Right Form of Verb Rules Bangla | রাইট ফর্ম অফ ভার্ব এর রুলস
ইংরেজি বাক্যে verb কে সঠিকভাবে ব্যবহার করতে হলে, verb ব্যবহারের নিয়ম গুলো ভালোভাবে মনে রাখা দরকার। আজ এই আলোচনার মাধ্যমে আমরা শিখতে পাড়ব Right Form of Verb Rules Bangla বা রাইট ফর্ম অফ ভার্ব এর রুলস সম্পর্কে বিস্তারিত সব বিষয়।
পেজ সূচিপত্রঃ Right Form of Verb Rules Bangla | রাইট ফর্ম অফ ভার্ব এর রুলস
Right Form of Verb কাকে বলে?
ইংরেজি বাক্যে verb এর কোন form ব্যবহার করতে হবে? verb এর present form, past form নাকি past perticiple form হবে তা ঠিক করে ব্যবহার করাকেই Right Form of verbs বলে। আর যে নিয়ম মেনে verb এর সঠিক form নির্ধারণ করা হয় সেই নিয়মগুলোকে Right Form of Verb Rules বলে।
Right Form of Verb Rules for HSC and SSC
সাধারণত Secondary School Certificate (SSC) এবং Higher Secondary Certificate (HSC) পরীক্ষায় Right Form of Verb এর উপর যে ধরনের প্রশ্ন হয়ে থাকে তা মূলত ভিন্ন কিছু নয়। আপনি যদি এই আলোচনার প্রতিটি বিষয় মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, তাহলে আমি বিশ্বাস করি আপনার প্রয়োজনীয় প্রায় সকল বিষয় জানতে পারবেন।
কারণ যে কোন ক্লাসের জন্য Right Form of Verb এর নিয়ম একই। হয়তো কোনো পরীক্ষায় তুলনামূলকভাবে সহজ বিষয়গুলো জানতে চাওয়া হয় তথা প্রশ্ন করা হয়। আবার কোন পরীক্ষায় হয়তো একটু কঠিন প্রশ্ন করা হয়। প্রশ্ন যেমনই হোক Right Form of Verb এর সকল বিষয় জানা থাকলে উত্তর করতে আশা করি কোন সমস্যা হবে না, ইনশাআল্লাহ।
এই কনটেন্টে Right Form of Verb Rules Bangla আলোচনাটি যেভাবে করা হয়েছে তা যে কোন লেভেলের পাঠকের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি।
Right Form of Verb Rules Bangla |
Right Form of Verb এর নিয়ম বা Right Form of Verbs Rules Bangla
Right = সঠিক, Form = রূপ / ধরণ এবং Verb = ক্রিয়া / কাজ অর্থাৎ Right Form of Verb = ভার্বের সঠিক রূপ। আর সেই ভার্বের সঠিক রূপ নির্ধারণের জন্য যে সকল নিয়ম মেনে চলতে হয় সেগুলো ধারাবাহিকভাবে নিচে আলোচনা করা হলো।
আরো পড়ুনঃ Verb কাকে বলে কত প্রকার ও কী কী
নিয়ম ১ঃ ইংরেজি বাক্যের Subject যদি 3rd person singuler number হয় সেক্ষেত্রে present indefinite tense গঠনের সময় বাক্যের main verb এর সাথে s বা es যুক্ত করতে হয়।
সে আম খায়। = He eats mango.
রানা বই পড়ে। = Rana reads book.
সে নাচে। = He dances.
নিয়ম ২ঃ Present indefinite tense এর বাক্য কে Negative বাক্যে পরিণত করার সময় Subject 3rd person singuler number হলেও যদি does not ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বাক্যের main verb এর সাথে s বা es যুক্ত হয় না।
- Affirmative = She goes to college. = সে কলেজে যায়।
- Negative = She does not go to college. = সে কলেজে যায় না।
- Affirmative = He lives here. = সে এখানে বসবাস করে।
- Negative = He does not live here. = সেখানে বসবাস করে না।
নিয়ম ৩ঃ ইংরেজি বাক্যে যদি ago, yesterday, last week, last year, last month, day before yesterday ইত্যাদি শব্দগুলো থাকে এবং কার্যসম্পাদনের সময়টি অতীত কাল হয়ে থাকে তাহলে verb এর past form ব্যবহার করতে হবে।
এক্ষেত্রে বাংলা বাক্য পড়ে বর্তমান সময়ের মতো মনে হলেও ইংরেজি বাক্য গঠনের সময় verb এর past form হবে। অর্থাৎ বাক্যটি হবে past indefinite tense এ।
- মা গতকাল বাড়িতে এসেছেন। = Mother came home yesterday.
- সে গত মাসে বইটি কিনেছে। = He bought the book last month.
নিয়ম ৪ঃ অনেক সময় ধরে একটি কাজ চলছে যদি এরকম অর্থ প্রকাশ পায় তাহলে for ব্যবহার করতে হবে। আর যদি অনেক সময় আগের একটি নির্দিষ্ট মুহূর্ত থেকে কাজটি চলছে এরকম বোঝায় তাহলে since ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে যে verb টি ব্যবহার করা হবে তার present perfect continuous tesne হবে।
- তিনি দুই ঘণ্টা ধরে কাজ করছেন। = He has been working for two hours.
- তিনি 2020 সাল থেকে এই কলেজে পড়ছেন। = He has been reading in this college since 2020.
নিয়ম ৫ঃ ইংরেজি দুইটি clause কে যদি since ধারা যুক্ত করা হয় এবং সেক্ষেত্রে since এর সামনের clause টির verb যদি present indefinite বা present perfect tense হয়। তাহলে since এর পরবর্তী clause টির verb হবে past indefinite tense এর।
- সে পাঁচ বছর হলো কলেজ ছেড়ে চলে গেছে। = Five years have passed since he left the college.
- তিন দিন হল সে মারা গিয়েছেন। = Three days have poassed away since she died.
নিয়ম ৬ঃ ইংরেজি বাক্যে Since যখন adverb রূপে ব্যবহৃত হয়, তখন এই since কোন clause কে যুক্ত করে না। তখন since এর পরে কোন Noun বা Noun equivalent (নাউন সমতুল্য) ব্যবহার করা হয় না। since এক্ষেত্রে একাকী ব্যবহার হয়ে থাকে এবং since = ago (আগে) এমন অর্থ প্রকাশ করে।
- অনেক আগে আমি তাকে দেখেছিলাম। = I saw her long since.
- সে অনেক আগে থেকেই কাজটি করেছে। = He did the job long since.
নিয়ম ৭ঃ Past indefinite tense এর ক্ষেত্রে, ইংরেজি বাক্যটি যদি Affirmative sentence হয় সেক্ষেত্রে সেন্টেন্সের verb হবে past form এর। আর যদি ইংরেজি বাক্যটি Negative sentence হয় সেক্ষেত্রে সেন্টেন্সের verb এর আগে did not বসবে এবং main verb টি হবে present form এর.
- Affirmative = I ate an orange. = আমি একটা কমলা খেয়েছি।
- Negative = I did not eat an orange. = আমি একটা কমলা খাইনি।
- Affirmative = He danced. = তিনি নেচে ছিলেন।
- Negative = He did not dance. = তিনি নেচে ছিলেন না।
নিয়ম ৮ঃ Present continuous tense এর ক্ষেত্রে, subject 1st person singular হলে সাহায্যকারী verb হবে am, 2nd person singular and plural হলে সাহায্যকারী verb হবে are, এবং 3rd person singular হলে সাহায্যকারী verb হবে is, এরপর মূল verb এর সাথে ing যুক্ত হবে।
- I am writing content. = আমি কন্টেন্ট লিখছি।
- You are reading this content. = আপনি এই কনটেন্টটি পড়ছেন।
- He is walking in the field. = সে মাঠের মধ্যে হাটছে।
নিয়ম ৯ঃ Present perfect continuous tense এর ক্ষেত্রে subject 1st person হলে সাহায্যকারী verb হবে have been, 2nd person হলে সাহায্যকারী verb হবে have been, এবং 3rd person singular হলে সাহায্যকারী verb হবে has been, এরপর মূল verb এর সাথে ing যুক্ত হবে।
- I have been reading for six minutes. = আমি ৬ মিনিট যাবত পড়ছি।
- You have been reading for nine minutes. = আপনি নয় মিনিট ধরে পড়ছেন।
- He has been reading for ten minutes. = সে ১০ মিনিট যাবত পড়ছে।
নিয়ম ১০ঃ Past continuous tense এর ক্ষেত্রে subject 1st person singular হলে সাহায্যকারী verb হবে was, 2nd person singular হলে সাহায্যকারী verb হবে were, এবং 3rd person singular হলে সাহায্যকারী verb হবে was, এরপর মূল verb এর সাথে ing যুক্ত হবে। এছাড়া subjec আর যে কোন person plural হলে সাহায্যকারী verb হবে were.
- I was eating mango. = আমি আম খাইতে ছিলাম।
- We were eating mango. = আমরা আম খাইতে ছিলাম।
- You were doing the job. = আপনি এই কাজটি করতে ছিলেন।
- He was reading the news. = সে খবর পড়তেছিল।
নিয়ম ১১ঃ Past perfect continuous tense এর ক্ষেত্রে, subject 1st person, 2nd person, এবং 3rd person singular বা Plural হলে সাহায্যকারী verb হবে had been, এবং এরপর মূল verb এর সাথে ing যুক্ত হবে।
- I had been doing the job. = আমি কাজটি করছিলাম।
- You had been drinking a glass of water. = আপনি এক গ্লাস পানি পান করেছিলেন।
- He had been reading the book. = তিনি বইটি পড়েছিলেন।
নিয়ম ১২ঃ Future continuous tense এর ক্ষেত্রে subject 1st person, 2nd person, এবং 3rd person singular বা Plural হলে সাহায্যকারী verb হবে will be বা shall be, এবং এরপর মূল verb এর সাথে ing যুক্ত হবে।
- I will be doing my duty. = আমি আমার দায়িত্ব পালন করতে থাকবো।
- You will be playing the game. = আপনি খেলাটি খেলতে থাকবেন।
- He will be walking. = তিনি হাঁটতে থাকবেন।
নিয়ম ১৩ঃ Future perfect continuous tense এর ক্ষেত্রে subject 1st person, 2nd person, এবং 3rd person singular বা Plural হলে সাহায্যকারী verb হবে will have been বা shall have been, এবং এরপর মূল verb এর সাথে ing যুক্ত হবে।
- I will have been writing the content. = আমি কনটেন্ট লিখিয়া থাকিব।
- You will have been eating food. = আপনি খাবার খেয়ে থাকবেন।
- He will have been reading the story. = সে গল্পটি পড়িয়া থাকিবে।
নিয়ম ১৪ঃ অতীত কালের অনিয়মিত অভ্যাস জনিত কোন কাজ যদি নির্দেশ করা হয় অর্থাৎ করতাম, খেতাম, যেতাম ইত্যাদি প্রকাশ করতে verb এর আগে would ব্যবহার করতে হয়।
- She wold swim in the river. = সে নদীতে সাঁতার কাটতো। (অনিয়মিত)
কিন্তু নিয়মিত অভ্যাস বোঝানোর ক্ষেত্রে would ব্যবহার করা যাবে না। তখন verb এর past indefinite tense হবে।
- He worked in the company. = সে এই কোম্পানিতে কাজ করতো। (নিয়মিত)
নিয়ম ১৫ঃ অতীত কালের কোন সম্ভাবনা প্রকাশ করতে would have এরপরে verb এর past participle বসে।
- সে যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি কাজটিতে ব্যর্থ হতাম। = If he had not helped me, I would have failed in the job.
নিয়ম ১৬ঃ অতীত কালে কোন একটি কাজ ঘটেছে এমন নিশ্চিত অনুমান বোঝানোর ক্ষেত্রে must have এরপর verb এর past participle বসিয়ে বাক্য তৈরি করতে হয়।
- তিনি গতকাল অফিসে যাননি। নিশ্চয়ই সে অসুস্থ হয়ে থাকবেন। = He didn't go to office, He must have been ill.
নিয়ম ১৭ঃ কামনা মূলক বাক্য লেখার সময় সাবজেক্ট এর আগে may বসে এবং মূল verb এর base form ব্যবহার করতে হয়।
- সে সুখী হোক। = May she be happy.
- আল্লাহ তার মঙ্গল করুন। = May Allah bless him.
নিয়ম ১৮ঃ কোন উদ্দেশ্য পূরণের জন্য কোন একটি কাজ করা বোঝালে সেই উদ্দেশ্যটি যে verb দ্বারা প্রকাশ করা হয় তার আগে, present tense এর ক্ষেত্রে may এবং past tense এর ক্ষেত্রে might ব্যবহার করতে হয়।
- আমি খাই যেন আমি বাঁচতে পারি। = I eat that I may live.
- সে কঠোরভাবে পড়ালেখা করছিল যেন সে পরীক্ষায় পাশ করতে পারে। = He studied hard so that he might pass the exam.
নিয়ম ১৯ঃ As though, as if দ্বারা দুইটি clause সংযুক্ত হলে প্রথমের clause টির verb যদি হয় present tense তাহলে পরবর্তী clause টির verb হবে past indefinite tense এর।
- She talks as though (= as if = যেন) she were (was হবে না) mad. = সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। = সে পাগলের মত কথা বলে।
- He behaves as if he owned the market. = তিনি এমন আচরণ করে যেন সে বাজারের মালিক।
নিয়ম ২০ঃ No sooner had এরপরে past indefinite tense হয়।
- No sooner had I reached the bus stand than the bus left. = আমি বাসস্ট্যান্ডে পৌঁছতে না পৌঁছতেই বাসটি ছেড়ে গেল।
নিয়ম ২১ঃ Scarcely had এরপরে past indefinite tense হয়।
- Scarcely had I reached the bus stand than the bus left.
নিয়ম ২২ঃ Hardly had এরপরে past indefinite tense হয়।
- Hardly had I reached the bus stand than the bus left.
নিয়ম ২৩ঃ Before দ্বারা যখন দুটি clause যুক্ত করা হয় তখন পূর্বের clause টির verb যদি future tense এর হয় তাহলে পরের clause টির verb এর tense হবে present indefinite tense এ.
- She will come before her sister comes. = তার বোন আসার আগেই সে চলে আসবে।
- He will complete the lesson before he leaves the college. = কলেজ ছাড়ার আগেই সে পাঠ শেষ করবে।
নিয়ম ২৪ঃ After দ্বারা যখন দুটি clause যুক্ত করা হয় তখন পূর্বের clause টির verb যদি present tense বা future tense এর হয় তাহলে পরের clause টির verb এর tense হবে present perfect tense.
- Atik will swim after he has changed his dress. = পোশাক পরিবর্তনের পর আতিক সাঁতার কাটবে।
- I will go to college after I have completed my study. = পড়াশুনা শেষ করে কলেজে যাবো।
নিয়ম ২৫ঃ Passive voice এ মূল verb সব সময় past participle হবে এবং তার আগে একটি be verb (am, is, are, was, were, be, ইত্যাদি)বসবে।
- Active voice: I eat a banana. = আমি একটি কলা খাই।
- Passive voice: A banana is eaten by me. = একটি কলা খাওয়া হয় আমার দ্বারা।
- Active voice: She will write a travel story. = তিনি একটি ভ্রমণ কাহিনী লিখবেন।
- Passive voice: A travel story be written by her. = একটি ভ্রমণ কাহিনী লেখা হবে তার দ্বারা।
নিয়ম ২৬ঃ Before এর পূর্বে past perfect tense হয়।
- The lady had died before the doctor came. = ডাক্তার আসার আগেই মহিলাটি মারা গিয়েছিল।
নিয়ম ২৭ঃ After এর পরে past perfect tense হয়।
- The lady died after the doctor had come. = ডাক্তার আসার পর মহিলাটি মারা গিয়েছিল।
নিয়ম ২৮ঃ বর্তমানে কোন একটি কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এমন অনুমান বোঝানোর ক্ষেত্রে ইংরেজি বাক্যটি future perfect tense এ হয়।
- সে হয়তো এতক্ষণে ঢাকা পৌঁছে গিয়েছে। = She will have reached Dhaka by this time.
নিয়ম ২৯ঃ Lest এর সাহায্যে দুটি clause কে যুক্ত করলে শেষের clause টির verb এর পূর্বে should বসাতে হয়। এবং শেষের clause এর verb টির Negative form ব্যবহার করা যাবে না।
- Work hard lest you should fail the exam. = কঠোর পরিশ্রম করুন যাতে আপনি পরীক্ষায় ফেল না করেন।
- Go fast lest you should miss the bus. = দ্রুত যান যাতে আপনি বাস মিস না করেন।
নিয়ম ৩০ঃ চিরন্তন সত্য ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে ইংরেজি বাক্যটি present indefinite tense এ হবে।
- সূর্য পূর্ব দিকে উঠে। = The sun rises in the East.
- সূর্য পশ্চিমে ডোবে। = The sun sets in the West.
নিয়ম ৩১ঃ কোন ইংরেজি বাক্যে যদি daily, generally, today, always, often, every day, now a days, regularly, occasionally, sometimes, every time ইত্যাদি শব্দ থাকে তাহলে সেই ইংরেজি বাক্যের verb টির form হবে base form বা present form.
- She takes the meal three times daily. = তিনি প্রতিদিন তিনবার খাবার খান।
- Alimullah goes to the madrasa every day. = আলিমুল্লাহ প্রতিদিন মাদরাসায় যায়।
নিয়ম ৩২ঃ ইংরেজি বাক্যে যদি at this moment, gradually, now, day by day ইত্যাদি শব্দ থাকে তাহলে সেই ইংরেজি বাক্যের verb টির form হবে (v+ing) অর্থাৎ বাক্যটি present continuous tense এ লিখতে হবে।
- At this moment, Kabir is swimming. = এই মুহূর্তে কবির সাঁতার কাটছে।
- What is she reading now? = সে এখন কি পড়ছে?
নিয়ম ৩৩ঃ যদি ইংরেজি বাক্যে already, just, just now, never, recently, ever, lately, yet, perhaps ইত্যাদি শব্দ থাকে তাহলে সেই ইংরেজি বাক্যটি present perfect tense এ লিখতে হবে।
- I have just taken a cup of coffee. = আমি মাত্র এক কাপ কফি পান করেছি।
- She has gone just now. = সে এখনই চলে গেছে।
নিয়ম ৩৪ঃ ইংরেজি বাক্যে And দ্বারা যুক্ত দুটি Noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে পৃথক দুটি ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে দুটি Noun and দ্বারা যুক্ত হলে ইংরেজি বাক্যের verb হবে plural.
- Rakib and Shakib are going to school. = রাকিব ও সাকিব স্কুলে যাচ্ছে।
- You and I are reading the content. = আপনি এবং আমি কন্টেন্টটি পড়ছি।
নিয়ম ৩৫ঃ ইংরেজি বাক্যে And দ্বারা যুক্ত দুটি Noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে দুটি Noun and দ্বারা যুক্ত হলে ইংরেজি বাক্যের verb হবে singular.
- Karim chairman and headmaster is coming to us. = করিম চেয়ারম্যান ও প্রধান শিক্ষক আমাদের কাছে আসছেন।
এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে করিম নামের ব্যক্তি সে একই সাথে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাই বাক্যের verb টি singular ব্যবহার করা হয়েছে।
সম্পূর্ণ পোস্ট এর আলোচনা ভিডিওতে দেখতে পারেন
Final Words
ইংরেজি বাক্যে Verb এর সঠিক form ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি Right Form of Verb Rules Bangla শিরোনামের এই আলোচনাটি আপনাদের জ্ঞান অর্জনের সহায়ক হবে। তাছাড়া উপরে আলোচিত রাইট ফর্ম অফ ভার্ব এর রুলস গুলো যেকোনো একাডেমিক বা ননএকাডেমিক পরীক্ষায় যে সকল প্রশ্ন করা হয় তার যথাযথ উত্তর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।