সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি? ৫টি প্রকার ও উদাহরণ

কোন ব্যক্তি বা লেখক তার মনের ভাব প্রকাশ করার জন্য কতিপয় শব্দ সুশৃঙ্খল ভাবে পাশা পাশি বসিয়ে যখন মুখে বলে বা লিখে প্রকাশ করে তখন তাকেই বলে সেন্টেন্স বা বাক্য। এখানে সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি এবং অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Sentence কে সাধারণত দুটি দৃষ্টিকোণ থেকে বিভাগ করা হয়। একটি হল অর্থ অনুযায়ী সেন্টেন্সের বিভাজন। অপটি হল গঠন অনুযায়ী সেন্টেন্সের বিভাজন।


পেজ সূচিপত্রঃ সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি

  1. সেন্টেন্স কত প্রকার ও কি কি
  2. Assertive সেন্টেন্স কাকে?
  3. Assertive Sentence এর গঠন
  4. Assertive Sentence কত প্রকার?
  5. Affirmative Sentence কাকে বলে এবং এর গঠন
  6. Negative Sentence কাকে বলে?
  7. Negative sentence এর গঠন কি কি?
  8. Interrogative সেন্টেন্স কাকে বলে?
  9. Interrogative Sentence এর গঠন
  10. Imperative Sentence কাকে বলে?
  11. Imperative Sentence এর গঠন
  12. Let এর ব্যবহার - Let দিয়ে imperative sentence গঠন
  13. Optative Sentence কাকে বলে?
  14. Optative Sentence এর গঠন
  15. Exclamatory Sentence কাকে বলে?
  16. Exclamatory Sentence-এর বৈশিষ্ট্য
  17. Exclamatory Sentence এর গঠন
  18. Adjective যুক্ত বাক্য কে exclamatory sentence এ রূপান্তর
  19. কথা বলার সময় verb ছাড়াই exclamatory sentence গঠন
  20. কামনা করার ক্ষেত্রে যেভাবে exclamatory sentence গঠন

সেন্টেন্স কত প্রকার ও কি কি

অর্থের উপর ভিত্তি করে ইংরেজি বাক্য কে পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলো হলো -

  1. বিবৃতিমূলক বাক্য= Assertive sentence = বর্ণনা করাকে বুঝায়।
  2. প্রশ্নবোধক বাক্য = Interrogative sentence = প্রশ্ন করাকে বুঝায়।
  3. আদেশমূলক বাক্য = Imperative sentence = আদেশ, অনুরোধ, উপদেশ করাকে বুঝায়।
  4. কামনাবোধক বাক্য = Optative sentence = প্রার্থনা বা কামনা বুঝায়।
  5. বিস্ময়সূচক বাক্য = Exclamatory sentence = আকস্মিক আবেগ যেমন আনন্দ, বেদনা ইত্যাদি কে বুঝায়।

অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ - 5 Kinds of Sentences With Examples নিচে এদের প্রত্যেকটিকে সুস্পষ্ট ভাবে, সহজ ও সাবলীল ভাষায় আলোচনা করা হল।


Sentence কত প্রকার ও কী কী
Sentence কত প্রকার ও কী কী

Assertive সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি - Assertive Sentence Example

কোন ঘটনা বা বিষয় কে বর্ণনা করার জন্য যে বাক্য বা সেন্টেন্স ব্যবহার করা হয় তাকে Assertive sentence বলে। যেকোনো ধরনের বিষয়ের বর্ণনা যখন বলা হয় বা লেখা হয় তখন সে বাক্যগুলো মূলত assertive sentence এ লেখা হয়।

Assertive Sentence এর গঠন

Assertive sentence এর গঠন হলো-subject + verb + extension-এরূপ হয়।

এখানে,

subject = একটি বাক্যে যে ব্যক্তি বা বস্তু কোন কাজ সম্পাদন করে তাকে subject বলে। অথবা একটি বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোন বিষয় বলা হয় তাকে subject বলে।

verb = কোন কাজকেই (কাজ করাকে) মূলত verb বলা হয়।

আরো পড়ুনঃ Article কাকে বলে কত প্রকার ও কী কী - Article Rules Bangla


একটি উদাহরণ বললে বিষয়টি আরো পরিষ্কার হবে। ধরুন আপনি বই পড়ছেন। এখানে এই পড়াটাই হলো একটি কাজ অর্থাৎ এই পড়াটাই হলো এ বাক্যের verb.


extension = বাক্যে subject এবং verb ছাড়াও আরো কিছু অংশ থাকে। এই অংশটিকে মূলত extension বলে। অর্থাৎ extension বলতে মূলত verb এর পরের সবকিছুকে একত্রে বোঝায় ।

উদাহরণ হিসেবে যদি একটি বাক্য বলি = He goes to madrasa.

এখানে He = Subject, goes = verb এবং to madrasa = extension.

Assertive Sentence কত প্রকার - Classification of Assertive Sentence

Assertive Sentence কে দুটি ভাগে ভাগ করা হয়। যথা-

  • হাঁ-বোধক বাক্য = Affirmative sentence
  • না-বোধক বাক্য = Negative sentence

Affirmative Sentence কাকে বলে - Structure and Example

যে বর্ণনামূলক (assertive sentence) বাক্য কোন কিছুর সম্পর্কে হাঁ-বোধক (Affirmative) তথ্য প্রদান করে তাকে affirmative sentence বলে।


অর্থাৎ কোন বিষয়কে বর্ণনা করার জন্য affirmative sentence ব্যবহবহার এবং একই সাথে সেটা ধনাত্মক অর্থ প্রদান করবে।


কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার করা যাক।


যেমন :

আমি আম খাই = I eat mango. সে একজন বালিকা = She is a girl. সে একজন সৎ মানুষ = He is an honest man.

খেয়াল করুন উপরে আলোচিত বাক্যগুলো দ্বারা কোন বিষয়কে বর্ণনা বা স্বীকার করা এবং একই সাথে হাঁ-বোধক ধারণা প্রদান করছে। তাই এই বাক্য গুলোকে আমরা affirmative sentence বলতেই পারি।

Negative Sentence কাকে বলে Structure and Example

যে বর্ণনামূলক (assertive sentence) দ্বারা কোন কিছুকে অস্বীকার করা বুঝায় তাকে negative sentence বলে। অর্থাৎ, যে বাক্য কোন একটি ধারণার না বোধক তথ্য প্রদান করে বা বর্ণনা করে তাকে negative sentence বলে। যেমনঃ

  • সে একজন ভাল ছাত্রী নয় = She is not a good student.

এখানে এই বাক্যটি দেখুন, যেখানে একজন ছাত্রীর ব্যাপারে কিছু তথ্য বর্ণনা করা হচ্ছে কিন্তু সে বর্ণনা ঋণাত্মক অর্থ প্রকাশ করছে। তাই এটি একটি negative বাক্য।


নিচে আরো কিছু উদাহরণ দেখানো হলো-

যেমনঃ

সে ভাল নয় = She is not good. আমার কোন বই নেই = I have no book. সে বই পড়েনি = She does not read book.

খেয়াল করুন উপরের প্রতিটি বাক্যেই কোন না কোন বিষয়কে অস্বীকার করছে (deny)। সুতরাং উপরের বাক্যগুলো হলো না বোধক বাক্য বা negative sentence.

Negative sentence এর গঠন কি কি - Affirmative Sentences to Negative

বিভিন্ন ভাবে Negative sentence গঠিত হতে পারে এগুলো নিচে আলোচনা করা হল-


Present indefinite tense এর ক্ষেত্রে বাক্য কে affirmative থেকে negative করতে হলে মূল verb-এর আগে do not/does not বসাতে হয়।

যেমনঃ

Affirmative বাক্য = She eats a banana. Negative বাক্য = She does not eat a banana. Affirmative বাক্য = I eat mango. Negative বাক্য = I do not eat mango.

এখানে বিশেষ ভাবে মনে রাখার বিষয় হলো does ব্যবহার করে negative sentence গঠন করলে বাক্যর মূল verb এর সাথে s বা es থাকবে না।


Past indefinite tense এর ক্ষেত্রে বাক্য কে affirmative থেকে negative করতে হলে মূল verb-এর আগে did not বসাতে হয়।


যেমনঃ

Affirmative বাক্য = He went there. Negative বাক্য = He did not go there. Affirmative বাক্য = I ate a mango. Negative বাক্য = I did not eat a mango.

এখানে বিশেষ ভাবে মনে রাখার বিষয় হলো did ব্যবহার করে negative sentence গঠন করলে বাক্যর মূল verb এর present form ব্যবহার করতে হয়।


can, could, shall, Should, may, might, am, is, are, was, were, need, dare ইত্যাদি modal auxiliary (ইংরেজিতে ভাষায় এমন কিছু Verb রয়েছে যাদের দ্বারা সম্ভাবনা, প্রয়োজনীয়তা, অনুমতি গ্রহন , ইচ্ছা, অনুমতি প্রদান, সক্ষমতা ইত্যাদি প্রকাশ করা হয়, তাদের Modal বা Modal Auxiliary বলে। ) বাক্যে থাকলে তাকে negative করতে হলে কোন অতিরিক্ত do/does/did ব্যবহার করার পেয়োজন নেই শুধু modal auxiliary এর পরে not ব্যবহার করে negative বাক্য তৈরি করতে হয়।


যেমনঃ

  • Affirmative = সে আজ আসতে পারে = সম্ভাবনা = She may come today.
  • Negative = সে আজ না-ও আসতে পারে = সম্ভাবনা = She may not come today.
  • Affirmative = আমি এটি পড়তে পারি = সক্ষমতা = I can read it.
  • Negative = আমি এটি পড়তে পারি না = সক্ষমতা = I can not read it.

আরো পড়ুনঃ Parts of Speech কাকে বলে কত প্রকার ও কী কী


Present tense এবং past indefinite tense ছাড়া অন্যান্য সকল tens কে negative sentence এ রুপান্তর করতে চাইলে সে সকল tens এর affirmative sentence গুলতে যে সকল auxiliary verb ব্যবহার করা হয় সেগুলোর পরে শুধু not বসালেই negative sentence হয়ে যাবে।

যেমনঃ

Present continuous tense এর ক্ষেত্রে

  • Affirmative বাক্য = I am reading the book.
  • Negative বাক্য = I am not reading the book.

Past continuous tense এর ক্ষেত্রে


  • Affirmative বাক্য = They were swimming.
  • Negative বাক্য = They were not swimming.

Present perfect tense এর ক্ষেত্রে


  • Affirmative বাক্য = He has done this.
  • Negative বাক্য = He has not done this

Future indefinite tense এর ক্ষেত্রে

  • Affirmative বাক্য = I will go.
  • Negative বাক্য = I will not go.

Interrogative সেন্টেন্স কাকে বলে - Interrogative Sentence Example

ইংরেজি ভাষায় কোন প্রশ্ন করার ক্ষেত্রে বা কোন কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে যে ধরনের বাক্য ব্যবহার করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বা interrogative sentence বলে।


যেমনঃ আপনি কি মনোযোগ সহকারে পড়ছেন? Are you reading carefully? এটি একটি প্রশ্নবোধক বাক্য।

Interrogative Sentence এর গঠন

Auxiliary Verb বা Main Verb বা Modal Auxiliary + Subject + Main Verb (বাক্যে যদি একের বেশি verb থাকে) + বাক্যের বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন(?)


Interrogative sentence এ সাধারনত subject এর আগে auxiliary verb বসে এবং এর শেষে বাক্যের বাকি অংশ + একটি প্রশ্নবোধক চিহ্ন ( ? ) ব্যবহৃত হয়। প্রশ্নবোধক বাক্যের গঠন এবং সে গঠন প্রণালী অনুযায়ী উদাহরণ নিচে আলোচনা করা হল।


Assertive sentence-এ auxiliary verb যেমন Am, is, are, was, were, have, has ইত্যাদি verb গুলো main verb হিসাবে ব্যবহার করা হলে এক্ষেত্রে শুধু এই verb কে subject এর আগে বসিয়ে দিতে হবে এবং বাক্যের শেষে ? চিহ্ন বসিয়ে দিতে হবে। যেমনঃ

Assertive বাক্য = I am a student. interrogative বাক্য = Am I a student? Assertive বাক্য = She is an honest woman. interrogative বাক্য = Is she an honest woman? Assertive বাক্য = You are happy.
interrogative বাক্য = Are you happy? Assertive বাক্য = He was hungry. interrogative বাক্য = was he hungry?

খেয়াল করুন উপরে উল্লেখিত sentence গুলোতে ব্যবহৃত verb গুলো main verb, কারণ প্রতিটি বাক্যে কেবল একটি করে verb রয়েছে।


Assertive বাক্যে modal বা semi-modal (can, could, would, may, might, dare, must, should ইত্যাদি) থাকলে, সেই বাক্যকে interrogative এ রূপান্তর করতে চাইলে subject-এর পূর্বে সেই modal বা semi-modal verb বসাতে হয়।

যেমনঃ

  • Assertive বাক্য = She can do it.
  • interrogative বাক্য = Can she do it?
  • Assertive বাক্য = He may come today.
  • interrogative বাক্য = May he come today?
  • Assertive বাক্য = You should read it.
  • interrogative বাক্য = Should you read it?
  • Assertive বাক্য = He could do it.
  • interrogative বাক্য = Could he do it?

Present indefinite tense এ ব্যবহৃত verb গুলো যদি ordinary verb বা সাধারণ verb হয় তাহলে assertive sentence এর subject এর সামনে do/does বসিয়ে interrogative এবং বাক্যের শেষে (?) চিহ্ন বসিয়ে বাক্য তৈরি করতে হয়।


যেমনঃ

  • Assertive বাক্য = She goes.
  • interrogative বাক্য =Does she go?
  • Assertive বাক্য = I read.
  • interrogative বাক্য =Do I read?
  • Assertive বাক্য = Karim reads a book.
  • interrogative বাক্য =Does Karim read a book?

Past indefinite tense এর ক্ষেত্রে বাক্যের subject এর আগে did বসাতে হয় এবং মূল verb এর present form ব্যবহার করতে হয়; এবং বাক্যের শেষে (?) চিহ্ন বসাতে হয়। এক্ষেত্রে মূল verb এর present form হয়।


যেমন :

  • Assertive বাক্য = He went to school.
  • interrogative বাক্য =Did he go to school?
  • Assertive বাক্য = He came.
  • interrogative বাক্য =Did he come?

উপরে উল্লেখিত tense গুলো ব্যতীত অন্যান্য tense এর বাক্য গুলোকে interrogative sentence এ পরিণত কতে চাইলে শুধু auxiliary verb টিকে subject এর পূর্বে বসিয়ে দিয়ে বাক্যের শেষে ? চিহ্ন দিতে হয়।

যেমনঃ

Present Continuous Tense

  • Assertive বাক্য = He is reading a book.
  • interrogative বাক্য =Is he reading a book?
  • Assertive বাক্য = He is eating rice.
  • interrogative বাক্য = Is he eating rice?

Present Perfect Tense

  • Assertive বাক্য = He has done the work.
  • interrogative বাক্য = Has he done the work?
  • Assertive বাক্য = He He has done this.
  • interrogative বাক্য = Has he done this?

Present Perfect Continuous Tense

  • Assertive বাক্য = They have been reading a story for two hours.
  • interrogative বাক্য = Have they been reading a story for two hours?

Past Continuous Tense

  • Assertive বাক্য = I was swimming.
  • interrogative বাক্য = Was I swimming.

Future Indefinite Tense

  • Assertive বাক্য = He will go.
  • interrogative বাক্য = Will he go?

Future Continuous Tense

  • Assertive বাক্য = I will be reading.
  • interrogative বাক্য = Will I be reading?

কখন = when, কোথায় = where, কেমন করে = how, কোনটি = which, কে = who ইত্যাদি word বাংলা প্রশ্নবোধক বাক্যে থাকলে এবং সেই বাংলা বাক্য কে ইংরেজি তে রূপান্তর করার সময় উল্লেখিত word গুলো বাক্যের প্রথমে বসিয়ে তারপর সাহায্যকারী verb (do, did, have, has, is, was, were ইত্যাদি) বসাতে হয়।

যেমনঃ

  • সে কখন গিয়েছিল? = When did she go?
  • তুমি কখন যাবে? = When will you go?
  • সে কোথায় গিয়েছিল? = Where did she go?
  • সে কিভাবে এ কাজ করে? = How does she do it ?
  • সে কিভাবে একাজ করেছিল? = How did she do it?
  • সে কেমন ভাবে একাজ করেছে? = How has she done it?
  • সে কেমন করে একাজ করবে? = How will she do it?
  • তুমি কোন বইটি চাও? = Which book do you want?
  • তুমি কোন বইটি কিনবে? = Which book will you buy?
  • কে সেখানে গিয়েছিল? = Who went there?
  • কে কাজটি করেছিল? = Who did it?
  • কাজটি কে করবে? = Who will do it?

খেয়াল করুন কখন = when, কোথায় = where, কেমন করে = how শব্দগুলোর পরেই সাহায্যকারী verb বসেছে। তার পরে বসেছে বাক্যের subject কিন্তু কোনটি = which এর পর পরই একটি নাম noun (book) বসেছে তার পর বসেছে সাহায্যকারী verb এবং তার পরে subject (এখানে you) বসেছে।


অন্যদিকে 'কে = who' এর পরে সরাসরি মূল verb বসেছে। কিন্তু continuous tense, perfect tense এবং future tense এর ক্ষেত্রে who এর পরে সাহায্যকারী verb বসে ।

একটি negative sentence কে যখন interrogative বাক্যে রুপান্তর করলে তাকে বলে negative interrogative sentence.

যেমনঃ

  • সে স্কুলে যায়। = She goes to school. = Affirmative বাক্য
  • সে মাদ্রাসায় যায় না। = She does not go to madrasa. = Negative বাক্য
  • সে কি স্কুলে যায় না? = Does she not go to school? = neg-interrogative বাক্য

সম্পূর্ণ পোস্ট এর আলোচনা ভিডিওতে দেখতে পারেন


Imperative Sentence কাকে বলে, এর উদাহরণ, চেনার উপায় - Imperative Sentence Examples

ইংরেজি ভাষায় যে বাক্য দ্বারা আদেশ (order), অনুরোধ ( request), উপদেশ (advice) বুঝায় তাকে imperative sentence বলে।


যেমনঃ

  • Mother is saying to her child : Habib, go home. = হাবিব বাড়ি যাও (order = আদেশ বা এখানে আদেশ বোঝাচ্ছে)
  • Doctor is saying to patient: Take this medicine everyday = এই ওষুধটি প্রতিদিন খাবেন (advice = উপদেশ বা এখানে উপদেশ বোঝাচ্ছে)
  • The customer is saying to the shopkeeper: Give me five KG of rice, please. = দয়া করে আমাকে 5 কেজি চাল দিন ( request = অনুরোধ বা এখানে অনুরোধ বোঝাচ্ছে )

তাহলে আমরা একটি বাক্য পড়লেই সহজে বুঝতে পারব যে এটি একটি imperative sentence বাক্য। যদি সেই বাক্য দিয়ে আদেশ অনুরোধ বা উপদেশ প্রকাশ পায়।

Imperative Sentence এর গঠন

Imperative sentence এর ক্ষেত্রে বাক্যটি দ্বারা অনুরোধ, আদেশ, উপদেশ করা হয় second person বা you কে লক্ষ্য করে। কিন্তু বাক্যে এই you লেখা হয় না। এবং বাক্য শুরু হয় সরাসরি মূল verb (principal verb) দিয়ে। অর্থাৎ Imperative sentence এর গঠন হলঃ


Verb + Extension

যেমনঃ

  • কাজটি কর। = (you) Do the work.

এখানে “কাজটি কর” বলতে দ্বিতীয় ব্যক্তি কে নির্দেশ করা হচ্ছে । অর্থাৎ এই বাক্যটি বুঝাচ্ছে “তুমি” কাজটি কর। তুমি শব্দটি বাংলা ভাষা বা ইংরেজী ভাষার কোনটাতেই ব্যবহার করা দরকার হয় না।


তাহলে দেখা গেল যে imperative sentence, verb দ্বারা শুরু হয় এবং second person কে নির্দেশ করে।

Let এর ব্যবহার - Let দিয়ে imperative sentence গঠন

অনেক লেখকের মতে first person ও third person এর ক্ষেত্রে imperative sentence শুরু হয় "Let" দিয়ে। যেমনঃ

  • আমাকে যেতে দাও = Let me go.
  • তাকে যেতে দাও = Let him go.

Optative Sentence কাকে বলে, এর গঠন, এর উদাহরণ - Optative Sentence Examples

ইংরেজি ভাষায় যে বাক্যগুলো দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে optative sentence বলে।

যেমনঃ

  • তুমি দীর্ঘজীবি হও। = May you live long.

উপরে উল্লেখিত বাক্যটিতে বক্তা বা লেখক অন্য একজন ব্যক্তির দীর্ঘ জীবন ইচ্ছা করছে । তাই এটি হলো একটি Optative sentence.

Optative Sentence এর গঠন

Optative sentence-এর গঠন করতে হলে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় যেমন -

  • Optative বাক্যের প্রথমে সাধারণত ''may'' verb টি বসে। যেমনঃ May...
  • তারপর যার জন্য কামনা বা প্রার্থনা করা হচ্ছে তার noun বা pronoun বসে। যেমনঃ May you
  • তারপর যে কাজটি ঘটুক বলে প্রার্থনা বা কামনা করা হচ্ছে তা (bare infinitive; s/es/ing/ed-ছাড়া) বসবে । যেমনঃ May you live
  • তার পর প্রয়োজনীয় word যুক্ত করে বাক্য কে অর্থপূর্ণ করতে হবে। যেমন : May you live long.

কিন্তু যদি প্রার্থনা বা কামনা যদি অন্য কারও কাছে ঐ ব্যক্তির জন্য করা হচ্ছে এরূপ বুঝায় তাহলে Optative Sentence গঠনের পর্যায় গুলো হবে নিম্নরূপঃ

  • প্রথমে May বসবে
  • তারপর যে কাজটি ঘটুক বলে কামনা বস প্রার্থনা করা হচ্ছে তার verb ( s/es/ing/ed-ছাড়া) । যেমনঃ May Allah bless
  • তারপর যার জন্য কামনা বা প্রার্থনা করা হচ্ছে তার noun বা pronoun. যেমনঃ May Allah bless you. =আল্লাহ তোমার মঙ্গল করুন।

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে optative sentence গঠন করতে হয়।

Structure আকারে দেখালে Optative Sentence-এর গঠন নিম্নোক্ত ভাবে দেখানো যায়।

  • May দিয়ে Optative sentence গঠনঃ

May + Noun বা Pronoun + Verb + বাকি অংশ.

যেমনঃ May you succeed in life.

  • Wish দিয়ে Optative sentence গঠনঃ

Wish + Noun বা Pronoun + বাকি অংশ.

যেমনঃ Wish you great success.

  • Long দিয়ে Optative sentence গঠনঃ

Long + verb + Noun বা Pronoun + বাকি অংশ.

যেমনঃ Long live our reader.

Exclamatory Sentence কাকে বলে, এর গঠন, এর উদাহরণ - Exclamatory Sentence Examples

ইংরেজি ভাষায় যে সকল বাক্য দ্বারা বক্তার আকস্মিক সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি, রাগ ইত্যাদি বিশেষভাবে প্রকাশ পায় তাকে exclamatory sentence বা বিস্ময়সূচক বাক্য বলে।

যেমনঃ

  • কি সুন্দর পাখিটি ! = How nice the bird is!

বাক্যটিতে বক্তার বা লেখকের মনের একটি আকস্মিক আনন্দ বা আবেগ বিশেষভাবে প্রকাশ পেয়েছে। তাই এটি exclamatory sentence. এর একটি উদাহরণ।

Exclamatory Sentence-এর বৈশিষ্ট্য

Exclamatory sentence এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো নিচে উল্লেখ করা হলো-

  • এটি মানব মনের আকস্মিক আবেগ, আনন্দ, সুখ, দুঃখ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করে।
  • Exclamatory sentence এর ক্ষেত্রে বাক্যের verb সামনে subject বসে।
  • এই ধরণের বাক্যের শেষে একটি বিস্ময়বোধক চিহ্ন বা note of exclamation (!) ব্যবহার করা হয়।

Exclamatory Sentence এর গঠন

বিভিন্নভাবে Exclamatory sentence গঠন করা যায়। নিম্নে এইধরনের বাক্য গঠন প্রক্রিয়া দেখানো হলো -

How + abjective + NP (Noun or Pronoun) + be ( be verb = am, is, are, was, were) + !

  • কি সুন্দর গাড়িটি! = How nice the car is!
  • কি চমৎকার গল্পটি ! - How interesting the story is!
  • ছেলেটি কি সৎ! How honest the boy is!

উপরের উদাহরণ গুলোর প্রতিটি নামের (noun) বাংলায় এর শেষে 'টি ' অংশ বিদ্যমান থাকায় The + noun হয়েছে।

যেমন:

  • The car= গাড়িটি
  • The story = গল্পটি
  • The boy = ছেলেটি ইত্যাদি

বাংলা বাক্যে এমন অর্থ প্রকাশ করলে উপরের নিয়ম অনুযায়ী লিখতে হয়।

বাংলা বাক্যে 'একটি' ব্যবহার থাকলে নিম্নের গঠন অনুযায়ী বাক্য তৈরি করতে হবে।

how + adjective + a / an + Noun / Pronoun + Noun / Pronoun + be + !

যেমনঃ

  • কি সৎ একজন লোক সে! = How honest a woman she is!
  • কি সুন্দর একটি গাছ এ ! = How beautiful a tree it is!
  • কি সুন্দর একটি বই এ ! = How nice a book this is!
  • কি মজার একটি গল্প এটা / এ ! = How interesting a story it is!
  • কত/কি বড় এক ইঁদুর এ ! = How big rat it is!

What ব্যবহার করে exclamatory sentence গঠন করার নিয়ম। যেমনঃ

What + a / an + Noun/Pronoun + Noun / Pronoun + be + !

যেমনঃ

  • কি বোকা সে! = What a fool she is!
  • কি বজ্জাত তুমি! = What a scoundrel you are!

উপরের বাক্যগুলোতে যে দুটো শব্দ fool এবং scoundrel ব্যবহার করা হয়েছে তা মূলত noun কারণ fool এর adjective = foolish. এখত্রে foolish অর্থাৎ বাক্যে noun ব্যবহার করতে চাইলে How দিয়ে বাক্য শুরু করতে হবে।

যেমনঃ How foolish she is! = What a fool she is!

এই বাক্যে খেয়াল করলেই বুঝতে পারবেন article (a/an) বসে noun সামনে, adjective এর সামনে নয়।

বাক্যে adjective থাকলে সেই বাক্য কে exclamatory sentence এ রূপান্তর করতে চাইলে তার গঠন হবে নিম্নরূপঃ

What + a/an + adjective + Noun/Pronoun + Noun/Pronoun + be + !

যেমনঃ

  • কি সুন্দর একটি ফুল এ! = What a fine flower it is!
  • কি সুন্দর একটি ফুল এ! = How fine a flower it is!

what এবং how দিয়ে গঠিত exclamatory sentence দুটির দিকে খেয়াল করলে দেখতে পারবেন 1 নং বাক্যে a/an বসেছে adjective এর পূর্বে। আর 2 নং বাক্যে a/an বসেছে adjective এর পরে।

অনেক সময় কথা বলার সময় verb ছাড়াই exclamatory sentence গঠন করে কথা বলা হয়।

এক্ষেত্রে বাক্যের গঠন হবেঃ How + adjective + !

যেমনঃ

  • কি মোটা! = How fat!
  • কি হালকামি! = How silly!
  • কি মজার! = How interesting!
  • কি সন্দুর! = How fine!
  • কি দুঃখের বিষয়! = How sad!

এভাবেও exclamatory sentence গঠন হতে পারে।

What + a/an + adjective + !

যেমনঃ

  • কি ভাগ্য! = What a luck!
  • কি সুযোগ ! = What a chance!
  • কি বদমাশ ! = What a scoundrel!
  • কি বোকা! = What a fool!

এভাবেও exclamatory sentence গঠন হতে পারে।

What + a/an + adjective + Noun/Pronoun + !

যেমনঃ

  • কি সৌভাগ্য! = What a good luck!
  • কি সুন্দর একটি ছবি! = What a fine picture!
  • কি দুঃ সময়! = What a bad time!
  • কি সুবর্ণ সুযোগ ! = What a lucky chance!
  • কি বাজে এক লোক! = What a bad man!

যা কল্পনাও করা যায় না বা পূরণ করা সম্ভব নয় তা কামনা করার ক্ষেত্রে যেভাবে exclamatory sentence গঠন করতে হয় তা হলোঃ

হওয়া অর্থে exclamatory sentence এর গঠন

গঠন 1. Structure 1: Were + NP + NP + !

যেমনঃ

  • আমি যদি একটি পাখি হতাম! = Were I a bird!
  • আমি যদি রাজা হতাম! = Were I a king!

গঠন 2. exclamatory বাক্য গঠনটি এভাবেও হতে পারে

Where + Noun/Pronoun + a/an + adjective + Noun/Pronoun + !

যেমনঃ

  • সে যদি একজন সৎ ছেলে হত! = Were he an honest boy!
  • আমি যদি একজন ধনী লোক হতাম ! = Were I a rich man!
  • আমি যদি একজন শিক্ষিত লোক হতাম! = Were I an educated man!

গঠন 3. exclamatory বাক্যের গঠন এভাবে হতে পারে

Where + Noun/Pronoun + adjective + !

যেমনঃ

  • আমি যদি শক্তিশালী হতাম ! = Were I strong!
  • আমি যদি ধনী হতাম! = Were I rich!

থাকা অর্থে exclamatory sentence এর গঠন হবে।

গঠন 1. Had + Noun/Pronoun + !

যেমনঃ

  • আমার যদি একটি বাড়ি থাকত! = Had I a house!
  • আমার যদি দু'টি ডানা থাকত! = Had I two wings!

গঠন 2. বাক্য গঠনটি এভাবেও হতে পারে

Had + Noun/Pronoun + a/an + adjective + Noun/Pronoun + !

যেমনঃ

  • আমার যদি সবল দেহ থাকত! = Had I a strong physique!
  • আমার যদি প্রচুর টাকা থাকত! = Had I much money!

আশ করি এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি এবং সম্পর্কিত সকল বিষয়।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url