Adjective কাকে বলে কত প্রকার ও কী কী - adjective চেনার উপায়

ইংরেজি বাক্যের মধ্যে যেই শব্দ গুলো Noun এবং Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে। আমরা জানি পৃথিবীতে যে কোন জিনিসের নাম কেই Noun বলা হয় এবং যে কোন Noun এর পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাদেরকে Pronoun বলা হয়।

এই আলোচনার মাধ্যমে জানতে পারবো Adjective কাকে বলে কত প্রকার ও কী কী, adjective চেনার উপায় এবং Adjective সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে।

একটি উদাহরণ যদি এমন হয় ' হাবিব একজন ভাল ছাত্র। সে পতিদিন স্কুলে যায়। = Habib is a good student. He goes to school every day. এই উদাহরণে হাবিব = Habib হচ্ছে Noun, সে = He হচ্ছে Pronoun এবং ভাল = good হচ্ছে Adjective.


পেজ সূচিপত্রঃ Adjective কাকে বলে কত প্রকার ও কী কী - adjective চেনার উপায়


Adjective কাকে বলে কত প্রকার ও কী কী বা Adjective চেনার উপায়
Adjective কাকে বলে কত প্রকার ও কী কী বা Adjective চেনার উপায়

Use of Adjective

ব্যবহারের দিক থেকে Adjective কে দুটি ভাগে ভাগ করা যায়। এগুলো হল-

  1. Attributive Use of Adjective
  2. Predicative Use of Adjective

Attributive Use of Adjective

Adjective যখন কোন Noun এর সামনে বসে সেই Noun কে Qulify বা বিশেষায়িত করে তখন তাকে Adjective এর Attributive Use বলে। অর্থাৎ Adjective + Noun এভাবে ব্যবহার হলে তা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে।

নিচে এর উদাহরণ দেখা যাক-

  • সে একজন ভালো ছাত্র। = He is a good student.
  • সে একজন ধনী মানুষ। = He is a rich man.

Predicative Use of Adjective

Adjective যখন কোন Noun এর পরে বসে সেই Noun কে Qulify বা বিশেষায়িত করে তখন তাকে Adjective এর Predicative Use বলা হয়। অর্থাৎ Noun + Adjective এভাবে যখন ব্যবহার করা হয় তখন সেটা এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়।

নিচে এর উদাহরণ দেখা যাক-

  • সে খুব সুন্দরী। = She is beautiful.
  • আলীমোল্লা মেধাবী। = Alimulla is intelligent.

Degrees of Adjectives Examples

Adjective এর তিন ধরনের Degree বা মাত্র গত ব্যবহার দেখা যায়। এগুলো হলো-

  1. Positive Adjective
  2. Comparative Adjective
  3. Superlative Adjective

Positive Adjective

যে সকল Adjective দ্বারা Noun বা Pronoun এর সাধারন দোষ, গুণ বোঝানো হয় তাকে Positive Adjective বলে। এক্ষেত্রে কোন ব্যক্তি বা বস্তুদের মধ্যে কোন তুলনা করা হয় না।

নিচে এর উদাহরণ দেখা যাক-

  • এটি একটি সুন্দর বই। = This is a beautyful book.
  • সে খুব ভালো ছেলে। = He is a good boy.
  • সে অসুস্থ। = He is sick.

Comparative Adjective

দুটি Noun বা Pronoun এর মধ্যে তুলনা করতে যে সকল Adjective ব্যবহার করা হয় তাদেরকে Comparative Adjective বলে। এক্ষেত্রে তুলনীয় ব্যক্তি বা বস্তুর সংখ্যা হবে দুইটি।

Comparative Adjective এর কিছু উদাহরণ দেখা যাক-

  • হাবিব সাকিবের চেয়ে ভালো। = Habib is better than Sakib.
  • মধু চিনির চেয়েও মিষ্টি। = Honey is sweeter than sugar.

Superlative Adjective

দুই এর অধিক Noun বা Pronoun এর মধ্যে ভালো, মন্দ এবং বিভিন্ন ধরনের তুলনা করার জন্য যে Adjective ব্যবহার করা হয় তাদের Superlative Adjective বলে।

Superlative Adjective এর কিছু উদাহরণ দেখা যাক-

  • সে ক্লাসের সবচেয়ে সুন্দরী। = She is the most beautiful in the class.
  • এটি আমার জীবনের সেরা উপহার। = This is the best gift in my life.

Types of Adjectives

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে Adjective কে শ্রেণীবিভাগ করা হয়। নিচে বিভিন্ন ধরনের Adjective সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Adjective of Quality / Descriptive Adjective

যে ধরনের Adjective কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাদেরকে বলা হয় Adjective of Quality বা Descriptive Adjective.

নিচে কিছু উদাহরণ দেখা যাক-

  • দোষ বোঝানোর ক্ষেত্রে: He is a bad boy. = সে খারাপ ছেলে।
  • গুণ বোঝানোর ক্ষেত্রে: He is a good boy. = সে ভালো ছেলে।
  • অবস্থা বোঝানোর ক্ষেত্রে: This is a plain road. = এটি একটি সরল রাস্তা।

Adjective of Quantity / Quantitative Adjective

সাধারণত Material Noun এবং Abstract Noun ক্ষেত্রে পরিমাণ বোঝানোর জন্য যে Adjective ব্যবহার করা হয় তাদেরকে Adjective of Quantity বা Quantitative Adjective বলে।

নিচে Adjective of Quantity এর কিছু উদাহরণ দেখা যাক-

  • তার অনেক টাকার দরকার। = He needs much money.
  • গ্লাসের মধ্যে অল্প পরিমাণ পানি আছে। = There is a little water in the glass.
  • আমাকে কিছু লবণ দাও। = Giv me some salt.

Adjective of Number / Numeral Adjective

ইংরেজি বাক্যে যে Adjective দ্বারা কোন Noun এর নির্দিষ্ট সংখ্যা, পর্যায়, ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adjective of Number বা Numeral Adjective বলে। Numeral Adjective গুলো হল যথাক্রমে-

  1. Cardinal Numeral Adjective
  2. Ordinal Numeral Adjective
  3. Multiplicative Numeral Adjective
  4. Definite Numeral Adjective
  5. Indefinite Numeral Adjective

উপরে উল্লেখিত Adjective গুলো নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

Cardinal Numeral Adjective

Cardinal Number গুলো যেমন One = এক, Two = দুই, Three = তিন, Four = চার ইত্যাদি যখন Adjective হিসাবে ব্যবহার করা হয়, তখন তাদেরকে বলা হয় Cardinal Numeral Adjective.

কিছু উদাহরণ দেখা যাক-

  • আমার চারটি বই আছে। = I have four books.
  • তোমার দুটি হাত আছে। = You have two hands.

Ordinal Numeral Adjective

Ordinal Number গুলো যেমন First = প্রথম, Secont = দ্বিতীয়, Third = তৃতীয় ইত্যাদি যখন Adjective হিসাবে ব্যবহার করা হয় তখন তাদের বলে Ordinal Numeral Adjective.

নিচে কিছু উদাহরণ দেখা যাক-

  • সে ক্লাসের ফার্স্ট বয়। = He is the first boy in the class.
  • এটি দ্বিতীয় টেবিলে রাখুন। = Keep it on the second table.

Multiplicative Numeral Adjective

বাক্যে কোন Adjective যখন কোন সংখ্যার কত গুণ অর্থাৎ single = একক, double = দুই গুন বা দ্বিগুণ, triple = তিনগুণ এরূপ অর্থে ব্যবহার করা হয় তখন তাদেরকে বলা হয় Multiplicative Numeral Adjective.

Multiplicative Numeral Adjective এর কিছু উদাহরণ দেখা যাক-

  • বিশ্রামের জন্য আমার একটা ডাবল বেড দরকার। = I need a double bed for rest.
  • আমার একটা সিঙ্গেল বা একক রুম দরকার। = I need a single room.

Definite Numeral Adjective

Cardinal Numeral Adjective, Ordinal Numeral Adjective এবং Multiplicative Numeral Adjective সবগুলোই নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট গুণ বা নির্দিষ্ট ক্রম বোঝায় বলে এদেরকে আবার Definite Numeral Adjective বলে।

Indefinite Numeral Adjective

যে Adjective গুলো নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট ক্রম বুঝায় না তাদেরকে Indefinite Numeral Adjective বলে। যেমন all, some, many, enough, several, few ইত্যাদি।

Pronominal Adjective

ইংরেজি বাক্যে Pronoun যখন Noun এর সামনে বসে, সেই Noun কে modify করে তখন তাকে Pronominal Adjective বলে। অর্থাৎ একটি Pronoun যখন Adjective এর ন্যায় কাজ করে তখন সেটা হয়ে যায় Pronominal Adjective. বিভিন্ন ধরনের Pronominal Adjective গুলো হল-

  1. Demonstrative Adjective
  2. Distributive Adjective
  3. Interrogative Adjective
  4. Possessive Adjective
  5. Relative Adjective

এদের সম্পর্কে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

Demonstrative Adjective

Demonstrative Pronoun যখন Adjective রূপে ব্যবহার করা হয় তখন তাকে Demonstrative Adjective বলে। নিচে কিছু উদাহরণ দেখা যাক।

  • আমি এই মানুষটিকে চিনি। = I know this man.
  • আমি গতকাল সেই মহিলাকে দেখেছি। = I saw that woman yesterday.

Distributive Adjective

Distributive Pronoun যখন Adjective হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে Distributive Adjective বলে। Distributive Adjective এর কিছু উদাহরণ দেখা যাক।

  • তারা প্রত্যেকেই সেখানে গিয়েছিলেন। = Each of them went there.
  • দুই বোনের কেউই এ কথা বলেনি। = Neither of the two sisters has told this.

Interrogative Adjective

Interrogative Pronoun এখন Adjective রূপে ব্যবহার করা হয় তখন তাকে Interrogative Adjective বলে। নিচে কিছু উদাহরণ দেখা যাক-

  • আপনার সবচেয়ে পছন্দের রং কি? = What color do you like most?
  • কোন লোক আপনার ভাই? = Which man is your brother?

Possessive Adjective

Possessive Pronoun বাক্যে Adjective হিসাবে ব্যবহার করা হলে তাকে Possessive Adjective বলে। নিচে Possessive Adjective এর উদাহরণ দেখা যাক।

  • এটা আমার কলম। = This is my pen.
  • আমরা আমাদের দেশকে ভালোবাসি। = We love our country.

Relative Adjective

ইংরেজি বাক্যের মধ্যে Relative Pronoun কে Adjective রূপে ব্যবহার করলে তাকে Relative Adjective বলা হয়। নিচে কয়েকটি উদাহরণ দেখা যাক।

  • এটি সেই বই যা আপনি আমাকে দিয়েছেন। = This is the book which you gave me.
  • আমি যে বাইক চেয়েছিলাম সে আমাকে দিয়েছে। = He gave me what bike I wanted.

সম্পূর্ণ পোস্ট এর আলোচনা ভিডিওতে দেখতে পারেন


Adjective চেনার উপায়

ইংরেজি বাক্যে যে Word কেবলমাত্র Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বিষয় নিয়ে কথা বলে সেই Word টি হলো Adjective. অর্থাৎ যখনই কোন Word নাউন এবং প্রোনাউন এর Modifier হিসাবে কাজ করবে তখনই আমরা চিনতে পারবো সেই ওয়ার্ডটি হচ্ছে Adjective.

Ending

উপরে উল্লেখিত আলোচনার প্রেক্ষিতে আমরা জানতে পারলাম Adjective কাকে বলে কত প্রকার ও কী কী? কিভাবে Adjective চেনা যায়? এবং বিভিন্ন ধরনের Adjective সম্পর্কে বিস্তারিত আলোচনা।

Please Share the Post With Others to Help Them.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url