নাউন কাকে বলে - নাউন কত প্রকার ও কি কি

ইংরেজি ভাষায় যে সকল শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান বা যেকোন নামকে নির্দেশ করে তাদেরকে Noun বলে। এই কনটেন্টের মাধ্যমে আজকে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কি কি? নাউন চেনার উপায়, বাক্যের কোন কোন অংশে নাউন ব্যবহার করা হয় ইত্যাদি বিষয় সম্পর্কে।


পেজ সূচিপত্রঃ নাউন কাকে বলে - নাউন কত প্রকার ও কি কি


নাউন কাকে বলে?

পূর্বেই আমরা বলেছি যে কোন নামই হচ্ছে ইংরেজি বাক্যের ক্ষেত্রে Noun. সেটা হতে পারে মানুষের নাম, হতে পারে কোন বস্তুর নাম, হতে পারে কোন স্থানের নাম বা কোন গুণের নাম। এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের চোখের সামনে নেই কিন্তু তারো নাম আছে। সেই নামগুলোও মূলত নাউন।


যেমন, মানুষের একটি গুণ হলো Honesty = সততা। এই সততা কিন্তু আমরা দেখতে পাই না বা স্পর্শ করতে পারিনা কিন্তু এই সততা 'Honesty' একটি নাউন।


Noun Kake Bole Bangla
Noun Kake Bole Bangla

Noun এর কয়েকটি উদাহরণ দেখা যাকঃ


  • ব্যাক্তির নাম = Abdullah, Alimulla, Ali, Mohammad.
  • বস্তুর নাম = Book, Pen, Table, Computer.
  • স্থানের নাম = Dhaka, Pabna, Bangladesh, India, America.
  • দোষ বা গুণের নাম = kindness, Honesty, Animality ( পশুত্ব ), Robbery (ডাকাতি)
  • অবস্থার নাম = Coldness, Hotness

নাউন কত প্রকার ও কি কি?

Noun কে প্রধানত দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। প্রথমতঃ গণনা যোগ্যতার ভিত্তিতে ভাগ করা হয় দ্বিতীয়তঃ অবস্থার ভিত্তিতে ভাগ করা হয়।

গণনার যোগ্যতার ভিত্তিতে নাউনের শ্রেণীবিভাগঃ

এই দৃষ্টিকোণ থেকে Noun কে দুটি ভাগে ভাগ করা হয় তাহলেঃ 1. Countable Noun ও 2. Uncountable Noun

Countable Noun কাকে বলে?

ইংরেজি বাক্যে ব্যবহৃত যে সকল নাউন কে সংখ্যার মাধ্যমে গণনা করা যায়, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এভাবে গণনা করা যায় তাদেরকে Countable Noun বলা হয়।


যেমনঃ মানুষ = Man, বই = Book, খাতা = Exercise Book, কলম = Pen, নদী = River, সাগর = Sea, পাহাড় = Hill, শহর = City, দেশ = Country, মহাদেশ = Continent ইত্যাদি।


Uncountable Noun কাকে বলে?

ইংরেজি ভাষায় বাক্যে এমন কিছু Noun ব্যবহার করা হয় যাদেরকে সংখ্যার মাধ্যমে গণনা করা যায় না কেবল পরিমাপ করা যায় তাদেরকে Uncountable Noun বলে।


যেমনঃ কাঠ = Wood, ক্ষমাশীলতা = Forgiveness , পানি = Water, লবণ = Salt, সততা = Honesty , সুন্দর্য = Beauty ইত্যাদি।

অবস্থার ভিত্তিতে নাউন এর শ্রেণীবিভাগঃ

অবস্থার উপর ভিত্তি করে নাউন কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হল Concrete Noun, দ্বিতীয় টি হল Abstract Noun.

Concrete Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?

ইংরেজি বাক্যে ব্যবহৃত যে সকল Noun এর বাহ্যিক অস্তিত্ব রয়েছে অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাদেরকে Concrete Noun বলে। যেমনঃ নদী আমরা দেখতে পাই, বই আমরা দেখতে পাই, বাতাস আমরা উপলব্ধি করতে পারি। তাই নদী, বই, বাতাস ইত্যাদি কে Concrete Noun বলে।


Concrete Noun কে চার ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলো হলঃ

  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Material Noun

Concrete Noun এর এই চার প্রকার নাউন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ

Proper Noun কাকে বলে?

যে Noun দ্বারা কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্ত, স্থান ইত্যাদির নামকে নির্দেশ করা হয় তাকে Proper Noun বলে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়টি হলো '' নির্দিষ্ট'' (Particular)

আরো পড়ুনঃ Parts of Speech কাকে বলে কত প্রকার ও কী কী

ধরুন একটি ক্লাসে ৫০ জন ছাত্র আছে। এই ৫০ জনেরই হয়তো ভিন্ন ভিন্ন নাম রয়েছে তাইনা? কিন্তু এদের সাধারণ পরিচয় কি? যেহেতু এই ছেলেগুলো পড়ালেখা করে, তাই তাদের সাধারণ পরিচয় হলো ছাত্র। কিন্তু ছাত্র বললে এখানে কোন নির্দিষ্টতা বোঝাচ্ছে না।


ওই ছাত্রদের মধ্যে যদি একজন ছাত্রের নাম থাকে করিম, তাহলে করিম বললে কেবল ওই ছাত্রই বুঝবে যার নাম করিম। এখানে নির্দিষ্টতা বোঝাচ্ছে। তাই করিম হলো একটি Proper Noun প্রপার নাউন।


আরেকটি উদাহরণ দেখা যাকঃ

ধরুন আপনাকে আমি জিজ্ঞেস করলাম "আপনি কোথায় বসবাস করেন" আপনি উত্তরে বললেন " আমি শহরে বসবাস করি" আচ্ছা ভাবুন তো শহর বলতে কি কোন নির্দিষ্ট শহরকে বুঝাচ্ছে? নিশ্চয়ই নয়।


কিন্তু আপনি যদি বলেন "আমি ঢাকা শহরে বসবাস করি" তাহলে এটা একটি নির্দিষ্ট শহরকে নির্দেশ করছে। তাই "ঢাকা সিটি" একটি প্রপার নাউন।


আরো কিছু উদাহরণ দেখা যাকঃ

  • ব্যক্তির নাম = হামিদ, শফিক, মামুন, নাঈম ইত্যাদি।
  • বস্তুর নাম = টাইটানিক, কুরআন, চন্দ্র, সূর্য ইত্যাদি।
  • স্থানের নাম = ঢাকা, পাবনা, রাজশাহী, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম ইত্যাদি। এসবই প্রোপার নাউন এর উদাহরণ।

কিছু গুরুত্বপূর্ণ নোটঃ

  • Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট বা বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছুর নাম কে নির্দেশ করা হয়।
  • Proper Noun এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার বা বড় হাতের হয়।

Common Noun কাকে বলে?

যে Noun কোন একটি শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সকলের সাধারণ নাম কে নির্দেশ করে তাকে Common Noun বলে। এখানে "কমন বা সাধারণ" শব্দটি সবথেকে গুরুত্বপূর্ণ। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আলোচনা করা যাকঃ


ধরুন আপনার একটি ছোট ভাই আছে। সে পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করে এবং তার নাম আলী।


এখন কেউ এসে যদি আপনাকে জিজ্ঞেস করে " ওই ছেলেটি কে?" আপনি যদি উত্তরে বলেন " আলী" তাহলে দেখুন, এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং আলী দ্বারা কেবল আপনার ছোট ভাইকে নির্দেশ করা হচ্ছে। তথা একজন নির্দিষ্ট ছেলের নাম বোঝাচ্ছে।


এখন আপনি যদি উত্তরে বলেন " ছাত্র" তাহলে দেখুন এই "ছাত্র" শব্দটি দ্বারা যতগুলো ছেলে পড়ালেখা করে তাদের প্রত্যেকের সাধারন একটি নামক নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ যেই ছেলে পড়ালেখা করে সেই ছাত্র।


তাই ''ছাত্র'' হলো একটি সাধারণ নাম। আর এই সাধারন নামকেই বলা হচ্ছে Common Noun.


ইতিমধ্যেই আমরা যেহেতু প্রোপার নাউন এবং কমন নাউন সম্পর্কে আলোচনা করেছি। তাই দুটোর তুলনামূলক আলোচনার মাধ্যমে কমান নাউনের কিছু উদাহরণ দেখা যাকঃ

Proper Noun Common Noun
Rose Flower
Kazi Nazrul Islam Poet
Habiba Girl
Alimullah Boy
Dhaka City
Bangladesh Country

Collective Noun কাকে বলে?

যে Noun দ্বারা একই ধরনের ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে নির্দেশ করে তাকে Collective Noun বলে।


উপরে উল্লেখিত ''অবিভক্ত সমষ্টি'' "Undivided whole" কথাটি বুঝতে পারলেই মূলত কালেক্টিভ নাউন সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে।


ধরুন এক ঝাঁক পাখি উপর দিয়ে উড়ে যাচ্ছে। পাখির ঝাঁকটি উড়তে উড়তে একটি পাহাড়ের উপরে গিয়ে বিশ্রামের জন্য কিছু সময় বসলো। তারপর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পাখিদের যার যার বাসায় চলে গেল।


খেয়াল করুন পাখির ঝাঁকটি যত সময় পর্যন্ত একটি লক্ষ্যকে সামনে নিয়ে উড়তে ছিল, তত সময় পর্যন্ত এটি ছিল Collective Noun. কিন্তু যখনই পাখিগুলো বিভিন্ন লক্ষ্যের দিকে উড়তে থাকলো তথা বিভক্ত হয়ে গেল তখন আর ওই পাখির ঝাক কে Collective Noun বলা যাবে না। তখন হয়ে যাবে সেটা Noun of Multitude.


তাহলে আমরা কি দেখলাম? দেখলাম একই ধরনের ব্যক্তি বা বস্তুর সমষ্টি যতক্ষণ পর্যন্ত একই মতের উপর প্রতিষ্ঠিত থাকে বা একটি লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হতে থাকে তথা অবিভক্ত থাকে ততক্ষণ পর্যন্ত তাদের সমষ্টিকে বলা হবে Collective Noun.


যখনই তাদের মধ্যে কোন বিভক্তির সৃষ্টি হবে সেটা হতে পারে লক্ষ্যের দিক থেকে বা মতামতের দিক থেকে, যে কোন ধরনের সমষ্টিহীনতার সৃষ্টি হলেই সেটি আর Collective Noun থাকবে না। সেটি হয়ে যাবে Noun of Multitude.


Collective Noun কালেকটিভ নাউন এর কিছু উদাহরণ দেখা যাকঃ

  • ঝাঁক = Flock
  • অশ্বারোহী সৈন্যদল = Cavalry
  • পদাতিক সৈন্যদল = Infantry
  • রণতরী শ্রেণী = Fleet
  • নৌ সৈন্যদল = Navy
  • পাল = Herd
  • বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ = Jury
  • জনতা = Crowd
  • দল= Gang, Team, Party, Group
  • শ্রোতাবৃন্দ = Audience
  • সভাসদ বর্গ = Committee

কিছু গুরুত্বপূর্ণ নোটঃ


  • Collective noun যদি কোন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে ওই সাবজেক্ট যে Verb গ্রহণ করবে তা Singular হবে। যেমনঃ A flock of white birds is flying.
  • Collective noun যখন একাধিক দল বা মতে বিভক্ত হয়ে Noun of Multitude হয়ে যায় তখন বাক্যের Verb টা Plural হবে। যেমনঃ A flock of white birds are divided into two divisions.

Material Noun কাকে বলে?

ইংরেজি বাক্য যে Noun দ্বারা কোন একটি বস্তুর সমুদয় অংশকে নির্দেশ করা হয়, তাকে Material Noun বলে।


ধরুন লোহা দিয়ে তৈরি একটি বস্তু, যেটি ব্যবহার করে আমরা ভাত খাওয়ার কাজটি করি। তার নাম প্লেট বা থালা। দেখুন তো যদি শুধুমাত্র "প্লেট" "Plate" শব্দটি ব্যবহার করি, তাহলে একটি নির্দিষ্ট জিনিস কে বোঝাচ্ছে তাই না? অবশ্যই একটি নির্দিষ্ট জিনিস কে বোঝাচ্ছে।


কিন্তু যদি আমরা বলি "লোহা" "Iron" তাহলে সমগ্র লোহাকে একত্রে বোঝাচ্ছে। যেখানে একটি অখণ্ড ভাব প্রকাশ পাচ্ছে। লোহা বলতে পৃথিবীতে সমগ্র লোহার একটি অখন্ড নাম বা ধারণাকে নির্দেশ করা হচ্ছে। তাই এটি হলো একটি Material Noun.


কিছু মেটেরিয়াল নাউন এর উদাহরণ হলঃ

  • লবণ = Salt
  • পানি = Water
  • স্বর্ণ বা সোনা = Gold
  • দুধ = Milk

গুরুত্বপূর্ণ নোটঃ

  • Material Noun বাকের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হলে সেই সাবজেক্ট এর জন্য যে ভার্ব ব্যবহার করা হয় তা সিঙ্গুলার হয়।যেমনঃ Water is the most essential element for life.

Abstract Noun কাকে বলে?

ইংরেজি বাক্যে ব্যবহৃত যে সকল Noun এর নিম্নোক্ত বৈশিষ্ট্য গুলো রয়েছে তাদেরকে কেবল Abstract Noun বলা হবে।

  • কোন ব্যক্তি বা বস্তুকে বুঝাবে না।
  • যা ধরা বা ছোঁয়া যায় না।
  • যার বাহ্যিক কোন অস্তিত্ব নেই।
  • যা গন্ধ বা শ্রবণ দ্বারা উপলব্ধি করা যায় না।

  • একটি অ বস্তুগত ধারণা প্রকাশ করবে।
  • কোন দোষ বা গুণকে নির্দেশ করবে।
  • শুধুমাত্র কল্পনার মাধ্যমে বোঝা যায়।

তাহলে আমরা বুঝতে পারলাম Abstract Noun একটি কল্পনার বিষয়। যে নামগুলো দেখা যায় না, ধরা যায় না, বাহ্যিক কোন অস্তিত্ব নেই এমন সব নামই এই নাউন এর অন্তর্ভুক্ত হবে।


Abstract Noun এর কিছু উদাহরণ দেখা যাকঃ

  • সততা = Honesty
  • বীরত্ব = Heroism
  • বাল্যকাল = Boyhood
  • শৈশব = Childhood

Common Noun, Adjective ও Verb থেকে Abstract Noun পাওয়া যায়। নিচে ছকের মাধ্যমে তা দেখানো হলো।

Common Noun to Abstract Noun Examples

Common Noun থেকে যেভাবে Abstract Noun পাওয়া যায় তা দেখানো হল।

Common Noun Abstract Noun
প্রতিনিধি = Agent প্রতিনিধিত্ব = Agency
বালক = Boy বাল্যকাল = Boyhood
শিশু = Child শৈশব = Childhood
মানুষ = Man মানবতা = Manhood
বন্ধু = Friend বন্ধুত্ব = Friendship
বীর = Hero বীরত্ব = Heroism
পিতা = Father পিতৃত্ব = Fatherhood
মা = Mother মাতৃত্ব = Motherhood
ডাকাত = Robber ডাকাতি = Robbery

Adjective to Abstract Noun Examples

Adjective থেকে যেভাবে Abstract Noun পাওয়া যায় তা নিচে দেখানো হল।

Adjective Abstract Noun
গরিব = Poor দারিদ্র = Poverty
বোকা = Stupid বোকামি = Stupidity
সুন্দর = Beautyful সৌন্দর্য = Beauty
গভীর = Deep গভীরতা = Depth
মোটা = fat বিশালতা = Fatness
লম্বা = Long দৈর্ঘ্য = Length
উচ্চ = High উচ্চতা = Height
যুবক = Young যৌবন = Youth
সত্য = True সত্যতা =Truth

The verb to Abstract Noun List

Verb থেকে যেভাবে Abstract Noun পাওয়া যায় তো নিচের লিস্টে দেখানো হল।

আরো পড়ুনঃ সেন্টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি

Verb Abstract Noun
উপদেশ দেওয়া = Advise উপদেশ = Advice
বিশ্বাস করা = Believe বিশ্বাস = Belief
দেওয়া = Give উপহার = Gift
বেঁচে থাকা = live জীবন = life
দেখা = See ভাবনা = Thought
জানা = Know জ্ঞান = Knowledge
মান্য করা = Obey মান্যতা = Obedience
সেবা করা = Serve সেবা = Service

নাউন চেনার উপায়

Noun চেনার জন্য বিশেষ কোনো কৌশলের প্রয়োজন হবে না। শুধু মনে রাখবেন পৃথিবীতে যা কিছুর বাহ্যিক অস্তিত্ব রয়েছে, বা কল্পনার জগতে আলোচনার বিষয়বস্তু, তাদের সব কিছুর নামই হলো নাউন। অর্থাৎ নাম মাত্রই নাউন।

সম্পূর্ণ পোস্ট এর আলোচনা ভিডিওতে দেখতে পারেন



বাক্যের কোন কোন অংশে নাউন ব্যবহার করা হয়

একটি ইংরেজি বাক্য তৈরি করার সময় Noun বাক্যের যে সকল স্থানে ব্যবহার হয়ে থাকে তাহলো-

  • বাক্যের Verb এর Subject হিসাবে Noun ব্যবহার হয়।
  • ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার হয়।
  • লিংকিং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহার হয়ে থাকে।
  • প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করা হয়।

শেষ কথাঃ

আলোচনার শেষে এসে আমরা বলতে পারি, যে কোন কিছুর নামই হলো Noun. তাদের বৈশিষ্ট্য এবং ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। উপরে আলোচিত বিষয়গুলো মনোযোগ সহকারে পড়লে আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থী নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কি কি ইত্যাদি বিষয় সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পাবেন।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url