Parts of Speech কাকে বলে কত প্রকার ও কী কী তার সহজ উদাহরণ
পার্ট অফ স্পিচ কাকে বলে কত প্রকার ও কি কি? কোন পার্ট অফ স্পিসের অবস্থান কোথায়? কিভাবে চিনবেন? তাদের ব্যবহারিক উদ্দেশ্য কি? শাব্দিক এবং প্রায়োগিক অর্থ, ইত্যাদি বিস্তারিত ভাবে এই কনটেন্টে আলোচনা করতে চলেছি।
আশা করি সম্মানিত পাঠক গণ মনোযোগ সহকারে এই আলোচনাটি অধ্যায়ন করলে পার্ট অফ স্পিচ (Parts of speech kake bole and details) সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক।
ইংরেজি বাক্য তৈরি করার জন্য যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটি কে বলা হয় একেকটি পার্ট অফ স্পিচ বা পার্ট অব স্পিস। একটি ইংরেজি বাক্য গঠন করতে যতগুলো শব্দ প্রয়োজন হয় তাদের প্রত্যেকটিই এক একটি পার্ট অফ স্পিচ।
শাব্দিক অর্থে Part = অংশ এবং Speech = কথা বা বাক্য। তাহলে বুঝতেই পারছেন পার্ট অফ স্পিচ বলতে কথার অংশ বা বাক্যের অংশকে বোঝায়।
Parts of Speech kake Bole তা আমরা জানলাম, এখন একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে আলোচনা করা যাক। যদি একটি ইংরেজি বাক্য লিখেন I am a student.তাহলে খেয়াল করুন এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড I, am, a, student এক একটি পার্ট অফ স্পিচ বা বাক্যের অংশ।
পেজ সূচিপত্রঃ Parts of Speech কাকে বলে কত প্রকার ও কী কী
একটি ইংরেজি বাক্যে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদেরকে আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তথা পার্টস অফ স্পিচ আট প্রকার।
এগুলো হল:
Parts of Speech কাকে বলে কত প্রকার |
উপরে উল্লেখিত পার্ট অফ স্পিচ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Noun = বিশেষ্য পদ
ইংরেজি বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ দ্বারা যে কোন কিছুর নাম কে নির্দেশ করে তাকে Noun বলে। একটি বাক্যে এক বা একাধিক noun এর উপস্থিতি থাকতে পারে আবার noun ছাড়াও ইংরেজি বাক্য গঠন হতে পারে।
যেমনঃ 1. I need a car. 2. It is so costly. প্রথম বাক্যে একটি noun = car রয়েছে কিন্তু দ্বিতীয় বাক্যে কোন noun নেই।
তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম Noun এমন একটি শব্দ যা বাক্যে ব্যবহার করা হয় এবং সেই শব্দটি একটি নাম কে প্রকাশ করে।
পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা উপলব্ধি করি এমন সবকিছুর নামকেই মূলত noun বলে। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আলোচনা করলে আরো সহজে বোঝা সম্ভব হবে। তবে চলুন একটি উদাহরণ দেখা যাক-
ধরুন হাবিব নামের একজন ছেলে আপনার বন্ধু। আমি আপনাকে হাবিব সম্পর্কে কিছু তথ্য জানার জন্য জিজ্ঞেস করলাম। হাবিব কেমন ছেলে? আপনি উত্তরে বললেন, ''হাবিব একজন ভালো ছেলে'' অর্থাৎ Habib is a good boy.
আরো পড়ুনঃ নাউন কাকে বলে - নাউন কত প্রকার ও কি কি
এখানে লক্ষ্য করুন এই বাক্যে ব্যবহৃত শব্দগুলো হল Habib, is, a, god, boy. এই শব্দগুলোর মধ্যে Habib দ্বারা একজন ছেলের নাম বোঝাচ্ছে। তাই ইংরেজি বাক্যে ব্যবহৃত এই শব্দটি হল একটি Noun.
আরো কিছু উদাহরণ দেখা যাকঃ
- Alimullah is my son = আলীমুল্লাহ আমার ছেলে। এই বাক্যে Noun হল Alimullah = একজন মানুষের নাম।
- I have a book = আমার একটি বই আছে। এই বাক্যে Noun হল book = একটি বস্তুর নাম।
- I live in Dhaka = আমি ঢাকায় বসবাস করি। এই বাক্যে Noun হল Dhaka = একটি স্থানের নাম।
- Honesty is loved by me = সততা আমার কাছে প্রিয়। এই বাক্যে Noun হল Honesty = একটি গুণের নাম।
- I love fish = আমি মাছ পছন্দ করি। এই বাক্যে Noun হল fish = একটি প্রাণীর নাম।
তাহলে আমরা দেখলাম ইংরেজি বাক্যে Noun বলতে সেই সকল শব্দকে বোঝায় যা দ্বারা কোন ব্যক্তি, বস্তু ,স্থান, প্রাণী, গুণের নাম ইত্যাদি কে বোঝায়।
আরো পড়ুনঃ সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি
Pronoun = সর্বনাম পদ
ইংরেজি বাক্যে যে শব্দগুলোকে কোন নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাদেরকে pronoun বলে। যেমনঃ Alimulla is a student. He goes to madrasa everyday. এখানে প্রথম বাক্যে ব্যবহৃত Alimulla একজন ব্যক্তির নাম, কিন্তু দ্বিতীয় বাক্যে সেই ব্যক্তির নামের পরিবর্তে তথা নাম ব্যবহার না করে He শব্দটি ব্যবহার করা হয়েছে।
তাই বুঝতেই পারছেন ''Alimulla'' এর পরিবর্তে যখন ''He'' শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই He এখানে একটি pronoun. নিচে আরো বেশ কিছু উদাহরণ দেখানো হলো-
He is swimming. এই বাক্যে He শব্দটি হল pronoun. কারণ he দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। নিশ্চয়ই ওই ব্যক্তির একটি নাম রয়েছে তাই না? যেহেতু এই শব্দটি একটি নাম (হতে পারে রহিম, করিম, জব্বার, বরকত ইত্যাদি) এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে তাই এটি একটি pronoun.
আরো পড়ুনঃ Pronoun কাকে বলে কত প্রকার ও কী কী
নিচে আরো কিছু উদাহরণের সাহায্যে ধারণাটি সহজভাবে তুলে ধরা হলো।
- It is good for your health. এই বাক্যে It শব্দটি হল pronoun. কারণ এই It দ্বারা কোন একটি বস্তুকে নির্দেশ করা হয়েছে এবং সেই বস্তুর নামের পরিবর্তে মূলত It শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন সেই নামটি হতে পারে শারীরিক ব্যায়াম, সাঁতার কাটা, শারীরিক পরিশ্রম, নামাজ পড়া ইত্যাদি যে কোন নাম।
- Which book do you want? এই বাক্যে Which শব্দটি হল pronoun. কারণ which শব্দটি দ্বারা কোন একটি শিরোনামযুক্ত বইকে নির্দেশ করা হচ্ছে। যেমন সেটি হতে পারে বাংলা বই, ইংরেজি বই, গণিত বই ইত্যাদি যে কোন একটি। যেহেতু বইয়ের নামের পরিবর্তে যেহেতু এই শব্দটি ব্যবহার করা হয়েছে সেহেতু which শব্দটি হলো pronoun. আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
Adjective = বিশেষণ পদ
ইংরেজি বাক্যে ব্যবহৃত শব্দসমূহের মধ্যে যে সকল শব্দ দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে তাদেরকে adjective বলে।
এখানে একটি বিষয় লক্ষ্যণীয় মোট পার্ট অফ স্পিচ আছে আট ধরনের তার মধ্যে শুধুমাত্র noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, বৈশিষ্ট্য ইত্যাদি প্রকাশ করে যে সকল শব্দ শুধু তাদেরকেই adjective বলে।
কিছু উদাহরণের সাহায্যে ধারণাটি বিস্তারিত আলোচনা করা হল-
- I need a good pen. এই বাক্যে good শব্দটি দ্বারা pen শব্দের গুণ প্রকাশ করছে।
- He is a bad student. এই বাক্যে bad শব্দটি দ্বারা student শব্দের দোষ প্রকাশ করছে।
- The fruit is testy. এই বাক্যে testy শব্দটি দ্বারা fruit শব্দের কেমন অবস্থা তা প্রকাশ করছে।
তাহলে আমরা দেখলাম বাক্যের একটি শব্দ যখন শুধুমাত্র Noun বা Pronoun কে modify করে তখন সেই শব্দটিকে বলা হবে adjective.
Verb = কাজ বা ক্রিয়া
ইংরেজি বাক্যে যেসকল শব্দ দ্বারা কোন কাজ হওয়া বা করাকে বোঝায় তাদেরকে verb বলে। এখানে যদি একটি বাক্য বলি ' আমি ভাত খাই = I eat rice' এই বাক্যে মোট তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে।
সেগুলো হলো I, eat এবং rice. এখানে I = আমি, বলতে একজন মানুষকে নির্দেশ করছে। rice = ভাত, বলতে একটি বস্তুকে বোঝাচ্ছে। কিন্তু eat = খাই, দারা একটি কাজকে বোঝাচ্ছে।
আরো পড়ুনঃ Verb কাকে বলে কত প্রকার ও কী কী
অর্থাৎ আমি একজন মানুষ এবং ভাত একটি দ্রব্য এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক হল খাওয়া, যা একটি কাজকে নির্দেশ করছে। তাই eat হচ্ছে এখানকার verb বা ক্রিয়া পদ।
উদাহরণের সাহায্যে বিষয়টি আলোচনা করা হল
- I read a book = আমি একটি বই পড়ি। এই বাক্যে verb হল read
- He is a student = সে হয় একজন ছাত্র। এই বাক্যে verb হল is
- You are my friend = তুমি আমার বন্ধু। এই বাক্যে verb হল are
- We play football = আমরা বল খেলি। এই বাক্যে verb হল play
তাহলে এটা বোঝা গেল যে একটি বাক্যের মধ্যে যে শব্দটি কোন কাজ হওয়া বা করাকে নির্দেশ করে তাকেই মূলত verb বলা হয়।
Adverb = ক্রিয়া বিশেষণ
ইংরেজি বাক্যে ব্যবহৃত যে সকল শব্দ verb, adjective ও adverb কে বিশেষায়িত করে বা নতুন অর্থ যোগ করে তাদেরকে adverb বলে। নিচে কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আলোচনা করা হল।
She writes quickly = সে দ্রুত লেখে। এই বাক্যে quickly শব্দটি দ্বারা writes (verb) শব্দটিকে বিশেষায়িত করা হচ্ছে।
এই বাক্যে বলা হচ্ছে যে সে দৌড়ায় কিন্তু কিভাবে দৌড়ায় সেই বাড়তি তথ্যটি যোগ করছে quickly শব্দটি দ্বারা। এই quickly শব্দটি run শব্দের সাথে একটি অতিরিক্ত তথ্য প্রদান করছে তথা বিশেষায়িত করছে। তাই quickly শব্দটি হচ্ছে adverb.
কিছু উদাহরণের সাহায্যে adverb এর ধারণাটি আলোচনা করা হল-
- He is walking slowly = সে ধীরে ধীরে হাঁটছে। এই বাক্যে walking (verb) শব্দটিকে modify করছে slowly শব্দটি। তাই এই slowly শব্দটি হচ্ছে adverb.
- He is reading very slowly = সে খুব ধীরে ধীরে পড়ছে। এই বাক্যে slowly (adverb) শব্দটিকে modify করছে very শব্দটি। তাই এই very শব্দটি হচ্ছে adverb.
- He is a very good boy = সে খুব ভালো ছেলে। এই বাক্যে good (adjective) শব্দটিকে modify করছে very শব্দটি। তাই এই very শব্দটি হচ্ছে adverb.
তাহলে দেখলাম একটি শব্দ বাক্যস্থ verb, adjective ও adverb কে যখন বিশেষায়িত করে বা বাড়তি অর্থ সংযোজন করে তখন সেই শব্দটিকে বলা হবে adverb.
Preposition = পদান্বয়ী অব্যয়
ইংরেজি বাক্যে যে সকল শব্দ Noun অথবা Pronoun এর সামনে বসে এবং ওই Noun অথবা Pronoun এর সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাদেরকে Preposition বলে।
তাহলে আমরা এখানে Preposition এর দুটো বৈশিষ্ট্য পেলাম। তা হল-
- preposition বসবে Noun অথবা Pronoun এর সামনে।
- বাক্যের অন্যান্য শব্দের সাথে Noun অথবা Pronoun এর মধ্যকার সম্পর্ক প্রকাশ করে।
আরো একটি উদাহরণ যদি এভাবে বলা যায়। ধরুন আপনি একটি পুকুরের পাশে দাঁড়িয়ে আছেন এবং দেখছেন যে সেই পুকুরের মধ্যে একটি ফুটবল ভাসছে। হয়তোবা কারো কাছ থেকে সেটা খেলতে খেলতে পুকুরের মধ্যে গিয়ে পড়েছে। এখন আপনি যদি বলেন '' আমি পুকুরে একটি বল দেখতে পাচ্ছি = I see a ball in the pond''
তাহলে দেখুন তো, এখানে pond একটি noun এবং তার পূর্বে বসেছে in এবং সম্পর্ক স্থাপন করছে ball এর সাথে। অর্থাৎ ball এবং pond এর মধ্যে সম্পর্কটা কেমন? সম্পর্কটা হলো পুকুরের মধ্যে বলটি রয়েছে। তাহলে বুঝতেই পারছেন in এখানে একটি preposition.
আরো কয়েকটি উদাহরণ দেখানো হল-
- My pen is on the table = আমার কলম টেবিলের উপরে।
- He is going into the room = সে রুমের মধ্যে যাচ্ছে।
আরো কিছু preposition হলো at, by, to, on, of, above, over, from, behind, with, under, below, beside ইত্যাদি।
Conjunction = সংযোজক অব্যয়
Conjunction শব্দের বাংলা প্রতিশব্দ হলো সংযোগ বা মিলন। অর্থাৎ ইংরেজি ভাষায় দুই বা দুই এর অধিক বাক্যকে যুক্ত করার ক্ষেত্রে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদেরকে conjunction বলে।
অনেক সময় একাধিক ইংরেজি বাক্যকে একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় বা শ্রুতি মধুরতার জন্য প্রয়োজন হয়। সেই সময়ে মূলত conjunction ব্যবহার করতে হয়।
ধরুন রফিক এবং শফিক দুজন বন্ধু। এবং দুই বন্ধুই প্রতিদিন স্কুলে যায়। তাহলে আপনি কি বলবেন?
দুই জনের কথা যদি পৃথকভাবে বলা যায় তাহলে বলতে হবে '' রফিক প্রতিদিন স্কুলে যায় = Rafik goes to school everyday'' এবং ''শফিক প্রতিদিন স্কুলে যায় = Shafik goes to school everyday.''
এখানে লক্ষ্য করুন প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের শুধুমাত্র ব্যক্তি ছাড়া অন্য কাজগুলো একই। অর্থাৎ দুজনই স্কুলে যায় এবং প্রতিদিন যায়। দুজনই একই কাজ করে।
তাই বাক্য দুটিকে যদি আমরা একত্রে এভাবে লিখি '' রফিক এবং শফিক প্রতিদিন স্কুলে যায় = Rafik and Shafik go to school everyday.'' [verb goes থেকে go হয়েছে কারণ subject plural হয়ে গেছে তাই]
তাহলে দেখুন তো উপরের বাক্যটি দ্বারা যে অর্থ প্রকাশ করছে ঠিক একই অর্থ প্রকাশ করত যদি আমরা পৃথক পৃথক দুটি বাক্যের মাধ্যমে প্রকাশ করতাম। তাই না? আর এই দুটি বাক্যকে একটি বাক্যে পরিণত করতে আমাদেরকে হেল্প করেছে এক্ষেত্রে and শব্দটি। তাই and হলো conjunction. আশা করি বুঝতে পেরেছেন.
আরো কিছু উদাহরণ দেখা যাকঃ
- He is needy = সে অভাবী।
- He is not a beggar = সে ভিখারি নয়।
এখন উপরোক্ত দুটি বাক্যকে যদি আমরা একটি বাক্যে লিখতে চাই তাহলে এভাবে লেখা যায়, ''সে অভাবী কিন্তু ভিখারি নয় = He is needy but not a beggar.''
আরো কিছু conjunction হলো as, unless, if, till, until, while, because, lest, however ইত্যাদি।
Interjection = আবেগ সূচক অব্যয়
মানব জীবনের এমন অনেক মুহূর্ত আছে যেগুলো মানুষের জীবনে হঠাৎ করে চলে আসে এবং তাকে বিস্মিত করে ফেলে। যেমন, হতে পারে পরীক্ষার ভালো ফলাফল, জীবনের বড় কোন সফলতার সংবাদ, কোন দুঃখের সংবাদ, ভয়-ভীতি, ঘৃণা ইত্যাদি।
ইংরেজি বাক্যে যে শব্দগুলো দ্বারা এমন আকস্মিক আবেগ অনুভূতির প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় intejection.
Interjection এর কিছু উদাহরণ দেখা যাকঃ
- Hurrah! We have reached the target. = হুররা! আমরা লক্ষ্যে পৌঁছেছি।
- Hush! The boss is coming. = চুপ! বস আসছেন।
- Alas! He is in a problem. = হায়! সে সমস্যায় পড়েছে।
তাহলে দেখলাম interjection দ্বারা মানবজীবনের হঠাৎ আকস্মিকভাবে উপস্থিত বিভিন্ন অনুভূতির প্রকাশক। সে অনুভূতিটা হতে পারে আনন্দের তেমনি হতে পারে দুঃখের বা বিভিন্ন ধরনের।
সম্পূর্ণ পোস্ট এর আলোচনা ভিডিওতে দেখতে পারেন
শেষ কথাঃ
এই আলোচনায় আমরা দেখলাম একটি বাক্যে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় এক একটি পার্ট অফ স্পিচ। বাক্যে ব্যবহৃত এ সকল শব্দের মধ্যে শ্রেণীবিভাগ রয়েছে। ইংরেজি বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে আটটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
এই বিভাজন অনুযায়ী প্রতিটি পার্ট অফ স্পিসের পৃথক পৃথক অবস্থান এবং ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে। আমরা আলোচনায় দেখেছি একেক ধরনের পার্ট অফ স্পিচ দ্বারা একেক ধরনের প্রয়োজনীয়তা মেটানো হচ্ছে।
কোনোটি দ্বারা হয়তো নাম বোঝানো হচ্ছে, তাকে বলেছি আমরা নাউন (Noun); আবার কিছু শব্দ নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, তাদেরকে বলছি আমরা প্রোনাউন (Pronoun)।
কিছু শব্দ দ্বারা এই নাউন এবং প্রোনাউনের ভালো-মন্দ বিভিন্ন দিক প্রকাশ করছে তাদেরকে বলছি আমরা অ্যাডজেক্টিভ (Adjective)।
ইংরেজি বাক্যের যে সকল শব্দ নাউন এবং প্রোনাউনের সামনে বসে তাদের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাদেরকে আমরা বলেছি প্রিপজিশন (Preposition).
দুই বা দুইয়ের অধিক বাক্যকে একত্রে লেখার জন্য (যুক্ত করার জন্য) যেই শব্দগুলো ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলেছি কনজাংশন (Conjunction).
আনন্দ, উল্লা্ ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করার জন্য বাক্যে যেসকল শব্দ ব্যবহার করা হয়ে থাকে তাদেরকে আমরা বলেছি ইন্টার জ্যাকসন (Interjection)
আশা করি পার্ট অফ স্পিচ কাকে বলে? কত প্রকার ও কি কি এবং তাদের সম্পর্কে যে ধারণাটি এই কনটেন্টে আলোচনা করা হয়েছে তা বুঝতে পেরেছেন। এই আলোচনাটি আপনার শিক্ষা সহায়ক হবে বলে বিশ্বাস করি।