Adverb কাকে বলে কত প্রকার ও কী কী | Adverb Kake Bole Bangla
আজ এই কন্টেন্টের মাধ্যমে জানতে পারবো Adverb কাকে বলে কত প্রকার ও কী কী অর্থাৎ Adverb Kake Bole Bangla বিস্তারিতভাবে। তাহলে চলুন অধ্যায়ন শুরু করা যাক।
Adverb কাকে বলে?
ইংরেজি বাক্যে যে ওয়ার্ড Noun, Pronoun এবং Interjection ছাড়া অন্যান্য Parts of speech কে বিশেষায়িত করে তাকে Adverb বলে। একটি বিষয় মনে রাখা দরকার Noun আর Pronoun কে Modify করা দায়িত্ব Adjective এর এবং অন্যদেরকে Modify করার দায়িত্ব Adverb এর।
পেজ সূচিপত্রঃ Adverb কাকে বলে কত প্রকার ও কী কী | Adverb Kake Bole Bangla
- Adverb কাকে বলে?
- Adverb Examples
- Adverb চেনার উপায়
- বাক্যে Adverb এর অবস্থান
- Adverb meaning in Bengali
- নাম বিশেষণঃ
- ভাব বিশেষণঃ
- ক্রিয়া বিশেষণঃ
- Kinds of Adverb / Adverb এর তালিকা
- Independent Adverb or Simple Adverb কাকে বলে?
- Simple Adverb Examples
- Adverbs of Time
- Adverbs of Place
- Adverbs of Place Examples
- Adverbs of Manner
- Adverbs of Manner Examples
- Adverbs of Frequency
- Adverbs of Frequency Examples
- Adverbs of Degree or Quantity
- Adverbs of Degree Examples
- Adverbs of Affirmation and Negation
- Adverbs of Affirmation Examples
- Adverbs of Cause and Effect
- Adverbs of Cause and Effect Exercises
- Adverbs of Order
- Adverbs of Order Examples
- Interrogative Adverb
- Interrogative Adverb Examples
- Relative or Conjunctive Adverb কাকে বলে?
- Conjunctive Adverb Examples
- Final Words
Adverb Examples
বাক্যে Adverb এর কিছু প্রয়োগ দেখা যাক।
- কফি খুব গরম। = The coffee is very hot. (Adjective কে modify করেছে।)
- সে খুব দ্রুত দৌড়ায়। = He runs swiftly. (Verb কে modify করেছে।)
- সে খুব ধীরে ধীরে হাঁটছে। = He is walking very slowly. (Adverb কে modify করেছে।)
- আপনি এখানে নয়টার আগে এসেছেন। = You came here just before nine. (Preposition কে modify করেছে।)
- তিনি এটি করেননি কারণ তার এটি করার সময় নেই৷ = He did not do it simply because He has not time to do it. (Conjunction কে modify করেছে।)
- সত্যিই তিনি একজন ভালো মহিলা ছিলেন। = Really she was a good woman. (Full sentence কে modify করেছে।)
Adverb কাকে বলে কত প্রকার ও কী কী |
Adverb চেনার উপায়
ইংরেজি বাক্যে একটি শব্দের ব্যবহারিক তাৎপর্য বিশ্লেষণ করে নির্ধারণ করতে হয় শব্দটি কোন Parts of speech. একটি শব্দ কে তখনই আমরা Adverb বলব যখন সেই শব্দটি Noun, Pronoun এবং Interjection ছাড়া অন্য যে কোন ধরনের Parts of speech কে বিশেষায়িত করবে।
যে সকল বৈশিষ্ট্য থাকলে একটি ওয়ার্ডকে আমরা Adverb বলে গণ্য করবো সেগুলো নিচে উল্লেখ করা হলো।
- একটি Adverb বাক্যের Adjective কে বিষেশায়িত বা Modify করে।
- একটি Adverb বাক্যের Verb কে বিষেশায়িত বা Modify করে।
- একটি Adverb বাক্যের Adverb কে বিষেশায়িত বা Modify করে।
- একটি Adverb বাক্যের Preposition কে বিষেশায়িত বা Modify করে।
- একটি Adverb বাক্যের Conjunction কে বিষেশায়িত বা Modify করে।
- একটি Adverb বাক্যের Full Sentence কে বিষেশায়িত বা Modify করে।
- একটি Adverb বাক্যের Noun কে বিষেশায়িত বা Modify করে না।
- একটি Adverb বাক্যের Pronoun কে বিষেশায়িত বা Modify করে না।
- একটি Adverb বাক্যের Interjection কে বিষেশায়িত বা Modify করে না।
বাক্যে Adverb এর অবস্থান
Adverb এর বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের প্রেক্ষিতে একটি ইংরেজি বাক্যে Adverb যে সকল জায়গায় বসতে পারে তা হল।
- ইংরেজি বাক্যের Verb এর সামনে Adverb ব্যবহার হয়ে থাকে।
- ইংরেজি বাক্যের Adjective এর সামনে Adverb ব্যবহার হয়ে থাকে।
- ইংরেজি বাক্যের Preposition এর সামনে Adverb ব্যবহার হয়ে থাকে।
- ইংরেজি বাক্যের Adverb এর সামনে Adverb ব্যবহার হয়ে থাকে।
- ইংরেজি বাক্যের conjunction এর সামনে Adverb ব্যবহার হয়ে থাকে।
Adverb meaning in Bengali
Adverb-এর বাংলা প্রতিশব্দ হলো ক্রিয়াবিশেষণ। আর এই ক্রিয়াবিশেষণ পাওয়া যায় বিশেষণ পদের বিভাজন থেকে। নিচে বিশেষণ পদের বিভাজন আলোচনা করা হল।
বিশেষণ পদকে প্রদানত দুইটি ভাগে ভাগ করা হয়। যথা
- নাম বিশেষণ
- ভাব বিশেষণ
নাম বিশেষণঃ
কোনো নাম পদকে যে বিশেষণ পদ বিশেষিত করে তাকেই নাম বিশেষণ পদ বলে। নাম বিশেষণ পদকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা-
- গুণবাচক বা অবস্থাবাচক বিশেষণ।
- সংখ্যাবাচক বিশেষণ।
- পরিমাণবাচক বা মাত্রাবাচক বিশেষণ।
- ক্রমবাচক বা পূরণবাচক বিশেষণ।
ভাব বিশেষণঃ
বিশেষ্য পদ ও সর্বনাম পদ ছাড়া অন্য সকল পদের দোষ, গুণ বা অবস্থা যে বিশেষণ পদ প্রকাশ করে তাকেই ভাব বিশেষণ বলে। ভাব বিশেষণ পদকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা-
- ক্রিয়া বিশেষণ।
- বিশেষণের বিশেষণ।
আমাদের মূল আলোচনার বিষয় হল ক্রিয়া বিশেষণ নিয়ে। তাহলে চলুন ক্রিয়া বিশেষণ কি বা Adverb meaning in Bengali তা জেনে নেওয়া যাক।
ক্রিয়া বিশেষণঃ
বাক্যের ক্রিয়াপদের অবস্থা, প্রকৃতি, গুণ, প্রকৃতি ইত্যাদি যে বিশেষণ পদ নির্দেশ করে তাকেই ক্রিয়া বিশেষণ পদ বলে। যেমন: অতি শীঘ্র চল।
পাখিটি দ্রুত দৌড়ায়।
উপরের উদাহরণ দুটিতে 'অতি শীঘ্র' এবং 'দ্রুত' শব্দ দুটি ধারা বাক্য দুটির ক্রিয়া পদকে বিশেষায়িত করা হয়েছে। তাই উক্ত শব্দটি হল ক্রিয়া বিশেষণ পদ।
Kinds of Adverb / Adverb এর তালিকা
Adverb কে function বা ব্যবহারের উপর ভিত্তি করে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা
1. Simple or Independent Adverb
- Adverbs of time
- Adverbs of place
- Adverbs of manner
- Adverbs of frequency
- Adverbs of degree or quantity
- Adverbs of affirmation and negation
- Adverbs of cause and effect
- Adverbs of order
2. Interrogative Adverb
3. Relative or Conjunctive Adverb
উপরে উল্লেখিত বিভিন্ন ধরনের Adverb সম্পর্কে বিস্তারিতভাবে নিম্নে আলোচনা করা হল।
Independent Adverb or Simple Adverb কাকে বলে?
ইংরেজি বাক্যে যে Adverb গুলো শুধুমাত্র কোন শব্দ (Word) বা বাক্য (Sentance) কে বিশেষায়িত করে তাকে বলা হয় Independent Adverb বা Simple Adverb. নিচে এর উদাহরণ দেখা যাক।
Simple Adverb Examples
Simple Adverb কে আট ভাগে ভাগ করা হয়। নিচে এই আট প্রকার Adverb সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
Adverbs of Time
ইংরেজি বাক্যে ব্যবহৃত যে Adverb গুলো ক্রিয়া সম্পাদনের সময়কে নির্দেশ করে তাকে Adverbs of Time বলে। এই Adverb গুলো when = কখন? প্রশ্নটির উত্তর প্রদান করে।
- Adverbs of Time Examplesসে দেরিতে আসবে। = He will come late.
- সে তাড়াতাড়ি ফিরে এল। = He came back soon.
- সে কাল যাবে। = He will go tomorrow.
- তিনি গতকাল গিয়েছিলেন। = He went yesterday.
Adverbs of Place
ইংরেজি বাক্যে ব্যবহৃত যে Adverb গুলো ক্রিয়া সম্পাদনের স্থানকে নির্দেশ করে তাকে Adverb of Place বলে। এই Adverb গুলো where = কোথায়? প্রশ্নটির উত্তর প্রদান করে।
Adverbs of Place Examples
তিনি সেখানে গেলেন। = He went there.
সে এখানে বসবাস করেন। = He lives here.
কলেজের পাশেই একটি নদী আছে। = There is a river near the college.
অক্সিজেন সর্বত্র পাওয়া যায়। = Oxygen is found everywhere.
Adverbs of Manner
Manner শব্দের বাংলা প্রতিশব্দ হলো 'ধরন' বা 'কায়দা'। ইংরেজি বাক্যে যে Adverb গুলো দ্বারা ক্রিয়া সম্পাদনের ধরন বা কায়দা প্রকাশ পায় তথা একটি কাজ কিভাবে সংঘটিত হলো তা প্রকাশ পায় সেই Adverb কে বলা হয় Adverbs of Manner.
Adverbs of Manner Examples
মেয়েটি ধীরে ধীরে হাঁটে। = The girl walks slowly.
তুমি কঠোর পরিশ্রম কর। = You work hard.
আমি বুদ্ধিমানের মত চিন্তা করেছি। = I have thought wisely.
পেন্সিলটি ভালো লেখে। = The pencil writes well.
Adverbs of Frequency
ইংরেজি বাক্যে একটি কাজ বা ক্রিয়া কতবার সম্পাদিত হয়েছে তা যে Adverb দ্বারা বোঝানো হয় তাকে Adverbs of Frequency বলে। Frequency শব্দটির বাংলা প্রতিশব্দ হলো বারবার। নিচে এর উদাহরণ দেখা যাক।
Adverbs of Frequency Examples
তার জীবনে একবার আমার সাথে দেখা হয়েছিল। = He had met me once in his life.
আমি আবার আসবো। = I will come again.
আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত। = We should always speak the truth.
আমি সচরাচর গেমটি খেলি। = I usually play the game.
Adverbs of Degree or Quantity
যে Adverb গুলো "কি পরিমানে", "কি মাত্রায়", " কতখানি" ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adverbs of Degree or Quantity বলে। নিচে এদের উদাহরণ দেখা যাক।
Adverbs of Degree Examples
- সে তার প্রায় সব সম্পদ হারিয়ে ফেলেছে। = She has lost almost all her wealth.
- ছেলেটি আজ সকালে যথেষ্ট দুধ পান করেছে। = The boy drank enough milk this morning.
- এখন সে বেশ খুশি। = Now he is quite happy.
- সে খুব শক্তিশালী। = She is very strong.
Adverbs of Affirmation and Negation
যে Adverb গুলো হ্যাঁ বোধক বা না বোদক অর্থ প্রকাশ করে তাদেরকে Adverbs of Affirmation and Negation বলে। নিচে এদের উদাহরণ দেখা যাক।
Adverbs of Affirmation Examples
- সত্যিই তিনি একজন সৎ মহিলা। = Really she is an honest woman.
- তিনি সম্ভবত সঠিক। = He is probably right.
- তিনি সত্যিই একটি প্রতিভা। = She is truly a genius.
- হ্যাঁ, তিনি ঠিক বলেছেন। = Yes, He is right.
Adverbs of Cause and Effect
কোন একটি কাজ সংগঠিত হওয়ার কারণ ও ফলাফল যে Adverb যারা নির্দেশ করা হয় তাকে adverbs of cause and effect বলে। এখানে Cause = কারণ, এবং Effect = ফলাফল। নিচে কিছু উদাহরণ দেখা যাক।
Adverbs of Cause and Effect Exercises
- মহিলা অসুস্থ ছিল. তাই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।= The woman was sick. Hence (এই কারণে / তাই) she was dismissed from the job.
- আমি তাকে শিখিয়েছি কিভাবে এটা করতে হয় এবং সে সেই অনুযায়ী তা করেছিল। = I taught him how to do it, and He did it accordingly (সেই অনুযায়ী).
Adverbs of Order
একটি ইংরেজি বাক্যের ক্রিয়ার কার্যসম্পাদন হওয়ার ক্রম বা Order নির্দেশ করতে যে Adverb গুলো ব্যবহার করা হয় তাদেরকে Adverbs of Order বলে।
Adverbs of Order Examples
- প্রথমত, আমাদের সৎ হতে হবে। = First, we should be honest.
- দ্বিতীয়ত, আমাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে। = Secondly, we have to try for better.
- সবশেষে, আমাদের স্রষ্টার কাছে ফিরে যেতে হবে। = Lastly, we must return to our creator.
Interrogative Adverb
যে Adverb গুলো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে Interrogative Adverb বলে। এই Adverb গুলো আবার place = স্থান, time = সময়, quantity = পরিমাণ, ইত্যাদিও নির্দেশ করতে পারে। নিচু কিছু উদাহরণ দেখা যাবে।
Interrogative Adverb Examples
সে কখন যাবে? = When will she go?
তিনি কোথায় থাকেন? = Where does she live?
সে কিভাবে যাবে? = How will she go?
সে কেন যাবে? = Why will she go?
Relative or Conjunctive Adverb কাকে বলে?
আলোচনার উপরে আমরা দেখেছি when, where, why, how ইত্যাদি শব্দগুলো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়েছে। যখনই শব্দগুলো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয় তখন তাদেরকে বলা হবে Interrogative Adverb আর যখন প্রশ্ন জিজ্ঞাসা না করে দুটি বাক্য Sentance কে সংযুক্ত (Relate) করার কাজে ব্যবহার করা হয় তখন তাদেরকে Relative or Conjunctive Adverb বল।
Conjunctive Adverb Examples
- আমি জায়গাটি চিনি যেখানে সে বসবাস করে। = I know the place where she lives.
- আমি জানি কখন সে আসবে। = I know when she will come.
Final Words
উপরে উক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা দেখলাম যে Adverb হল এমন একটি Parts of speech যে Noun এবং Pronoun ছাড়া অন্যান্য Parts of speech কে বিশেষায়িত করে। Adverb এর ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্নভাবে বিভক্ত করা হয়ে থাকে।
যেগুলো পর্যায়ক্রমে উপরে আলোচনা করা হয়েছে। উপরে আলোচনাটি মনোযোগ সহকারে পড়লে আশা করি Adverb সম্পর্কে একটি ভালো জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ।