সহজে শিখুন Preposition কাকে বলে | Preposition Rules in Bangla

আজ এই কনটেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো Preposition কাকে বলে অর্থাৎ Preposition Rules in Bangla বিস্তারিতভাবে। তাহলে চলুন অধ্যায়ন শুরু করা যাক।

Preposition কাকে বলে?

ইংরেজি বাক্যে যে শব্দগুলো Noun, Pronou অথবা Noun Phrase এর সামনে বসে ওই Noun, Pronou অথবা Noun Phrase এর সাথে বাক্যে অবস্থিত অন্য কোন শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে তাদেরকে Preposition বলা হয়।

Preposition শব্দের আভিধানিক অর্থ হল (Pre = পূর্বে এবং Position = অবস্থান) শব্দের পূর্বে অবস্থান। তাই Preposition বলতে বোঝায় Noun বা Pronoun এর সামনে বসা সম্বন্ধ সূচক Word কে।

Preposition Examples

নিচে কিছু Preposition এর উদাহরণ দেখা যাক।

  • আমি তোমার জন্য একটি উপহার কিনেছিলাম। = I bought a gift for you.
  • সে আমার সাথে বসবাস করে। = He lives with me.

উপরের উদাহরণ দুটিতে খেয়াল করুন, প্রথম বাক্যে for শব্দটি you শব্দের আগে বসে gift শব্দের সাথে একটি সম্পর্ক স্থাপন করছে। তাই এখানে for শব্দটি হচ্ছে একটি preposition.

আবার দ্বিতীয় বাক্যে with শব্দটি me শব্দের আগে বসে lives শব্দের সাথে একটি সম্পর্ক স্থাপন করছে। তাই এই বাক্যে with হচ্ছে একটি Preposition.

Preposition কাকে বলে
Preposition কাকে বলে

Types of Prepositions Bangla

Preposition কে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা হয়। এই ছয় প্রকার Preposition ছাড়াও আরো কিছু প্রিপজিশন রয়েছে যেগুলো সম্পর্কে নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

Simple Preposition কাকে বলে?

যে Preposition গুলো সাধারণত একটি শব্দ দ্বারা গঠিত হয় তাদেরকে বলা হয় Simple Preposition. যেমন: at, with, by, of, off, through, from, after ইত্যাদি।

Simple Preposition Examples

ইংরেজি বাক্যে Simple Preposition এর কিছু উদাহরণ দেখা যাক।

  • সে এই গ্রামেই থাকে। = He lives in this village.
  • আপনি বাজারে যাচ্ছেন। = You are going to the market.
  • তিনি কলম দিয়ে লিখছেন। = He is writing with a pen.

Double Preposition কাকে বলে?

যখন দুইটি Preposition মিলে একটি নতুন Preposition গঠন করা হয় তখন তাকে Double Preposition বলে। অর্থাৎ Preposition + Preposition = Double Preposition হয়। এক্ষেত্রে দুটি প্রিপজিশন নিয়ে গঠিত গঠিত হলেও তা মূলত একটি প্রিপজিশনের মত আচরণ করে।

Double Preposition Examples

ইংরেজি বাক্যে Double Preposition এর কিছু ব্যবহার দেখা যাক।

  • রাসেল তার ব্যবসার কারণে এখানে আসতে পারছে না। = Rasel is unable to come here because of his business.
  • আমি 2 ঘন্টার মধ্যে স্কুলে যাব। = I will go to school within 2 hours.

Compound Preposition কাকে বলে?

যে Preposition গুলো গঠিত হয় সাধারণত Noun, Adverb এবং Adjective এর সামনে একটি Simple Preposition বসে (simple preposition + noun/adjective/adverb) তাদেরকে Compound Preposition বলে।

Compound Preposition Examples

চলুন Compound Preposition এর কিছু গঠন দেখা যাক।

  • Behind = be ( by থেকে be এসেছে ) + hind
  • Along = a ( on থেকে a এসেছে ) + long
  • Before = be ( by থেকে be এসেছে ) + fore
  • About = a ( on থেকে a এসেছে ) + out
  • Beside = be ( by থেকে be এসেছে ) + side
  • Between = be ( by থেকে be এসেছে ) + tween

এখন Compound Preposition এর কিছু বাক্যে প্রয়োগ দেখা যাক।

  • সে আসার আগেই আমি কলেজে পৌঁছে যাব। = I will reach the college before she comes.
  • আমি আপনাকে এই কারণ সম্পর্কে বলব। = I will tell you about this reason.
  • সে আমার পাশে বসে ছিল। = He was sitting beside me.

Phrase Preposition কাকে বলে?

দুই বা দুইয়ের অধিক শব্দ একত্রে ইংরেজি বাক্যে যখন একটি মাত্র parts of speech রূপে ব্যবহার করা হয় তখন তাদের phrase বলে। আর সেই phrase যখন একটি Preposition এর মত কাজ করে তখন তাকে Phrase Preposition বলে।

Phrase Preposition Examples

  • আমার অফিসের সামনে একটা নদী আছে। = There is a river in front of my office.
  • অনেক পরিশ্রম করেও লক্ষ্যে পৌঁছাতে পারিনি। = I could not reach the target in spite of my hard work.
  • দুর্বলতার কারণে আমি সেখানে যেতে পারছি না। = I am unable to go there because of my weakness.

Participle Preposition কাকে বলে?

Present participle (verb + ing) এবং Past participle (verb এর past participle form) ইংরেজি বাক্যে যখন Preposition এর মত ব্যবহার করা হয় তখন তাদের participle preposition বলে।

Participle Preposition Examples

participle preposition এর কিছু উদাহরণ হল-

  • আমি এই খবর সম্পর্কে কিছুই জানি না। = I know nothing regarding this news. [regarding = about]
  • ঢাকা শহরের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। = The Buriganga River flows past Dhaka city. [past = by]

Disguised Preposition কাকে বলে?

Disguised শব্দের অর্থ হল ছদ্মবেশ। অনেক সময় ইংরেজি বাক্যে 'on' preposition এর পরিবর্তে 'a' ব্যবহার করা হয় এবং 'of' preposition এর পরিবর্তে 'o' ব্যবহার করা হয়। এভাবে preposition ব্যবহার করা হলে তাদেরকে disguised preposition বা ছদ্মবেশী preposition বলে।

Disguised Preposition Examples

  • বৃদ্ধ লোকটি ভিক্ষা করতে লাগল। = The old man went on begging.
  • বৃদ্ধ লোকটি ভিক্ষা করতে লাগল। = The old man went a-begging. [on এর পরিবর্তে a এ বসেছে]
  • রাজা সিদ্ধান্ত নিলেন শিকারে যাবেন। = The king decided to go on hunting.
  • রাজা সিদ্ধান্ত নিলেন শিকারে যাবেন। = The king decided to go a-hunting. [on এর পরিবর্তে a এ বসেছে]
  • এক কেজি চাল বিক্রি হয় ৬৫ টাকা। = Rice sells 65 taka for a k.g.
  • এক কেজি চাল বিক্রি হয় ৬৫ টাকা। = Rice sells 65 taka a k.g. [ এখানে 'for' preposition একটি উহ্য রয়েছে]
  • সে দিনে একবার আমার কাছে আসে। = She comes to me once in a day.
  • সে দিনে একবার আমার কাছে আসে। = She comes to me once a day. [ এখানে 'in' preposition একটি উহ্য রয়েছে]

Preposition of Place

কোন কিছুর অবস্থান নির্দেশ করার জন্য যে ধরনের প্রিপজিশন ব্যবহার করা হয় তাদেরকে Preposition of Place বলা হয়।

Preposition of Place Examples

  • শিক্ষক দেয়ালের আড়ালে বসে আছেন। = The teacher is sitting behind the wall.
  • তিনি ঢাকার মিরপুরে থাকেন। = He lives in Mirpur in Dhaka.

Preposition of Direction

কারো দিকে বা কোন কিছুর দিকে যেমন ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে ইত্যাদি নির্দেশ করতে যে preposition ব্যবহার করা হয় তাদেরকে Preposition of Direction বলে।

Preposition of Direction Examples

  • কলেজটি শহরের বাম পাশে অবস্থিত। = The college is placed on the left side of the city.
  • ট্রেনটি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল। = The train was going over the bridge.
  • বাঘটি গাছে ঘুমাচ্ছিল। = The tiger was sleeping on the tree.

কতিপয় Preposition এর ব্যবহার -Use of Preposition in Bangla

ইংরেজি ভাষায় preposition এর গুরুত্ব অপরিসীম। অনেক ছাত্রছাত্রী আছেন যারা প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে ভালোভাবে ইংরেজি লিখতে, পড়তে এবং বুঝতে সমস্যার মধ্যে পড়েন।

যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের জন্য প্রিপজিশন আয়ত্ত করা একটি কঠিন কাজ। কিন্তু অনুশীলনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব।

সঠিকভাবে preposition এর ব্যবহার ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিচে কিছু প্রিপজিশনের ব্যবহার সহজ এবং সাবলীল ভাষায় আলোচনা করা হলো।

Around Meaning in Bengali

Around ইংরেজি ভাষায় বহুল ব্যবহৃত একটি প্রিপজিশন। Around শব্দের বাংলা প্রতিশব্দগুলো হলো কাছাকাছি, আশেপাশে, নানা জায়গায়, কাছেপিঠে, চতুর্দিকে, নাগাদ, সর্বদিকে, চক্রাকারে, বেষ্টন করিয়া ইত্যাদি।

Around এর ব্যবহার

ইংরেজি বাক্যে Around এর ব্যবহার দেখা যাক।

  • আমি পুরো বিশ্ব ভ্রমন করতে চাই। = I want to travel around the world.
  • সে তার চারপাশে তার টাকা রাখে। = He puts his money around him.

As Well as Meaning in Bengali

ইংরেজি বাক্য লেখার ক্ষেত্রে and ও as well as প্রায় একই অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। উল্লেখ্য যে and = 'এবং', আর as well as = 'এবং আরো' এরূপ অর্থ প্রকাশ করে।

As Well as এর ব্যবহার

যে সকল জায়গায় অর্থাৎ যেভাবে as well as বাক্য ব্যবহার করা হয় তা নিচে কিছু উদাহরণের সাহায্যে আলোচনা করা হল।

  • দুটি Subject কে যুক্ত করার জন্য as well as ব্যবহার হতে পারে। যেমন: Sakib as well as Josim is eligible for the job.
  • দুটি Object কে যুক্ত করার জন্য as well as ব্যবহার হতে পারে। যেমন: He has a bike as well as a car.
  • দুটি Cluse কে যুক্ত করার জন্য as well as ব্যবহার হতে পারে। যেমন: I read history as well as I read the story.

About এর ব্যবহার

বিভিন্ন অর্থে About ব্যবহার করা হয়ে থাকে। যেমন-

  • বিষয়ে বা সমন্ধে অর্থে About এর ব্যবহারঃ আমি তার সম্পর্কে সব জানি। = I know everything about her.
  • চারদিকে অর্থে About এর ব্যবহারঃ সে তার পায়ের চারদিকে এক টুকরো টেপ জড়িয়ে দিল। = He wrapped a piece of tape about his leg.
  • প্রায় বা কাছাকাছি অর্থে About এর ব্যবহারঃ এই লাঠিটি প্রায় দশ ইঞ্চি লম্বা। = This stick is about ten inches long.

At এর ব্যবহার

বিভিন্ন অর্থে At এর ব্যবহার করা হয়ে থাকে। যেমন-

  • স্থান প্রকাশ করতে At এর ব্যবহার: She lives at Pabna. = সে পাবনায় থাকে।
  • সময় বোঝাতে At এর ব্যবহার: She will come at 4 P.M. = তিনি আসবেন বিকাল ৪টায়।
  • মূল্য প্রকাশ করতে At এর ব্যবহার: The chair has been priced at five thousand taka. = চেয়ারটির দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা।
  • মাত্রা প্রকাশ করতে At এর ব্যবহার: The motorcycle runs at 140 kilometers per hour. = মোটরসাইকেলটি ঘন্টায় 140 কিলোমিটার বেগে চলে।
  • দিকে বোঝাতে At এর ব্যবহার: The dog runs at the newcomer. = কুকুরটি আগন্তুকের দিকে দৌড়ায়।
  • দায়িত্ব বুঝাতে At এর ব্যবহার: She wants to do this at her own risk. = তিনি নিজের ঝুঁকিতে এটি করতে চান।

By এর ব্যবহার

যে সকল অর্থে by ব্যবহার হয়ে থাকে তার নিচে আলোচনা করা হলো।

  • পাশে অর্ধে by এর ব্যবহার: She was sitting by me. = সে আমার পাশে বসে ছিল।
  • কাছাকাছি সময়ে বা নাগাদ অর্থে by এর ব্যবহার: She will return by 4 P. M. = সে বিকাল ৪টার মধ্যে ফিরবে।
  • মাধ্যমে বোঝাতে by এর ব্যবহার: The work is done by her. = তার মাধ্যমে কাজটি করা হয়।
  • অনুসারে অর্থে by এর ব্যবহার: Now it is 9 P.M by my watch. = এখন আমার ঘড়িতে রাত ৯টা বাজে।
  • পরিমাপের ক্ষেত্রে by এর ব্যবহার: Your reading table is 3 feet by 2 feet. = আপনার পড়ার টেবিল 3 ফুট বাই 2 ফুট।
  • শপথ করার ক্ষেত্রে by এর ব্যবহার: He swore by Allah that he never tells a lie. = তিনি আল্লাহর নামে শপথ করেছেন যে, তিনি কখনো মিথ্যা বলেন না।

In এর ব্যবহার

বিভিন্ন অর্থে এবং পরিবেশ পরিস্থিতিতে in এর ব্যবহার করা হয়ে থাকে। যেমন-

  • স্থান নির্দেশ করতে in এর ব্যবহার: I live in Pabna. = আমি পাবনায় বসবাস করি।
  • সময়কাল নির্দেশ করতে in এর ব্যবহার: She will come in an hour. = সে এক ঘন্টার মধ্যে আসবে।
  • অবস্থা বোঝানোর ক্ষেত্রে in এর ব্যবহার: She is in good health. = তিনি সুস্থ আছেন।
  • 'ক্ষেত্রে' অর্থে in এর ব্যবহার: In this case, the student is right, not the parents. = এই ক্ষেত্রে, শিক্ষার্থী সঠিক, অভিভাবক নয়।
  • 'বিবেচনায়' অর্থে in এর ব্যবহার: Please do the work in my own interest. = দয়া করে আমার নিজের স্বার্থে কাজটি করুন।

Of এর ব্যবহার

বিভিন্ন অর্থে of এর ব্যবহার করা হয়। এগুলো নিচে আলোচনা করা হল।

  • ' উদ্ভুত বা আগত' অর্থে of এর ব্যবহার: She came of a good family. = তিনি একটি ভাল পরিবার থেকে এসেছেন।
  • মালিকানা বোঝাতে of এর ব্যবহার: This book is of my friend. = এই বইটি আমার বন্ধুর।
  • উপকরণ নির্দেশ করতে of এর ব্যবহার: The gold of your nose pin is pure. = তোমার নাক ফুলের সোনা খাঁটি।
  • অভিন্ন সম্পর্ক নির্দেশ করতে of এর ব্যবহার: city of Rajshahi. = রাজশাহী শহর।
  • বিষয় অর্থে of এর ব্যবহার: Nothing I know of (about) the problem. = আমি সমস্যা সম্পর্কে কিছুই জানি না।
  • কারণ অর্থে of এর ব্যবহার: The child died of diarrhea. শিশুটি ডায়রিয়ায় মারা গেছে।

On এর ব্যবহার

On যে সকল অর্থে ব্যবহার হয়ে থাকে তা নিচে আলোচনা করা হল।

  • উপরই তলের সংস্পর্শ বোঝাতে On এর ব্যবহার: Please put the mobile phone on the table. = দয়া করে মোবাইল ফোনটি টেবিলের উপর রাখুন।
  • নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে On এর ব্যবহার: She will come on the 20th of this month. = তিনি এই মাসের 20 তারিখে আসবেন।
  • অনুসারে অর্থে On এর ব্যবহার: The teacher forgives him on my request. = আমার অনুরোধে শিক্ষক তাকে ক্ষমা করে দেন।
  • পরপরই,ফলস্বরুপ অর্থে On এর ব্যবহার: On reading the news, he started weeping. = খবরটি পড়ে তিনি কাঁদতে লাগলেন।
  • উপলক্ষ বোঝাতে On এর ব্যবহার: She will come on the occasion. = সে অনুষ্ঠানে আসবে।
  • বিষয়ে বুঝাতে On এর ব্যবহার: I am writing the content on grammar. = আমি ব্যাকরণের বিষয়বস্তু লিখছি।

To এর ব্যবহার

To এর বিভিন্ন ব্যবহার গুলো হল।

  • দিক, দূর হতে কোন নির্দিষ্ট দিকে বোঝাতে To এর ব্যবহার: I am going to India. = আমি ভারতে যাচ্ছি।
  • অনুযায়ী অর্থে To এর ব্যবহার: This food is to my liking. = এই খাবারটি আমার পছন্দ অনুযায়ী।
  • পর্যন্ত বোঝাতে To এর ব্যবহার: I will fight to the end. = শেষ পর্যন্ত লড়ব।
  • প্রতি বা উদ্দেশ্যে নির্দেশ করতে To এর ব্যবহার: I will send a gift to Alimullah. = আমি আলিমুল্লাহকে উপহার পাঠাব।
  • পরিনাম বোঝাতে To এর ব্যবহার: Burn the wood to ashes. = কাঠ পুড়িয়ে ছাই করে দাও।
  • অনুপাত নির্দেশ করতে To এর ব্যবহার: Ten to five will she succeed. = সে দশভাগের পাঁচ ভাগ কৃতকার্য হবে।

With এর ব্যবহার

With এর বিভিন্ন ব্যবহারের নিচে আলোচনা করা হল।

  • সাথে বোঝাতে with এর ব্যবহার: My son lives with me. = আমার ছেলে আমার সাথে থাকে।
  • উপর অর্থে with এর ব্যবহার: Don't be angry with me. = আমার উপর রাগ করো না।
  • দিয়ে, উপকরণ বোঝাতে with এর ব্যবহার: He will kill the snake with the stick. = সে লাঠি দিয়ে সাপকে মেরে ফেলবে।
  • সত্বেও বুঝাইতে with এর ব্যবহার: With all his property, he is unhappy. = তার সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী।
  • কাজের ভাব প্রকাশ করতে with এর ব্যবহার: I read the story with a lot of interest. = অনেক আগ্রহ নিয়ে গল্পটা পড়লাম।
  • পার্থক্য বোঝাতে, পৃথকীকরণ অর্থে with এর ব্যবহার: Do not part with such a good pencil. = এত সুন্দর একটি পেন্সিল হাতছাড়া করো না।
  • মালিকানা বোঝাতে with এর ব্যবহার: The pen is with my sister. = কলমটা আমার বোনের কাছে আছে।
  • পরপরই অর্থে with এর ব্যবহার: With this word, he went away. = এই কথা বলার পরপরই সে চলে গেল।

Within এর ব্যবহার

Within এর ব্যবহার গুলো হল।

  • কোন স্থানের মধ্যে বোঝাতে within এর ব্যবহার: He is walking within the resort. = তিনি রিসোর্টের মধ্যে হাঁটছেন।
  • নির্দিষ্ট সময়কালের মধ্যে বোঝাতে within এর ব্যবহার: She will come back within two hours. = দুই ঘণ্টার মধ্যে সে ফিরে আসবে।
  • কোন সীমা বুঝাতে within এর ব্যবহার: It is not within the area of your authority. = এটা আপনার ক্ষমতার বাইরে।

In এবং Into এর ব্যবহার

বাহির হতে কোন একটি কাজ ঘটতে ঘটতে কোন একটি স্থানের মধ্যে অগ্রসর হয় এরূপ অর্থ প্রকাশ করতে in বা into ব্যবহার করা হয়। যেমন-

  • She is going in (into) the classroom. = সে ক্লাসরুমে যাচ্ছে।

In এবং Inside এর ব্যবহার

কোন একটা জিনিস বাইরে থেকে ভিতরে জাচ্ছে না বরং আগে থেকেই ভিতরে আছে এমন বোঝালে in অথবা inside ব্যবহার করা হয়। যেমন-

  • She is in (or inside) the hall room. = সে হল রুমে আছে।

Out of এর ব্যবহার

নির্দিষ্ট কোনো স্থান থেকে একটি সাবজেক্ট যখন বাইরে চলে যায় এরূপ অর্থে out of ব্যবহার করা হয়। যেমন-

  • The ball is going out of the field. = বল মাঠের বাইরে চলে যাচ্ছে।
  • She came out of the bedroom. = সে বেডরুম থেকে বেরিয়ে এল।

Outside এর ব্যবহার

কোন একটি কাজ একটি নির্দিষ্ট স্থানের ভিতরে প্রবেশ করছে না বরং সে নির্দিষ্ট স্থানের বাইরে কাজটি সংঘটিত হচ্ছে এরকম বিষয় বোঝানোর জন্য Outside ব্যবহার করা হয়। যেমন-

  • Outside the garden, I saw a nice house. = বাগানের বাইরে একটা সুন্দর বাড়ি দেখলাম।

On এবং Onto এর ব্যবহার

কোন কাজ বাহির হতে এসে একটি তলের উপর সংঘটিত হবে অর্থাৎ তলের সাথে লেগে থাকবে এর বুঝালে on বা onto ব্যবহার করা হয়। যেমন-

  • He put the book on (onto) the table. = সে বইটা টেবিলে রাখলেন।

Off এর ব্যবহার

কোন সমতলের উপর থেকে কোন একটি কাজ ওই সমতলের বাহিরে গিয়ে ঘটবে এমন বোঝানোর ক্ষেত্রে off ব্যবহার করা হয়। যেমন-

  • Keep your feet off the chair. = আপনার পা চেয়ার থেকে দূরে রাখুন।
  • Please help me get my bag off the sofa. = দয়া করে আমাকে ব্যাগটি সোফা থেকে নামাতে সাহায্য করুন।

Along এর ব্যবহার

Along এর বাংলা প্রতিশব্দ হলো বরাবর। কোন একটি স্থানের দূরত্বের সাথে ধারাবাহিকভাবে তাল মিলিয়ে একটি কাজ ঘটবে বোঝালে along ব্যবহার করা হয়। যেমন-

  • Please go along the road. = দয়া করে রাস্তা বরাবর যান।
  • She walked along the sea beach for my love. = সে আমার ভালবাসার জন্য সমুদ্র সৈকত বরাবর হেঁটেছিল।

Final Words

উপরে উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম Noun, Pronou অথবা Noun Phrase এর সামনে বসে যে সকল শব্দ বাক্যে অবস্থিত অন্য কোন শব্দের সাথে ওই Noun, Pronou অথবা Noun Phrase এর সম্পর্ক প্রকাশ করে তাদেরকে Preposition বলা হয়।

বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে ইংরেজি বাক্যে বিভিন্ন ধরনের preposition ব্যবহার করা হয়ে থাকে।

উপরের আলোচনাটি যথাযথ মনোযোগ সহকারে অধ্যয়ন করলে আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থী Preposition সম্পর্কে একটি মানসম্মত জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url