Verb কাকে বলে কত প্রকার ও কী কী | Types of Verb With Examples

আজ এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো Verb কাকে বলে কত প্রকার ও কী কী অর্থাৎ Types of Verb With Examples সম্পর্কে বিস্তারিতভাবে। ইংরেজি বাক্যে যে শব্দগুলো দ্বারা যেকোনো ধরনের কাজ করাকে বোঝায় তাদেরকে Verb বলে।

ধরুন আপনি এখন পড়ছেন। এই পড়াটা একটা কাজ, তাই না? তাহলে এই পড়াটাই হচ্ছে একটি Verb বা ক্রিয়া। Verb সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আশা করি একজন ছাত্র সম্পূর্ণ আলোচনাটি পড়লে ভার্ব সম্পর্কে একটি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।


পেজ সূচিপত্রঃ Verb কাকে বলে কত প্রকার ও কী কী | Types of Verb With Examples

  1. Verb কাকে বলে ?
  2. Verb চেনার উপায়
  3. Verb কত প্রকার ও কি কি?
  4. Finite Verb কাকে বলে?
  5. Finite Verb Examples
  6. Finite Verb চেনার উপায়
  7. Finite Verb কত প্রকার?
  8. Principal Verb কাকে বলে?
  9. Principal Verb Examples
  10. Principal Verb চেনার উপায়
  11. Principal Verb কত প্রকার?
  12. Transitive Verb কাকে বলে?
  13. Transitive Verb Examples
  14. Transitive Verb চেনার উপায়
  15. Intransitive Verb কাকে বলে?
  16. Intransitive Verb Example
  17. Intransitive Verb চেনার উপায়
  18. Auxiliary Verb কাকে বলে?
  19. Auxiliary Verb Examples
  20. Auxiliary Verb কত প্রকার?
  21. Primary Auxiliary Verb কাকে বলে?
  22. Primary Auxiliary Verb Exercise
  23. Modal Auxiliary Verb কাকে বলে?
  24. Modal Auxiliary Verb Examples
  25. Non Finite Verb কাকে বলে?
  26. Non Finite Verb Examples
  27. Non Finite Verb চেনার উপায়
  28. Types of Non-Finite Verbs
  29. Gerund
  30. Gerunds Examples
  31. Infinitives
  32. Infinitives Examples
  33. Participle কাকে বলে?
  34. Participle Example
  35. আরও কিছু গুরুত্বপূর্ণ Verbs
  36. Linking Verb কাকে বলে?
  37. Linking Verbs Examples
  38. Causative Verb কি?
  39. Causative Verb Examples
  40. phrasal verb কাকে বলে বা Group Verbs কি?
  41. Phrasal Verbs Examples
  42. Stative Verb কি?
  43. Stative Verb Examples
  44. Impersonal Verb কাকে বলে?
  45. Impersonal Verb Examples
  46. Reflexive Verb কাকে বলে?
  47. Reflexive Verb Examples
  48. Reciprocal Verb কাকে বলে?
  49. Reciprocal Verbs Examples
  50. Final Words

Verb কাকে বলে কত প্রকার ও কী কী
Verb কাকে বলে কত প্রকার ও কী কী

Verb কাকে বলে ?

Verb শব্দের বাংলা প্রতিশব্দ হলো ক্রিয়া। আর ক্রিয়া বলতে কাজ করাকে বোঝায়। তাই ইংরেজি অথবা বাংলা যে কোনো ভাষার ক্ষেত্রেই Verb বা ক্রিয়া বলতে যেকোনো ধরনের কাজ করাকে নির্দেশ করা হয়। যেমনঃ পড়া, লেখা, কথা বলা, হাটা, দেখা, খাওয়া ইত্যাদি।

Verb চেনার উপায়

ইংরেজি বাক্য বিভিন্ন ধরনের শব্দের সমন্বয়ে গঠিত হয়। সেই শব্দগুলোর মধ্যে যে শব্দ দ্বারা যেকোনো ধরনের কাজ করাকে নির্দেশ করে, সেই শব্দগুলোই হলো Verb. তাহলে সহজে verb চেনার উপায় হল যে শব্দ কাজ করাকে নির্দেশ করবে তাই verb. যেমন: I write a story. = আমি একটা গল্প লিখি। এই বাক্যের কাজ হল লেখা = write. তাই এই "write" শব্দটি হচ্ছে একটি verb.

Verb কত প্রকার ও কি কি?

Verb কে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করা হয়। যথাঃ

  1. Finite Verb = সমাপিকা ক্রিয়া
  2. Non Finite verb = অসমাপিকা ক্রিয়া

এই দুই প্রকার verb সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

1. Finite Verb কাকে বলে?

Finite Verb = সমাপিকা ক্রিয়া বলতে সেই সকল verb কে নির্দেশ করা হয় যাদের দ্বারা বাক্যের পরিপূর্ণ অর্থের প্রকাশ পায়। বক্তার মনের ভাব প্রকাশ করার জন্য এক্ষেত্রে অন্য কোন verb এর সাহায্যের প্রয়োজন হয় না। এই verb কে বাক্যের subjet, number এবং tense অনুযায়ী পরিবর্তন করে ব্যবহার করা হয়।

আরো পড়ুনঃ Right Form of Verb Rules Bangla

Finite Verb Examples

Finite Verb এর কিছু বাক্যে প্রয়োগ দেখলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলুন কিছু বাক্যে Finite Verb এর ব্যবহার দেখি।

I want a pen. = আমি একটি কলম চাই। I eat an apple. = আমি একটি আপেল খাই


Finite Verb চেনার উপায়

Finite Verb চেনার অন্যতম দিক হলো বাক্যে একটিমাত্র verb থাকবে এবং সেই verb দ্বারা বক্তার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। অর্থাৎ বাক্যের সমাপ্তি ঘটবে। সেই বাক্যের Verb এর পরের অংশটি বাদ দিয়ে দিলেও একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। যেমনঃ I eat banana. এই বাক্যের eat এর পরের অংশটি তথা banana বাদ দিয়ে দিলেও অবশিষ্ট থাকে I eat. = আমি খাই। দেখুন এতটুকু অংশ দ্বারাও একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তাই eat হচ্ছে একটি Finite Verb.

Finite Verb কত প্রকার?

Finite Verb কে দুইটি ভাগে ভাগ করা যায়। যথাঃ

  • Principal Verb
  • Auxiliary Verb

এগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

Principal Verb কাকে বলে?

যে verb নিজে নিজে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Verb বা Main Verb বলে। Principal Verb ছাড়া কোন ইংরেজি বাক্য গঠন হতে পারে না। বাক্যে যখন একটিমাত্র verb থাকে তখন সেটি Principal Verb হিসেবে বিবেচিত হয়।

Principal Verb Examples

ইংরেজি বাক্যে Principal Verb এর কিছু প্রয়োগ দেখা যাক।

  • I eat mango.
  • He plays football.
  • You read books.

উপরের বাক্যগুলোতে eat, play এবং read হচ্ছে Principal Verb. কারণ এই verb গুলো নিজেরাই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে।

Principal Verb চেনার উপায়

ইংরেজি বাক্যে একটি verb যখন নিজে নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে তখন তাকে Principal Verb বলে চিহ্নিত করতে হবে। তাছাড়া যদি একটি বাক্যে কেবল একটিমাত্র verb থাকে, সেটা যে ধরনের verb ই থাকুক না কেন, সেটাই এক্ষেত্রে Principal Verb বলে বিবেচিত হবে।

Principal Verb কত প্রকার?

Principal Verb কে দুটি ভাগে ভাগ করা হয়। যথা:

1. Transitive Verb
2. Intransitive Verb

এদের সম্পর্কে নিজে বিস্তারিত আলোচনা করা হলো।

Transitive Verb কাকে বলে?

Transitive Verb বা সকর্মক ক্রিয়া বলতে এমন সব verb কে বোঝায় যাদের কার্য সম্পাদনের জন্য কর্ম তথা object এর প্রয়োজন হয়। object ছাড়া এক্ষেত্রে বাক্যের অর্থ পূর্ণতা পায় না বা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না।

Transitive Verb Examples

Transitive Verb এর কিছু উদাহরণ দেখলে বুঝতে আরও সহজ হবে। তাই কিছু উদাহরণ দেখা যাক।

I am eating a meal. = আমি খাবার খাচ্ছি।
I saw a bird. = আমি একটি পাখি দেখলাম।

দেখুন উপরের বাক্য দুটি থেকে যদি object যথাক্রমে a meal এবং a bird সরিয়ে নেই তাহলে বাক্য দুটির অর্থের পূর্ণতা পায় না। তাই এখানে ব্যবহৃত verb গুলো হচ্ছে Transitive Verb.

Transitive Verb চেনার উপায়

যদি verb এর object বাদ দিলে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ না পায় তাহলে সেটাকে Transitive Verb বলে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে object ছাড়া বক্তার মনের ভাব অপূর্ণ থেকে যায়।

Intransitive Verb কাকে বলে?

Intransitive Verb বা অকর্মক ক্রিয়া বলতে এমন সব ক্রিয়াকে বোঝায় যাদের কার্য সম্পাদন করার জন্য object এর প্রয়োজন নেই। বক্তার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য বা বাক্যের অর্থের পূর্ণতার জন্য object এর প্রয়োজন পড়ে না যে ভার্বের ক্ষেত্রে তাদেরকে বলে Intransitive Verb.

Intransitive Verb Example

Intransitive Verb এর কিছু উদাহরণ দেখা যাক।

He goes there. = সে সেখানে যায়। The boy sleeps. = ছেলেটি ঘুমায়।

উপরের বাক্য দুটির কোনটিতেই object নেই। তাই উভয় বাক্যের verb ই এক্ষেত্রে Intransitive Verb.

Intransitive Verb চেনার উপায়

Intransitive Verb এর ক্ষেত্রে কন object থাকবে না। এই verb গুলো বক্তার মনের ভাব প্রকাশের জন্য object গ্রহণ করে না। এই ধরণের verb এর পরে অন্য parts of speech থাকতে পারে কিন্তু সেটা object হবে না।

Auxiliary Verb কাকে বলে?

যে verb গুলো বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য Main verb কে help করে তাদেরকে Auxiliary Verb বা helping verb বলে।

Auxiliary Verb Examples

নিচে Auxiliary Verb এর কিছু Examples দেখা যাক।

I am writing. = আমি লিখিতেছি।
You are reading. = আপনি পড়ছেন।

উপরের বাক্য দুটিতে am এবং are এই verb দুটি হচ্ছে Auxiliary Verb. কারণ এই verb দুটি যথাক্রমে write এবং read এর গতিশীল কাজ বোঝানোর ক্ষেত্রে সাহায্য করছে।

Auxiliary Verb কত প্রকার?

Auxiliary Verb কে দুটি ভাগে ভাগ করা যায়। যথা:

Primary Auxiliary Verb
Modal Auxiliary Verb

এগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো:

Primary Auxiliary Verb কাকে বলে?

যে Auxiliary Verb একটি বাক্যের Tense গঠনে মূল verb কে সাহায্য করে এবং বাক্যকে Negetive বাক্য গঠন করতে সাহায্য করে তাকে Primary Auxiliary Verb বলে।

Primary Auxiliary Verb গুলো হল: have, having, has, had, had not, do, do not, does, does not, did, did not, am, am not, is, are, was, were, be, been, to be, was not, etc.

Primary Auxiliary Verb Exercise

নিচে কিছু Primary Auxiliary Verb এর বাক্যে ব্যবহার দেখা যাক।

I have bought a new bike. = আমি একটি নতুন বাইক কিনেছি। He did not go there. = তিনি সেখানে যাননি। She is watching the game. = সে খেলা দেখছে।


Modal Auxiliary Verb কাকে বলে?

বক্তার বিভিন্ন ধরণের মনোভাব যেমন: Permission = অনুমতি, Ability = ক্ষমতা, Obligation = বাধ্যবাধকতা, Prohibition = নিষেধ, Lack of necessity = প্রয়োজনীয়তার অভাব, Advice = উপদেশ, Possibility = সম্ভাবনা, Probability = সম্ভাবনা, ইত্যাদি ব্যক্ত করতে যে Auxiliary Verb গুলো ব্যবহার করা হয়ে থাকে তাদেরকে Modal Auxiliary Verb বলা হয়।

Modal Auxiliary Verb Examples

নিচে কিছু Modal Auxiliary Verb এর Examples দেখা যাক।

You can eat the food. = আপনি খাবার খেতে পারেন। He may come today. = সে আজ আসতে পারে। May I come to the class? = আমি কি ক্লাসে আসতে পারি? Alimullah can read. = আলিমুল্লাহ পড়তে পারেন।


2. Non Finite Verb কাকে বলে?

Non Finite Verb বা অসমাপিকা ক্রিয়া বলতে সেই সকল verb কে নির্দেশ করা হয় যাদের দ্বারা বাক্যের পরিপূর্ণ অর্থে প্রকাশ পায় না। বক্তার মনের ভাব প্রকাশ করার জন্য এক্ষেত্রে অন্য কোন verb এর সাহায্যের প্রয়োজন হয়। এই verb বাক্যের subjet, number এবং tense অনুযায়ী পরিবর্তন করে ব্যবহার করা হয় না।

Non Finite Verb Examples

Non Finite Verb এর কিছু উদাহরণ বাক্যের সাহায্যে দেখা যাক।

I want to read. = আমি পড়তে চাই। He wants to go. = সে যেতে চায়


উপরের উদাহরণ দুটির মধ্যে to read এবং to go হচ্ছে Non Finite Verb. কারণ এরা অন্য কোন ভার্বের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থে প্রকাশ করতে পারেনা।

Non Finite Verb চেনার উপায়

Non Finite Verb কখনোই বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনা। বাক্যের পরিপূর্ণ অর্থ বা বক্তার মনের ভাব সম্পন্ন রূপে প্রকাশ করার জন্য এই ধরনের ভার্বের অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন হয়।

Types of Non Finite Verb

Non Finite Verb কে তিনটি ভাগে ভাগ করা হয়। যথঃ

1. Gerund
2. Infinitives
3. Participle

এদের সম্পর্কে নিজে আলোচনা করা হলো

Gerund

Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি বাক্যের Subject বা Object হিসেবে ব্যবহার কারা হয় তাহলে তাকে Gerund বলে। অন্যভাবে বলে যায় Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি একই সাথে verb এবং noun এর কাজ করে তবে তাকে Gerund বলে।

Gerunds Examples

Gerund এর কিছু উদাহরণ দেখা যাক।

Swimming is good for your health. = সাঁতার আপনার স্বাস্থ্যের জন্য ভাল। I likeswimming. = আমি সাঁতার পছন্দ করি। He is fond ofswimming. = তিনি সাঁতারের শৌখিন।


উপরের তিনটি বাক্যেই swimming শব্দটি verb এর সাথে ing যুক্ত হয়ে subject এবং object রুপে ব্যবহার করা হয়েছে।

Infinitives

To + verb (present form of verb) কে Infinitives বলে। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সামনে টু বসে যে রূপ ধারণ করে তাকেই ইনফিনিটি বলে।

Infinitives Examples

  • I want to go. = আমি যেতে চাই।
  • He wants to play. = সে খেলতে চায়।

Participle কাকে বলে?

ইংরেজি বাক্যে verb এর যে রূপ একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে Participle বলে। Participle তিন ধরনের এগুলো হলো Present participle, Past participle, এবং Perfect participle

Participle Example

নিচে কিছু Participle এর উদাহরণ দেখা যাক।

A blooming rose. = একটি প্রস্ফুটিত গোলাপ। The broken heart. = ভাঙা হৃদয়। A flying butterfly. = একটি উড়ন্ত প্রজাপতি।


উপরের বাক্যগুলোতে একটু লক্ষ্য করলে বোঝা যাবে verb গুলো একই সাথে verb এবং adjective এর কাজ করেছে।

আরও কিছু গুরুত্বপূর্ণ Verbs

উপরে উল্লেখিত ভার্ব গুলো ছাড়াও ইংরেজি গ্রামারে আরো কিছু ভার্বের ব্যবহার করা হয় সে সম্পর্কে নিজে আলোচনা করা হলো।

Linking Verb কাকে বলে?

ইংরেজি বাক্যে যে verb গুলো কোন কাজ করে না বরং subject এর সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের একটি সম্পর্ক স্থাপন করে তাদেরকে Linking Verb বলে। অন্যভাবে বলা যায় ইংরেজি বাক্যে যখন be verb গুলো main verb হিসেবে ব্যবহার করা হয় তখন তাদেরকে লিংকিং ভার্ব বলে।

Linking Verbs Examples

  • She is a teacher. = সে হয় একজন শিক্ষিকা।
  • I have two sons. = আমার দুইটা ছেলে আছে।

উপরের বাক্যগুলোতে is এবং have এই verb দুটি বাক্যের সাবজেক্টের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করেছে তাই এগুলো হলো Linking verbs.

সম্পূর্ণ পোস্ট এর আলোচনা ভিডিওতে দেখতে পারেন


Causative Verb কি?

Causative Verb হচ্ছে এমন ধরনের verb যেখানে কর্তা নিজে কাজ করে না বরং অন্যকে দিয়ে একটি নির্দিষ্ট কাজ করিয়ে নেয়।

Causative Verb Examples

  • Mother feeds her baby. = মা তার বাচ্চাকে খাওয়ায়।
  • He flies a kite. = সে ঘুড়ি ওড়ায়।

উপরের বাক্য দুটিতে কর্তা নিজে কাজ করছে না বরং কাজ করছে অন্য একটি সত্তা। তাই এক্ষেত্রে ব্যবহৃত ভার্ব গুলো হল Causative Verb.

Phrasal Verb বা Group Verbs বা Prepositional Verb

যখন কোন verb বা ক্রিয়া Preposition এর সাথে যুক্ত হয়ে verb এর নিজস্ব অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে তখন সেই verb ও preposition কে একত্রে Phrasal Verb বা Group Verbs বা Prepositional verb বলা হয়।

Phrasal Verbs Examples

Phrasal Verb বা Group Verbs এর কিছু উদাহরণ দেখা যাক।

He stayed up reading a history book. = তিনি ইতিহাসের বই পড়তে থাকেন।
He takes after his mother. = সে তার মায়ের দেখাশোনা করে।
Don’t look down upon the beggar. = ভিক্ষুককে ছোট করে দেখো না।

উপরের বাক্যগুলোতে যে verb ব্যবহার করা হয়েছে তা নিজের অর্থ প্রকাশ না করে বরং ভিন্ন অর্থ প্রকাশ করছে।

Stative Verb কি?

ইংরেজি বাক্যে যে verb গুলো কোন গতিশীল কাজের প্রকাশ না করে বরং কাজের অবস্থা বর্নণা করে তাদেরকে Stative verb বলে। এই verb গুলো Continuous tense গঠনে ব্যবহার করা হয় না। Stative verbs কে চারটি শ্রেণীভুক্ত করা যায়। যথা:

  1. emotion এর ক্ষেত্রে = want, love, need, hate.
  2. possession এর জন্য = own, belong, have, want.
  3. sense এর ক্ষেত্রে = smell, see, seem, hear.
  4. thought এর ক্ষেত্রে = believe, know, remember.

Stative Verb Examples

Alimullah hates false. = আলিমুল্লাহ মিথ্যা অপছন্দ করেন।
You see a bird. = আপনি একটি পাখি দেখেন।

উপরের বাক্যগুলো তে যে verbs ব্যবহার করা হয়েছে তা মূলত কোন গতিশীল বিষয়কে না বুঝিয়ে বরং কাজের অবস্থা কি বুঝিয়েছে।

Impersonal Verb কাকে বলে?

যে verb গুলো শুধু 3rd person এর সাথে ব্যবহার করা হয় এবং এদের সাবজেক্ট হয় it তাদেরকে impersonal verb বলে।

Impersonal Verb Examples

Impersonal verb এর কিছু উদাহরণ বাক্যে প্রয়োগের মাধ্যমে দেখা যাক।

বৃষ্টি হচ্ছে। = It rains. শিশির পড়ছে। = It dews. বাতাস বইছে। = It blows.

উপরের বাক্যগুলোতে সাবজেক্ট থার্ড পার্সন এবং এক্ষেত্রে যে ভার্ব ব্যবহার করা হয়েছে তা মূলত Impersonal verb.

Reflexive Verb কাকে বলে?

ইংরেজি বাক্যের object এর মধ্যে যদি subject এর অর্থ প্রতিফলিত হয় এক্ষেত্রে যে verb ব্যবহার করা হয় তাকে বলে Reflexive verb. এক্ষেত্রে অবজেক্ট যাকে বোঝায় সাবজেক্টও মূলত ওই একই ব্যক্তিকে বোঝায়।

Reflexive Verb Examples

She killed herself. = সে আত্মহত্যা করেছিল।
He fanned himself = সে নিজের শরীরে বাতাস করেছিল।

উপরের বাক্যগুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করছে এবং এক্ষেত্রে ব্যবহৃত verb গুলো হল Reflexive Verb.

Reciprocal Verb কাকে বলে?

কতগুলো Noun বা Pronoun এর মধ্যে, ক্রিয়া ব্যক্ত করার জন্য যে verb ব্যবহার করা হয় তাদেরকে Reciprocal Verb বলে। এই ধরণের verb এর object হিসেবে ব্যবহার করা হয় Reciprocal Pronoun. দুই জনের ক্ষেত্রে each other এবং দুইয়ের আধিকের জন্য one another বাব্যহার করা হয়।

Reciprocal Verbs Examples

Rana and Dhana helped each other. = রানা ও ডানা একে অপরকে সাহায্য করেছিল।
The three students help one another. = তিন ছাত্র একে অপরকে সাহায্য করে।

Final Words

উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি ইংরেজি বাক্যে যে শব্দগুলো দ্বারা যে কোন ধরনের কাজ করাকে বোঝায় তাদেরকে verb বলে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম Verb কাকে বলে কত প্রকার ও কী কী অর্থাৎ Types of Verb With Examples বিস্তারিতভাবে।

একজন শিক্ষার্থী উপরিউক্ত আলোচনাটি যথাযথ মনোযোগ সহকারে অধ্যায়ন করলে আমি বিশ্বাস করি একটি ভালো মানের জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url