্থ- ছোট; মাটি; নিযুক্ত; টিফনী এর অর্থ- প্রভুকে বর্ণনা করা; টিমা এর অর্থ- সততা; ভালো গুণ; টিম্সী এর অর্থ- তারার মতো জ্বলজ্বলে উজ্জ্বল
টিয়শা এর অর্থ- রূপা; সম্পদ; টিয়া এর অর্থ- একটি পাখি; টিয়ানা এর অর্থ- প্রধান; টিশা এর অর্থ- বলিষ্ঠ সাহসী; যার ইচ্ছাশক্তি প্রবল; টিশায়া এর অর্থ- শুভকামনা; টুনিল এর অর্থ- তেজ; চালাক; মন; টেগন এর অর্থ- সুন্দর; যাকে সবার পছন্দ হয়; খুব আকর্ষণীয়; টোরা এর অর্থ- বিদ্যুৎ; বাঘ; ট্বিশা এর অর্থ- তেজ; আলো; প্রতিভা; ট্বিশী এর অর্থ- আলো; শক্তি; প্রতিভা; সংকল্প
ড দিয়ে মেয়েদের ইসলামিক নাম
বাংলা বর্ণ ড দিয়ে যে সকল Meyeder Islamic Name Bangla নাম পাওয়া যায় সেগুলো নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
ডরিন | Doreen | অনুভূতি; সুনাম |
ডলি | dolly | ছোট্ট পুতুলের ন্যায় |
ডালিয়া | Dahlia | একটি ফুল |
ত দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | T দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ত বর্ণের সাহায্যে গঠিত Meyeder Islamic Name Bangla নাম গুলোর তালিকা নিচে উল্লেখ করা হলো-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
তবিয়া | Tabia | প্রকৃতি |
তরিকা | Tarika | রিতি-নীতি |
তহুরা | Tahura | পবিত্রা |
তোহফা | Tohfa | উপহার |
ত বর্ণের সাহায্যে গঠিত আরো কিছু Meyeder Islamic Name Bangla হচ্ছে-
তানজীম = বাংলা অর্থ: সুবিন্যস্ত; তানজুম = তারকা; তানমীরা = ক্রোধ প্রকাশ করা; তানিয়া = বাংলা অর্থ: রাজকণ্যা; তাফাননুম = আনন্দ; তাবাসসুম = মুসকি হাসি; তাবিন্দা = উজ্জ্বল; তাবিয়া = অনুগত অনুগতা; তামজীদা = মহিমা কীর্তন; তামান্না = ইচ্ছা; তাযকিয়া = পবিত্রতা; তালিবা =যে সর্বত্র জ্ঞান সন্ধান করে; তালিহা =সব জ্ঞানের খোঁজ করে যে; তাশবীহ = উপমা; তাসকীনা = সান্ত্বনা; তাসনিয়া = প্রশংসিত প্রশংসা; তাসনীম বা তাসনিম = বেহেশতের ঝর্ণা; তাসফিয়া = পবিত্রতা; তাসফিয়াহ = বিশুদ্ধকারিনী
তাসমিয়া = বাংলা অর্থ: নামকরণ; তাসমীম = বাংলা অর্থ: দৃঢ়তা; তাসলিমা = সর্ম্পণ; তাহমিনা = বাংলা অর্থ: বিরত থাকা; তাহযীব = বাংলা অর্থ: সভ্যতা; তাহসীন = সুন্দর; তাহসীনা = উত্তম; তাহামিনা = বাংলা অর্থ: মূল্যবান; তাহিয়া = সম্মানকারী; তাহিয়্যাহ = বাংলা অর্থ: শুভেচ্ছা; তাহিয়্যাহ = শুভেচ্ছা; তাহিরা = বাংলা অর্থ: পবিত্র; তাহিরা = পবিত্র বা সতী; তাহেরা = পবিত্র; তুবা = সুসংবাদ; তুরফা = বাংলা অর্থ: বিরল বস্তু; তূবা = বাংলা অর্থ: সুসংবাদ; তেহজিব =একটি মার্জিত যুবতী; তাছমি বা তাসমি= প্রতিযোগিতামূলক; আত্মবিশ্বাস; অধ্যয়নশীল; তাইমা =মেঘের বিদ্যুতের আনন্দদায়ক শব্দ
দ দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা - D দিয়ে মেয়েদের ইসলামিক নাম
বাংলা বর্ণমালা দ দিয়ে যে সকল Meyeder Islamic Name Bangla নাম পাওয়া যায় সেগুলো নিজে আলোচনা করা হলো-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
দীনা | Dinah | বিশ্বাসী |
দীবা | Diba | সোনালী |
দানিন | Danin | একটি সুদৃশ্য তরুণ রাজকুমারী |
দায়েশা | Daesha | জীবিত থাকার সারাংশ |
দিমাহ | Dimah | বৃষ্টির জলের সৌন্দর্য |
ন দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | N দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ন দিয়ে শুরু হওয়া Meyeder Islamic Name Bangla নামগুলো হল-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
নাঈমা | Naima | সুখ |
নওশীন | Nowshin | মিষ্টি |
নন্দিতা | Nandita | আনন্দময়ী |
নলিনী | Nalini | পদ্ম |
নাওশিন ইয়াসমিন নামের মিনিং: সুন্দরী জেসমিন ফুল; নাওশিন তাবাসসুম বা নওশিন তাবাসসুম নামের মিনিং: মিষ্টি হাসি; নাওশিন নাওয়াল নামের মিনিং: সুন্দর উপহার; নাওশিন রুমালী নামের মিনিং: সুন্দর ফুল; নাওশিন শরমিলি নামের মিনিং: সুন্দরী লজ্জাবতী; নাওশিন সাইয়ারা নামের মিনিং: সুন্দরী তারা; নাওয়াল গওয়ার নামের মিনিং: সুন্দর মুক্তা; নাজমা নামের মিনিং: দামী; নাজিয়া নামের মিনিং: একটি মেয়ে যে তার পরিবারের গৌরব নিয়ে আসে; নাওশিন রুমালী নামের মিনিং: সুন্দর কবুতর
নাজীফা নামের মিনিং: পবিত্র; নাজীবাহ নামের মিনিং: ভত্র গোত্রে; নাজ্বা নামের মিনিং: একটি কামুক এবং গোপন কৌতুক; নাদিয়া নামের মিনিং: আহবান; নাদিরা নামের মিনিং: বিরল; নাফিসা নামের মিনিং: মূল্যবান; নাফিসা আতিয়া নামের মিনিং: মুল্যবান উপহার; নাফিসা আয়মান নামের মিনিং: মুল্যবান শুভ; নাফিসা ইয়াসমিন নামের মিনিং: মুল্যবান জেসমিন ফুল; নাফিসা গওহার নামের মিনিং: মুল্যবান মুক্তা; নাফিসা তাবাসসুম নামের মিনিং: পবিত্র হাসি; নাফিসা নাওয়াল নামের মিনিং: মুল্যবান উপহার
নাফিসা বাবা নামের মিনিং: মুল্যবান খাঁটি; নাফিসা মালিয়াত নামের মিনিং: মুল্যবান সম্পদ; নাফিসা রায়হানা নামের মিনিং: মুল্যবান সুগন্ধী ফুল; নাফিসা রুমালী নামের মিনিং: মুল্যবান কবুতর; নাফিসা রুম্মান নামের মিনিং: মুল্যবান ডালিম; নাফিসা লুবনা নামের মিনিং: মুল্যবান বৃক্ষ; নাফিসা লুবাবা নামের মিনিং: মুল্যবান খাঁটি; নাফিসা শাদাফ নামের মিনিং: মুল্যবান ঝিনুক; নাফিসা শামা নামের মিনিং: মুল্যবান মোমবাতী; নাফিসা শামীম নামের মিনিং: মুল্যবান সুগন্ধী; নাফীসা নামের মিনিং: মূল্যবান
নাবীলা নামের মিনিং: উন্নতচরিত্র চরিত্রের কেউ; নাবীলাহ নামের মিনিং: ভদ্র; নায়লা নামের মিনিং: অর্জন কারিনী; নার্গিস নামের মিনিং: ফুলের নাম; নাশিতা যে সব জীবনের মূল; নাসরিন নামের মিনিং: সাহায্যকারী; নাসেহা নামের মিনিং: উপদেশকারিনী; নাহলা নামের মিনিং: পানি; নাহিদা নামের মিনিং: উন্নত; নায়লা নামের মিনিং: অর্জনকারিনী; নায়লা নামের মিনিং: একটি নাম যা মিশরের রাজকুমারীর জন্য বোঝানো হয়; নায়া নামের মিনিং: তার চারপাশের সবাইকে সান্ত্বনা দেয় এমন একটি মেয়ে
নিবাল নামের মিনিং: তীর; নিশাত নামের মিনিং: আনন্দ; নিশাত নামের মিনিং: সাদা হরিণ; নিশাত আতিয়া নামের মিনিং: আনন্দ উপহার; নিশাত আনজুম নামের মিনিং: আনন্দ তারা; নিশাত আনবার নামের মিনিং: আনন্দ সুগন্ধী; নিশাত আনান নামের মিনিং: আনন্দ মেঘ; নিশাত আফলাহ নামের মিনিং: আনন্দ অধিককল্যাণকর; নিশাত আফাফ নামের মিনিং: চারিত্রিক শুদ্ধতা; নিশাত উলফাত নামের মিনিং: আনন্দ উপহার; নিশাত ওয়ামিয়া নামের মিনিং: আনন্দ জেসমিন ফুল
নিশাত গওহার নামের মিনিং: আনন্দ মুক্তা; নিশাত তাফাননুম নামের মিনিং: আনন্দ উচ্ছাস; নিশাত তামান্না নামের মিনিং: আনন্দ ইচ্ছা; নিশাত তারাননুম নামের মিনিং: আনন্দ গুঞ্জরণ; নিশাত তাহিয়াত নামের মিনিং: আনন্দ অভিবাদন; নিশাত নাওয়ার নামের মিনিং: আনন্দ ফুল; নিশাত নাওয়াল নামের মিনিং: আনন্দ উপহার; নিশাত নাবিলাহ নামের মিনিং: আনন্দ ভদ্র; নিশাত নাবিলাহ নামের মিনিং: ভদ্র; নিশাত নায়েলা নামের মিনিং: আনন্দ অর্জনকারিনী; নিশাত নুজহাত নামের মিনিং: আনন্দ প্রফুল্ল
নিশাত ফরহাত নামের মিনিং: আনন্দ উল্লাস; নিশাত মাশিয়াত নামের মিনিং: আনন্দ বা উল্লাস; নিশাত মাশিয়াত নামের মিনিং: আনন্দ বা উল্লাস; নিশাত মুনাওয়ারা নামের মিনিং: আনন্দ দিপ্তীমান; নিশাত রাবাব নামের মিনিং: আনন্দ সাদা মেঘ; নিশাত রাবিয়াহ নামের মিনিং: আনন্দ বাগান; নিশাত রায়হানা নামের মিনিং: আনন্দ সুগন্ধী ফুল; নিশাত রিমা নামের মিনিং: আনন্দ সাদা হরিণ; নিশাত রুম্মান নামের মিনিং: আনন্দ ডালিম; নিশাত লুবনা নামের মিনিং: আনন্দ বৃক্ষ
নিশাত শাদাফ নামের মিনিং: আনন্দ ঝিনুক; নিশাত শামা নামের মিনিং: আনন্দ প্রদীপ; নিশাত সাইয়ারা নামের মিনিং: আনন্দ সুস্থ; নিশাত সালমা নামের মিনিং: আনন্দ প্রশান্ত; নিশাত সালসাবিল নামের মিনিং: আনন্দ বেহেশতী ঝর্ণা; নিশাত সিমা নামের মিনিং: আনন্দ কপাল; নিশাত সুবাহ নামের মিনিং: আনন্দ প্রভাত; নিশাদ সাইদা নামের মিনিং: আনন্দ নদী; নিসা নামের মিনিং: একটি মহিলার চরম সারাংশ; নীপা নামের মিনিং: কদম্ব; নীপা নামের মিনিং: কদম্ব; নীলা নামের মিনিং: নীল রং
নীলিমা নামের মিনিং: নীল আকাশ; নীলুফার বা নিলুফা নামের মিনিং: পদ্ম; নীলূফা নামের মিনিং: পদ্ম; নীলূফার বা নিলুফা নামের মিনিং: পদ্ম; নুজহাত তাবাসসুম নামের মিনিং: প্রফুল্ল হাসি; নুদার নামের মিনিং: স্বর্ণ; নুরা নামের মিনিং: উপযুক্ত, মনোযোগী, স্বাভাবিক, আধুনিক, ভাগ্যবান; নুসরাত নামের মিনিং: সাহায্য; নুসাইফা নামের মিনিং: ইনসাফ; নূসরাত নামের মিনিং: সাহায্য; নৌশিন নামের মিনিং: একটি সহজ মিষ্টি অল্প বয়স্ক মেয়ে
প দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | P দিয়ে মেয়েদের ইসলামিক নাম
প সাহায্য গঠিত Meyeder Islamic Name Bangla নামগুলোর তালিকা নিচে ছকের সাহায্যে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
পরমা | Parma | উৎকৃষ্ট বা উত্তম |
পলি | Poli | নরম মাটির স্তর |
পাপিয়া | Papia | নাইটিংগল বা কোকিল জাতীয় সুকণ্ঠ পাখী |
পারভীন | Parveen | দ্বীপ্তিময় তারা |
পিয়ালি | Piyali | এক ধরনের গাছ |
প বর্ণটি দ্বারা শুরু হওয়া অন্যান্য Meyeder Islamic Name Bangla নাম গুলো হল-
পপি এর মিনিং- পোস্তদানা এক ধরনের ফুল বা আফিম গাছ; পরী এর মিনিং- অতিসুন্দরী নারী বা নিখুত সুন্দরী নারী; পাপড়ি এর মিনিং- পাতার মত ফুলের কোমল অংশ বা চোখের পাতা; পায়েল এর মিনিং- নূপুর বা ঘুঙুর; পারভেজ এর মিনিং- বিজয়; পুষ্প এর মিনিং- ফুল; পূরবী বা পুরবী এর মিনিং- সঙ্গীত ; পূর্ণিমা এর মিনিং- পরিপূর্ণ চাঁদ; প্রত্যাশা এর মিনিং- আশা বা কামনা; প্রভাতী এর মিনিং- সকাল; প্রীতি এর মিনিং- ভালবাসা বা প্রেম বা দয়া বা আদর বা স্নেহ
ফ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | F দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ফ বর্ণটি দ্বারা শুরু হওয়া Meyeder Islamic Name Bangla নামগুলো নিচে তালিকা বদ্ধ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
ফারজানা | Farzana | জ্ঞানী |
ফজিলাতুন | Fazilatun | অনুগ্রহ কারীনি |
ফরিদা | Farida | অনুপম |
ফরিহা | Fariha | জ্ঞানী |
ফসিদা | Fasida | চারুবাক |
ফ বর্ণটি দ্বারা শুরু হওয়া আরো কিছু Meyeder Islamic Name Bangla নামের তালিকা নিচে উল্লেখ করা হলো।
ফকিরা নামের অর্থ- সুখ বোঝায় এমন একটি ক্লাসিক নাম; ফাতিন নামের অর্থ- চিত্তাকর্ষক চোখযুক্ত একটি মেয়ে; ফাতিমা নামের অর্থ- একটি আধুনিক এবং সাধারণ নাম, যা নবীর মেয়ের নাম; ফাতেহা নামের অর্থ- আরম্ভ বা শুরু; ফাদিলা নামের অর্থ- উদারতার গুণাবলীর সঙ্গে জন্ম হয়েছে যার; ফাবিহা বুশরা নামের অর্থ- অত্যন্ত ভাল শুভ নিদর্শন; ফারজিন নামের অর্থ- দাবা খেলার উজির কে বুঝায়; ফারযানা নামের অর্থ- কৌশলী; ফারহা নামের অর্থ- অত্যন্ত ভাল
ফারহাত নামের অর্থ- আনন্দ; ফারহানা নামের অর্থ- আনন্দিতা; ফারহিন নামের অর্থ- সুখী বা আনন্দিত; ফারিদা নামের অর্থ- একটি মেয়ে যে সবচেয়ে মূল্যবান; ফারিয়া নামের অর্থ- আনন্দ; ফারিহা নামের অর্থ- সুখি; ফার্বিহা নামের অর্থ- শুভ; ফাহমিদা নামের অর্থ- বুদ্ধিমতি; ফাহিমা নামের অর্থ- বুদ্ধিমতী; ফায়জা নামের অর্থ- একটি মহিলা যিনি সবসময় বিজয় ফিরিয়ে এনেছে
ফায়রোজ নামের অর্থ- ফিরোজা রঙের সুন্দর সেড দ্বারা অনুপ্রাণিত; ফিদা নামের অর্থ- উৎসর্গ; ফিরোজা নামের অর্থ- মূল্যবান পাথর; ফুরাত নামের অর্থ- জলের মিষ্টি স্বাদ; ফেরদাউস নামের অর্থ- বেহেশতের নাম; ফেরোজা নামের অর্থ- ফিরোজা রঙের শীতল প্রকৃতি; ফারিয়া নামের অর্থ- একটি মহিলার মুখকে বিভূষিত করে যে হাসি
ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | B দিয়ে মেয়েদের ইসলামিক নাম
যে সকল Meyeder Islamic Name Bangla নামের শুরুতে ব বর্ণটি রয়েছে তার নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
বকুল | Bakul | ফুলের নাম |
বদর | Bodor | পূর্ণিমার চাঁদ |
বদরুন নাহার | Badrun Nahar | চাঁদের আলোর দিন |
বদরুন্নেসা | Bodrunnesa | পূর্ণিমার চাঁদ তুল্য মহিলা |
বশীরা | Bashira | উজ্জ্বল |
ব বর্ণটি দ্বারা শুরু হওয়া আরো কিছু Meyeder Islamic Name Bangla নাম হলো-
বারীরা নামের অর্থ- উপকারী বা সাহাবীয়ার নাম; বারীয়া নামের অর্থ- নির্দোষ বা নিরপরাধ; বারীয়া তাহসীন নামের অর্থ- উপকারী সুন্দর; বালীগা নামের অর্থ- প্রাঞ্জল ভাষিণী; বাশমিনা নামের অর্থ- একটি হাসি সংক্রামকতা; বাশশতি শামা নামের অর্থ- প্রানোচল প্রদীপ; বাশাশাত নামের অর্থ- প্রানোচ্ছলতা; বাশাশাত শামা নামের অর্থ- প্রানোচ্ছল প্রদীপ; বাশীরাহ নামের অর্থ- উজ্জ্বল; বদ্রীয়া নামের অর্থ- একটি পূর্ণ চাঁদের অনুরূপ একটি মহিলা; বাসসাম নামের অর্থ- মৃদু হাসিমুখ
আরো পড়ুনঃ বিস্তারিত - আরশের নিচে ছায়া সংক্রান্ত হাদিস আল্লাহর ছায়া
বাসীমাহ নামের অর্থ- হাস্যোজ্জল; বাসীমাহ মারইয়াম নামের অর্থ- হাস্যোজ্জল কুমারী; বাসেরা নামের অর্থ- দৃষ্টি শক্তি বা প্রথ্যক্ষ কারিনী; বাসেরা খাতুন নামের অর্থ- প্রত্যক্ষকারিনী মহিলা; বাসেলাহ নামের অর্থ- বীরাঙ্গনা; বাসেলাহ নামের অর্থ- বীরাঙ্গনা (মেয়েদের ইসলামি নাম ব দিয়ে) ; বাহমিন নামের অর্থ- জীবনের উত্থানের একটি উদীয়মান বসন্ত; বাহা নামের অর্থ- আলো, দুই অক্ষরের মেয়ে শিশুর নাম; বাহার নামের অর্থ- বসন্ত কাল; বাহীজা নামের অর্থ- সুন্দরী চিত্তা কর্ষক
বিজলী বা বিজলি নামের অর্থ- বিদ্যুৎ বা আলো; বিনত নামের অর্থ- বালিকা; বাটুল নামের অর্থ- শান্ত, নীরব, এবং পবিত্র একজন মহিলা; বাতুল নামের অর্থ- তপস্বী বা সৃষ্টিকর্তার প্রতি অনুগত বা ধার্মিক কুমারী; বিনি নামের অর্থ- বিনা, দুই অক্ষরের মেয়ে শিশুর নাম; বিনিতা নামের অর্থ- বিনয়ন্বতি; বিপাশা নামের অর্থ- নদী; বিভা নামের অর্থ- আলো, দুই অক্ষরের মেয়ে শিশুর নাম
বির্নিতা নামের অর্থ- বিনয়ম্বতি; বিলকীস বা বিলকিস নামের অর্থ- দেশের রাণী; বিলীস বা বিলকিস নামের অর্থ- দেশের রাণী; বুকাইরাহ নামের অর্থ- প্রাচীন ঐতিহ্য বর্ণনাকারী একটি জনপ্রিয় রেফারেন্স; বুছাইনা নামের অর্থ- সুন্দরী স্ত্রীলোক; বুবায়রা নামের অর্থ- সাহাবীয়ার নাম বা পুণ্যবতী; বুরাইদা নামের অর্থ- বাহক বা ছোট চাদর; বুশরা নামের অর্থ- সুসংবাদ বা শুভ নিদর্শন
ভ দিয়ে মেয়েদের নামের তালিকা
যে সকল Meyeder Islamic Name Bangla নামের শুরুতে ভ বর্ণটি রয়েছে সেগুলো নিচের তালিকায় উল্লেখ করা হলো-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
ভগিহা | Bhagiha | সংক্ষেপে |
ভস্তি | Vasti | শাশ্বত শুদ্ধি বা উদারতা |
ভরিশা | Bharisha | সুখ |
ভ বর্ণটি দ্বারা শুরু হওয়া আরো কিছু সুন্দর সুন্দর নাম হলো-
ভানিজা মানে- কিউট; ভারদা মানে- বৃদ্ধি বা একটি দেবতা বা একটি নদী; ভাফা মানে- বিশ্বস্ত বা ফেরেশতা; ভার্দা মানে- গোলাপ; ভারিশা মানে- বৃষ্টি বা বর্ষাকাল বা আলোকসজ্জা; ভার্নিস মানে- সত্য চিত্র বা ভিক্টোরি ব্রিংগার; ভাসিমা মানে- স্বাধীন বা করুণাময় বা বেশ; ভাল্লি মানে- লতা বা হালকা করা বা পৃথিবী; ভাসিমা মানে- ফুল; ভাহেদা মানে- সুন্দর বা অনন্য; ভাহিদাহ মানে- আত্মা বা অনন্য; ভিওন মানে- আল্লাহের বিশ্বাস; ভিদা মানে- জীবন বা জ্ঞান বা পাওয়া বা স্পষ্ট
ভিজা মানে- নদী; ভিনিহা মানে- সুন্দর বা অনন্য; ভাজিহা মানে- বিশিষ্ট বা বিশিষ্ট; ভিশিতা মানে- গোধূলি; ভিস্তা মানে- ফাইন্ডার; ভাজিরা মানে- মন্ত্রী বা সহকারী; ভিশ্বন্যা মানে- সার্বজনীন; ভিহানা মানে- উড়ন্ত উঁচু বা ভোর; ভেগা মানে- পতনশীল নক্ষত্র; ভীদা মানে- জীবন বা পাওয়া গেছে বা স্পষ্ট বা অল্প; ভেজনা মানে- বসন্ত বা বসন্তের দেবী; ভ্যালিকা মানে- বিশ্বাসযোগ্য; ভেরোনিকা মানে- বিজয় বা সৎ চিত্র বা সত্য চিত্র
ম দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ = m দিয়ে মেয়েদের ইসলামিক নাম
যে সকল Meyeder Islamic Name Bangla নামের শুরুতে ম বর্ণটি রয়েছে তাদের একটি তালিকা নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
মজিদা | Majida | যে খুবই উজ্জ্বল |
মনিরা | Monira | জ্ঞানী |
মমতাজ | Mumtaz | উন্নত |
মহা | Moha | এটি একটি বিরল মণি |
ম দিয়ে শুরু হওয়া আরো কিছু Meyeder Islamic Name Bangla হলো-
মাইয়াদা নামের অর্থ- যে দুলে দুলে হাঁটতে পছন্দ কর; মাইসারা নামের অর্থ- যে খুবই সমৃদ্ধশালী একজন; মাইস্যরা নামের অর্থ- যে সব সময়ে জয় করে সব কিছুতে; মাওহিবা নামের অর্থ- যিনি সৃষ্টিকর্তা প্রদত্ত উপহার; মাওহুবা নামের অর্থ- এই নারীর নামের অর্থ হল পুরস্কার; মাকসুদা নামের অর্থ- যার দ্বারা পূর্বনির্দিষ্ট ভাব বোঝানো হয়েছে; মাকারিমা নামের অর্থ- যে খুবই ভালো চরিত্রের মানুষ; মাক্কিয়াহা নামের অর্থ- যে মক্কাতে জন্মগ্রহণ করেছে; মাছুরা নামের অর্থ- নল
মল্লিকা নামের অর্থ- সমস্ত মানবজাতির রাজকীয় রাণী; মাজদিয়াহা নামের অর্থ- যে খুবই সুন্দর দেখতে; মানযুরাহ নামের অর্থ- কোনো কিছু মঞ্জুর হওয়াকে বোঝায়; মানসুরাহ নামের অর্থ- যে নারী আল্লাহর সমর্থক এবং বিজয়ী; মানহা নামের অর্থ- যাকে আল্লাহ উপহার স্বরূপ জন্ম দিয়েছে; মানারীহা নামের অর্থ- যে আলো রুপে সবাইকে দিশা দেখায়; মানালাইয়া নামের অর্থ- যে খুবই সাফল্য লাভ করেছে সবসময়; মানুবা নামের অর্থ- যে সব সময়ে ভাগ করে নিতে পছন্দ করেন
মাফরুশাত নামের অর্থ- কার্ণিকার; মাবশূ রাহ নামের অর্থ- অত্যাধিক সম্পদ শালীনী; মামুনা নামের অর্থ- যে খুবই সৎ মনের; মায়মুনা নামের অর্থ- ভাগ্যবতী; মায়মুনাহা নামের অর্থ- যে ধন্য; মায়সুনহা নামের অর্থ- যে খুবই গর্বের সাথে চলাফেরা করে; মায়ামিন নামের অর্থ- আশীর্বাদপ্রাপ্ত; মাযাহা নামের অর্থ- যে যুদ্ধে অংশ গ্রহণ করেছিল; মারজানা নামের অর্থ- মুক্তা; মারমারা নামের অর্থ- এক মার্বেল পাথরকে বোঝানো হয়েছে; মারামী নামের অর্থ- যার অনেক ইচ্ছে আছে
মারিদাহা নামের অর্থ- যে ক্রীতদাস ছিল বহুদিন যাবৎ; মারিহা নামের অর্থ- যে খুবই আনন্দদান করতে খুবই ভালোবাশে; মারুফা নামের অর্থ- যিনি খুবই বিখ্যাত এমন একজন; মালাকা যিনি পরীর মতো সুন্দর দেখতে; মালিকাহা নামের অর্থ- যে শাসক হিসাবে পরিচিত সবসময়; মালিহা নামের অর্থ- সুন্দরি; মালিহাহ নামের অর্থ- যিনি দেখতে খুবই পবিত্র ও সুন্দরী; মাশকুরা নামের অর্থ- কৃতজ্ঞতাপ্রাপ্ত; মাসতুরা নামের অর্থ- যে খুবই লুকানো স্বভাবের; মাসাহির নামের অর্থ- প্রাচীন আরবী নাম
মাসাহী নামের অর্থ- যাকে হীরের টুকরো বোঝানো হয়েছে; মাসুণী নামের অর্থ- যে খুব ভালো রক্ষাকারী হিসাবে পরিচিত; মাসুদা নামের অর্থ- যে খুবই ভাগ্যবতী এমন একজন; মাসুমা নামের অর্থ- যে খুবই সাধারণ স্বভাবের; মাসূদা নামের অর্থ- সৌভাগ্যবতী; মাহজুজা নামের অর্থ- ভাগ্যবতী; মাহতরাত নামের অর্থ- সম্মিলিত; মাহবুবা নামের অর্থ- প্রেমিকা; মাহমুদা নামের অর্থ- প্রশংসিতা; মাহাসানাত নামের অর্থ- সতী-সাধবী; মাহিয়া নামের অর্থ- নিবারণকারীনি
মাহিরা নামের অর্থ- একটি মেয়ে যে কানায় কানায় প্রাণবন্ত; মাহেরা নামের অর্থ- নিপুনা; মায়সা নামের অর্থ- আত্মবিশ্বাসীভাবে হাঁটে এমন একটি মহিলা; মিনা নামের অর্থ- স্বর্গ; মিরাহা নামের অর্থ- যে সরবরাহ করে থাকে কোনো জিনিস; মিসবাহা নামের অর্থ- যে আলোর উৎস রুপে পরিচিত; মুইদা নামের অর্থ- যে শিক্ষিকা; মুইদাহ নামের অর্থ- এই শব্দ দ্বারা শিক্ষিকা বোঝানো হয়েছে; মুইনাহা নামের অর্থ- এক মহিলা যে সাহায্য করে এমন একজন; মুকবালা নামের অর্থ- যে হাদীথ এর অনুগত একজন; মুকাইদাসা নামের অর্থ- যে খুবই বিখ্যাত শিল্পী
মুকাদ্দাসা নামের অর্থ- যে খুবই পবিত্র; মুক্সিনহা নামের অর্থ- যে খুবই দানশীল; মুখতারী নামের অর্থ- যে খুবই স্বাধীন প্রকৃতির; মুখলিসা নামের অর্থ- যে খুবই ভালো মনের মানুষ; মুঘিরাহা নামের অর্থ- যে হাদীথ এর অনুগত একজন; মুঘিসাহা নামের অর্থ- যে অন্যকে সাহায্য করে; মুজবা নামের অর্থ- যে উত্তরদাতা হিসাবে পরিচিত; মুজাহিদা নামের অর্থ- যে খুবই কষ্ট করে;
মুতাহাররিফাত নামের অর্থ- অনাগ্রহী; মুতাহাসসিনাহ নামের অর্থ- উন্নত; মুনজিয়াহা নামের অর্থ- যে কাউকে বাঁচিয়েছে; মুনাওয়ারা নামের অর্থ- যে আলোয় সম্পূর্না; মুনিরা নামের অর্থ- খুবই উজ্বল এবং বুদ্ধিমান এমন একজন নারী; মুনিহা নামের অর্থ- যে ক্রীতদাসী ছিল; মুন্নাবারী নামের অর্থ- যে খুবই উজ্জ্বল প্রকৃতির; মুফিদা নামের অর্থ- যার দ্বারা ব্যবহার করা কিছু বোঝানো হয়; মুফিয়াহ নামের অর্থ- যিনি আল্লাহর প্রতি অনুগত; মুবতাহিজাহ নামের অর্থ- উৎফুল্লতা
মুবারাকা নামের অর্থ- এম ন এক মহিলা যে ধন্য এমন একজন; মুবীনা নামের অর্থ- সুষ্পষ্ট; মুমতাজ নামের অর্থ- মনোনীত; মুমতাজানা নামের অর্থ- যিনি কিছুটা মুমতাজ এর মতো ছিল; মুমিনহা নামের অর্থ- যে খুবই ধর্মকে বিশ্বাস করে এমন একজন; মুমিনা নামের অর্থ- যাকে মন থেকে বিশ্বাস করা; মুয়াজ্জামা নামের অর্থ- যে খুবই শ্রদ্ধানিও; মুয়াস্যারা নামের অর্থ- যে অনেক সফল; মুরদিয়াহা নামের অর্থ- যে শুধু মাত্র একজনকেই পছন্দ করে; মুরশিদাহা নামের অর্থ- যে দেখাশোনা করে থাকে
মুরশীদা নামের অর্থ- পথর্শিকা; মুর্শিদা নামের অর্থ- নেত্রী রুপে পরিচিত; মুশফিরাহা নামের অর্থ- যে খুবই উজ্জ্বল মুখশ্রীর অধিকারী; মুশরাফা নামের অর্থ- যে খুবই সৎ মনোভাবের হয়; মুসলিমা নামের অর্থ- মুসলিম ধর্মের প্রদর্শক; মুসাদ্দিকা যে সত্য কে নিশ্চিত করে থাকে; মুসাহা নামের অর্থ- হাদীথ এর অনুগত এমন একজন মহিলা; মুসীরা নামের অর্থ- যে ভালো দিশা দেখাতে সক্ষম; মুস্তীয়ানাহা নামের অর্থ- যে সাহায্যের জন্য পার্থনা করে; মুহজা নামের অর্থ- এই শব্দের অর্থ হল আত্মা
মুহতারামাত নামের অর্থ- সম্মানিতা; মুহতারিযাহ নামের অর্থ- সাবধানতা অবলম্বন কারিনী; মুহরা নামের অর্থ- যে খুব সুন্দরী; মুহসিনাত নামের অর্থ- অনুগ্রহ কারিনী; মুহসিনাত নামের অর্থ- অনুগ্রহ; মুহা নামের অর্থ- যে আব্দুল্লা এর একমাত্র কন্যা; মুহাব্বাতা নামের অর্থ- এই নারী নামের অর্থ হল ভালোবাসা; মেহজাবিন নামের অর্থ- সুন্দরি; মেহরিশ নামের অর্থ- সুঘ্রাণ বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়েছে; মেহার নামের অর্থ- প্রকৃতিতে অনুগ্রহপূর্বক কেউ; মেহের অঙ্গিজা নামের অর্থ- যে প্রভাব সৃষ্টি করতে পারে
মেহেরিন নামের অর্থ- দয়ালু; মোবারাকা নামের অর্থ- কল্যাণীয়; মোবাশশিরা নামের অর্থ- সুসংবাদ বাহী; মোহসিনা নামের অর্থ- যে খুবই দয়াশীল প্রকৃতির হয়; মওয়াজুমা নামের অর্থ- জন্ম শুক্রবার; মকবুলা নামের অর্থ- গৃহীত, স্বীকৃত; মক্কা নামের অর্থ- আরবের একটি শহর; মজগান নামের অর্থ- চোখের দোররা; মজন নামের অর্থ- বৃষ্টি সহ্যকারী মেঘ; মজনীন নামের অর্থ- সোনার ঝলমলে; মজল নামের অর্থ- পরিসীমা, সুযোগ; মজলিন্দা নামের অর্থ- জন্ম মে মাসে
মজিথা নামের অর্থ- গড স্টার; মজিদা নামের অর্থ- খুবই উঁচু সম্প্রদায়ের এক মহিলা; মজিদাহ নামের অর্থ- গৌরবময়, শক্তিশালী, অসাধারণ; মঞ্জিমা নামের অর্থ- মস্তিষ্কের সাথে সৌন্দর্য; মঞ্জিলা নামের অর্থ- সৌন্দর্য, উদারতা, ভালবাসা; মঞ্জুমা নামের অর্থ- মস্তিষ্কের সাথে সৌন্দর্য; মঞ্জুরা নামের অর্থ- ভালবাসা; মঞ্জুরাহ নামের অর্থ- দেখা, দৃশ্যমান, প্রত্যাশিত; মঞ্জুরি নামের অর্থ- ভালবাসা; মণ্ডল নামের অর্থ- সুগন্ধি কাঠ; মতিনা নামের অর্থ- শক্তিশালী মহিলা
মতিনাহ নামের অর্থ- দৃঢ়, কঠিন, দৃঢ় প্রতিজ্ঞ; মতিয়া নামের অর্থ- শুভতার চূড়া; মথওয়া নামের অর্থ- বাড়ি, বাসস্থান; মথলা নামের অর্থ- অনুকরণীয়, মডেল, আদর্শ; মথাবৎ নামের অর্থ- শরণার্থী, অবলম্বনের স্থান; মদনিয়া নামের অর্থ- নাম মদিনা থেকে; মদিনা নামের অর্থ- আরবের একটি শহর; মদিয়া নামের অর্থ- উচ্চ টাওয়ার, মগডালার মহিলা; মধিনা নামের অর্থ- হাই টাওয়ার থেকে; মধুরাম নামের অর্থ- মাধুর্য, সুন্দর; মধ্যহুলা নামের অর্থ- শান্তি, উদারতা
মনতাশ নামের অর্থ- মূল্যবান; মনফা নামের অর্থ- উপকার; মনসুরা নামের অর্থ- সহায়তাকারী, বিজয়ী, সমর্থিত; মনসুরাত নামের অর্থ- বিজয়ী; মনসুরাহ নামের অর্থ- বিজয়ী, সমর্থক, বিজয়ী; মনি নামের অর্থ- বুদ্ধিমান, সুন্দর, সুন্দরভাবে; মনিক নামের অর্থ- বিজ্ঞ, পরামর্শদাতা, উপদেষ্টা, একা; মনিজা নামের অর্থ- বিশুদ্ধ, পবিত্র, স্টাইলিশ; মনিজেহ নামের অর্থ- একজন মহিলার গহনা; মনিটা নামের অর্থ- ফেরেশতা; মনিফা নামের অর্থ- আমি লাকি, লাকি লেডি
মনিবা নামের অর্থ- পুণ্যময়, আল্লাহর কাছে অনুতপ্ত; মনির নামের অর্থ- উজ্জ্বল; মনিরh নামের অর্থ- উজ্জ্বল; মনিরা নামের অর্থ- জ্ঞানী; মনিরেহ নামের অর্থ- উজ্জ্বল, মনিরের রূপ; মনিহা নামের অর্থ- সুন্দর; মনীষা নামের অর্থ- জ্ঞানী, ইচ্ছার দেবী; মনু নামের অর্থ- নরম, বেশ, মিষ্টি; মন্টাহা নামের অর্থ- চরমতা; মন্টিশা নামের অর্থ- মন; মন্তশা নামের অর্থ- নির্দিষ্ট কাঠের প্রভু, মূল্যবান; মন্তশাহ নামের অর্থ- মূল্যবান, নির্দিষ্ট কাঠের প্রভু; মন্তেশা নামের অর্থ- ইচ্ছা
মফতুহা নামের অর্থ- বিজয়ী; মফিদা নামের অর্থ- উপকারী, প্রয়োজনীয়; মবসিম নামের অর্থ- হাসির জায়গা; মমতা নামের অর্থ- সম্পত্তি, ধন, সুবাস, মৃদুমন্দ বাতাস; মমতাজ মহল নামের অর্থ- মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী।; মমতাজ নামের অর্থ- শাহজাহানের স্ত্রী; মমতাজা নামের অর্থ- বিশুদ্ধ, সুন্দর, চমৎকার; মমতাজাহ নামের অর্থ- চমৎকার, ব্যতিক্রমী, জাঁকজমকপূর্ণ; মমতাহিনা নামের অর্থ- পরীক্ষক; মমশাদ নামের অর্থ- সর্বদা সুখী বা সুন্দর; মমিনা নামের অর্থ- বিশ্বস্ত, সত্যি বিশ্বাসী
ময়দা নামের অর্থ- কন্যা, কুমারী, মগডালার মহিলা; ময়দান নামের অর্থ- এরিনা, আঙ্গিনা, বর্গক্ষেত্র, প্লাজা; ময়না নামের অর্থ- একটি পাখি; ময়েদা নামের অর্থ- স্বর্গের ফল; মরভরিদ নামের অর্থ- মুক্তা; মরভারিদ নামের অর্থ- মুক্তার মত; মরসাল নামের অর্থ- ফুল; মরিয়ম নামের অর্থ- তিক্ততার সাগর, মেরির রূপ; মরিয়মা নামের অর্থ- রাজকুমারী, দয়ালু; মরিয়া নামের অর্থ- প্রিয়, সুন্দর, , বিশুদ্ধতা; মরিয়াম্মা নামের অর্থ- ডালিম; মর্জিনা নামের অর্থ- স্বর্ণ, লিটল পার্ল
মর্জেনা নামের অর্থ- ছোট মুক্তা, সোনা; মল্লিকা নামের অর্থ- রাণী, জুঁই; মল্লু নামের অর্থ- মগডালার; মশমুল নামের অর্থ- অন্তর্ভুক্ত, চাওয়া, পরে; মশারা নামের অর্থ- মৌচাক কোষ; মহজিন নামের অর্থ- নক্ষত্র, সাহায্য করার আইন; মহর নামের অর্থ- যৌতুক; মহরিমা নামের অর্থ- চাঁদ; মহরুফা নামের অর্থ- বিখ্যাত; মহরোশ নামের অর্থ- চাঁদের টুকরা, আনন্দদায়ক; মহলেঘা নামের অর্থ- চাঁদের মুখ; মহসানা নামের অর্থ- সৎ, পুণ্যবান, সুরক্ষিত; মহসিন নামের অর্থ- ভদ্র, মানবিক, সহায়ক
মহসিনা নামের অর্থ- কল্যাণকর, কল্যাণকর; মহা নামের অর্থ- গাজেল, বন্য গরু; মহাজবিন নামের অর্থ- বুদ্ধিমান; মহাজবীন নামের অর্থ- বুদ্ধিমান, চাঁদের আলো; মহাজমা নামের অর্থ- শ্রদ্ধাশীল; মহাজাবীন নামের অর্থ- সুন্দর; মহাজেরা নামের অর্থ- লেডি রিফিউজি; মহাদ নামের অর্থ- যে অন্যকে সান্ত্বনা দেয়; মহানুর নামের অর্থ- চাঁদের আলো; মহানূর নামের অর্থ- চাঁদ, প্রভু বা আল্লাহের আলো; মহাফুজা নামের অর্থ- সুরক্ষিত, পাহারা দেওয়া; মহাফ্রীন নামের অর্থ- শোভিত, শোভিত
মহাব্বত নামের অর্থ- ভালবাসা, স্নেহ; মহাব্বাহ নামের অর্থ- ভালবাসা, স্নেহ; মহালফা নামের অর্থ- প্রতিপক্ষ; মহালা নামের অর্থ- সাহসী; মহালার নামের অর্থ- আমুনের প্রিয়; মহালাহ নামের অর্থ- টেন্ডার স্নেহ, রোগ; মহালিয়া নামের অর্থ- স্নেহ, দরপত্র; মহাশোলিন নামের অর্থ- অনন্য সুন্দর; মহাসিন নামের অর্থ- সৌন্দর্য, আকর্ষণ, গুণ, গুণ; মহাসেন নামের অর্থ- সৌন্দর্য, ভালো যোগ্যতা বা কাজ; মহাস্তি নামের অর্থ- চাঁদের সত্তা; মহিদিন নামের অর্থ- বিশ্বাসকে পুনরুজ্জীবিত করা
মহিদুর নামের অর্থ- অনন্য, প্রতিভাশালী; মহিষা নামের অর্থ- বিশ্ব, মাহির অনুরূপ; মহুয়া নামের অর্থ- একটি নেশা ফুল; মহুলh নামের অর্থ- টকটকে, অত্যন্ত সুন্দর; মহেনূর নামের অর্থ- চাঁদ; মহেমুদা নামের অর্থ- প্রশংসনীয়; মহেশা নামের অর্থ- বিশ্ব; মহোর নামের অর্থ- প্রাচীন মুদ্রা; মাআরিফা নামের অর্থ- মুখ, বৈশিষ্ট্য, মুখ; মাইকাইয়া নামের অর্থ- রাজা আবিজার মা; মাইগেনা নামের অর্থ- চাঁদ ফিরছে; মাইজল নামের অর্থ- সততা; মাইজা নামের অর্থ- আল্লাহের উপহার, বিচক্ষণ
মাইজাহ নামের অর্থ- বিচক্ষণ; মাইতা নামের অর্থ- উদার; মাইথা নামের অর্থ- উর্বর উদ্যান; মাইদাহ নামের অর্থ- অবিবাহিত মহিলা, তরুণ; মাইনু নামের অর্থ- মূল্যবান পাথর, একটি রত্ন; মাইমন নামের অর্থ- ঠিক, ডান পক্ষ; মাইমুন নামের অর্থ- শুভ, সমৃদ্ধ, ভাগ্যবান; মাইমুনা, মায়মুনাহ নামের অর্থ- শুভ, ধন্য, নবীর স্ত্রী; মাইমুনা নামের অর্থ- শুভ, ধন্য, নিরাপদ; মাইমুনাহ নামের অর্থ- নবী মুহাম্মদের স্ত্রী; মাইমোনা নামের অর্থ- রোগী; মাইমৌনা নামের অর্থ- ভাগ্যবান
মাইয়ী নামের অর্থ- চাকর, দাস; মাইয়েশা নামের অর্থ- জীবন আশীর্বাদ, চমৎকার জীবন; মাইরা নামের অর্থ- অ্যাটলাসের কন্যা; মাইরিন নামের অর্থ- স্টার অব দ্য ইজী, ফর্ম অফ মরিন; মাইরিনা নামের অর্থ- আমুনের প্রিয়, লিটল মেরি; মাইলিহা নামের অর্থ- সুন্দর; মাইশা নামের অর্থ- চাঁদের আলো; মাইস নামের অর্থ- গর্বিত; মাইসা নামের অর্থ- গর্ব করে হাঁটা; মাইসারা নামের অর্থ- সহজ, আরাম; মাইসারাহ নামের অর্থ- সম্পদ, ঐশ্বর্য, সহজতা; মাইসুন নামের অর্থ- সুন্দর চেহারা এবং শরীরের
মাইসুরা নামের অর্থ- সহজ, সফল, ভাগ্যবান; মাউইজা নামের অর্থ- নির্দেশনা, উৎসাহের বাণী; মাউইয়াহ নামের অর্থ- প্রাচীন আরবি নাম; মাওফা নামের অর্থ- অনুগত, বিশ্বস্ত; মাওমাহ নামের অর্থ- বিরাট সাফল্য; মাওয়া নামের অর্থ- স্বর্গ, অভয়ারণ্য, শরণার্থী, আশ্রয়; মাওয়াজিন নামের অর্থ- ভারসাম্য, দাঁড়িপাল্লা; মাওয়াডা নামের অর্থ- স্নেহ, সদিচ্ছা; মাওয়াদ্দা নামের অর্থ- বন্ধুত্ব, ঘনিষ্ঠতা, স্নেহ; মাওয়াদ্দাহ নামের অর্থ- স্নেহ, ভালবাসা, বন্ধুত্ব; মাওয়ার নামের অর্থ- গোলাপ
মাওয়ারা নামের অর্থ- সুপিরিয়র; মাওয়াহ নামের অর্থ- ভালবাসা, বন্ধুত্ব, স্নেহ; মাওয়াহিব নামের অর্থ- প্রতিভা; মাওসিম নামের অর্থ- মৌসম, সময়, উৎসবের দিন; মাওসুফা নামের অর্থ- বর্ণনার যোগ্য; মাকনুন নামের অর্থ- সুরক্ষিত, আচ্ছাদিত; মাকবুলাহ নামের অর্থ- গৃহীত, অনুমোদিত; মাকরামাহ নামের অর্থ- উদারতা, দাতা, সম্মান; মাকরুমাহ নামের অর্থ- ভালো কর্ম, উদার; মাকসুদা নামের অর্থ- অভিপ্রেত, নির্ধারিত; মাকসুরা নামের অর্থ- ভাঙা; মাকসুরাত নামের অর্থ- বিশুদ্ধ
মাকাই নামের অর্থ- সমুদ্রের দিকে বা দিকে; মাকায়রা নামের অর্থ- দিনের আলো; মাকারিম নামের অর্থ- ভালো এবং সম্মানজনক চরিত্রের; মাকিন নামের অর্থ- শক্তিশালী, দৃঢ়, সুপ্রতিষ্ঠিত; মাকিনা নামের অর্থ- একজন ক্ষমতাবান মহিলা; মাকিয়াহা নামের অর্থ- সুন্দরী রাণী; মাকো নামের অর্থ- কৃতজ্ঞ, সত্য; মাক্কিয়াহ নামের অর্থ- মক্কা স্থান থেকে; মাখতুমা নামের অর্থ- গায়ক; মাখদুমা নামের অর্থ- পরিবেশন করা হয়েছে; মাগদা নামের অর্থ- হাই টাওয়ার, মেডেন; মাগফিরাহ নামের অর্থ- ক্ষমা
মাগফীরা নামের অর্থ- ক্ষমা, ক্ষমা; মাগরিব নামের অর্থ- পশ্চিম, সূর্যাস্ত; মাঙ্গা নামের অর্থ- খাওয়া, ভবঘুরে; মাছুরা নামের অর্থ- নল; মাজদা, মগদা নামের অর্থ- গৌরবময়; মাজদা নামের অর্থ- আভিজাত্য, গৌরব; মাজদাহ নামের অর্থ- প্রশংসনীয়, প্রশংসনীয়; মাজদিয়া নামের অর্থ- সুন্দর এবং মিষ্টি; মাজদিয়াহ নামের অর্থ- প্রশংসনীয়, প্রশংসনীয়; মাজনা নামের অর্থ- সুন্দর, উজ্জ্বল; মাজনাহ নামের অর্থ- গৌরবময়; মাজরিন নামের অর্থ- উজ্জ্বল; মাজা নামের অর্থ- দারুণ, মহান মা, নার্স
মাজাইদ নামের অর্থ- ক্ষমতা; মাজানা নামের অর্থ- আশ্চর্যজনক জন্য বিশ্ব; মাজালিসা নামের অর্থ- অর্থপূর্ণ অনুষ্ঠান; মাজাহ নামের অর্থ- আমুনের প্রিয়, গর্ভবতী; মাজিদা নামের অর্থ- মহিমান্বিত, ক্ষমতাশালী; মাজিদাহ, মজিদা নামের অর্থ- গৌরবময়; মাজিদাহ নামের অর্থ- মহিমান্বিত, প্রশংসনীয়; মাজিন নামের অর্থ- মেঘ যে বৃষ্টি বহন করে; মাজিনা নামের অর্থ- যিনি কল্পনাপ্রবণ; মাজিয়া নামের অর্থ- শ্রেষ্ঠত্ব, পুণ্য; মাজিয়াহ নামের অর্থ- শ্রেষ্ঠত্ব, মেধা, পুণ্য; মাজীদা নামের অর্থ- গোরব ময়ী
মাজেদা নামের অর্থ- গৌরবময়, সম্মানিত, চিরন্তন; মাজোনি নামের অর্থ- স্নেহ; মাঞ্জা নামের অর্থ- ফুলের গুচ্ছ; মাডা নামের অর্থ- ম্যাডলিনের রূপ; মাডি নামের অর্থ- মৎসকন্যা; মাতানা নামের অর্থ- বর্তমান, উপহার; মাতারা নামের অর্থ- বৃষ্টি, মাতারার বৈকল্পিক; মাতারাহ নামের অর্থ- বৃষ্টি, বৃষ্টির ঝড়; মাতাহির নামের অর্থ- ক্লিনজার, পিউরিফায়ার; মাতিহা নামের অর্থ- প্রশংসনীয়; মাথিনা নামের অর্থ- আল্লাহের দান; মাথিলৈ নামের অর্থ- অনুকরণীয়, মডেল, আদর্শ
মাদানিয়া নামের অর্থ- সভ্য, শহুরে, পালিশ; মাদানিয়াহ নামের অর্থ- সংস্কৃত, সভ্য; মাদার নামের অর্থ- গোলাপ; মাদিনা নামের অর্থ- (সাঃ) এর শহর; মাদিহা, মাদিহা নামের অর্থ- প্রশংসনীয়, প্রশংসনীয়; মাদিহা নামের অর্থ- প্রশংসার যোগ্য; মাদীহা নামের অর্থ- প্রশংসনীয়; মাদেইরা নামের অর্থ- একটি জায়গার নাম; মাদেহা নামের অর্থ- প্রশংসা; মাধাত নামের অর্থ- প্রশংসা, প্রশংসা করছে; মাধিয়া নামের অর্থ- প্রশংসনীয়; মাধিহা নামের অর্থ- প্রশংসার যোগ্য; মান নামের অর্থ- উপহার, বর্তমান, উপকার, উপকার
মানতাশা নামের অর্থ- মূল্যবান, মন; মানতাসা নামের অর্থ- মূল্যবান, নির্দিষ্ট কাঠের প্রভু; মানব নামের অর্থ- শেয়ার করুন; মানশা নামের অর্থ- ইচ্ছা, চুক্তি, রেজোলিউশন; মানসা নামের অর্থ- তৃতীয় জন্ম; মানহা নামের অর্থ- আল্লাহের দান; মানহাম নামের অর্থ- আল্লাহের প্রিয়; মানহাল নামের অর্থ- স্বর্গের দরজা, বসন্ত, ঝর্ণা; মানহেল নামের অর্থ- বিশেষ ফুল; মানা নামের অর্থ- অতিপ্রাকৃত শক্তি, প্রেম, অনুরূপ; মানাজিল নামের অর্থ- চাঁদের পর্যায়; মানানা নামের অর্থ- ধ্যান
মানার নামের অর্থ- পথনির্দেশক আলো; মানার নামের অর্থ- বাতিঘর; মানারা নামের অর্থ- লাইট হাউস, পথনির্দেশক আলো; মানাল, মানাল নামের অর্থ- অর্জন, অর্জন; মানাল নামের অর্থ- পাখি; মানালা নামের অর্থ- অর্জন; মানালিয়া নামের অর্থ- অর্জন; মানাহিল নামের অর্থ- স্বর্গীয়; মানিহা নামের অর্থ- আল্লাহের উপহার; মানী নামের অর্থ- মূল্যবান পাথর; মান্দানা নামের অর্থ- প্রফুল্ল; মান্দিসা নামের অর্থ- মিষ্টি, জোসা থেকে; মান্নাত নামের অর্থ- ইচ্ছা, আল্লাহের কাছে আবেদন; মান্নানা নামের অর্থ- উদার, উদার; মেহা নামের অর্থ- বুদ্ধিমান, বৃষ্টি, তীক্ষ্ণ, মেঘ
য দিয়ে মেয়েদের ইসলামিক নাম এর তালিকা
য বর্ণটি দ্বারা গঠিত Meyeder Islamic Name Bangla এর তালিকা নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
যারিয়া | Zaria | মাধ্যম, উপায় |
যাকেরা | Zakera | স্মকারিণী, মেধা |
যাবীহা | Zabiha | উৎসগী কৃত, কোরবানী |
যাকিয়াহ | Zakiah | তীব্র সুগন্ধী যুক্ত কস্তরী |
য দিয়ে শুরু হওয়া আরো কিছু নাম এখানে উল্লেখ করা হচ্ছে। যেগুলো আপনার নাম নির্ধারণের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছি।
যাকিয়াহ Zakiah বাংলায় অর্থ- বুদ্ধিমতী চালাক; যমযম Zamzam বাংলায় অর্থ- কাবার নিকটস্থ ঐতিহাসিক কূপ; যায়নাব Zainab বাংলায় অর্থ- সুগন্ধী যুক্ত মনোরম বৃক্ষবিশেষ; যাহরা Zahra বাংলায় অর্থ- রূপবতী, ফুটন্ত ফুল; যীবা জেবা Zeba বাংলায় অর্থ- যথার্থ; যাখীরা Zakhera বাংলায় অর্থ- সযত্নে রক্ষিত মাল; যিয়ান Zian বাংলায় অর্থ- অলংকার; যায়তুন Zaitun বাংলায় অর্থ- কোরআনে বর্ণিত একটি ফল; যুলফা Zulfa বাংলায় অর্থ- বাগান
যীরাত Zerat বাংলায় অর্থ- রেশমী কাপড়ের টুকরো; যুহরা Zuhra বাংলায় অর্থ- তারকার নাম; যায়েদা Zaeda বাংলায় অর্থ- অতিরিক্ত; যারীন তাসনিম Zarin Tasnim বাংলায় অর্থ- সোনালী বেহেশতী ঝর্ণা; যারীন আসিয়া Zarin Asia বাংলায় অর্থ- সোনালী স্তম্ভ; যারীন ইয়াসমিন Zanin Yasmin বাংলায় অর্থ- সোনালী হাসনাহেনা; যারীন আনজুম Zarin Anjum বাংলায় অর্থ- সোনালী তাঁরা; যারিয়াত Zariat বাংলায় অর্থ- দমকা বাতাস
যকিযাহ ওয়াসীমাত Zakiah Wasima বাংলায় অর্থ- বুদ্ধিমতী সুন্দরি; যারীন সাদাফ Zarin Sadaf বাংলায় অর্থ- সোনালী ঝিনুক; যারীন সাবাহ Zarin Subdi বাংলায় অর্থ- সোনালী প্রভাত; যারীন রায়হানা Zarin Raihana বাংলায় অর্থ- সোনালী ফুলের মালা; যারীন আতিয়া Zarin Atiya বাংলায় অর্থ- সোনালী উপহার; যারীন গাওহার Zarin Gauhar বাংলায় অর্থ- সোনালী মুক্তা
যেবা সামিহা Jeba Samiha বাংলায় অর্থ- যথার্থ দানশীলা; যেবা মায়মুনা Jeba Maimuna বাংলায় অর্থ- যথার্থ ভাগ্যবতী; যেবা মাসুমা Jeba Masuma বাংলায় অর্থ- যথার্থ নিষ্পাপ; যেবা তাহসিন Jeba Tahsin বাংলায় অর্থ- যথার্থ সুন্দরী; যেবা সাজেদা Jeba Sajida বাংলায় অর্থ- যথার্থ সেজদাকারিণী; যেবা ফাউযিয়াহ Jeba Fawziah বাংলায় অর্থ- যথার্থ সফলতা; যেবা শাহানা Jeba Sahana বাংলায় অর্থ- সুন্দরী রাজকুমারী
যাকিয়া তহিরা Zakia Tahira বাংলায় অর্থ- পুণ্যবতী সতী; যাকিয়া আনিকা Zakia Aniqa বাংলায় অর্থ- পুণ্যবতী সুন্দরী; যাকিয়া আদিবা Zakia Adiba বাংলায় অর্থ- পুণ্যবতী শিষ্টাচারী; যাকিয়া ইয়াসমিন Zakia Yasmin বাংলায় অর্থ- পুণ্যবতী পুস্প; যেবা রেজওয়ান Jeba Rezwana বাংলায় অর্থ- যথার্থ সন্তুষ্টি
যেবা হুমাইরা Jeba Humayra বাংলায় অর্থ- যথার্থ রূপসী; যেবা আতিকা Zeba Atiqa বাংলায় অর্থ- যথার্থ স্বাধীনা; যাকিয়া হামিমা Zakia Hamina বাংলায় অর্থ- পুণ্যবতী বান্ধবী, সখী; যাহরা সানিয়া Zahra Sania বাংলায় অর্থ- রূপবতী প্রশংসিত; যোবেদা খাতুন Zubed Khatun বাংলায় অর্থ- আল্লাহ ভীরু মহিলা; যাকিয়া বিলকিস Zakia Bilqis বাংলায় অর্থ- পুণ্যবতী রাণী
র দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ | R দিয়ে মেয়েদের ইসলামিক নাম
যে সকল Meyeder Islamic Name Bangla র বর্ণটি দ্বারা শুরু হয়েছে তাদের একটি তালিকা এখানে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
রওশন | Roshan | উজ্জ্বল |
রশীদা | Rashida | বিদূষী |
রহিমা | Rahima | দয়ালু |
রাইসা | Raisa | নিরাপদ |
র বর্ণটি দ্বারা শুরু হওয়া আরো কিছু Meyeder Islamic Name Bangla এর তালিকা এখানে উল্লেখ করা হলো-
রাজিয়া অর্থ- যে সব মানুষকে আশা দেয়; রানা আতিয়া অর্থ- সুন্দর উপহার; রানা আদিবা অর্থ- সুন্দর শিষ্টাচারী; রানা আনজুম অর্থ- কমনীয় তারা; রানা আবরেশমী অর্থ- সুন্দর কমনীয়; রানা লামিসা অর্থ- সুন্দর অনুভূতি; রানা শামা অর্থ- সুন্দর প্রদীপ; রানা শারর্মিলা অর্থ- সুন্দর লজ্জাবতী; রানা সাইদা অর্থ- সুন্দর নদী; রানা সালমা অর্থ- সুন্দর প্রশান্ত; রাফা অর্থ- সুখ; রাফিয়া অর্থ- উন্নত; রাবিয়াহ অর্থ- বাগান; রাবেয়া অর্থ- নিঃস্বার্থ
রামলা অর্থ- বালিময় ভূমি; রামিছা অর্থ- নিরাপদ; রামিস আতিয়া অর্থ- নিরাপদ উপহার; রামিস আনজুম অর্থ- নিরাপদ তারা ; রামিস তারাননুম অর্থ- নিরাপদ গুঞ্জরন; রামিস তাহিয়া অর্থ- নিরাপদ শুভেচ্ছা; রামিস নাওয়াল অর্থ- নিরাপদ উপহার; রামিস নুজহাত অর্থ- নিরাপদ প্রফুল্ল; রামিস ফারিহা অর্থ- নিরাপদ সুখী; রামিস বাশারাত অর্থ- নিরাপদ শুভসংবাদ; রামিস মালিয়াত অর্থ- নিরাপদ সম্পদ; রামিস মুনিয়াত অর্থ- নিরাপদ ইচ্ছা
রামিস মুবাশশিরা অর্থ- নিরাপদ সুসংবাদ; রামিস যাহরা অর্থ- নিরাপদ ফুল; রামিস রাওনাক অর্থ- নিরাপদ সৌন্দর্য; রামিস লুবনা অর্থ- নিরাপদ বৃক্ষ; রামিস সালমা অর্থ- নিরাপদ প্রশান্ত; রামিসা অর্থ- নিরাপদ; রায়হানা অর্থ- সুগন্ধি ফুল; রাশীদা অর্থ- বিদুষী; রাহমিনা অর্থ- বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ; রায়া অর্থ- জীবন ভরের জন্য একটি বন্ধু
রিফা অর্থ- উত্তম; রিফাহ অর্থ- ভাল; রিমশা অর্থ- ফুল; রিমা অর্থ- সাদা হরিণ; রিহানা অর্থ- পবিত্র, শুদ্ধ; রীদা অর্থ- আল্লাহর অন্ধ ভক্ত; রীমা অর্থ- সাদা হরিণ; রুকাইয়া অর্থ- উচ্চতর; রুমালী অর্থ- কবুতর; রুম্মন অর্থ- ডালিম; রোমানা অর্থ- ডালিম; রোমিসা অর্থ- সৌন্দর্য, স্বর্গ; রোশনী অর্থ- আলো
ল দিয়ে মেয়েদের ইসলামিক নাম - L দিয়ে মেয়েদের ইসলামিক নাম
যে সকল Meyeder Islamic Name Bangla ল বর্ণটি দ্বারা শুরু হয়েছে সেগুলো হল-
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
লতা | Lota | বল্লরী, ব্রততী |
লতিফা | Lotifa | মনোরমা বা মৃদু |
লবিহাম | Lobiham | উন্নয়ণশালিনী |
লয়না | Layna | সূর্যের আলো, সূর্যের কিরণ |
ল বর্ণটি দ্বারা শুরু হওয়া আরো কিছু Meyeder Islamic Name Bangla এখানে উল্লেখ করা হলো।
ললিতা অর্থ- সুনন্দরী সখী; লহমা অর্থ- মুহূর্ত, সময়ের ভগ্নাংশ; লহরিকা অর্থ- সমুদ্রের ঢেউ; লহরী অর্থ- তরঙ্গ; লহিতা অর্থ- কোমল, সহজ; লহিফা অর্থ- সাহায্যকারিণী; লাইজু অর্থ- বিনয়ী; লাইনা অর্থ- কোমল, নমনীয়; লাইলি অর্থ- রাত্রি; লাজনি অর্থ- লাজুক; লাজবতী অর্থ- লাজুক; লাজবন্তী অর্থ- লাজুক; লাজো অর্থ- সম্মানীয়; লাডি অর্থ- সকলের স্নেহভাজন; লাডো অর্থ- উল্লাস, আনন্দময়ী; লাতিফি অর্থ- দয়াবতী; লাতিশা অর্থ- আনন্দ
লাফিজা অর্থ- ধীশক্তি সম্পন্না; লাবণি অর্থ- সৌন্দর্য, কান্তি; লাবণ্য অর্থ- সাম্প; লাবণ্যময়ী অর্থ- সৌন্দর্যশালিনী; লাবনূর অর্থ- প্রেমের আলো; লাবীত অর্থ- সকলকে মেচালোবাসা দেয়া যে; লাবীবা অর্থ- জ্ঞানী; লাভজিৎ অর্থ- হৃদয়ে বিরাজকারিণী; সকলের মন জয় করে যে; লাভলী অর্থ- সুন্দর; মিষ্টি; লামিনা অর্থ- উজ্জ্বল; ভাস্বর; লামিয়া অর্থ- ভাগ্যবান বা উজ্জল; লামিশা অর্থ- সুন্দর; উজ্জ্বল; সদ্য প্রস্ফুটিত ফুল; লায়লা অর্থ- শ্যামলা; লার্বিবাহ অর্থ- বুদ্ধিমান
লার্মিশা অর্থ- সুন্দর; উজ্জ্বল; সদ্য প্রস্ফুটিত ফুল; লালিমা অর্থ- সুন্দরী; লাশিরাহ অর্থ- ভীষণ বুদ্ধিমান; চতুর; লিজা অর্থ- আল্লাহর জন্য নিবেদিতা; লিনা অর্থ- আনন্দদায়ক; লিনাশা অর্থ- সুন্দর; সুরূপা; লিপি অর্থ- চিঠি; লিখন; লিপিকা অর্থ- লেখনি; ছোট্ট চিঠি; লিবজ্যোত অর্থ- দিব্য প্রকাশ; ঐশ্বরিক আলো; লিমা অর্থ- নয়ন বা আঁখি; লিলি অর্থ- পদ্ম; লিশা অর্থ- বৈভবপূর্ণা; প্রভাবশালিনী; লিশিকা অর্থ- সুন্দর; মেধাবী; লিহা অর্থ- চমৎকার; সুন্দর
লীনা =একটি উষ্ণ হৃদয়যুক্ত একটি নমনীয় মহিলা; লুনশা অর্থ- খুব সুন্দর; চমৎকার; উজ্জ্বল; লুবনা অর্থ- বৃক্ষ; লুবানা অর্থ- আকাঙ্খিতা; প্রত্যাশিতা; লুবাবা অর্থ- খাঁটি; লুলু =নামটি শুনতে যতটা লাগছে ততটাই মিষ্টি; এটি একটি বিরল মুক্তাকে বোঝায়; লেখনি অর্থ- সুন্দর লেখা; লোচনা অর্থ- চোখ; লোপা অর্থ- ঋষি পত্নী; দেবী দুর্গার আরেক নাম; লোহিত অর্থ- শশি রুবী; সূর্যরশ্মি
শ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ
শ বর্ণটি দ্বারা গঠিত Meyeder Islamic Name Bangla এর তালিকা নিচে উল্লেখ করা হলো।
বাংলা নাম | বাংলা নামের ইংরেজি | বাংলা নামের অর্থ |
---|---|---|
শবনম | Shabnam | অশ্রুর ফোঁটা |
শাকিলা | Shakila | সুন্দরী |
শাকুরা | Sakura | সুশ্রী বা প্রেমিকা |
শাকেরা | Shakera | রাজ কুমারী |
শ বর্ণটি দ্বারা গঠিত আরো কিছু নাম নিচে উল্লেখ করা হলো।
শাফাকাত তাইয়্যিবা অর্থ- অনুগ্রহ পবিত্র; শাফাত অর্থ- বুদ্ধিমতী বা মহিলা কবি; শাফিয়া অর্থ- মধ্যস্থতাকারিনী।; শাফীকা অর্থ- সুপারিশ কারিনী; শাবানা অর্থ- উপস্থিত; শামশাদ (ফার্সি) অর্থ- নাকের অলংকার; শামসিয়া অর্থ- প্রদীপ; শামসুন অর্থ- অত্যন্ত কৃতজ্ঞ; শামসুন নাহার অর্থ- দিনের সূর্য; শামা অর্থ- শিশির; শাকুফা অর্থ- সুন্দর হয়ে উঠছে এমন একটি ফুল; শামিখা অর্থ- সুন্দরী; শামিনা অর্থ- একটি মেয়ের সহজ সৌন্দর্য
শামিম আরা বেগম অর্থ- সুগন্ধি যুক্ত মহিলা; শামীমা অর্থ- সুগন্ধি; শাম্মা অর্থ- উজ্জল; শায়মা অর্থ- মিষ্টি বা প্রিয়; শায়েরা অর্থ- কৃতজ্ঞতা প্রকাশ কারিনী; শারমিন অর্থ- লাজুক; শারিকা অর্থ- দৃঢ় বা উচ্চ বা উন্নত বা মহিরূপ; শারীফা অর্থ- বাজগর্ব; শারীফা খাতুন অর্থ- ভদ্রমহিলা বা সম্ভ্রান্ত রমণী; শার্মিলা অর্থ- মর্যাদা; শাহ (ফার্সি) অর্থ- মূল বা শিকড়
শাহনাজ অর্থ- সাহসিনী; শাহবা অর্থ- ছাতা; শাহলা অর্থ- বাঘিনী; শাহানা অর্থ- সুগন্ধ; শাহিদা আখতার অর্থ- উপস্থিত তারকা; শাহিদা অর্থ- সৌরভ সুবাস; শাহিন অর্থ- একটি ঈগলের মতো রাজকীয়; শাহিনুর অর্থ- চাঁদের আলো; শাহীদা অর্থ- সূর্য বা রবি; শাহীরা অর্থ- দুলহান; শিরীন অর্থ- প্রসিদ্ধ; শূরফাত অর্থ- ভদ্র বা সম্রান্ত; শূরাফাত অর্থ- লজ্জাবতী; শূহরাহ অর্থ- বিশ্বখ্যাতি
স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ তালিকা - S দিয়ে মেয়েদের ইসলামিক নাম
স বর্ণটি দ্বারা শুরু হওয়া Meyeder Islamic Name Bangla এর একটি ধারাবাহিক সূচি নিচে দেওয়া হলো।
সরফিনা অর্থ- নোংরা থেকে দূরে থাকতে পছন্দ করেন; সরিতা অর্থ- সূর্য,; সহেলী অর্থ- বান্ধবী; সাইদা অর্থ- নদী; সাইমা অর্থ- উপবাসী; সাইয়ারা অর্থ- তারকা।; সাকেরা অর্থ- কৃতজ্ঞ।; সাগরিকা অর্থ- রাজকুমারী/ভদ্রমহিলা; সাজেদা অর্থ- ধার্মিক; সাদাকা অর্থ- দানশীল হওয়ার উদারতা; সাদিকা অর্থ- সৎ বা আন্তরিক; সাদীয়া/সাদিয়া অর্থ- সৌভাগ্যবতী; সানজিদা অর্থ- বিবেচক; সানজীদাহ অর্থ- বিবেচক; সাফিখা অর্থ- করুণ এবং দয়ালু মন এর অধিকারী
সাফিয়া অর্থ- দয়ালু মনের অধিকার; সাবা অর্থ- সুবাসী বাতাস; সাবিনা অর্থ- ফুল /পুষ্প বা ছোট তলোয়ার; সাবিয়া অর্থ- বুদ্ধিমতী; সাবিহা অর্থ- রূপসী বা দ্রুতগামি অশ্ব; সাবীন অর্থ- ভোরের হাওয়া,; সামিনা অর্থ- নাদুসনুদুস বা পুষ্ট বা সুখী; সামিয়া অর্থ- রোজাদার; সামীহা অর্থ- দানশীলা; সায়মা অর্থ- রোজাদার; সায়িদা অর্থ- এই শব্দের অর্থ বলতে মুখ্য কিংবা নেতা; সায়িমা অর্থ- রোজাদার; সায়ীদা অর্থ- পুন্যবতী; সারাফ আতিকা অর্থ- গানরত সুন্দরী
সারাফ ওয়াসিমা অর্থ- গানরত সুন্দরী; সারাফ নাওয়ার অর্থ- গানরত ফুল; সারাফ রুমালী অর্থ- গানরত কবুতর; সারিকা অর্থ- সৌন্দর্যময় একটি জিনিস বা প্রকৃতি; সালওয়া অর্থ- সততা ; সালমা অর্থ- প্রশন্ত। (স দিয়ে পাকিস্তানি মেয়ে শিশুর নাম); সালমা অর্থ- প্রশান্ত; সালমা আনজুম অর্থ- প্রশান্ত তারা; সালমা আনিকা অর্থ- প্রশান্ত সুন্দরী; সালমা আফিয়া অর্থ- প্রশান্ত পূণ্যবতী; সালমা তাবাসসুম অর্থ- প্রশান্ত হাসি; সালমা নাওয়ার অর্থ- প্রশান্ত ফুল
সালমা ফাওজিয়া অর্থ- প্রশান্ত সফল; সালমা ফারিহা অর্থ- প্রশান্ত সুখী; সালমা মালিহা অর্থ- প্রশান্ত সুন্দরী; সালমা মাসুদা অর্থ- প্রশান্ত সৌভাগ্যবতী; সালমা মাহফুজা অর্থ- প্রশান্ত নিরাপদ; সালমা সাবা অর্থ- প্রশান্ত সুবাসী বাতাস; সালমা সাবিহা অর্থ- প্রশান্ত রূপসী; সালসা নাবীলাহ অর্থ- প্রশান্ত ভদ্র; সালিনা অর্থ- একটি মেয়ে যে চাঁদের সৌন্দর্যের সঙ্গে জন্মগ্রহণ করেছে; সালীমা অর্থ- সুস্থ,; সাহাদা অর্থ- নিজের চোখে দেখা প্রমাণ প্রদান করে থাকেন
সাহিরা অর্থ- পর্বত; সাহেবী অর্থ- বান্ধবী।; সিদ্দিকা অর্থ- একটি মেয়ে যে তার কথা সবসময় রাখে; সিদ্ধিখা অর্থ- কঠোরভাবে সত্যবাদী, প্রখর বুদ্ধি যার এবং সৎ এমন; সীমা বা সিমা অর্থ- কপাল, দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম; সুফিয়া অর্থ- আধ্যাত্মিক সাধনাকারী; সুবাহ অর্থ- প্রভাত; সুমাইয়া অর্থ- সুখ্যাতি অথবা সুউচ্চ বা সমুন্নত
সুমায়া অর্থ- অবিরাম আনন্দ এবং গর্ব যে বয়ে নিয়ে আসে; সুমিরাহ অর্থ- রাজকুমারী অর্থে ব্যবহৃত হয়ে থাকে; সুরভী বা সুরভি অর্থ- সূর্য; সুরাইয়া অর্থ- সুন্দর বা বিনয়ী; সুলতানা অর্থ- মহারানী; সোফিয়া অর্থ- একজন বুদ্ধিমান এবং বিজ্ঞ মহিলা; সোহিলা অর্থ- রাতের আকাশে একটি জ্বলন্ত তারা
হ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ তালিকা - H দিয়ে মেয়েদের ইসলামিক নাম
হ বর্ণিত যারা যে সকল Meyeder Islamic Name Bangla শুরু হয়েছে সে নামগুলোর একটি তালিকা নিচে উল্লেখ করা হলো।
হানজালা অর্থ সাহাবীর নাম; হাদিয়া অর্থ প্রভুর দান করা ন্যায্যতার উপহার; হানান অর্থ একটি দয়ালু এবং শুধু নারী; হানিয়া অর্থ সুখী, তৃপ্ত, খুশী; হানিয়া অর্থ আমাদের জীবনে সহজ সুখের উপহার; হাফী অর্থ পাহারদ্বার, রক্ষক; হাফেজা অর্থ সংরক্ষণকারিণী; হাবিবা অর্থ প্রেমিকা; হাবীবা অর্থ প্রিয়, প্রিয়তমা, সাহাবীর নাম; হাবীবা অর্থ প্রিয়া; হামদা অর্থ প্রশংসা; হামনা অর্থ আঙ্গুর, সাহাবীর নাম; হামরা অর্থ অর্থ লাল, রক্তিম বর্ণ
হামামা অর্থ কবুতর, সাহাবীর নাম; হামায়না অর্থ রুপসী, সুন্দরী; হামিদা অর্থ প্রশংসাকারীণী; হামিদা অর্থ প্রশংসিত; হামিদাভ অর্থ প্রশংসিত, উত্তম, নিরাপদ; হামিয়া অর্থ তেজ, উদ্দীপনা,; হামিসা অর্থ উৎসাহী, সাহসী; হামীমা অর্থ অন্তরঙ্গ বান্ধবী; হামীসা অর্থ সাহসিনী; হামুদা অর্থ অর্থ প্রশংসনীয়, প্রশংসিত; হামেদা অর্থ প্রশংসাকারিনী, কৃতজ্ঞ; হারিয়া অর্থ যোগ্য, উপযোগী; হালিমা অর্থ ধৈর্যশালী, রাসূলুল্লাহর (সা) এর দুধ মা
হালিমা অর্থ দয়ালু; হালীলা অর্থ সঙ্গীনী, সখী, সহচরী; হাসনা অর্থ সুন্দরী, রুপসী, রূপবতী; হাসনা অর্থ সুন্দরী; হাসানা অর্থ সুন্দর, সুকর্ম; হাসিনা অর্থ সুন্দরী, রুপসী, রুপবতী; হাসিনা অর্থ সুন্দরি; হিদায়া অর্থ সমস্ত নির্দেশাবলী অনুসরণ একটি বাধ্য মেয়ে; হিমাভ অর্থ রক্ষা, আশ্রয়, আশ্রয় স্থল; হিশমা অর্থ অর্থ লাজুকতা, শালীনতা; হিসবা অর্থ প্রতিদান, পুরষ্কার; হুমাইরা অর্থ লাল রঙের পাখি; হুমায়রা অর্থ রূপসী; হুর অর্থ বেহেশতের সুন্দরী কুমারী,; হুররা অর্থ স্বাধীন মহিলা; হেপি অর্থ সুখী হেপী একটি ইসলামিক নাম
Y দিয়ে মেয়েদের ইসলামিক নাম
ইংরেজি নামের প্রথম বর্ণটি Y দিয়ে যে সকল Meyeder Islamic Name Bangla শুরু হয়েছে তা নিচে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো।
Yasmin ইয়াসমিন এর বাংলা অর্থ- ফুলের নাম, জেছমিন; Yaqinah ইয়াকীনাহ এর বাংলা অর্থ- নিশ্চয়তা, দৃঢ়বিশ্বাস; Yumna ইয়ুমনা এর বাংলা অর্থ- আশীষ, সৌভাগ্য; Yasmin Jamila ইয়াসমীন জামীলা এর বাংলা অর্থ- সুগন্ধিফুল সুন্দর; Yasmin Jarin ইয়াসমীন যারীন এর বাংলা অর্থ- সোনালী জেসমীন ফুল
Yumna ইয়ুমনা এর বাংলা অর্থ- আশীষ / সৌভাগ্য; Yasirah ইয়াসীরাহ এর বাংলা অর্থ- আরাম / স্বাচ্ছন্দ; Yaqeenah ইয়াকীনাহ এর বাংলা অর্থ- নিশ্চয়তা / দৃঢ়বিশ্বাস; Yamini ইয়ামীনি এর বাংলা অর্থ- ডান হাত; Yasirah ইয়াসীরাহ এর বাংলা অর্থ- আরাম, স্বাচ্ছন্দ; Yara ইয়ারা এর বাংলা অর্থ- প্রজাপতির মতো সুন্দর এবং নমনীয়
Z দিয়ে মেয়েদের ইসলামিক নাম
Z বর্ণটি দ্বারা যে সকল Meyeder Islamic Name Bangla শুরু হয়েছে তাদের একটি তালিকা নিচে উল্লেখ করা হলো।
Zibla জিবলা এর বাংলা মিনিং- প্রকৃতি; নিসর্গ; Zumana জুমানা এর বাংলা মিনিং- মুক্তা; সাহাবীয়ার নাম; Zameema জামীমা এর বাংলা মিনিং- এক ধরণের লতার নাম; Zahia জাহিয়া এর বাংলা মিনিং- দৃশ্যমান; Zafera জাফেরা এর বাংলা মিনিং- সাহায্যকারিণী; Zamera জামেরা এর বাংলা মিনিং- কৃশকায়া; পাতলা; Zayfa জাইফা এর বাংলা মিনিং- অতিথিনী; Zeheka জাহেকা এর বাংলা মিনিং- হাসিন
Zarim যারীয এর বাংলা মিনিং- অগ্নিদগ্ধ; প্রেমিক; Zahera জাহিরা এর বাংলা মিনিং- প্রকাশিত; প্রভাবশালী; Zabia জাবিয়া এর বাংলা মিনিং- হরিণ; Zarifa জরিফা এর বাংলা মিনিং- বুদ্ধিমতী; চালাক; Zalila জলীলা এর বাংলা মিনিং- আশ্রয়স্থান; বৃক্ষে ঢাকা উদ্যান; Zayena জায়ীনা এর বাংলা মিনিং- সাহায্যকারী; Zafira জফিরা এর বাংলা মিনিং- উটের পিঠের ওপর
Zinnat জিন্নাত এর বাংলা মিনিং- পাগলামী; Zariah জারিয়াহ এর বাংলা মিনিং- বালিকা; নৌকা; Zadidah জাদীদাহ এর বাংলা মিনিং- নবীন; নতুন; Zunainah জুনাইনাহ এর বাংলা মিনিং- ক্ষুদ্র বাগান; Zawhara জাওহারা এর বাংলা মিনিং- হীরা; মূল্যবান পাথর; Zuhrah জুহরাহ এর বাংলা মিনিং- সম্ভ্রান্ত স্ত্রী লোক
Final Words
উপরি উক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তা আল্লাহর তরফ থেকে একটি রহমত হিসেবে গ্রহণ করতে হবে। সেই সাথে সেই কন্যা সন্তানের আকিকা দিতে হবে এবং একটি সুন্দর নাম রাখতে হবে।
অনলাইনের বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন বর্ণের অনুসারে মেয়ে শিশুদের ইসলামিক নামের একটি তালিকা উপরে প্রকাশ করা হয়েছে। Meyeder Islamic Name Bangla তালিকা থেকে এক বা একাধিক নাম পছন্দ করে আপনার নিকটস্থ কোন ইসলামিক চিন্তাবিদ বা কুরআন ও হাদিস সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন এমন কোন ব্যক্তির কাছে গিয়ে সে নাম গুলো আলোচনা করতে হবে এবং সেই নামের সঠিক অর্থ অনুসারে বাছাই করতে হবে সর্বোপরি নাম নির্ধারণ করতে হবে।